তড়িৎ বিজ্ঞান ( electricity ) : Some Important Question With Answer // TBSE//CBSE, Part : 01

Physics 12th chapter : Class X ( TBSE / CBSE ) New Syllabus-2020/2021

( Some Important Question 1 - 47 With Answer )
Part-01 ( Topic : প্রবাহমাত্রা , তড়িৎচালক বল,বিভব-প্রভেদ,ওহমের সূত্র,পরিবাহীর রোধ ও রোধাঙ্ক ) :Teacher : Biplab Debnath
1) তড়িৎ প্রবাহ কাকে বলে?
Ans: কোন পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের অবিরাম প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে।
2) তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে?
Ans : কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা বলে।


3) তড়িৎ আধান ও প্রবাহমাত্রা সম্পর্ক লিখ?
Ans: তড়িৎ আধান = প্রবাহমাত্রা x সময়
অর্থাৎ Q = It
4) প্রবাহমাত্রা CGS একক লিখ ?
Ans : esu প্রবাহমাত্রা বা স্ট্যাট অ্যাম্পিয়ার ।
5) তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক বা SI একক লেখ?
Ans: অ্যাম্পিয়ার ( কুলম্ব / সেকেন্ড )
6) আধানের CGS একক লিখ ?
Ans : esu বা স্ট্যাট কুলম্ব ।
7) আধানের ব্যবহারিক একক বা SI একক লেখ?
Ans: কুলম্ব ।
8) esu আধান ও কুলম্ব এর মধ্যে সম্পর্ক লেখ?
Ans : 1 কুলম্ব  = 3 x 109 esu আধান।
9) তড়িৎ আধান ও প্রবাহ মাত্রার  মাত্রা লিখ?
Ans : তড়িৎপ্রবাহের মাত্রা = [A];
তড়িতাধানের মাত্রা = [AT]
10) প্রবাহ ঘনত্বের SI একক কি?
Ans : অ্যাম্পিয়ার / মিটার 2.
11) কে সর্বপ্রথম তড়িৎ কোষ নির্মাণ করেন ?
Ans : আলেকসান্দ্রো ভোল্টা।
12) তড়িৎচালক বল কি?
Ans : কোন তড়িৎ-উৎসের মধ্য দিয়ে নীম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ার ফলে ওই উৎসে যে পরিমান তড়িৎ শক্তি উৎপন্ন হয়, তাকে উৎসটির তড়িচ্চালক বল বলে।
13) সরলভোল্টীয় কোষের তড়িচ্চালক বলের মান কত?
Ans: 1.08 Volt.
14) একটি কোষের তড়িচ্চালক বল 1.5 ভোল্ট বলতে কি বুঝ?
Ans : একটি কোশের তড়িচ্চালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে, কোশটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয় ।
15) কোষের তড়িচ্চালক বল কি কি বিষয়ের উপর নির্ভর করে?
Ans: তড়িৎ-কোশের তড়িচ্চালক বলের মান কোশের মধ্যে বিক্রিয়াকারী তরলের রাসায়নিক প্রকৃতি এবং তড়িদ্দ্বার দুটির উপাদানের ওপর নির্ভর করে— কোশের আকার বা আকৃতির ওপর নির্ভর করে না । যেমন— আকার যাই হোক না কেন সরল ভোল্টীয় কোশের তড়িচ্চালক বল 1.08 ভোল্ট হয় ।
