বল এবং চাপ || একাদশ অধ্যায় ( Class-8) || Science || SCERT Question With Answer

বল এবং চাপ 
একাদশ অধ্যায় ( Class-VIII)
1) বল কাকে বলে?
Ans:
2) ঠেলা বা টানার মাধ্যমে ক্রিয়াশীল কয়েকটি কাজের উদাহরণ দাও?
Ans : 
• ঠেলা : টেবিলের ওপর রাখা বইকে সরানো।
• টানা : বালতি দিয়ে কুয়ো থেকে জল তোলা হলো।
3) বলের কিভাবে উদ্ভব হয়?
Ans : দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়ার জন্যই বলের সৃষ্টি হয়।


4) বলের একক কি?
Ans : নিউটন।
5) বল কি জাতীয় রাশি এবং কেন?
Ans : বল ভেক্টর রাশি। কারণ বলের মান এবং দিক আছে।
6) লব্ধি বল কাকে বলে?
Ans : যদি বস্তুর উপর দুটি বল পরস্পর বিপরীত দিকে প্রযুক্ত হয় তাহলে দুটি প্রযুক্ত বলের পার্থক্য হলো বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল।
7) একটি বস্তু স্থির অবস্থায় থাকলে তার দ্রুতি কত?
Ans:  শূন্য।
8) বস্তুর উপর প্রযুক্ত বল তার দ্রুতির পরিবর্তন করতে পারে ব্যাখ্যা কর?
Ans : বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর গতির দিকে হলে বস্তুর দ্রুতি  বাড়বে।
যদি প্রযুক্ত বল বস্তুর গতির বিপরীত দিকে হয় তাহলে বস্তুর দ্রুতি কমবে।
9) বস্তুর গতিয় অবস্থা কি?
Ans : একটি বস্তু স্থির অথবা গতিশীল অবস্থায় থাকতে পারে। স্থির অথবা গতিশীল  উভয়ই তার গতিয় অবস্থা বোঝায়।
10) বস্তুর ওপর বল প্রয়োগ করলে, তার কি কি পরিবর্তন লক্ষ করা যায়?
অথবা, বলের প্রভাব লেখ?
Ans : NCERT Book 123 page।
11) সংস্পর্শ বল ( contact force) কি?
Ans : দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যে বল ক্রিয়াশীল হয় তাকে সংস্পর্শ বল বলে। যেমন - পেশী বল, ঘর্ষণ বল , ধাক্কা ইত্যাদি।
12) পেশী বল কাকে বলে?
Ans : পেশীর ক্রিয়ার ফলে বস্তুতে বল প্রযুক্ত হয় তাকে বলে পেশী বল।
13) পেশী বল প্রযুক্ত হয় এমন দুটি উদাহরণ দাও?
Ans : গরু ও ঘোড়ার গাড়ি টানা   এবং গাধার মাল বওয়া।
14) সংস্পর্শহীন বল ( field force ) কি?
Ans : দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে না এলেও বস্তু দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে । এই বল গুলিকে সংস্পর্শহীন বল বলে। যেমন - চৌম্বক বল , স্থির তড়িৎ বল , মহাকর্ষ বল।
15) চৌম্বক বল কি?
Ans : দুটি চুম্বক অথবা লোহা ও চুম্বকের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বলকেই চৌম্বক বল বল। পরস্পরের সংস্পর্শ ছাড়া চুম্বক বল একে অন্যের ওপর বল প্রয়োগ করে ,তাই চুম্বক বল একটি সংস্পর্শহীন বল ।
16) স্থির তড়িৎ বল ( electrostatic force )কি?
Ans : একটি আধানযুক্ত বস্তু অন্য একটি আধানযুক্ত বা আধানবিহীন বস্তুতে যে বল প্রয়োগ করে , তাকে বলা হয় স্থির তড়িৎ বল।
17) মহাকর্ষ বল কি?
Ans : এ মহাবিশ্বের ছোট-বড় সব বস্তুই একে অন্যের ওপর বল প্রয়োগ করে, এই বলকে বলা হয় মহাকর্ষ বল।
18) অভিকর্ষ বল কি?
Ans : যে বলের দ্বারা পৃথিবীর কোন বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে ,তাকে অভিকর্ষ বল বলে।
19) স্থির তড়িৎ বলকে স্পর্শহীন বল বলা হয় কেন?
Ans : দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে না থাকলেও , স্থির তড়িৎ বল প্রযুক্ত হতে পারে। তাই স্থির তড়িৎ বল একটি সংস্পর্শহীন বল।
20) অভিকর্ষের কয়েকটি প্রভাব লেখ?
Ans : 
i)  নিচের দিকে গড়িয়ে যায়।
ii) গাছ থেকে ফল মাটিতে পড়ে।
21) চাপ কি?
Ans : প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে।
22) বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?
Ans : আমাদের চারিদিকের বায়ু যে চাপ প্রয়োগ করে, তাকে বলা হয় বায়ুমন্ডলীয় চাপ।
23) কাঁধে ঝোলানো ব্যাগের ফিতাটি সরু না হয় মোটা করা হয় কেন?
Ans : 
24) রাবার শোষক সমতল পৃষ্ঠের উপর রেখে চাপ দিলে আটকে যায় কেন?
Ans : 
