Economics suggestion-2021 For TBSE ( Pre-Board And Final Exam) অর্থনীতি : 1 , 3, 5 Marks

 

Economics suggestion-2021

For Pre-Board And Final Exam

( NCERT REDUCED SYLLABUS )

অর্থনীতি




অধ্যায় 1 :  উন্নয়ন :- 4 Marks (1x1=1, 3x1=3) 

1) উন্নয়ন কাকে বলে ? এর লক্ষ্য গুলি কি কি ?**

2) স্থিতিশীল উন্নয়ন কি ? স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কি?

3) বিশ্ব ব্যাংক মানব উন্নয়ন সূচক UNDP মানব উন্নয়ন সূচকের মধ্যে তিনটি পার্থক্য লেখ?

4) অর্থনৈতিক কাজ এবং -অর্থনৈতিক কাজের মধ্যে তিনটি পার্থক্য লেখ***  

5) অর্থনৈতিক বৃদ্ধি বা সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লিখ?

6) আর্থিক জাতীয় আয় প্রকৃত জাতীয় আয়ের  মধ্যে তিনটি পার্থক্য লিখ

7) আর্থিক জাতীয় আয় প্রকৃত জাতীয় আয় এর মধ্যে পার্থক্য লেখ ? *

8) আর্থিক মাথাপিছু আয় এবং প্রকৃত মাথাপিছু আয়ের মধ্যে তিনটি পার্থক্য লেখ?

9) কিভাবে human development index পরিমাপ করা যায়?

10) উন্নয়নের প্রেক্ষাপটে স্থিতিশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ কেন?

11) মানব উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার প্রয়োজনীয়তা কি?

12) উন্নয়নের অর্থনৈতিক ধারণাটি সংক্ষেপে বিশ্লেষন কর? উদাহরণসহ অর্থনৈতিক কাজের ধারণাটি লিখ?

13) ভারতে স্বাস্থ্য সমস্যার কারণ গুলি কি কি?  অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্যের ভূমিকা লিখ?

14) মানব বিকাশ সূচক গঠনের মাপকাঠি গুলি কি কি





অধ্যায় 2 : ভারতের অর্থনীতির  ক্ষেত্র সমূহ  : 6 Marks (1x1=1, 5x1=5)

1)   অর্থনৈতিক ক্রিয়া-কলাপ এর ক্ষেত্রগুলি কত ভাগে বিভক্ত কি কি?

2)   অর্থনীতির কয়টি ক্ষেত্র কি কি আলোচনা করো?

3)   অর্থনৈতির তৃতীয় ক্ষেত্র কিভাবে অন্য ক্ষেত্র থেকে ভিন্ন ? কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর?

4)   উন্মুক্ত বেকারত্ব এবং ছদ্ম বেকারত্বের মধ্যে পাঁচটি পার্থক্য লিখ?

5)   "ভারতীয় অর্থনৈতির উন্নয়নে তৃতীয় ক্ষেত্র কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে না" ---তুমি কি এই বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও?

6)   জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প আইনকী? এর কয়েকটি বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ?

7)   ভারতের অর্থনীতির অগ্রগতিতে পরিষেবা ক্ষেত্রের ভূমিকা সম্পর্কে আলোচনা কর

8)   সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্রের মধ্যে পার্থক্য গুলি কি কি? ***

9)   সংঘটিত ক্ষেত্র অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পাঁচটি পার্থক্য লিখ? **

10)            অর্থনীতিতে সরকারি ক্ষেত্রের ভূমিকা আলোচনা করো?

11)            ভারতে বেসরকারি উদ্যোক্তাকে প্রাধান্য দেওয়ার কারণ কি? ***

12)            অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের শোষণের পাঁচটি কারণ লেখ?



অধ্যায় 3 : অর্থ ঋণ : 6 Marks (1x1=1, 5x1=5)

1) কাগজি নোট ব্যবহারের সুবিধা অসুবিধা লেখ ? **

2) চেক কাকে বলে ? বিভিন্ন প্রকার চেকের সংক্ষিপ্ত বিবরণ দাও? ***  

অথবা, চেকের মাধ্যমে লেনদেন সম্পাদনের যুক্ত তিন পক্ষে drawer, Payee, drawer কি? ব্যাখ্যা করো?

3) কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো ? ***                                    

4) স্বনির্ভর গোষ্ঠী বা SHG বা Self Help group কাকে বলে ? এর সুবিধা গুলি লেখ ? ***      

5) বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থের ব্যবহারের তিনটি সুবিধা অসুবিধা লেখ?

6) ভারতে ব্যাংক জাতীয়করণের উদ্দেশ্য গুলি উল্লেখ করো?



7) বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পাঁচটি পার্থক্য লেখ

8) প্রাতিষ্ঠানিক -প্রাতিষ্ঠানিক ঋণের উৎস গুলির মধ্যে পাঁচটি পার্থক্য লিখ? ***  

9) ভারতে ঋণের প্রাতিষ্ঠানিক উৎস গুলিকে সম্প্রসারিত করা কেন প্রয়োজন?

10) ভারতীয় রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকের কাজকর্মে কিভাবে নজরদারি করে? এর প্রয়োজনীয়তা লিখ?

11) অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস গুলি আলোচনা করো?