16) তড়িৎ বিভব কি?
Ans:  অসীম দুরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকেই ওই বিন্দুর তড়িৎ-বিভবের বলে ।
17) তড়িচ্চালক বল এবং ও বিভব-প্রভেদের মধ্যে পার্থক্য [Difference between Electromotive force and Potential difference] লিখ? 
Ans:  
• i) তড়িচ্চালক বলকে বিভব-প্রভেদের কারণ বলা হয় । বিভব-প্রভেদ হল তড়িচ্চালক বলের ফল ।
• ii ) তড়িৎ-কোশের তড়িচ্চালক বলের মান বিভব-প্রভেদের মানের চেয়ে বেশি হয় । বিভব-প্রভেদের মান তড়িৎ-কোশের তড়িচ্চালক বলের মানের চেয়ে কম হয় ।
• iii ) তড়িচ্চালক বলের মান বর্তনীর রোধের ওপর নির্ভর করে না । বর্তনীর দুই বিন্দুর মধ্যের বিভব-প্রভেদ ওই দুই বিন্দুর মধ্যে রোধের ওপর নির্ভর করে ।
18) তড়িৎচালক বলের একক কি?
Ans: ভোল্ট।
19) বিভব-প্রভেদ এর SI একক কি ?
Ans: ভোল্ট।
20) পৃথিবীর বিভব কত ?
Ans : শূন্য ।
21) ভূ সংলগ্ণ পরিবাহীর বিভব শূন্য হয় কেন?
Ans: বিভব পরিমাপের ক্ষেত্রে পৃথিবীর বিভব শূন্য ধরা হয়। কোন বস্তুর বিভব পৃথিবীর সাপেক্ষে উচ্চ কিংবা নিম্ন হলেও যদি বস্তুটিকে ভু-সংলগ্ণ করে দেওয়া হয় তবে পৃথিবীর সহিত আধান বিনিময়ের ফলে ঐ বস্তুর বিভব পৃথিবী বিভবের
সমতুল্য অর্থাৎ শূন্য হয়ে যায়। তাই ভু-সংলগ্ণ পরিবাহীর বিভব সর্বদা শূন্য হয়।
22) কোন তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর বিভব প্রভেদ 1.5 ভোল্ট বলতে কি বুঝ?
Ans: কোন তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর বিভব প্রভেদ 1.5 ভোল্ট বলতে বোঝায় যে , এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়।
23) একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 10 ভোল্ট ---এর অর্থ কি?
Ans: একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 10 ভোল্ট বলতে বোঝা যে, পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এক কুলম্ব ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে 10 জুল কার্য করতে হয়।
24) 1 esu বিভব = কত ভোল্ট?
Ans: 300 Volt.
25) একটি অধাতব পরিবাহীর নাম কর ?
Ans : গ্রাফাইট।
26) ওহমের সূত্রটি [Ohm’s Law] বিবৃত ও ব্যাখ্যা কর ? এ সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়?
Ans : সূত্রটি হল— উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদের সমানুপাতিক হয় ।

