কয়লা এবং পেট্রোলিয়াম || Class 8 || NCERT || SCERT

পঞ্চম অধ্যায় 

কয়লা এবং পেট্রোলিয়াম অষ্টম শ্রেণি

1)  প্রাকৃতিক সম্পদ কাকে বলে? কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম কর?

Ans : জল, বায়ু , মাটি ও খনিজ এদের প্রত্যেকটি প্রকৃতিতে পাওয়া যায়, তাই এদের বলা হয় প্রাকৃতিক সম্পদ।


2) উৎস অনুযায়ী প্রাকৃতিক সম্পদ কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?

Ans : প্রাকৃতিক সম্পদ দুই প্রকার। যেমন - অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং ক্ষয়শীল পাকৃতিক সম্পদ।

3) অফুরন্ত প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উদাহরণ দাও।

Ans : NCERT 51 PAGE

4) ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ কি ? উদাহরণ দাও।

Ans : NCERT 51 PAGE

5) জীবাশ্ম জ্বালানি কাকে বলে?

Ans : সজীব বস্তুর দেহাবশেষ থেকে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস তৈরি হয় বলে এই গুলোকে জীবাশ্ম জ্বালানি বলে।

6) কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম কর?

Ans : কয়লা , পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস।

7) জীবাশ্ম জ্বালানিকে ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ বলে কেন?

Ans : জীবাশ্ম জ্বালানির পরিমাণ সীমিত । মানুষের অপর্যাপ্ত ব্যবহারের ফলে একদিন এদের ভান্ডার নিঃশেষিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জীবাশ্ম জ্বালানিকে ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ বলা হয়ে থাকে।

8) কয়লা কিভাবে তৈরি হয়?

Ans : NCERT 52 PAGE

9) কয়লার ব্যবহার লিখ? 

Ans : NCERT 52 PAGE

10) কার্বনায়ন কি?

Ans : NCERT 52 PAGE

11) কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলে কেন?

Ans : NCERT 52 PAGE

12) কয়লাকে বায়ুতে পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয়?

Ans : কার্বন ডাই অক্সাইড।

13) কয়লা থেকে কি কি তৈরি করা হয়?

Ans : কোক, কোল গ্যাস এবং আলকাতরা।

14) কোক কি ? এর ব্যবহার লিখ?

Ans : কোক হলো কার্বনের বিশুদ্ধতম রূপ। এটি একটি স্বচ্ছিদ্র কালো কঠিন পদার্থ।

• ইস্পাত উৎপাদনে এবং বিভিন্ন ধাতু নিষ্কাশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

15) কয়লার প্রধান উপাদান কি?

Ans : কার্বন।

16) আলকাতরা কি?

Ans : আলকাতরা কালো রংয়ের অপ্রীতিকর গন্ধযুক্ত গাঢ় তরল পদার্থ। এটি প্রায় দুইশত পদার্থের মিশ্রণ।

17) ন্যাপথালিন কোথায় থেকে পাওয়া যায় ? এর ব্যবহার লিখ?

Ans : আলকাতরা থেকে।

• পোকামাকর , কীটপতঙ্গ দূর করার জন্য।

18) পেট্রোকেমিক্যালস কি?

Ans : পেট্রোলিয়াম শোধনাগারে পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদান এবং প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত মূল্যবান পদার্থ গুলিকে পেট্রোকেমিক্যালস বলে।

19) পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কোন উপাদান পাকা রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়?

Ans : বিটুমিন ।

20) সর্বপ্রথম কোথায় এবং কবে রাস্তায় আলো জ্বালাতে কোন গ্যাস ব্যবহৃত হয়?

Ans : NCERT 53 page

21) কোল গ্যাসের ব্যবহার লিখ?

Ans : আলোক এবং তাপ উৎপন্ন করতে কোল গ্যাস ব্যবহৃত হয়।

22) পেট্রোল এবং ডিজেল দিয়ে চালিত কয়েকটি যানবাহনের নাম করো?

Ans : 

23) পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়?

Ans : NCERT 54 page।

24) পৃথিবীর প্রথম তৈলকূপ খনন কেন্দ্রটি কোথায় অবস্থিত?

Ans : 1859 খ্রিস্টাব্দে আমেরিকার পেনসিলভেনিয়াতে।

25) ভারতে প্রথম কোথায় তৈল কূপ খনন কেন্দ্রটি অবস্থিত?

Ans : 1867 খ্রিস্টাব্দে আসামের মাকুমে।

26) পেট্রোলিয়াম কি কি পদার্থের মিশ্রণ?

