!! জীবসমূহ কিভাবে জনন কার্য করে ? ( How do organisms reproduce? ) !!

!! জীবসমূহ কিভাবে জনন কার্য করে ? ( How do organisms reproduce? )  !!

Madhyamik Final Mark Distribution :  3x1= 3 , 5x1=5 ( Total = 8 )

Class - 10th ( TBSE !! NCERT )

Ncert Important Question with Answer - 2020- 2021 || Class - 10th  

( By : Biplab Debnath ) 9862482065

 1) DNA এর পুরো নাম কি?

Ans :  ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।

2) DNA কোথায় অবস্থিত?

Ans :  নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমে অবস্থিত।

3) প্রতিলিপিকরণ বা রিফ্লেকশন কি?

Ans : যে পদ্ধতিতে জনন সম্পন্নকারী দেহকোষে DNA অণু নিজের অনুরূপ দুটি প্রতিলিপি গঠন করে, তাকে DNA প্রতিলিপিকরণ বলে।

4) DNA -র প্রতিলিপিকরণ জনন প্রক্রিয়ায় একটি অত্যাবশ্যকীয় কেন?         NCERT

অথবা , প্রজননের ক্ষেত্রে DNA প্রতিলিপিকরণ এর গুরুত্ব কি?

Ans :  জনন বা প্রজননের ক্ষেত্রে DNA-র প্রতিলিপিকরণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা..........

i) DNA প্রতিলিপিকরণের মাধ্যমে পিতা-মাতার বৈশিষ্ট্য অপত্যদের মধ্যে সংবাহিত হয়।

ii) জননে অংশগ্রহণকারী প্রতিটি কোষ DNA - র প্রতিলিপিকরণের মাধ্যমে দুটি DNA -র  প্রতিলিপি সৃষ্টি করে। এরপর একটি কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয়।

iii) DNA প্রতিলিপিকরণ প্রজাতি পপুলেশন প্রকরণের সূত্রপাত ঘটায়।

5) জননের মৌলিক ঘটনাটির নাম কি?

Ans : DNA এর প্রতিলিপিকরণ।

6) DNA এর কাজ কি?

Ans :   i) নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমগুলো ডি.এন.এ রূপে জনিতৃ থেকে অপত্য জনুতে বৈশিষ্ট্যসমূহের বংশানুসরণের জন্য তথ্য বহন করে।

ii) প্রোটিন সংশ্লেষণ জন্য প্রয়োজনীয় তথ্যের উৎস হিসেবে কাজ করে।

7) কি পদ্ধতিতে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়?

Ans : DNA প্রতিলিপিকরণ পদ্ধতিতে।

8) ভেদ বা প্রকরণ কি?    জননে প্রকরণের গুরুত্ব লেখ?

Ans : জীবের জননকালে DNA -র প্রতিলিপিকরণের সময় যদি জিনের কোনো আকস্মিক ও স্থায়ী পরিবর্তন ঘটে ,যার ফলে অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, তাকে ভেদ বা প্রকরণ বলে।

• জননে প্রকরণের গুরুত্ব:

i) প্রকরণ সাধারণত প্রজাতিতে বৈচিত্র্য সৃষ্টি করে, ওই জীব প্রজাতিটির পরিবেশে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়।

ii) প্রকরণ জীবকে পরিবর্তিত পরিবেশে অভিযোজনে সাহায্য করে।

iii) প্রকরণ অভিব্যক্তিতে সাহায্য করে।

9) জীব সমূহ জনন কার্য করে কেন? 

অথবা,   জননের গুরুত্ব বা উদ্দেশ্য লেখ?NCERT

                                           

Ans : পৃথিবীতে জীব তার নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখতে।

10) প্রজাতির ক্ষেত্রে প্রকরণ লাভ দায়ক কিন্তু একক জীবের ক্ষেত্রে এটি প্রয়োজনীয় নয় কেন?                              NCERT

Ans : পৃথিবীর পরিবর্তনশীল পরিবেশে কোন প্রজাতির টিকে থাকার জন্য প্রকরণ আবশ্যক। যেমন- কোন নির্দিষ্ট অঞ্চলের জলবায়ুতে হঠাৎ পরিবর্তন ঘটলে কোন প্রজাতির বেশিরভাগ জীবই মারা যেতে পারে। কিন্তু প্রকরণের দরুন উক্ত প্রজাতির কিছু সংখ্যক জীব বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ প্রকরণ কোন প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তবে স্পষ্টতই কোন একক জীবের ক্ষেত্রে এই প্রকরণের কোনো ভূমিকা নেই।

11) দ্বি-বিভাজন ( Binary fission ) কি? উদাহরণ দাও।

Ans : যে বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে দুটি অপত্য জীবদেহ গঠন করে, তাকে দ্বিবিভাজন বলে। যেমন - শৈবালের উদ্ভিদদেহে এবং অ্যামিবার প্রাণীদেহে দ্বি-বিভাজন দেখা যায়।

12) এককোষী জীবেরা কি পদ্ধতিতে জনন সম্পন্ন করে?

