শেষ মুহূর্তে বিজ্ঞান সাজেশন 2020 , একবার হলেও দেখে নাও। ত্রিপুরা মাধ্যমিক।। Don't Miss it

সোমবার বিজ্ঞান পরীক্ষার আসন্ন সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি : 16/03/2020


PHYSICS

##তড়িৎ প্রবাহ ও চুম্বকত্ব 👇👇👇👇

1) একটি কোষের তড়িচ্চালক বল 1.5 ভোল্ট' -এর অর্থ কী ?
উত্তর:- 'একটি নির্জল কোষের তড়িচ্চালক বল 1.5 ভোল্ট' -এর অর্থ হল, কোষটির ধনাত্বক মেরু থেকে ঋণাত্বক মেরুতে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ চালনা করতে 1.5 জুল কাজ করতে হয় ।
2) SI পদ্ধতিতে রোধ -এর একক কী  ?
উত্তর:-  SI পদ্ধতিতে রোধ -এর একক হল ওহম ।
3) ওয়াট-ঘন্টা দিয়ে কী পরিমাপ করা হয় ?
উত্তর:-  ওয়াট-ঘন্টা দিয়ে তড়িৎ-শক্তি পরিমাপ করা হয় 
4) ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয় ?
উত্তর:- শ্রেণি সমবায়ে।
5) একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কিরূপ হওয়া উচিত ?
উত্তর:-  একটি আদর্শ ভোল্টামিটারের রোধ অসীম হওয়া উচিত ।
6) একটি আদর্শ অ্যামমিটারের রোধ কিরূপ হওয়া উচিত ?
উত্তর:-  একটি আদর্শ অ্যামমিটারের রোধ শূন্য হওয়া উচিত ।
7) রোধাঙ্কের একক কী ?
উত্তর:- S.I. পদ্ধতিতে ওহম-মিটার ।
8) ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?  
উত্তর:- ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ।
9) আন্তর্জাতিক মতানুসারে কোন বর্ণের লাইভ তার ব্যবহার করা হয় ?
উত্তর:- বর্তমানে আন্তর্জাতিক মতানুসারে বাদামি রঙের লাইভ তার ব্যবহার করা হয় ।
10) বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর মধ্যে পার্থক্য কী ?
উত্তর:- বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় । কিন্তু ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় 11) অ্যাম্পিয়ার পাক কী ?
উত্তর:- তড়িৎচুম্বকের মজ্জার একক দৈর্ঘ্যে কুন্ডলীর পাক সংখ্যা এবং অ্যাম্পিয়ার এককে তড়িৎপ্রবাহমাত্রার গুণফলকে অ্যাম্পিয়ার পাক [Ampere turn] বলে । 

12)  তড়িচ্চালক বল এবং ও বিভব-প্রভেদের মধ্যে পার্থক্য লিখ?
উত্তর:- 
i) . তড়িচ্চালক বলকে বিভব-প্রভেদের কারণ বলা হয় ।  বিভব-প্রভেদ হল তড়িচ্চালক বলের ফল ।
ii) . তড়িৎ-কোশের তড়িচ্চালক বলের মান বিভব-প্রভেদের মানের চেয়ে বেশি হয় । বিভব-প্রভেদের মান তড়িৎ-কোশের তড়িচ্চালক বলের মানের চেয়ে কম হয় ।
13) তড়িত্প্রবাহের তাপীয় ফলের জুলের সূত্রটি লিখ?
উত্তর:- 
i] প্রথম সূত্র :-  
রোধ (R) ও সময় (t) অপরিবর্তিত থাকলে উত্পন্ন তাপ (H) প্রবাহমাত্রার (i) বর্গের সমানুপাতিক হয় । অর্থাৎ,H∝i2; যখন R এবং t ধ্রুবক বা অপরিবর্তিত ।
ii]  দ্বিতীয় সূত্র :- 
 প্রবাহমাত্রার (i) এবং সময় (t) অপরিবর্তিত থাকলে উত্পন্ন তাপ (H) রোধের (R) সমানুপাতিক হয় । অর্থাৎH∝R; যখন i এবং t ধ্রুবক বা অপরিবর্তিত ।
iii] তৃতীয় সূত্র :- 
রোধ (R) ও প্রবাহমাত্রা (i) অপরিবর্তিত থাকলে উত্পন্ন তাপ (H) সময়ের (t) সমানুপাতিক হয় । অর্থাৎH∝t; যখন R এবং i ধ্রুবক বা অপরিবর্তিত ।
14) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লিখ?
15) ফ্লেমিং -এর বাম হস্ত নিয়মটি লিখ?
16) অ্যামমিটার ও ভোল্টা মিটারের পার্থক্য লিখ?
17) বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W লেখা আছে কথার অর্থ কি?
18) তামার রোধাঙ্ক 1.7 x 10-8 ওহম মিটার বলতে কি বুঝ?

