তড়িৎ বিজ্ঞান ( electricity ) : Some Important Question With Answer // TBSE//CBSE, Part : 02

Physics 12th chapter : Class X ( TBSE / CBSE ) New Syllabus- 2020/2021
Part-02 [ Topic : রোধের সমবায় ও তুল্য রোধ (  Combination of Resistance : Equivalent Resistance ) ]: Teacher : Biplab Debnath

( Some Important Question 48 --72 With Answer )

48) তুল্য রোধ ( Equivalent Resistance ) কি ?
Ans : কোনো তড়িৎ-বর্তনীর দুই প্রান্তে একাধিক রোধ যুক্ত থাকলে বর্তনীতে যে প্রবাহ হয়,  রোধগুলির পরিবর্তে ওই দুই প্রান্তের সঙ্গে একটি মাত্র রোধ যোগ করলে যদি প্রবাহমাত্র একই থাকে, তবে ওই একটিমাত্র রোধকে সমবায়ের রোধগুলির তুল্যাঙ্ক রোধ বলে  
49) রোধের শ্রেণী সমবায়ে তুল্যরোধের রাশিমালাটি প্রতিষ্ঠা কর?
50) r1 এবং  r2 রোধ দুটিকে শ্রেণিসমবায়ে  যুক্ত করলে তুল্য রোধ কত হবে ?
Ans : r1 এবং  r2 রোধ দুটিকে শ্রেণিসমবায়ে  যুক্ত করলে তুল্য রোধ হবে ,  R = r1 + r2
51) বাড়িঘরে ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয় ?
উত্তর:- ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত করা হয়
52) রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধের রাশিমালাটি প্রতিষ্ঠা কর?
53) দেখাও যে , সমান্তরাল সমবায়ে যুক্ত একাধিক রোধকের তুল্যরোধ সমবায়ের ক্ষুদ্রতম অপেক্ষা কম
54) দৈনন্দিন জীবনে সমান্তরাল সমবায়ের দুটি প্রয়োগ লিখ?
Ans : i ) বাড়িঘরে তড়িৎ সংযোগ গুলির মধ্যে একটি স্থির মানের বিভব-প্রভেদ বজায় থাকে এর ফলে প্রতিটি যন্ত্র সমান দক্ষতার সঙ্গে কাজ করতে পারে  
ii ) প্রতিটি যন্ত্রকে পৃথকভাবে নিয়ন্ত্রণ করা যায়
55) বাড়িঘরের তড়িৎ সংযোগ ব্যবস্থা কি সমবায়ে রাখা হয় এবং কেন?
Ans : সমান্তরাল সমবায়ে
কারণ , i ) বাড়িঘরে তড়িৎ সংযোগ গুলির মধ্যে একটি স্থির মানের বিভব-প্রভেদ বজায় থাকে এর ফলে প্রতিটি যন্ত্র সমান দক্ষতার সঙ্গে কাজ করতে পারে
ii ) প্রতিটি যন্ত্রকে পৃথকভাবে নিয়ন্ত্রণ করা যায়
56) কয়েকটি ছোট মানের রোধকে কিভাবে যুক্ত করলে একটি বড় মানের রোধ পাওয়া যাবে?
Ans : শ্রেণী সমবায়ে
57) কোন সমবায়ে তুল্য রোধের মান ব্যবহৃত রোধের চেয়েও কম ?
Ans : সমান্তরাল সমবায়ে
58) প্রতিটি 12 ওহমের তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে
TBSE - 2008
Ans : 4 ওহম
59) একটি ফিউজ বাল্ব ( FUSE BULB ) এর রোধ কত?
Ans : অসীম ( Infinity )
60) ফিউজ তার তড়িৎ বর্তনীতে কোন সমবায় যুক্ত করা হয়?
Ans : শ্রেণী সমবায়ে
61) মানুষের দেহের রোধ কত?
Ans : প্রায় 10 কিলোওহম
62) রোধের উপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে কোন যন্ত্র প্রস্তুত করা হয়?
Ans : মাইক্রোফোন
63) প্রমাণ রোধক কি? উদাহরণ দাও?
Ans : তাপমাত্রার পরিবর্তনে যেসব পদার্থের রোধ প্রায় অপরিবর্তিত থাকে তাদের প্রমাণ রোধক বলে যেমন - ইনভার এবং ম্যাঙ্গানিন
64) 3 , 4 এবং 5 ওহম-এর তিনটি রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে , এদের তুল্য রোধের মান কত হবে?   TBSE - 2013
Ans : 1.28 ওহম ( প্রায় )
65) 4 , 5 এবং 8 ওহম-এর তিনটি রোধককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে , এদের তুল্য রোধের মান কত হবে?
Ans : ( 4+ 5 + 8 ) = 17 ওহম
66) 2 , 3 এবং 6 ওহম তারকে কিভাবে সাজালে 4 ওহম রোধ পাবে?    TBSE - 2008
67) দুটি রোধকের শ্রেণী সমবায়ের এবং সমান্তরাল সমবায়ের তুল্যরোধ যথাক্রমে 6 ওহম 5/6 ওহম  প্রতিটি রোধকের মান নির্ণয় করো?   পর্ষদ নমুনা ( ত্রিপুরা ) - 2017
Ans : 5 ওহম এবং 1 ওহম
68) কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ বর্তনীতে প্রবাহমাত্রা নিয়ন্ত্রণ করা যায়?
Ans : রিওস্ট্যাট
69) কোনো বাল্বের ফিলামেন্টের রোধ সাধারণ উষ্ণতায় না ভাস্বর অবস্থায় বাল্বের ফিলামেন্টের রোধ বেশি হবে ?
উত্তর:- যেহেতু উষ্ণতা বাড়লে রোধ বাড়ে , তাই সাধারণ উষ্ণতা থেকে ভাস্বর অবস্থায় বাল্বের ফিলামেন্টের রোধ বেশি হবে
70) ভোল্টামিটার এবং অ্যামমিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় ?
উত্তর:-  তড়িৎ বর্তনীতে ভোল্টামিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় এবং অ্যামমিটারকে তড়িৎবর্তনীতে শ্রেণি সমবায়ে যুক্ত করা হয়
71) একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত?
Ans : অসীম
72) একটি আদর্শ  অ্যামমিটারের রোধ কত?
Ans : শূন্য
*** তড়িৎ বিজ্ঞান ( electricity ) : Part-03 link ...>> 
Free Tution  Class - X : Admission Open 2020/2021 , Tripura Board :
***Goto YouTube Channel :  




No comments

Theme images by mammamaart. Powered by Blogger.