তন্তু থেকে কাপড় || Class-7 NCERT

তন্তু থেকে কাপড়
তৃতীয় অধ্যায় : 
Class-VII

1)  কোন প্রাণীর দেহ থেকে পাওয়া যায় ?
Ans : ভেড়া বা মেষ ও চমরি গাই।
2) রেশম সুতা পাওয়া যায় কোথায় থেকে?
Ans : রেশম মথের গুটি বা কোকুন থেকে।
3) কোন কোন প্রাণীর দেহ থেকে পশম পাওয়া যায়?
Ans : ভেড়া, ছাগল, চমরি গাই।


4) প্রাণীদের দেহ ঘন লোমে ঢাকা থাকে কেন?
Ans : প্রাণীদের লোমের ফাঁকে ফাঁকে প্রচুর বায়ু আটকে থাকে। এই বায়ু তাপের কুপরিবাহী হওয়ায় তাপ এদেরে লোমের  ফাঁকে বায়ুর আবরণ ভেদ করে বেরিয়ে যেতে পারে না। ফলে প্রাণীর দেহ গরম থাকে।
5) ভেড়ার চামড়ায় কয় ধরনের লোম থাকে ও কি কি?
Ans : দু প্রকারের লোমে থাকে। 
যেমন :  i) একটু শক্ত ও মোটা লোম। এবং 
ii) চামড়ার খুব কাছাকাছি থাকা খুব নরম ও মসৃণ অধ:লোম।
6) ভেড়ার কি ধরনের লোম উল্ তৈরিতে ব্যবহৃত হয়?
Ans : চামড়ার খুব কাছাকাছি থাকা খুব নরম ও মসৃণ অধ:লোম।
7) নির্বাচিত প্রজনন কাকে বলে?
Ans: নির্বাচিত উন্নত জাতের এবং উন্নত বৈশিষ্ট্যযুক্ত পিতা ও মাতা থেকে মসৃণ ও নরম অধ:লোমে ঢাকা অপত্য ( ভেড়া ) সৃষ্টি করার পদ্ধতিকে নির্বাচিত প্রজনন বলে।
8) তিব্বতে ও লাদাখে কোন প্রানির উল বিখ্যাত?
Ans : চমরি গাই।
9) জম্মু-কাশ্মীরের পার্বত্য এলাকায় কোন প্রানি থেকে অ্যাংগোরা উল পাওয়া যায়?
Ans : অ্যাংগোরা ছাগল থেকে।
10) কাশ্মীরের পশমিনা শাল কেন বিখ্যাত? এটি কোন ছাগলের থেকে পাওয়া যায়?
Ans : কাশ্মীরি ছাগলের অধ:লোম অত্যন্ত  মসৃন ও নরম। তাই এর দ্বারা তৈরি পশমিনা শাল বিখ্যাত।
• এটি কাশ্মীরি ছাগলের লোম থেকে তৈরি।
11) দক্ষিণ আমেরিকার কোন প্রাণীর দেহ উল থেকে পাওয়া যায়?
Ans : লামা এবং অ্যালপাকা।
12) ভারতের কোন কোন রাজ্যে মেষ বা ভেড়া প্রতিপালিত করা হয়? এরা কি কি খাদ্য খায়?
Ans : NCERT 21 page
13) উল থেকে কি কি তৈরি করা হয়?
Ans : সোয়েটার ,শাল ,মৌজা, টুপি, মাফলার ইত্যাদি।
14) রেশম চাষ বা সেরিকালচার কাকে বলে?
Ans : সিল্ক বা রেশম পাওয়ার জন্য রেশম মথের প্রতিপালন করাকে রেশম চাষ বলে।
15) ভেড়া বা মেষ প্রতিপালন করা হয় কেন?
Ans : উলের জন্য।
16) শুয়ো পোকা কাকে বলে?
Ans : রেশম মথের লার্ভা বা  শূককীটকে শুয়োপোকা বলে।
17) কোকুন বা গুটি কি? এর ভিতরে কি থাকে?
