বাতাস, ঝড় এবং সাইক্লোন || অষ্টম অধ্যায় || Class - 7 || NCERT || SCERT
বাতাস, ঝড় এবং সাইক্লোন || অষ্টম অধ্যায় || Class - VII
1) কত সালে উড়িষ্যায় বুকে সাইক্লোন আছড়ে পড়েছিল এবং কি কি ক্ষতি হয়েছিল?
Ans : 1999 সালের 18 অক্টোবর প্রতি ঘন্টায় 200 কিমি বেগে সাইক্লোন উড়িষ্যায় বুকে আছড়ে পড়েছিল। এই সাইক্লোন 45000 বাড়িঘর ধ্বংস করেছিল এবং 7 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।
2) "বায়ুর চাপ আছে " ---- এর একটি যুক্তি দাও?
Ans :
3) ধোয়া উপরে উঠে কেন?
Ans : বায়ু যখন গরম হয় তখন বায়ু হাল্কা হয় এবং বেশি জায়গা দখল করার জন্য ধোয়া উপরে উঠে।
4) কিভাবে মেরু অঞ্চল থেকে উষ্ণ অক্ষাংশ গুলোর দিকে বায়ু প্রবাহিত হয়?
Ans : নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলগুলো সূর্য থেকে সবচেয়ে বেশি তাপ পায়। এই অঞ্চলের বায়ু বেশি উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। এই শূন্যস্থান পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল বায়ু ছুটে আসে। এইভাবে মেরু অঞ্চল থেকে উষ্ণ অক্ষাংশ গুলোর দিয়ে বায়ু প্রবাহের সৃষ্টি হয়।
5) দুটি ফুলন্ত বেলুনের মাঝখানে ফুঁ দিলে কি হবে?
Ans : দেখা যাবে বেলুন দুটি পরস্পরের কাছে আসছে। কারণ, বেলুন দুটির মাঝখান বায়ু শূন্য থাকে এবং পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু এসে বেলুনের উপর চাপ দেবে।
6) মৌসুমী বায়ু কাকে বলে?
Ans : গ্রীষ্মকালে নিরক্ষরেখার নিকটবর্তী মহাসাগরের জলের চেয়ে স্থলের উষ্ণতা বেশি হয়। স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ু বেশি উত্তপ্ত হয় এবং উপরের দিকে উঠে যায়। এই কারণে বাতাস মহাসাগর গুলো থেকে স্থলের দিকে প্রবাহিত হয় । এই বাতাসকে মৌসুমী বায়ু বলে।
7) বায়ুর চাপ কোথায় সর্বাধিক?
Ans : সমুদ্র পৃষ্ঠে।
8) বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি?
Ans : রেনগজ।
9) কোন স্থানের বায়ু প্রবাহের দিক নির্ণয় করার দুটি পদ্ধতি উল্লেখ কর?
Ans :
• উড়ন্ত বেলুন বা সুতো দিয়ে বেলুন বেঁধে তার গতির দিক দেখে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা যায়।
• আবার Weather clock বা হাওয়া নিশান যন্ত্রের সাহায্যেও বায়ুর দিক নির্ণয় করা যায়।
10) মৌসুমী শব্দটি কি ধরনের শব্দ? এটি কোন শব্দ থেকে এসেছে?
Ans : মৌসুমী শব্দটি আরবি শব্দ । ' মৌসিম ' থেকে এসেছে যার অর্থ ঋতু।
11) বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কাকে বলে?
Ans : উপরের দিকে প্রবাহিত বায়ু এবং নিচের দিকে নেমে আসা জলবিন্দুগুলোর দ্রুত গতিই বজ্রবিদ্যুৎ ও শব্দ সৃষ্টি করে। এরূপ ঘটনাকে আমরা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি বলে থাকি। অর্থাৎ স্থানীয় ঝড় যখন বজ্রবিদ্যুৎ-সহ হয় , তাকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বলে।
12) বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টিতে আমাদের কি কি সর্তকতা গ্রহণ করতে হবে?
Ans : NCERT 68 page
13) সাইক্লোন কি?
Ans : সাইক্লোন হচ্ছে বায়ুমন্ডলের একটি বায়ুস্তরের তীব্রভাবে আবর্তন।
14) সাইক্লোনের শান্ত ও পরিষ্কার চক্ষু চারিদিকে বায়ুর গতিবেগ কত?
Ans : 150-250 কিমি/ঘন্টা।
15) সাইক্লোনের চক্ষু কি?
Ans : সাইক্লোনের কেন্দ্র একটি শান্ত অঞ্চল। একে সাইক্লোনের চক্ষু বলা হয়।
16) সাইক্লোনের চক্ষুর ব্যাস কত?
Ans : একটি সাইক্লোনের চক্ষুর ব্যাস 10 কিমি থেকে 30 কিমি পর্যন্ত হতে পারে।
17) সাইক্লোনের গঠন চিত্রসহ আলোচনা কর?
Ans : NCERT 68 page
18) আবহাওয়ার কোন অবস্থায় সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়?