25) প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুমন্ডলীয় চাপ কত?
Ans : প্রায় 10 কেজি ওজনের সমান।
26) আমরা বায়ুর চাপ অনুভব করতে পারি না কেন?
Ans : 
27) একটি জলপূর্ণ বোতলের কোথায় চাপ সর্বাধিক এবং কোথায় সর্বনিম্ন?
Ans : জলপূর্ণ একটি বোতলের মুখের কাছে সাধারণভাবে চাপ সর্বনিম্ন এবং বোতলের একদম তলদেশে চাপ সর্বাধিক।
28) দেওয়ালের উপর দিয়ে টিকটিকি সহজে চলাফেরা করতে পারে কেন?
Ans : 
29) ছুরির ধারালো অংশ দিয়ে শাক-সবজি কাটা সহজ কেন?
Ans : 
30) চাপ ও বলের সম্পর্ক লেখ?
Ans : বল = চাপ x ক্ষেত্রফল।
31) একই গভীরতায় তরল চারিদিকে সমান চাপ প্রয়োগ করে - একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর।
Ans : 
32) তরলের গভীরতা বৃদ্ধিতে চাপ বাড়ে--- একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর।
Ans : 
33) এমন দুটি উদাহরণ দাও যেখানে বস্তুর গতি পরিবর্তনের জন্য ঠেলা দেওয়া হয় বা টানা হয়?
Ans : 
34) দুটি উদাহরণ দাও যেখানে বস্তুটির উপর প্রযুক্ত বলের কারণে এর আকৃতির পরিবর্তন হয় ?
Ans : 
35) শূন্যস্থান পূরণ কর : 
ক) কুয়ো থেকে জল তোলার সময় আমরা ---------------- বল প্রয়োগ করি।
খ) একটি আহিত বস্তু অপর একটি অনাহিত বস্তুর ওপর ------------------- বল প্রয়োগ করে।
গ) একটি ভারী বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য ----------------- প্রয়োগ করতে হয়।
ঘ) একটি চুম্বকের উত্তর মেরু অন্য একটি চুম্বকের উত্তর মেরুতে ----------------বল প্রয়োগ করে।
Ans : 
ক) পেশি বল।
খ) স্থির তড়িৎ বল।
গ) বল।
ঘ) বিকর্ষণ।
36.  ঘর্ষণকে সংস্পর্শ বল বলে কেন?
Ans: যেহেতু ঘর্ষণ বল দুটি তলের মধ্যে সংস্পর্শের ফলেই সৃষ্টি হয় তাই ঘর্ষণ বলকে সংস্পর্শ বলা হয়।
37. কোনো বস্তুর উপর প্রযুক্ত বল হওয়া সত্ত্বেও তার গতির অবস্থার পরিবর্তন করতে পারে না ---- উদাহরণ দাও।
Ans : ঘরের একটি দেওয়ালকে ধাক্কা দেওয়া সত্ত্বেও সেটিকে নাড়ানো সম্ভব নয়, তাই এখানে বলের কোনো প্রভাব দেখা যায় না।
38. কোন বলে দ্বারা আমরা দেহকে বাঁকানো বা দেহকে পরিচালনার সঙ্গে জড়িত সমস্ত কাজ করতে সাহায্য করে?
Ans : পেশী বল।
39. কোন বলের দ্বারা খাদ্য পরিপাকের সময় খাদ্যদ্রব্য খাদ্যনালীর মধ্য দিয়ে যায়?
Ans : পেশি বলের দ্বারা।
40. পেশি বলে দ্বারা সম্পন্ন হয় এমন কয়েকটি কাজের উদাহরণ দাও?
Ans: a) বিভিন্ন জীব জন্তুর বিভিন্ন শারীরিক কাজ ও অন্যান্য কাজ পেশি বলের সাহায্যে সম্পন্ন করে।
b) আমাদের দেহে পরিপাকের সময় খাদ্যদ্রব্য খাদ্যনালীর মধ্য থেকে পেশি বলের সাহায্যে যায়।
c) আমাদের বিভিন্ন ধরনের কাজ আমরা বিভিন্ন প্রাণী যেমন ঘোড়া, হাতি, গাধা, উটের সাহায্য করে থাকি। এই কাজগুলো তারা পেশি বলের সাহায্যই করে থাকে।
41. কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর গতির বিপরীত দিকে হয় তাহলে বস্তুটির দ্রুতির কি পরিবর্তন হবে?
Ans: বস্তুটি দ্রুতি কমে যাবে।
42. পেশি বলকে সংস্পর্শ বল বলা হয় কেন?
Ans : পেশি বল যেহেতু বস্তুর সংস্পর্শে এলেই শুধুমাত্র প্রযুক্ত হয় তাই এই বলকে সংস্পর্শ বলে।

সঠিক উত্তর বাছাই :-

1. একটি বস্তুর উপর প্রযুক্ত বল তার গতির দিকে হলে ---
a) বস্তুর দ্রুতি কমবে 
b) বস্তুর দ্রুতি বাড়বে 
c) বস্তুর দ্রুতির পরিবর্তন হবে না  
d) কোনোটিই নয়।
Ans:  b) বস্তুর দ্রুতি বাড়বে 
2. বস্তুর গতিয় অবস্থা বুঝায় --
a) বস্তুর দ্রুতির পরিবর্তন।
b) গতির দিক পরিবর্তন 
c) স্থির অথবা গতিশীল উভয়ই তার তার গতি অবস্থা বুঝায়।
d) সব কয়টি ঠিক।
Ans:  d) সব কয়টি ঠিক।
3. সব গতিশীল বস্তুতেই ঘর্ষণ বল কাজ করে ---
a) গতিশীল বস্তুর সবদিকে 
b) গতিশীল বস্তুর গতি বিপরীত দিকে।
 c) একটি নির্দিষ্ট দিকে d) কোনোটিই নয়
Ans : b) গতিশীল বস্তুর গতি বিপরীত দিকে।

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.