Tripura Madhyamik Economics || 2020 || Important Short Question

ত্রিপুরা মাধ্যমিক অর্থনীতি ( ECONOMICS ) অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2020 :   1x4 = 4

1) ভারতের অর্থনৈতিক কর্মসূচি কবে গৃহীত হয়?
2) COPRA , NABARD এর পুরো নাম কি?
3) ভারতের ব্যাংকিং ব্যবস্থার শীর্ষ স্থানে অবস্থিত রয়েছে কোন ব্যাংক ?

4) উপভোক্তা সুরক্ষা আইন বা ক্রেতা সুরক্ষা আইন কবে কার্যকরী হয়? Ans : 1986 খ্রিস্টাব্দে।
5) IMF, HDI, IMR , ATM, RTI এর সম্পূর্ণ নাম কি?
6) ভারতের প্রথম উপভোক্তা সংগঠন কোনটি?
7) ভারত কত খ্রিস্টাব্দ থেকে GATT এর সদস্য হয়?
8) মানব উন্নয়ন সূচক নির্ধারণকারী সংস্থাটির নাম কি ?
9) জাতীয় আয় কাকে বলে?
10) কত খ্রিস্টাব্দে ভারত সরকার প্রথম কাগজের নোট চালু করে ?
11) মাথাপিছু আয় কাকে বলে?
12) ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ?
13) মানব বিকাশ সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত ?
14) কোন দ্রব্য বা সেবার ক্ষেত্রে Agmark ব্যবহার করা হয়?
15) নিট জাতীয় উৎপাদন ও নিট জাতীয় আয় এর মধ্যে সম্পর্ক কি?
16) WTO ( বিশ্ব বাণিজ্য সংস্থা ) এর সদস্য রাষ্ট্রে সংখ্যা কত ?
17) "হলমার্ক " কোন দ্রব্যের গুণমানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় ?
18) ভারতে ব্যাংক জাতীয়করণ ঘটে কখন ?
19) ভারতে নোট প্রচলন এর ক্ষমতা কার হাতে থাকে ?
20) মানব উন্নয়নের চিরন্তন মাপকাঠি কোনটি ?
21) খাদ্যে ভেজাল প্রতিরোধক আইনটি কবে প্রবর্তিত হয় ?
22) WTO কবে স্থাপিত হয়? এর সদর দপ্তর কোথায় ?
23) কত সালে শিক্ষার অধিকার আইন প্রবর্তিত হয় ?
24) উপভোক্তা আন্দোলনের জনক কে ?

25) চিকিৎসকের সেবা কোন উৎপাদন ক্ষেত্রের অন্তর্গত ?

2 comments:

  1. ##ত্রিপুরা মাধ্যমিক বাংলা সাজেশন 2020 👇👇👇
    https://progressivebdsmart.blogspot.com/2020/03/tripura-madhyamik-bengali-suggestion.html

    ReplyDelete

Theme images by mammamaart. Powered by Blogger.