Ans : দ্বি-বিভাজন পদ্ধতিতে।

13) কালা জ্বরের জন্য দায়ী এককোষী জীবের নাম কি? এটি কি পদ্ধতিতে জনন সম্পন্ন করে?

Ans : লিসম্যানিয়া ডোনোভানি।

        • দ্বি-বিভাজন পদ্ধতিতে।

14) ম্যালেরিয়ার পরজীবী প্লাসমোডিয়াম কি পদ্ধতিতে জনন সম্পন্ন করে?

Ans :

বহুবিভাজন পদ্ধতিতে ( multiple fission)।

15) কোরকোদগম প্রক্রিয়া বা বাডিং কি?     উদাহরণ দাও?         TBSE – 2011,17

Ans : ­k See fà¢a­a j¡a«S£h ­b­L Øg£a Efhª¢Ü h¡ ­L¡lL pª¢ø quz HC ­L¡lL j¡a«­cq ­b­L ¢h¢µRæ q­u AfaÉ S£h­cq pª¢ø L­lz a¡­L ­L¡l­L¡cÚNj h­mz fà¢a¢V Dø e¡jL E¢ác J q¡CXÊ¡ e¡jL fË¡Z£­a ­cM¡ k¡uz



16) ) কোরক বা বাড কি ? কোন জীবের ইহা সৃষ্টি হয়?

Ans : অনুকূল পরিবেশে কিছু এককোষী উদ্ভিদের দেহের পরিধি থেকে এক বা একাধিক স্ফীত উপবৃদ্ধির সৃষ্টি হয় । এই সকল স্ফীত উপবৃদ্ধিকে কোরক বলে।

যেমন -  ইস্টে ইহা দেখা যায়।

17) খন্ডীভবনের ( fragmentation) দ্বারা কোন জীব জনন সম্পন্ন করে?

Ans : স্পাইরোগাইরা।

18) পুনরুৎপাদন কি? উদাহরণ দাও।   ত্রিপুরা পর্ষদ নমুনা প্রশ্ন- 2020,TBSE-2020

Ans : কিছু কিছু সরল প্রাণীদের দেহ বহু খন্ডাংশে বিভক্ত হতে পারে এবং প্রতিটি খন্ডাংশ বৃদ্ধি পেয়ে একটি সম্পূর্ণজীবে পরিণত হয় ,একে পুনরুৎপাদন বলে। যেমন- হাইড্রা ,প্ল্যানেরিয়া।

19) বহু বিভাজন কিভাবে দ্বিবিভাজন থেকে পৃথক হয়?

অথবা, দ্বিবিভাজন ও বহু বিভাজনের পার্থক্য লিখ?                 NCERT

Ans :

i) দ্বিবিভাজন অনুকূল পরিবেশে ঘটে।

• বহু বিভাজন প্রতিকূল পরিবেশে ঘটে।

ii) দ্বিবিভাজনে দুটি অপত্য জীবের সৃষ্টি হয়।

• বহু বিভাজনে বহুসংখ্যক অপত্য জীবের সৃষ্টি হয়।

iii) দ্বিবিভাজনে নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়।

• বহু বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়।

20) যদি কোন একটি জীব রেনু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে তবে জীবটি কিভাবে উপকৃত হবে?            NCERT

Ans : i) রেনু গুলি সুরক্ষাদায়ী আবরণ দ্বারা বেষ্টিত থাকে এবং প্রতিকূল পরিবেশেও এরা টিকে থাকতে পারে।

ii) একটি স্পোরানজিয়ামে বহু সংখ্যক রেণু থাকে এবং সেই রেণু গুলি খুব সহজেই বায়ুর মাধ্যমে অনেক দূরে ছড়িয়ে পড়ে সেই স্থানের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে।

iii) রেনু উৎপাদনের মাধ্যমে জনন প্রক্রিয়াটি অপেক্ষাকৃত সরল এবং এটি দ্রুত সম্পন্ন হয়।

