Tripura Madhyamik 2020 || GEOGRAPHY || Short Questions and Map-Point
২০২০ ত্রিপুরা মাধ্যমিক ভূগোলের শর্ট প্রশ্ন এবং ম্যাপ-পয়েন্ট :
Short Questions : 1 x 3 = 3
1) পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ? TBSE -2018
2) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?TBSE -2018
3) OAPEC এর পুরো নাম কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? TBSE -2018
4) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
5) মধ্যপ্রাচ্যের যে কোনো দুটি তেলশোধনাগার এর নাম লেখ?
6) বায়ুমন্ডলের কোন স্তরে সুমেরু প্রভা পরিলক্ষিত হয়?
7) সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর প্রকৃত সময় কত লাগে?
8) গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? উত্তর : নিস্-এ
9) বেতার তরঙ্গ কোন স্তর থেকে ভূপৃষ্ঠে ফিরে আসে?
10) কোন শিল্পকে' সকল শিল্পের মেরুদন্ড' বলা হয়?
11) সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
12) ভারতের একটি ভূ-তাপ শক্তি উৎপাদন কেন্দ্রের নাম লেখ?
13) OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
14) বায়ুমন্ডলের কোন স্তরে "মৌক্তিক" মেঘ দেখা যায়?
15) গ্রীনউইচের সময় নির্ণায়ক ঘড়ির নাম কি?
16) গ্রীনউইচ ও ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত?
17) ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?
18) GMT এর পুরো নাম কি?
19) ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি?
20) "তরল সোনা" কাকে বলে?
21) বায়ুমন্ডলের কোন স্তরে "ভ্যান অ্যালেন বেল্ট" দেখা যায়?
22) কোন দিনটিকে মহাবিষুব বলা হয়?
23) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
24) সর্বোৎকৃষ্ট আকরিক লোহার নাম করো?
25) আন্তর্জাতিক তারিখ রেখার মান কত?
26) পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া টির নাম কি?
27) ভূপৃষ্ঠের গভীরতম স্থানের নাম কি?
28) একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?
29) বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
30) ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
Map-Point 3 mark :
মানচিত্রে চিহ্নিত স্থান বা অঞ্চল সমূহের নাম লেখ :
1) চা উৎপাদক অঞ্চল ।
2) প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র ।
3) ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর।
4) কফি উৎপাদক অঞ্চল।
5) জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ।
6) কয়লা উৎপাদন কেন্দ্র ।
7) অ্যালুমিনিয়াম শিল্প কেন্দ্র ।
8) লোহা ইস্পাত শিল্প কেন্দ্র ।
9) ত্রিপুরার রাজধানী আগরতলা।
10) উত্তর পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার।
11) ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্র।
12) ভারতের গম উৎপাদক অঞ্চল।
13) একটি উল্লেখযোগ্য পর্বত।
14) ভারতের রাজধানী।
15) দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র।
16) ভারতের কার্পাস বয়ন কেন্দ্র।
17) ভারতের বৃহত্তম বস্ত্র শিল্প কেন্দ্র।
18) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।
19) জুম চাষ অঞ্চল।
20) কর্কটক্রান্তি রেখা।
Short Questions : 1 x 3 = 3
1) পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ? TBSE -2018
2) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?TBSE -2018
3) OAPEC এর পুরো নাম কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? TBSE -2018
4) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
5) মধ্যপ্রাচ্যের যে কোনো দুটি তেলশোধনাগার এর নাম লেখ?
6) বায়ুমন্ডলের কোন স্তরে সুমেরু প্রভা পরিলক্ষিত হয়?
7) সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর প্রকৃত সময় কত লাগে?
8) গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? উত্তর : নিস্-এ
9) বেতার তরঙ্গ কোন স্তর থেকে ভূপৃষ্ঠে ফিরে আসে?
10) কোন শিল্পকে' সকল শিল্পের মেরুদন্ড' বলা হয়?
11) সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
12) ভারতের একটি ভূ-তাপ শক্তি উৎপাদন কেন্দ্রের নাম লেখ?
13) OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
14) বায়ুমন্ডলের কোন স্তরে "মৌক্তিক" মেঘ দেখা যায়?
15) গ্রীনউইচের সময় নির্ণায়ক ঘড়ির নাম কি?
16) গ্রীনউইচ ও ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত?
17) ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?
18) GMT এর পুরো নাম কি?
19) ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি?
20) "তরল সোনা" কাকে বলে?
21) বায়ুমন্ডলের কোন স্তরে "ভ্যান অ্যালেন বেল্ট" দেখা যায়?
22) কোন দিনটিকে মহাবিষুব বলা হয়?
23) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
24) সর্বোৎকৃষ্ট আকরিক লোহার নাম করো?
25) আন্তর্জাতিক তারিখ রেখার মান কত?
26) পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া টির নাম কি?
27) ভূপৃষ্ঠের গভীরতম স্থানের নাম কি?
28) একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?
29) বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
30) ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
Map-Point 3 mark :
মানচিত্রে চিহ্নিত স্থান বা অঞ্চল সমূহের নাম লেখ :
1) চা উৎপাদক অঞ্চল ।
2) প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র ।
3) ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর।
4) কফি উৎপাদক অঞ্চল।
5) জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ।
6) কয়লা উৎপাদন কেন্দ্র ।
7) অ্যালুমিনিয়াম শিল্প কেন্দ্র ।
8) লোহা ইস্পাত শিল্প কেন্দ্র ।
9) ত্রিপুরার রাজধানী আগরতলা।
10) উত্তর পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার।
11) ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্র।
12) ভারতের গম উৎপাদক অঞ্চল।
13) একটি উল্লেখযোগ্য পর্বত।
14) ভারতের রাজধানী।
15) দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র।
16) ভারতের কার্পাস বয়ন কেন্দ্র।
17) ভারতের বৃহত্তম বস্ত্র শিল্প কেন্দ্র।
18) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।
19) জুম চাষ অঞ্চল।
20) কর্কটক্রান্তি রেখা।
No comments