আলোক:


1) মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?
2) গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লিখ?
3) একটি লেন্সের ক্ষমতা -2.5D লেন্সটির প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় কর ?
4) বিবর্ধন কি?
5) উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন?
6) আলোর প্রতিসরণের সূত্র গুলি লেখ?
7) গ্লিসারিনে কাচদন্ড অদৃশ্য হয় কেন?
8) লেন্সের ক্ষমতা কি? এর একক লেখ?

9) গাড়ির ভিউফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?

মানুষের চোখ বর্ণময় জগত :


1)  হ্রস্ব দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি কি? এর প্রতিকার লিখ?
2) বিপদ সংকেত লাল কেন?
3) শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?

4) সাদা জামা কাপড়ে নীল দেওয়া কেন?

শক্তির উৎস সমূহ :


1) জৈব গ্যাস এর সুবিধা অসুবিধা লেখ?
2) নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন কি? এদের মধ্যে পার্থক্য লিখ?
3) সৌর কুকারে কি দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?
4) সিএনজি ও এলপিজি এর উপাদান ও সুবিধা লেখ?
5) নিউক্লিয় শক্তি এবং ভূতাপ শক্তির সুবিধা ও লেখ?

6) সৌরশক্তি ও জীবাশ্ম জ্বালানির দুটি পার্থক্য লেখ?

BIOLOGY  : 👇👇👇

1) রসের উৎস্রোত কি? উদ্ভিদের সংবহন কলা গুলির নাম করো?
2) নেফ্রনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর?
3) মানুষের হৃদপিন্ডের লম্বচ্ছেদ এবং পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর?
4) সুষুম্নাকাণ্ড , অক্সিন ও ইনসুলিন এর কাজ লেখ?
5) অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলে কেন?
6) প্রতিবর্ত ক্রিয়া কি ?জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি? উদাহরণ দাও।
7) পার্থক্য লেখ : হরমোন ও উৎসেচক , অ্যাক্সন  ও ডেনড্রন , যৌন ও অযৌন জনন , শুক্রাণু ও ডিম্বাণু,
8) বুলবিল , সিয়ন ও স্টক, অপুংজনি, দ্বিনিষেক, কোরকোদগম, স্পার্মাটোজেনেসিস কি?
9) শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম ও কাজ লিখ ?
10) যৌন , অযৌন
এবং অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধা লেখ?
11) সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক চিত্রসহ আলোচনা কর? 
12) পৃথক ভবনের সূত্রটি লেখ?
13) মেন্ডেলের একসংকর জনন ও দ্বিসংকর জননের চেকার বোর্ড আলোচনা কর?
14) মেন্ডেলের বংশগতির পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছেন কেন?
15) আর্কিওপ্টেরিক্স এর পক্ষী ও সরীসৃপের বৈশিষ্ট্য গুলি লেখ?
16) জীবাষ্ম ও জীবন্ত জীবাশ্ম কি ? পার্থক্য লেখ?
17) নিষ্ক্রিয় অঙ্গ কি ?উদাহরণ দাও?
18) ল্যামার্ক এর ব্যবহার ও অব্যবহার মতবাদটি লেখ?
19) প্রাকৃতিক নির্বাচন কি? এই মতবাদের প্রবক্তা কে? 
20) অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলতে কি বুঝ ?এটি আলোচনা করো?
21) বিবর্তনে জীবাশ্ম এর গুরুত্ব লেখ?
22) বাস্তুতন্ত্রে উৎপাদক ও বিয়োজকের  ভূমিকা লেখ?
23) বায়োমাস কি? বাস্তুতন্ত্রের 10% সূত্রটি লেখ?
24) জৈব ক্ষয়িষ্ণু ও অজৈব ক্ষয়িষ্ণু কি? উদাহরণ দাও?
25) খাদ্য শৃংখল ,খাদ্যজাল ,খাদ্য পিরামিড ও বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি?

বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী ব্যাখ্যা করা?


