Class IX - Sound All Question ( Physics )

শব্দ ( SOUND ) : 
1) শব্দ কি?
2) শব্দ কি ধরনের তরঙ্গ?
উত্তর : অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ।
3) নির্মলিখিত শব্দের উৎস গুলি থেকে কিসের কম্পনে শব্দ সৃষ্টি হয় :  মানুষ, ড্রাম , গিটার , তবলা ও বাঁশি
4) বস্তুর কম্পনের শব্দের সৃষ্টি হয় ,  একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর?
5) বস্তুর কম্পনের শব্দের সৃষ্টি হয় এক্ষেত্রে শক্তির কি রূপ রূপান্তর হয় ?
উত্তর : যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।
6) কম্পনের ফলে সৃষ্ট শব্দ কিভাবে মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে পৌঁছায় ?
উত্তর : কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন শব্দ মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট পর্যায়ক্রমিক ঘনীভবন ও তনু ভবনের দ্বারা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আমাদের কানে পৌঁছায়।
7) তরঙ্গ কি ?
8) অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ কি ? উদাহরণ দাও । এদের মধ্যে পার্থক্য লিখ?
9) শব্দ এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ দুটি যুক্তির মাধ্যমে বুঝিয়ে দাও?
10) শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য গুলি লেখ?
11)শব্দ বিস্তারের জন্য বাস্তব জড় মাধ্যমের প্রয়োজন , একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর?
12)কঠিন , তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি এবং কোথায় কম?
13) সূর্য বা চাঁদ এর বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কেন?
14) একটি লম্বা ফাঁপা লোহার নলের এক প্রান্তে শব্দ করলে অন্য প্রান্তে দুবার শোনা যায় কেন?
15) তরঙ্গ দৈর্ঘ্য কি ? এর একক লেখ?
16) কম্পাঙ্ক কি ? এর একক লেখ?
17) পর্যায় কাল কি? এর একক লেখ?
18) কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক লিখ?
19) শব্দের বেগ , কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লিখ?
20) সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য গুলো কি কি ?
উত্তর :  প্রাবল্য , তীক্ষ্ণতা , গুন বা জাতি।
21) কম্পাঙ্ক ও তীক্ষ্ণতার মধ্যে পার্থক্য লিখ ?
22) শব্দ তরঙ্গের বিস্তার কি?
23) প্রাবল্য মাত্রা ও প্রাবল্য এর মধ্যে পার্থক্য লেখ?
24) তরঙ্গের কোন কোন ধর্মের উপর প্রাবল্য মাত্রা নির্ভর করে?
উত্তর : উৎসের আকার , উৎসের দূরত্ব, মাধ্যমের ঘনত্ব , মাধ্যমের গতি , কম্পনের বিস্তার।
25) তরঙ্গের কোন ধর্মের উপর তীক্ষ্ণতা নির্ভর করে?
উত্তর :
i) শব্দের তীক্ষ্ণতা শব্দের উৎসের কম্পাঙ্কের সমানুপাতিক হয় ।
ii) শব্দের তীক্ষ্ণতা শব্দের উৎসের তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক।
iii) শব্দের তীক্ষ্ণতা শব্দের উৎস থেকে শ্রোতার দূরত্বের ব্যস্তানুপাতিক হয়।
26) কোন একটির মাধ্যমে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 220 হার্জ এবং দ্রুতি যথাক্রমে 440 মিটার /সেকেন্ড হলে ,  তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
27) 0°C উষ্ণতায় বায়ুতে শব্দের গতিবেগ কত ?
উত্তর : 331 মিটার/সেকেন্ড।
28)গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো?
29) প্রতি ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ কি পরিমান বাড়ে?
উত্তর :  0.61 মিটার / সেকেন্ড হার বাড়ে।
30) বজ্রপাত হওয়ার কিছুক্ষণ পর বজ্রনাদ শোনা যায় কেন?
31) সুপারসনিক বেগ কি?
32) ম্যাক সংখ্যা কি? এর তাৎপর্য লিখ?
33) শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের প্রসার কত?
34) শ্রুতিগোচর শব্দ , শব্দেতর শব্দ ও শব্দোত্তর শব্দ কি?
35) মশা ওড়ার শব্দ শোনা যায় কিন্তু পাখি উড়ার শব্দ শোনা যায় না কেন ?
36) শব্দোত্তর তরঙ্গের ব্যবহার লেখ?
37) SONAR এর পুরো নাম কি ? এর ব্যবহার লিখ?
38) শব্দের প্রতিফলন কি?
39) শব্দের প্রতিফলনের সূত্র গুলি লেখ?
40) ডাক্তারী স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়?
41) শব্দের প্রতিফলন ও আলোর প্রতিফলনের পার্থক্য লিখ?
42) শব্দের প্রতিফলনের ব্যবহার লিখ?
43)ডাক্তারের স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়?
উত্তর : শব্দের প্রতিফলন ধর্মকে।
44) কোন সংগীতানুষ্ঠানের হল ঘরের ছাদ বাঁকানো থাকে কেন?
45) কোন গ্যাসে শব্দের বেগ সবচেয়ে বেশি?
উত্তর : হাইড্রোজেন গ্যাসে।
46) সনিক বুম ( Sonic Boom ) কি ?
Ans: NCERT PAGE 167
47) কোন প্রাণী শব্দেতর শব্দ উৎপন্ন করে এবং শুনতে পায়?
উত্তর :  হাতি ।
48) কোন প্রাণী শব্দোত্তর শব্দ উৎপন্ন করে এবং শুনতে পায়?
উত্তর : বাদুড়  ও ডলফিন ।
49) শ্রবণ সহায়ক যন্ত্র ( Hearing aid ) কি?
Ans: NCERT PAGE 170
50) শব্দের বৈশিষ্ট্য গুলি তরঙ্গের কোন কোন বৈশিষ্ট্য দ্বারা নির্ধারণ করা হয় ?
উত্তর : প্রাবল্য , তীক্ষ্ণতা , গুন বা জাতি।