27) পরিবাহীর রোধ ( Resistance ) কি? এর SI একক লেখ?
Ans: পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে তড়িৎপ্রবাহ বাধা পায়, তাকে  পরিবাহীর রোধ বলে ।
• রোধের একক - ওহম্
28) ওহমের সূত্রের সীমাবদ্ধতা লেখ?
Ans : কোন পরিবাহীর উষ্ণতা স্থির থাকলেই কেবল ওহমের সূত্রটি প্রযোজ্য হয় । কিন্তু পরিবাহীর উষ্ণতা পরিবর্তিত হলে ওই সূত্র প্রযোজ্য হয় না।
29) ওহমীয় পরিবাহী ( Ohmic conductor ) ও অ-ওহমীয় পরিবাহী ( Non-Ohmic conductor ) কি?
Ans: • যেসব পরিবাহী ওহম-সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবাহী বলে । যেমন— তামা, অ্যালুমিনিয়াম, লোহা প্রভৃতি বেশির ভাগ ধাতব পরিবাহী ।
• যেসব পরিবাহী ওহম-সূত্র মেনে চলে না তাদের অ-ওহমীয় পরিবাহী বলে । যেমন— ডায়োড, ট্রায়োড প্রভৃতি ভ্যাকুয়াম ভালভ; জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি অর্ধপরিবাহী, কিন্তু তড়িৎ-বিশ্লেষ্য ।
30) রোধাঙ্কের (resistivity) সংজ্ঞা দাও । SI একক লেখ?
Ans: স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন উপাদানের রোধকে ঐ উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলে।
• একক: ওহম-মিটার
31) 0°C উষ্ণতায় তামার রোধাঙ্ক  1.7 x 10-8 ohm-m বলতে কি বুঝ?
Ans : 0°C উষ্ণতায় তামার রোধাঙ্ক  1.7 x 10 -8 ohm-m বলতে বুঝায় যে, নির্দিষ্ট উষ্ণতায় 1 মিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ মিটার প্রস্থ বিশিষ্ট একটি তামার তারের দুই প্রান্তের রোধ হবে  1.7 x 10-8  ওহম।
32) দুটি অ-ওহমীয় পরিবাহীর নাম করো?
অথবা , ওহমের সূত্র মানে না এমন দুটি পদার্থের নাম কর?
Ans : জার্মেনিয়াম ও সিলিকন।
33) পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো?
Ans : 
• i) দৈর্ঘ্যের ওপর নির্ভরশীলতা:- প্রস্থচ্ছেদ সুষম হলে একই উপাদান ও একই প্রস্থচ্ছেদবিশিষ্ট তারের রোধ তারের দৈর্ঘ্যের সমানুপাতিক হয় ।
• ii ) প্রস্থচ্ছেদের ওপর নির্ভরশীলতা:- একই উপাদান এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট বিভিন্ন তারের রোধ তারের প্রস্থচ্ছেদের ব্যাস্তানুপাতিক হয় ।
• iii ) উপাদানের ওপর নির্ভরশীলতা :-  একই প্রস্থচ্ছে এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট বিভিন্ন তারের রোধ তারের উপাদানের ওপর নির্ভর করে । যেমন, একই প্রস্থচ্ছেদ এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট তামার ও রুপোর তারের রোধ কম ।
34) তড়িৎ কোষে শক্তির রূপান্তর হয়?
Ans : রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
35) পরিবাহিতা ( Conductivity ) কি? এর একক লেখ?
Ans: রোদের অনোন্যককে পরিবাহিতা বলে।
• একক - মো ।
36) পরিবাহিতাঙ্ক ( Conductance ) কি?এর একক লেখ?
Ans : কোন পরিবাহীর রোধাঙ্কের অনোন্যককে পরিবাহিতাঙ্ক বলে।
• একক - মো / মিটার।
37) রোধ ও পরিবাহিতার গুণফল কত?
Ans: 1.
38) রোধ  ও পরিবাহিতার মধ্যে সম্পর্ক লিখ?
Ans :  রোধ x পরিবাহিতা =1.
39) ধাতব পরিবাহীর রোধ এর সঙ্গে উষ্ণতা সম্পর্ক কি?
Ans : উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে ধাতব পরিবাহীর রোধ বাড়ে।
40) ধাতব পরিবাহীর তড়িৎ আধানের বাহক কে?
Ans : ইলেকট্রন।
41) কোন ধাতুর উপর আলো পড়লে রোধ কমে?
Ans : সেলেনিয়াম ( Se ).
42) কোনো পরিবাহীর রোধ  5 ওহম ।  এর ভিতর দিয়ে  2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে ।  পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব-প্রভেদ কত ?
43) একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবিশিষ্ট তার আছে ।  একটির ব্যাসার্ধ আর একটির ব্যাসার্ধের দ্বিগুণ । এদের রোধের অনুপাত কত ?
44) 6 A প্রবাহমাত্রা 5 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত?
Ans : 1800 C.
45) একই উপাদানে তৈরি দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2 এবং ব্যাসের অনুপাত 2:1 হলে , রোধের অনুপাত কত হবে?
Ans : 1:8
46) দুটি একই উপাদানে তৈরি তারের দৈর্ঘ্য ও উষ্ণতা সমান। কিন্তু একটি তারের ব্যাস অপরটির দ্বিগুণ। কোনটির রোধ বেশি হবে এবং কেন?
Ans : দ্বিতীয় তারটির রোধ প্রথমটির 4 গুণ হবে।
47) একটি পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ। পরিবাহী দুটির বিভব-প্রভেদ সমান হলে, তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত কত?
Ans : 1:2
 *** তড়িৎ বিজ্ঞান ( electricity ) : Part - 02 link    
 Free Tution : Class- IX / X Admission Open 2020/2021 , Tripura Board : 
***Goto YouTube Channel :  

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.