Ans : 
18) ভারতবর্ষের সর্বাধিক প্রতিপালিত রেশম মথ কোনটি? এর বৈশিষ্ট্য লেখ?
Ans : তুতজাত রেশম মথ।
• বৈশিষ্ট্য : এই মথের কোকুন থেকে প্রাপ্ত রেশম হালকা, মসৃণ, উজ্জ্বল , স্থিতিস্থাপক। একে বিভিন্ন সুন্দর রঙে ও রঞ্জিত করা যায়।
19) ত্রিপুরার কোন কোন জায়গায় রেশম উৎপন্ন হয়?
Ans : চম্পকনগর , বিশ্রামগঞ্জ , পানিসাগর ও দক্ষিণ ত্রিপুরার নানা স্থানে।
20) কোন যন্ত্রের সাহায্যে রেশম সুতা তৈরি করা হয়?
Ans : রিলিং যন্ত্রের সাহায্যে।
21) রেশম তন্তুর প্রধান উপাদান কী?
Ans : প্রোটিন।
22) ভেড়ার দেহের সাদা লোম কি কাজে লাগে?
Ans : ভেড়ার দেহের সাধারণ সাদা লোম থেকে উল তৈরি হয়। এই উল থেকে সোয়েটার, সাল ,মাফলার, টুপি ইত্যাদি তৈরি হয়।
23) তোমার জানা যে কোন দুই প্রকার সিল্কের নাম কর?
Ans : তসর সিল্ক, মুগা সিল্ক।
24) রেশম এর দুটি ব্যবহার লেখ?
Ans : 
25) ত্রিপুরার কোথায় উৎকৃষ্টমানের রেশম উৎপন্ন হয়?
Ans : চম্পকনগরে।
26) কোন যন্ত্রের সাহায্যে কোকুন থেকে রেশন সুতো তৈরি করা হয়?
Ans : রিলি়ং যন্ত্র।
27) রেশম মথের জীবনচক্র চিত্রসহ আলোচনা করো?
Ans :
28) রেশম মথের জীবনচক্রের কয়টি দশা ও কি কি?
Ans : রেশম মথের জীবন চক্রের 4টি দশা , যথা - ডিম, লার্ভা, পিউপা, পরিণত মথ।
29) ভেড়ার দেহে সাদা লোম কি কাজে লাগে?
Ans : ভেড়ার দেহের সাদা লোম থেকে উল তৈরি হয়। এই উল থেকে সোয়েটার ,সাল ,মাফলার, টুপি, মোজা ইত্যাদি তৈরি হয়।
30) মূককীটের পরবর্তী দশার বৃদ্ধি কোথায় ঘটে?
Ans : কোকুনের মধ্যে।
31) রেশম তন্তু বা রেশম সুতা কোথায় থেকে পাওয়া যায়?
Ans : কোকুন থেকে।
32) ভারতবর্ষে সর্বাধিক প্রতিপালিত রেশম মথ কোনটি?
Ans : তু৺তজাত রেশম মথ।
33) রেশম মথের প্রতিপালন কিভাবে করা হয়?
অথবা ,রেশম গুটি থেকে কিভাবে রেশম সুতা পাওয়া যায়?
Ans : 
34) রেশম মথের কোন দশায় কোকুন তৈরি হয়?
Ans : শূককীট।
35) কাশ্মীরি ছাগলের অধ:লোম থেকে যে বিখ্যাত কাশ্মীরি শাল তৈরি হয় তার নাম কি?
Ans : পশমিনা শাল।
36) সিল্ক প্রক্রিয়াকরণ কি? 
Ans : রেশম গুটি থেকে রেশম সুতো সংগ্রহ করাকে সিল্ক প্রক্রিয়াকরণ বলে।
37) রেশম মথের সিল্ক প্রক্রিয়াকরণ পদ্ধতি লেখ?
Ans: Ncert Page 24

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.