CHEMISTRY 👇👇👇

1) রেডক্স বিক্রিয়া কি?
জারন-বিজারন একসঙ্গে ঘটে ব্যাখ্যা করো?
2) প্রতিস্থাপন বিক্রিয়া কি?
3) কপার সালফেট দ্রবণে এক খণ্ড লোহা ডুবালে কী ঘটে সমীকরণসহ লিখ?
4) PH কি? বিশুদ্ধ জল ও মানুষের রক্তের PH কত? কৃষি জমিতে PH এর ভূমিকা লেখ?
5) নির্দেশক কি ?এর ভূমিকা লেখ?
6) বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না কেন?
7) এসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য লিখ?
8) প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম ,সংকেত, প্রস্তুতি ও ব্যবহার লেখ?
9) কাপড় কাচা সোডার রাসায়নিক নাম ও সংকেত লেখ?
10) দুধ থেকে দই হলে PH এর মানের কিরূপ পরিবর্তন হয়?
11) উদাহরণ দাও : শমিত লবণ , আম্লিক লবন , যুগ্ম লবণ , জটিল লবণ, ত্রি ক্ষারকীয় ,  মৃদু এসিড ও তীব্র এসিড।
12) উভধর্মী অক্সাইড কি? জিংক অক্সাইড কে উভধর্মী অক্সাইড বলে কেন? দার্শনিকের উল কি?
13) সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো?
14) অ্যানোড মাড কি ? এর গুরুত্ব লেখ?
15) আয়রন ও কপারের প্রধান আকরিকের নাম ও সংকেত লেখ?
16) লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করা হলো কী ঘটে সমীকরণসহ লিখ?
17) ধাতু এবং অধাতু , খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লিখ?
18) স্টেইনলেস স্টীল বা কলঙ্কহীন ইস্পাত কি? এর ব্যবহার লিখ?
19) পিতল , ব্রোঞ্চ ,কাসা, জার্মান সিলভার এর উপাদান লেখ?
20) তামার বাসন দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে সবুজ হয়ে যাবে কেন?
21) সংজ্ঞা দাও : 
ধাতুসংকর, পারদ সংকর, লোহায় মরিচা পড়া, ধাতুকল্প, অ্যানোডাইজিং ও ক্যালোরাইজিং, বিগালক, তড়িৎলেপন ও দস্তা লেপন।22) হীরকে কার্বন আছে প্রমাণ করো?
23) কার্যকরী মূলক, সমগোত্রীয় শ্রেণী, সমাবয়বতা কী?
24) রেকটিফায়েড স্পিরিট ও মেথিলেটেড স্পিরিট কি? এদের মধ্যে পার্থক্য লিখ?রেকটিফায়েড স্পিরিট এ কোন মূলক থাকে ? এটি কোন শ্রেণীর যৌগ?
25) ইথিলিন ও অ্যাসিটিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করো?
26) সাবান ও ডিটারজেন্ট, তড়িৎযোজী ও সমযোজী যৌগ এবং জৈব ও অজৈব যৌগের পার্থক্য লেখ?
27) খরা জলে সাবান ফেনা উৎপন্ন করে  না কেন?
28) ভিনিগার কি? এতে উপস্থিত কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখ?
29) C2H6O আণবিক সংকেত দ্বারা গঠিত সমাবয়ব গুলির নাম করো?
30) সাবান কিভাবে ময়লা অপসারণ করে?
31) রূপান্তর কর : 
ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন।
অথবা , ইথানল নিরুদন ব্যাখ্যা করো।
32) মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখ?
33) হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?
হাইড্রোজেন এর সাথে IA শ্রেণীর ক্ষার ধাতুর 2টি সাদৃশ্য লেখ?
34) সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখ? দুটি সন্ধিগত মৌলের নাম করো?
35) কোন পর্যায়ে বরাবর পরমাণুর আকার হ্রাস পায় কেন?
পর্যায় সারণিতে পরমাণুর ব্যাসার্ধ ( পরমাণুর আকার ) এবং ধাতব ও অধাতব ধর্মের কিরূপ পরিবর্তন হয়?
36) মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী?
37) ইনসিটু ও এক্স সিটু সংরক্ষণ কি? 3R পলিসি কি?
পুরো নাম লিখ: IUCN,CFC,BOD.
38) বন্যপ্রাণী বিলুপ্তির কারণ লিখ? জল সংরক্ষণের গুরুত্ব লিখ?
39) জাতীয় উদ্যান কি? অভয়ারন্য ও জাতীয় উদ্যানের দুটি পার্থক্য লেখ?
40) চেক ড্যাম কি? এর সুবিধা লেখ?

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.