21) তুলনামূলকভাবে অধিক জটিল দেহসংগঠনবিশিষ্ট জীবরা কেন পুনরুৎপাদনের মাধ্যমে নতুন সৃষ্টি করতে পারে না?                            NCERT

Ans : i) জটিল জীবের বিশেষত প্রাণীদের কোশকলাগুলি দেহের সব ধরনের কোষ সৃষ্টি করতে পারে না ,তাই দেহাংশ থেকে পূর্ণাঙ্গ সৃষ্টি সম্ভব নয়।

ii) জটিল জীবেরা যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে।তাই এরা পুনরুৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করতে অক্ষম।

22) কোন উদ্ভিদ পাতার সাহায্যে জনন সম্পন্ন করে?

অথবা, পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে কোন গাছ বংশবিস্তার করে?         TBSE - 2013

Ans : পাথরকুচি উদ্ভিদ।

23) রেণুর মাধ্যমে বংশবিস্তার করে কোন উদ্ভিদ?

Ans : রাইজোপাস।

24) কোরকোদগম পদ্ধতিতে অযৌন জনন ঘটে ------                         NCERT

i) অ্যামিবাতে    ,         ii) ইস্টে

iii) প্লাসমোডিয়ামে ,     iv) লিসম্যানিয়ায় 

Ans : ইস্টে.

25) অযৌন জনন কি?

Ans : যে প্রকার জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই রেণু উৎপাদনের মাধ্যমে বা বিভাজন প্রক্রিয়ায় জনিতৃ জীব থেকে অপত্য জীব সৃষ্টি করে, তাকে অযৌন জনন বলে।

26) অযৌন জননের একক কী?

  Ans : রেণু ।         TBSE-2009                           

27) অঙ্গজ জনন কাকে বলে? দুটি করে এর সুবিধা ও অসুবিধা লেখ?       TBSE-2015

               ত্রিপুরা পর্ষদ নমুনা প্রশ্ন -2020

Ans : যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের কোন অঙ্গ বা অংশ বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, তাকে অঙ্গজ জনন বলে।

অঙ্গজ জননের একক - দেহাংশ।

• সুবিধা :

ক) অঙ্গজ জননের মাধ্যমে উৎপন্ন অপত্য গাছে দ্রুত ফুল ও ফল জন্মায়।

খ) জনিতৃ উদ্ভিদ ও অপত্য উদ্ভিদ সমবৈশিষ্ট্য সম্পন্ন হয়।

• অসুবিধা :

ক) অঙ্গজ জননে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ জন্মায় না।

খ) উদ্ভিদ গুলির অভিযোজন ক্ষমতা কমে যাওয়ায় এরা প্রতিকূল ও নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে না, ফলে প্রজাতির অবলুপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

 * অনুরূপ প্রশ্ন : ¢h¢iæ Ap¤¤¢hd¡ b¡L¡ p­šÄ J A‰S See­L fË¡d¡eÉ ­cJu¡ qu ­Le?

Ans : অঙ্গজ জননের সুবিধা গুলি হবে।

 * অনুরূপ প্রশ্ন : কিছু কিছু উদ্ভিদ সৃষ্টির জন্য অঙ্গজ জননের সাহায্য নেওয়া হয় কেন?                                    NCERT

Ans : অঙ্গজ জননের সুবিধা গুলি হবে।

28) h¤m¢hm ¢L?           TBSE-2009

Ex ¢LR¥ ¢LR¥ E¢á­cl L¡¢rL j¤L¥m M¡cÉ p’­ul g­m Øg£a J ­N¡m¡L¡l quz H­L h¤m¢hm h­mz

­kje : Q¥f¢s Bm¤ , M¡j Bm¤ z

29) অযৌন জননের দুটি করে সুবিধা ও অসুবিধা লেখ?

