Tripura Madhyamik Bengali Suggestion 2020

TBSE Bangla Suggestion -2020 :




## Bengali Paragraph 2020 :-

1) দেশভ্রমণ শিক্ষার অঙ্গ। 
2) তোমার প্রিয় লেখক ।
3) যোগাযোগ ব্যবস্থা ও রেল সম্প্রসারণ ।
4) মানব সভ্যতায় বিজ্ঞানের প্রভাব ।
5) জীবনে মোবাইল ফোনের প্রভাব ।
6) সোনার মেয়ে দীপা কর্মকার ।
7) অগ্রগতির পথে ত্রিপুরা ।
8) মহাত্মা গান্ধী ।
9) বিদ্যাসাগর ।
10) বিজ্ঞান ও কুসংস্কার ।
11) মহাকাশ গবেষণায় ভারত ।
12) প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ।
13) ত্রিপুরার শিল্প সম্ভাবনা ।
14) ত্রিপুরার উৎসব ও মেলা ।
15) ত্রিপুরার লোকসংস্কৃতি ।

সভার কার্যি বিবরণী :- 

1)বৃক্ষরোপণ ।
2) বনোমহোৎসব ।
3)মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ।
4)ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন বিদ্যালয়ে ব্যাবহার নিষিদ্ধ ।
5)রক্তদান শিবির ।
6)শিক্ষক দিবস ।
7)পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ।
8)পরিবেশ দূষণ ও প্রতিকারের উপলক্ষে ।
9)সচ্ছ ভারত অভিযান ।

স্বচরিত্র বাক্য প্রয়োগ:- 


অরণ্যে রোদন , উত্তম-মধ্যম, আষাঢ়ে গল্প, চাঁদের হাট, তীর্থের কাক, একাদশে বৃহস্পতি, শিরে সংক্রান্তি, গভীর জলের মাছ, কই মাছের প্রাণ, ভস্মে ঘি ঢালা, পাকা ধানে মই, দক্ষযজ্ঞ, ঠোঁটকাটা, গোবরে পদ্মফুল , বক ধার্মিক , মাটির মানুষ , উলু বনে মুক্তো ছড়ানো , বালির বাঁধ, ইন্দ্রপতন, ডুমুরের ফুল  , অন্ধের ষষ্ঠী, হ-য-ব-র-ল', হাতের পাঁচ, ঠোঁটকাটা, পুকুর চুরি , মেঘ না চাইতে জল, অমাবস্যার চাঁদ, কেঁচো গণ্ডূষ,

উদাহরণ দাও:- 


*শব্দদ্বৈত , বিদেশি শব্দ , অর্ধ তৎসম শব্দ , অব্যয়ীভাব সমাস , অল্পপ্রাণ বর্ণ , বিপ্রকর্ষ ,  *নামধাতু , অনুকার শব্দ , *সংকর শব্দ , আগন্তুক শব্দ, দেশি শব্দ , নিত্য সমাস, তদ্ভব শব্দ , *অর্থের প্রসার, মিশ্র শব্দ, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, কর্মধারায় সমাস, ধন্যাত্মক শব্দ, যোগরূঢ় শব্দ, যৌগিক স্বরধ্বনি , কৃৎ প্রত্যয় , মধ্যপদলোপী কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, তদ্ধিত প্রত্যয়, অপিনিহিতি, নাসিক্য বর্ণ ,

গল্প ও কবিতার প্রশ্নবলি:-










No comments

Theme images by mammamaart. Powered by Blogger.