Ans : NCERT 55 page।

27) CNG এর পুরো নাম লেখ? এর ব্যবহার লিখ?

Ans : Compressed Natural Gas.

• ব্যবহার : এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

28) এল.পি.জি এর পুরো নাম লেখ? এর ব্যবহার লিখ?

Ans :  Liquefied Petroleum Gas.

• ব্যবহার  : শিল্প এবং বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

29) পেট্রোল , ডিজেল,  প্যারাফিন মোম ও বিটুমিনের ব্যবহার লিখ?

Ans : NCERT 55 page।

30) একটি বিশুদ্ধ জ্বালানির নাম?

Ans : CNG

31) ভারতবর্ষের কোথায় কোথায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়?

Ans : NCERT 56 page।

32) PCRA এর পুরো নাম লেখ?

Ans : Petroleum conservation research association.

33) কয়লা থেকে কি কি পাওয়া যায়?

Ans : কোক , আলকাতরা এবং কোল গ্যাস।

34) পেট্রোলিয়াম পরিশোধনে কি কি পাওয়া যায়?

Ans : পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল , ডিজেল, কেরোসিন, প্যারাফিন মোম, পিচ্ছিলকারক তেল।

35) PCRA প্রদত্ত জ্বালানি সংরক্ষণের নির্দেশিকা গুলি কি কি?

Ans : NCERT Page 56

36) পশমের কাপড় পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়?

Ans : পেট্রোল।

37) CNG ব্যবহারের সুবিধা গুলি লেখ?

Ans : এটি একটি বিশুদ্ধ জ্বালানি । যাকে পাইপের সাহায্যে সরাসরি বাড়িতে এবং কলকারখানায় সরবরাহ করা যায়।

38) জীবাশ্ম জ্বালানির ক্ষতিকারক প্রভাব লেখ?

Ans : 

i) জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি , যার ফলে মেরু প্রদেশের বরফ গলে জলে পরিণত হচ্ছে, যা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

ii) জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন গ্যাস গুলি জলীয় বাষ্পের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টির ঘটায়।

iii) মানুষের শ্বাসকষ্ট জনিত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।

39) বিশ্ব উষ্ণায়নের কুফল লিখ?

Ans : পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায় , যার ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

40) অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদের পার্থক্য লিখ?

Ans : 

41) CNG ও  LPG এর মধ্যে পার্থক্য লেখ?

Ans :

42)  CNG ও  LPG জ্বালানি ব্যবহারের সুবিধা কি?

Ans : 

i) CNG ও  LPG উভয়েই বদ্ধ সিলিন্ডারে থাকার কারণে অপেক্ষাকৃত নিরাপদ।

ii) CNG ও  LPG পেট্রোল ও ডিজেলের মত বায়ু দূষণকারী নয়। তাই স্বচ্ছন্দে ব্যবহার করা যায়।

iii) গৃহস্থালীতে রান্নার কাজে LPG ব্যবহৃত হয়। এর ফলে কয়লার সাশ্রয় ঘটে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটার প্রবণতা হ্রাস পায়।    অন্যদিকে সিএনজি পাইপের মধ্য দিয়ে সরবরাহ করে সরাসরি জ্বালানি রূপে বাড়িঘরে বা কলকারখানায় ব্যবহার করা যায়।

43) রাস্তা তৈরি করতে রাস্তার উপর প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পেট্রোলিয়াম জাতীয় পদার্থের নাম কি?

Ans : বিটুমিন।

44) মৃত গাছপালা থেকে কিভাবে কয়লা উৎপন্ন হয় বর্ণনা কর। এই প্রক্রিয়াটিকে কি বলা হয়?

Ans : NCERT 52 Page।

45) ভারতবর্ষের কোথায় পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়?

Ans : গুজরাটের ভাদোদরায়, আগরতলার পশ্চিমাংশে এবং দিল্লির কিছু কিছু জায়গায়।

46) জীবাশ্ম জ্বালানি কাকে বলে?

Ans : যে সমস্ত ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ সজীব বস্তুর দেহাবশেষ থেকে তৈরি হয়, তাদের জীবাশ্ম জ্বালানি বলে।

47) একটি গ্রিন হাউস গ্যাসের নাম কর?

Ans : মিথেন, কার্বন-ডাই-অক্সাইড।

48) দুটি বিকল্প জ্বালানির উৎস এর নাম কর?

Ans : সৌরশক্তি এবং বায়ু প্রবাহ শক্তি।

49) কার্বনের বিশুদ্ধতম রূপটি কি?

Ans : কোক।

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.