Carbon Compound ( Chemistry ) Class-10, Important Question
কার্বন যৌগ :
🔴কার্বন পরমাণুর গঠন করো না কেন?
🔴 সমযোজী ও তড়িৎযোজী যৌগের পার্থক্য লিখ?
🔴হীরকের কার্বন আছে প্রমাণ করো?
🔴 ফুলারিন কি ?এর ব্যবহার লিখ ? একে ' বাকি বল ' হয় কেন ?
🔴 সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন কী ? উদাহরণ দাও ?
🔴 সমগোত্রীয় শ্রেণী কি ?
🔴 হাইড্রোকার্বন কি? সরলতম হাইড্রোকার্বনের নাম করো ?
🔴 পলিমারাইজেশন বিক্রিয়া কি ?
🔴 ইথাইল অ্যালকোহল নিরুদক ব্যাখ্যা করো ?
অথবা, রূপান্তর কর : ইথানল থেকে ইথিলিন ।
🔴রেকটিফাইড স্পিরিট ও মেথিলেটেড স্পিরিট ( ডিনেচার্ড স্পিরিট ) কী ? এর মধ্যে পার্থক্য লেখ ?
🔴 ভিনিগার কি? এতে কোন কার্যকরী মূলক থাকে ? এর ব্যবহার লেখ?
🔴 ইথানল প্রস্তুতি নীতি সমীকরণসহ লিখ ?
🔴 ইথানল এর সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়াটি লেখ ?
🔴 এস্টারিফিকেশন বিক্রিয়ার কি ? বিক্রিয়াটি লেখ ?
🔴 ইথানয়িক এসিডের সাথে সোডিয়াম কার্বনেট এর বিক্রিয়া লেখ ?
অথবা, ইথানল এবং ইথানয়িক এসিডের এর সনাক্তকরণ পদ্ধতি লেখ ?
🔴 প্যারিস গ্রীন কি ? এর ব্যবহার লেখ?
🔴 সাবান প্রস্তুতির নীতি বিক্রিয়াসহ লেখ ?
🔴 সাবান কিভাবে ময়লা অপসারণ করে ?
🔴 খর জলে সাবান কাজ করে না কেন ?
🔴 সাবান ও ডিটারজেন্টের পার্থক্য লিখ ?
🔴 বেশিরভাগ জ্বালানির কার্বনের যৌগ হয় কেন ?
🔴 কার্বন ব্ল্যাক কি ?
🔴 ডিটারজেন্ট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখ ?
🔴 ডিটারজেন্ট সাবান হীন সাবান বলে কেন ?
🔴 ওয়েস্টন এর রাসায়নিক নাম কি ? এর ব্যবহার লেখ ?
Ans : 1,1,2,2 টেট্রাফ্লোরো ইথেন ।
এটি তেল, চর্বি , রেজিন
প্রভৃতির দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় ।
🔴 পাওয়ার অ্যালকোহল কি?
🔴 বিল্ডার কি ?
উত্তরঃ সা'বানের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য সাবান এর মধ্যে যে রাসায়নিক পদার্থ যোগ করা হয় তাকে বিল্ডার বলে ।
🔴 তিন অনু অ্যাসিটিলিন কে 600 ডিগ্রী তাপমাত্রায় কপার নলের মধ্যে দিয়ে চালনা করলে, একটি যৌগ A উৎপন্ন হয় । A কে সনাক্ত করো ? এটি কি ধরনের বিক্রিয়া?
🔴 ইথিলিনে এ সিগমা ও পাই বন্ধন এর সংখ্যা কত ?
🔴 রেকটিফাইড স্পিরিট একন মূলক থাকে ? এটি কোন শ্রেণীর যৌগ?
🔴 ভুষাকালির ব্যবহার লেখ ?
🔴 কার্বনের কোন রূপভেদ কাগজে দাগ কাটতে পারে ?🔘 হিমোগ্লোবিন এ উপস্থিত ধাতব পদাথের নাম কি ?
Ans: লোহা ।
🔘ক্যাটিনেশন ধর্ম কি ?
Ans : যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি পরস্পর সমযোজী বন্ধনের (এক-বন্ধন, দ্বি-বন্ধন, ত্রি-বন্ধন) সাহায্যে পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে, কার্বন পরমাণুর সেই বিশেষ ধর্মকে ক্যাটিনেশন বলে ।
🔘জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখ ?
🔘 কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি [Functional group] কি ?
Ans: যেসব মূলক, জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, সেসব সক্রিয় মূলককে কার্যকরী মূলক বলে.
🔘একটি ত্রি বন্ধন যুক্ত জৈব যোগের নাম ও সংকেত লিখ ?
Ans: অ্যাসিটিলিন, (H - C ≡ C - H)
🔘C2H6O এই আনবিক সংকেত দ্বারা সৃষ্ট জৈব যোগের নাম ও সংকেত লিখ ?
Ans: ইথাইল অ্যালকোহল ( C2H5OH) ও ডাইমিথাইল ইথার ( CH3-O-CH3)
🔘 অ্যাসিটিলিনের অসম্পৃক্ত হাইড্রো কার্বন প্রমাণ কর ?
Ans: অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় অ্যাসিটিলিন 2-অণু ব্রোমিন গ্রহণ করে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড উত্পন্ন করে । এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল রং বর্ণহীন হয়ে যায় ।
HC ≡ CH + 2Br2 → Br2CHCHBr2
🔘প্রশ্ন:- একটি জৈব গ্রিনহাউস গ্যাসের [Greenhouse Gas] নাম কী ?
উত্তর:- একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হল মিথেন (CH4) ।
🔘প্রশ্ন:- কোন জৈব অ্যাসিডে কার্বলিক মূলক নেই ?
উত্তর:- কার্বলিক অ্যাসিডে (C6H5OH) কার্বলিক মূলক (– COOH) নেই ।
🔘প্রশ্ন:- মার্স গ্যাস কী ?
উত্তর:- মার্স গ্যাস হল মিথেন (CH4) ।
🔘 প্রশ্ন:- অ্যালকাইনের [Alkyne] সাধারণ সংকেত কী ?
উত্তর:- অ্যালকাইনের সাধারণ সংকেত হল CnH2n-2, যেখানে n ধনাত্বক পূর্ণ সংখ্যা এবংn≠0 ।
প্রশ্ন:- সরলতম অ্যালকেনের [Alkanes] নাম কী ?
উত্তর:- সরলতম অ্যালকেনের হল মিথেন [Methane] ।
🔘প্রশ্ন:- অ্যাসিটিলিন কোন শ্রেণির জৈব যৌগ ?
উত্তর:- অ্যাসিটিলিন অ্যালকাইন শ্রেণির জৈব যৌগ
🔘প্রশ্ন:- ইথাইল অ্যালকোহলের কার্যকরী মুলকের নাম কী ?
উত্তর:- ইথাইল অ্যালকোহলের কার্যকরী মুলকের নাম হল হাইড্রক্সিল (–OH) ।
Thanku sir
ReplyDelete