Ans :   

• সুবিধা :

ক) অযৌন জননের অল্প সময়ে অধিক সংখ্যক জীব সৃষ্টি হয়।

খ) এই পদ্ধতি সরল, নিশ্চিত এবং এতে কম সময় লাগে।

গ) জনিতৃ জীব ও অপত্য জীব একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়।

• অসুবিধা :

ক) নতুন বৈশিষ্ট্যর জীব সৃষ্টি হয় না।

খ) অযৌন জননে প্রকরণের কোনো সম্ভাবনা থাকে না।

30) অযৌন জননের তুলনায় যৌন জননের কি কি সুবিধা রয়েছে?              NCERT

Ans :

ক) অযৌন জননের তুলনায় যৌন জনন কালে জীবদেহে অধিক প্রকরণের সৃষ্টি হয়, এই প্রকরণ অপত্যকে অভিযোজিত হতে সাহায্য করে।

খ) যৌন জননের উন্নত জীব সৃষ্টির সম্ভাবনা থাকে, যা অযৌন জননের ক্ষেত্রে সম্ভবপর নয়।

31) যৌন জনন কি?

Ans : যে জনন প্রক্রিয়ায় পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে। যেমন-  উন্নত উদ্ভিদ ও প্রাণীর জনন।

32) যৌন জননের একক লেখ?

Ans : গ্যামেট।

33) যৌন জননের সুবিধা ও অসুবিধা লেখ?

Ans :                      TBSE-2016

• সুবিধা : 

ক) যৌন জনন কালে জীবদেহে প্রকরণের সৃষ্টি হয়, ফলে জৈব অভিব্যক্তির পথ প্রশস্ত হয়।

খ) যৌন জনন এর ফলে জীবের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায় বলে প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা কম।

• অসুবিধা :

ক) পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ থাকা প্রয়োজন।

খ) যৌন জননের মিলন পদ্ধতি জটিল হওয়ায় গ্যামেটের অপচয় ঘটে।

34) মিয়োসিস কি?

Ans : যে কোষ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সমন্বিত চারটি অপত্য কোষ উৎপন্ন হয় ,তাকে মিয়োসিস হলে । এটি জীবের জনন কোষে ঘটে।

35) অঙ্গজ জননের মাধ্যমে উদ্ভিদের মূল , কান্ড এবং পাতা থেকে নতুন জীব সৃষ্টি হয় এমন একটি উদ্ভিদের নাম কর?

Ans : মূল = রাঙা আলু ।

কাণ্ড =  ফনিমনসা ‌।

পাতা = পাথরকুচি।

36) ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার কি পদ্ধতিতে অপত্য কোষ সৃষ্টি করে?

Ans : বিভাজন ( Fission ) পদ্ধতিতে।

37) একলিঙ্গ ও উভয়লিঙ্গ ফুল কি? উদাহরণ দাও?

Ans : যেসব ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের মধ্যে যে কোনো একটি উপস্থিত থাকে, তাকে একলিঙ্গ ফুল বলে। যেমন - লাউ ফুল।

যেসব ফুলে পুং স্তবক এবং স্ত্রী স্তবক দুই- ই বর্তমান থাকে, তাকে উভলিঙ্গ ফুল বলে। যেমন - জবা ফুল।

38) উদ্ভিদের জনন অঙ্গের নাম কি?

Ans : ফুল।

39) উদ্ভিদের পুংজনন অঙ্গ এবং স্ত্রী জনন অঙ্গের নাম কি?

Ans : পুং জননাঙ্গ = পুংকেশর। 

• স্ত্রী জননাঙ্গ = গর্ভকেশর।

40) গর্ভকেশরের প্রধান তিনটি অংশ কি কি?

Ans : গর্ভাশয়, গর্ভদন্ড, গর্ভমুণ্ড।

41) স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কি?

Ans :  কোন ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য কোন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে স্বপরাগযোগ বলে। যেমন - মটর গাছে স্বপরাগযোগ দেখা যায়।

কোন ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু কোন বাহক দ্বারা বাহিত হয়ে একই প্রজাতির অপর একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে ইতর পরাগযোগ বলে। যেমন - ধান গাছের ফুলের ইতরপরাগযোগ দেখা যায়।

42) উদ্ভিদ দেহে পরাগসংযোগ কিসের মাধ্যমে ঘটে?

Ans : জল, বায়ু এবং প্রাণীর মাধ্যমে।

43) নিষেক কি? 

নিষেকে কি উৎপন্ন হয়?      TBSE - 2013

Ans :

শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলে।

নিষেকে জাইগোট উৎপন্ন হয়।

 

44) নিষেকের পর ফুলের কোন অংশ ফলে এবং কোন অংশ বীজে পরিণত হয়?