12) মাথাপিছু আয়কে অর্থনৈতিক উন্নতির মাপকাঠি বলা যায় কিনা ------ আলোচনা কর?*** 

13) কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?

14) বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী গুলি আলোচনা করো? ***

15) অর্থের কাজ গুলি লেখ এবং উন্নয়নে ঋণের ভূমিকা লেখ?

অধ্যায় 5 : ভোক্তা অধিকার : 4 Marks (1x1=1, 3x1=3)

1) "উপভোক্তা গণের ক্ষতিপূরণ দাবি সমাধানের অধিকার গুরুত্বপূর্ণ" ---- বর্ণনা করো 

2) ভোক্তা বা উপভোক্তা বা ক্রেতার তিনটি গুরুত্বপূর্ণ অধিকার উল্লেখ করো? ক্রেতা সুরক্ষা আদালতের কাজ গুলি উল্লেখ করো?

3) ক্রেতা আদালতের কয়টি স্তর কি কি?

4) উপভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী মামলা করার পদ্ধতি কী?

5) ভোক্তা সুরক্ষা পরিষদ ভোক্তা আদালতের মধ্যে তিনটি পার্থক্য লেখ?

6) ভোক্তা সুরক্ষা আইন 1986 প্রণয়নের পেছনে মূলনীতি কি ছিল?

7) উপভোক্তা বা ক্রেতারা কর্তব্য গুলি উল্লেখ করো?

8) উপভোক্তা বা ক্রেতার অধিকার গুলি কি কি?

9) উপভোক্তারা কিভাবে প্রতারিত হয়?


 

Economics short question || অর্থনীতি শর্ট কোশ্চেন : 202

1)           কত খ্রিস্টাব্দে প্রথম মানব উন্নয়নের ধারণাটি প্রবর্তিত হয়?Ans: 1990।

2)           কোন সংস্থা "world development report" প্রকাশ করে? Ans: বিশ্ব ব্যাংক।

3)           ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি? Ans:  কেরালা।

4)           কোন এককে মাথাপিছু আয় পরিমাপ করা হয়? Ans: ডলার ।

5)           অর্থনীতির কয়টি ক্ষেত্র আছে? Ans: 3 টি।

6)           মসলার প্যাকেটে থাকে ---- ক)  হলমার্ক  খ) আগমার্ক  গ) ISI মার্ক  ঘ) fssai মার্ক।       Ans : fssai মার্ক। 

7)           বিশ্ব ভোক্তা দিবস --- ক) 27 জুলাই খ) 2 অক্টোবর গ) 15 মার্চ ঘ) 23 শে জানুয়ারি।        Ans: 15 মার্চ। 

8)           ভোক্তা আন্দোলনের জনক কে? Ans: রেলফ নাকার।

9)           অর্থনীতির জনক কে?  Ans: অ্যাডাম স্মিথ।

10)        কোন চিহ্ন দ্বারা গয়নার গুণগতমান স্বীকৃতি পায়? Ans:  হলমার্কের চিহ্ন দ্বারা।

11)        কোন তারিখ ভারতে জাতীয় ভোক্তা দিবস হিসেবে পালন করা হয় ? Ans: প্রতিবছর 24 ডিসেম্বর।

12)        জাতীয় আয় ও মাথাপিছু আয় এর মধ্যে সম্পর্ক কি? Ans: জাতীয় আয়ের = মাথাপিছু আয় x দেশের মোট জনসংখ্যা।

13)        ভারতের একটি গুরুত্বপূর্ণ কৃষি উন্নয়ন ব্যাংকের নাম করো? Ans : NABARD।




14)        কোন সংস্থা নোট ছাপানোর অধিকার রয়েছে? Ans:  Reserve Bank of India-এর।

15)        ভারতে প্রথম কবে কাগজি নোট চালু হয়? Ans : 1861 খ্রিস্টাব্দে।

16)        সর্বপ্রথম কোথায় কাগজি নোট চালু হয় ? Ans: চিনে।

17)        ISI এর পুরো নাম কি? Ans: Indian standards institution.

18)        "জাগো গ্রাহক জাগো"--- প্রচার অভিযানটি কবে শুরু হয়? Ans: 2005 খ্রিস্টাব্দে।

19)        ভারত সরকার R.T.I কবে চালু করে? Ans: 2005 খ্রিস্টাব্দে।

20)        COPRA এর পুরো নাম কি? Ans: Consumer protection act.

21)        বসুন্ধরা সম্মেলন কবে, কোথায় হয়েছিল?

22)        ভোগব্যয় বলতে কি বুঝ?

23)        দুটি -প্রাতিষ্ঠানিক ক্ষেত্রের ঋণদাতার নাম উল্লেখ করো?

24)        কোন ক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখা যায়?        Ans: কৃষি ক্ষেত্রে

25)        গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?

26)        NABARD এর পুরো নাম কি? Ans : National bank for agricultural and rural development.

27)        ভারতের স্টেট ব্যাংকের পূর্ব নাম কি ছিল?

28)        প্রক্রিয়াজাত খাদ্য দ্রব্যের উপর কি প্রতীক ছাপ দেওয়া হয়? Ans: আগমার্ক

29)        'প্রায় অর্থ ' কাকে বলে?

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.