Ans : NCERT 68 page
19) সাইক্লোন আসার প্রাথমিক লক্ষণ কি?
Ans : NCERT 69 page
20) সাইক্লোনের ভয়াবহ প্রভাব লেখ?
Ans :
• মাটির উর্বরতা হ্রাস করে।
• সাইক্লোন এর সঙ্গে উচ্চগতিসম্পন্ন বায়ুপ্রবাহ ঘরবাড়ি, টেলিফোন এবং অন্যান্য যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত করে।
• গাছপালা এবং চাষ আবাদ ক্ষতিগ্রস্ত হয়।
• জীবন ও সম্পত্তির ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
21) বাতাস কি?
Ans : প্রবহমান বায়ুকেই বাতাস বলে।
22) বায়ুপ্রবাহের প্রধান কারণ কি?
Ans : পৃথিবীর অসম তাপই বায়ুপ্রবাহের প্রধান কারণ।
23) আমেরিকা মহাদেশের সাইক্লোনকে কি বলে?
Ans : হ্যারিকেন।
24) কোন দেশে সাইক্লোনকে টাইফুন নামে অভিহিত করা হয়?
Ans : ফিলিপাইন এবং জাপানে।
25) সাইক্লোনের উৎপত্তিতে কি কি সাহায্য করে?
Ans : বায়ুর গতি, বায়ুর দিক, উষ্ণতা এবং আর্দ্রতা।
26) টর্নেডো কি?
Ans : টর্নেডো হলো একটি ফানেল আকৃতির গাঢ় কালো মেঘ যা ভূমি থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত। টর্নেডো গুলি সাইক্লোনের ভেতরেও তৈরি হতে পারে।
27) একটি প্রবল টর্নেডোর গতিবেগ কত?
Ans : 300 কিমি/ঘন্টা।
28) টর্নেডোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা উচিত?
অথবা, টর্নেডোর হাত থেকে নিরাপত্তা ব্যবস্থাগুলি লেখ?
Ans : NCERT 70 Page
29) সাইক্লোনের সময় জনসাধারণের ভূমিকা লেখ?
অথবা, তোমার গ্রামে/শহরে সাইক্লোন হলে তুমি কিভাবে তোমার প্রতিবেশীদের সাহায্য করবে?
Ans : NCERT 70 Page
30) বায়ু প্রবাহের গতি মাপার যন্ত্রের নাম কি?
Ans : অ্যানিমোমিটার।
31) সাইক্লোন কবলিত অঞ্চলে কি কি সর্তকতা নেওয়া উচিত?
Ans : NCERT 71 Page
32) সাইক্লোনের সাহায্যে সৃষ্ট অবস্থার মোকাবিলায় আগাম কি কি পরিকল্পনা প্রয়োজন?
Ans : NCERT 70 Page
33) ঝুলন্ত ব্যানার এবং হোল্ডিং গুলোতে কেন ছিদ্র করা হয়?
Ans :
34) সাইক্লোনের সতর্কীকরণে আধুনিক প্রযুক্তি লেখ?
Ans :
i) অ্যানিমোমিটার এর সাহায্যে বায়ু প্রবাহের গতি মাপা।
ii) উপগ্রহ এবং রাডার গুলোর দ্বারা অগ্রিম সতর্কীকরণ।
35) টর্নেডো গুলির ব্যাস কত?
Ans : টর্নেডোর ব্যাস এক মিটারের মত ছোট বা এক কিলোমিটারের মতো বড় অথবা আরো বেশি হতে পারে।
36) সাইক্লোনের গতিবিধি কিভাবে জানা যায়?
Ans : কৃত্রিম উপগ্রহ এবং রাডারের মতো উন্নত প্রযুক্তির সাহায্যে সাইক্লোনের গতিবিধি লক্ষ্য করা সহজ হয়।
37) কি কারনে সাইক্লোন হয়?
Ans : উচ্চগতিসম্পন্ন বাতাস এবং বায়ুচাপের পার্থক্যের কারণেই সাইক্লোন হয়।
38) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি?
Ans : ব্যারোমিটার।
39) নিচের কোন স্থানটিতে সাইক্লোন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই ?
i) চেন্নাই
ii) বেঙ্গালুরু
iii) অমৃতসর
iv) পুরী
Ans : অমৃতসর
40) উত্তরপ্রদেশের উত্তপ্ত স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
Ans : লু ( Loo ) নামে পরিচিত।
41) টর্নেডো বিপদজনক কেন?
Ans : টর্নেডোর ব্যাস এক কিলোমিটারের মতো বা আরো বেশি হতে পারে। নিম্নচাপের কারণে টর্নেডোর ফানেলটি তলায় অবস্থিত নিকটবর্তী ধুলোবালি, আবর্জনা এবং সবকিছুই শুষে নেয় এবং এর শীর্ষের কাছাকাছি স্থানে ঐগুলোকে ছুড়ে দেয়।
Join Now PageBook Page : https://www.facebook.com/groups/2236845743122034/?ref=share
No comments