Ans : ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়।

• অনুরূপ প্রশ্ন : শূন্যস্থান পূরণ কর :-

একটি ফুলে দ্বিনিষেক এর পর ----

ক) ফল গঠিত হয় ------- থেকে।

খ) বীজ গঠিত হয় ------- থেকে।

গ) ভ্রূন গঠিত হয় ------- থেকে।

Ans :            TBSE - 2015

ক) ডিম্বাশয়। খ) ডিম্বক। গ) জাইগোট।

45) একটি ফুলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর?                              NCERT

Ans : 

46) পরাগযোগ প্রক্রিয়াটি কিভাবে নিষেক থেকে পৃথক?                           NCERT

অথবা, পরাগযোগ ও নিষেকের মধ্যে পার্থক্য লিখ?

Ans : i) উদ্ভিদের ক্ষেত্রে পরাগযোগ ঘটে।

উদ্ভিদ ও প্রাণী উভয়ের ক্ষেত্রেই নিষেক ঘটে।

ii) পরাগযোগ নিষেকের পূর্বে ঘটে।

পরাগযোগের পর নিষেক ঘটে।

47) সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি চিত্রসহ আলোচনা কর?             TBSE – 2017

Ans :• সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি :

পুং-জনন কোষ ও স্ত্রী-জনন কোষের মিলনকে নিষেক বলে। পরাগযোগের মাধ্যমে একাধিক পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। পরাগরেণুগুলি পরাগনালির মাধ্যমে ডিম্বাশয়ে প্রবেশ করে। এরপর পরাগরেণু বিভাজিত হয়ে দুটি হ্যাপ্লয়েড(n)পুং-জনন কোশ তৈরি করে। পরাগনালি ভ্রুণস্থলীর প্রাচীর ভেদ করে ভ্রুণস্থলীতে প্রবেশ করে। ক্রমে পরাগনালির অগ্রপ্রান্ত বিদীর্ণ হয়ে দুটি পুং-গ্যামেট ভ্রুণস্থলীতে মুক্ত হয়। দুটি পুং-গ্যামেটের একটি ডিম্বাণুকে( n ) নিষিক্ত করে জাইগোট ( 2n )  উৎপন্ন করে এবং অপর একটি গ্যামেট নির্ণীত নিউক্লিয়াসকে ( 2n) নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস ( 3n) গঠন করে।

 পুং-জননকোশ(n)+ ডিম্বাণু(n)® জাইগোট (2n)

পুং-জননকোশ(n)+নির্ণীতনিউক্লিয়াস (2n)    ® শস্য নিউক্লিয়াস( 3n)

সপুষ্পক উদ্ভিদের এভাবে পরপর দুইবার নিষেক ঘটে বলে সপুষ্পক উদ্ভিদের নিষেকে দ্বি-নিষেক বলে।এইভাবে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি সম্পন্ন হয়।

48) কোন প্রকার জনন জীবের প্রকরণ বা জৈব বিবর্তন বা অভিব্যক্তিতে সাহায্য করে?                     TBSE – 2011, 2015

Ans : যৌন জনন।

49) দ্বিনিষেক কী?   TBSE – 2018, 2020

Ans : সপুষ্পক উদ্ভিদের দুটি পুং-জননকোশের একটি ডিম্বাণুকে এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। এভাবে পরপর দুইবার নিষেক ঘটার প্রক্রিয়াকে দ্বিনিষেক বলে।

50) সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে কেন?                 TBSE-2009

Ans : সপুষ্পক উদ্ভিদের দুটি পুং-জননকোশের একটি ডিম্বাণুকে( n ) নিষিক্ত করে জাইগোট ( 2n )  উৎপন্ন করে এবং অপর একটি পুং জননকোষ নির্ণীত নিউক্লিয়াসকে ( 2n) নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস ( 3n) গঠন করে। সপুষ্পক উদ্ভিদের এভাবে পরপর দুইবার নিষেক ঘটে বলে সপুষ্পক উদ্ভিদের নিষেকে দ্বি-নিষেক বলে।

51) অপুংজনি বা পার্থেনোজেনেসিস কি? এর গুরুত্ব লেখ?   TBSE – 2009, 11 ,16, 18

Ans : যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই স্ত্রী জনন কোশ থেকে সরাসরি অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে অপুংজনি বলে। মৌমাছি, বোলতা ইত্যাদি প্রাণীদেহে দেখা যায়।

গুরুত্ব :

) অপুংজনি প্রক্রিয়ায় নিষেক ছাড়াই অপত্য জীব সৃষ্টির মাধ্যমে বংশের ধারা বজায় রাখা সম্ভব।

) নিম্নশ্রেণির জীবের অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে অপুংজনির ভূমিকা অপরিসীম।