51) শব্দের প্রাবল্য কি?
Ans: NCERT PAGE 173
52) শব্দ কিভাবে উৎপন্ন হয় ?
উত্তর :  বস্তুর কম্পনের শব্দের সৃষ্টি হয় ।
53) শব্দ তরঙ্গ কে কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়?
54) শব্দের কোন বৈশিষ্ট্য তোমাকে অন্ধকার কক্ষে বসে থাকা তোমার বন্ধুর কণ্ঠস্বর চিনতে সাহায্য করে ?
উত্তর : গুন বা জাতি
55) অনুরণন কি ? এটি কিভাবে কমানো যায়?
উত্তর : সাঁতরা বই 242পৃষ্ঠা।
56) একটি শব্দ উৎসের কম্পাঙ্ক 100 হার্জ । 1 মিনিটে এটি কত সংখ্যক বার কম্পিত হয়?
57) শব্দের প্রতিধ্বনি কি?
58) স্পষ্টভাবে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিফলকের মধ্যে সময়ের ব্যবধান কত হওয়া প্রয়োজন?
উত্তর : 0.1 সেকেন্ড।
59) সাধারণ ঘরে প্রতিধ্বনি শোনা যায় না কেন?
উত্তর : সাঁতরা বই 242 পৃষ্ঠা।
60) ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে নূন্যতম দূরত্ব কত হওয়া প্রয়োজন উত্তর : 17 মিটার ।
61) মেঘ গর্জন এরপর গুড় গুড় শব্দ শোনা যায় কেন?
উত্তর : সাঁতরা বই 242 পৃষ্ঠা।
62) একটি প্রতিধ্বনিই 3 সেকেন্ডে শোনা গেল। উৎস থেকে প্রতিফলিত তলের দূরত্ব কত? দেওয়া আছে শব্দের দ্রুতি 342 মিটার/ সেকেন্ড।
63) পরিষ্কার করার কাজে কিভাবে শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসাউন্ড ব্যবহৃত হয়?
Ans: NCERT PAGE 170
64) শব্দোত্তর শব্দ ব্যবহার করে কিভাবে ধাতব ও ব্লকের ত্রুটি নির্ধারণ করা যায় তা লিখ?
Ans: NCERT PAGE 170
65) ইকো কার্ডিওগ্রাফি কি?
Ans: NCERT PAGE 171
66) ' সোনার ' কিভাবে কাজ করে ব্যাখ্যা করো?
অথবা , সোনার এর সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করো?
Ans: NCERT PAGE 171
67) বাদুর শিকার ধরার জন্য কিভাবে শব্দোত্তর শব্দ ব্যবহার করে তা বর্ণনা করো?
Ans: NCERT PAGE 172
68) SONAR এ শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয় ? উত্তর : প্রতিফলন ধর্ম কে।
69) RADAR এর পুরো নাম কি ? এই যন্ত্রে কোন ধরনের শব্দ ব্যবহার করা হয় ?
উত্তর: Radio direction and ringing .
** রাডার যন্ত্রে শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয়।
70) আসবা ভ পূর্ণ  ঘরে প্রতিধ্বনি শোনা যায় কেন?
উত্তর : আসবা ভ পূর্ণ ঘরে প্রতিফলিত তরঙ্গ গুলিকে আসবাবপত্র শোষণ করে নেয় তাই প্রতিধ্বনি শোনা যায় না।

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.