52) যৌন অযৌন জননের পার্থক্য লেখ? ত্রিপুরা পর্ষদ নমুনা প্রশ্ন -2020, TBSE-2009

Ans : ) অযৌন জনন সাধারণত নিম্নশ্রেণির জীবদেহে ঘটে।

যৌন জনন সাধারণত উচ্চশ্রেণীর জীবদের ঘটে।

) অযৌন জনন একটি সরল প্রক্রিয়া।

যৌন জনন একটি জটিল প্রক্রিয়া।

) অযৌন জননের একক রেনু।

যৌন জননের একক গ্যামেট।

) অযৌন জননে সময় কম লাগে।

যৌন জননে সময় বেশি লাগে।

53) ¢pue J ØVL ¢L? Hl j­dÉ ­L¡e¢V Eæa?

Ex ­S¡s Lm­jl j¡dÉ­j A‰S ­r­œ j§mpq ­k N¡R¢V­a …y¢V h¡yd¡ qu a¡­L ØVL Hhw ­k Eæa j¡­el E¢á­cl n¡M¡ h¡ j¤L¥m¢V ØV­Ll Efl ­S¡s¡ m¡N¡­e¡ qu, a¡­L ¢pue h­mz

¢pue Eæaz

54) অন্তঃনিষেক বহিঃনিষেক কাকে বলে? এদের মধ্যে পার্থক্য লেখ?     TBSE-2020

Ans :

) নিষেক প্রক্রিয়া যখন জীব দেহের ভিতরে সংঘটিত হয়, তাকে অন্তঃনিষেক বলে।

যেমন = টিকটিকি , সাপ ইত্যাদিতে দেখা যায়।

নিষেক প্রক্রিয়া যখন জীব দেহের বাইরে সংঘটিত হয়, তাকে বহিঃনিষেক বলে। যেমন = মাছ ,ব্যাঙ ইত্যাদিতে দেখা যায়।

) বহিঃনিষেকে মাধ্যম হিসেবে জলের প্রয়োজনীয়তা অপরিহার্য।

অন্তঃনিষেক প্রক্রিয়ায় মাধ্যম হিসেবে জলের প্রয়োজন নেই।

) বহিঃনিষেক একটি সুনিশ্চিত পদ্ধতি।

অন্তঃনিষেক একটি অনিশ্চিত পদ্ধতি।

55) সর্বাপেক্ষা সরলতম যৌন জনন পদ্ধতির নাম কি?

Ans : সংশ্লেষ বা সংযুক্তি বা কনজুগেশন।

56) যৌন অযৌন উভয় প্রকার পদ্ধতিতে জনন করে এমন একটি প্রাণীর নাম কর?

Ans : হাইড্রা

57) কোন উভয়লিঙ্গ প্রাণীতে পরনিষেক ঘটে?                                 TBSE-2016

Ans : কেঁচো।

58) সংযুক্তি নিষেকের মধ্যে পার্থক্য লেখ?

Ans :                      TBSE – 2010, 2014

) সংশ্লেষ একটি সরলতম যৌন জনন পদ্ধতি।

নিষেক একটি জটিলতম উন্নত যৌন জনন পদ্ধতি।

) সংশ্লেষের জন্য সংশ্লেষ নালী গঠিত হয়।

নিষেকের জন্য এরূপ কোন নালী গঠিত হয় না।

59) শস্য কলার ক্রোমোজোম সংখ্যা কত? TBSE - 2012

Ans: 3n      

60) "" স্তম্ভের সহিত "" স্তম্ভের সজীব উপাদানগুলির সঠিক সম্পর্ক স্থাপন কর :-

স্তম্ভ                                       স্তম্ভ

) কোরকোদগম               a) প্লানেরিয়া

) পত্রমুকুল                        b) চুপরি আলু

) পুনরুৎপাদন                  c) পাথরকুচি

) বুলবিল                          d) ইস্ট

Ans :                              TBSE-2015, 2017

) ----> d)

) ----> c)

) ---- > a)

) ----> b)

61) মানবদেহের মুখ্য জননাঙ্গের অঙ্গের নাম কর?

Ans :

পুং জননাঙ্গ হল = শুক্রাশয়

স্ত্রী জননাঙ্গ হল = ডিম্বাশয়।

62) মানুষের পুং জনন অঙ্গ গুলির নাম কর?

Ans : একজোড়া শুক্রাশয়, এপিডিডাইমিস, একজোড়া শুক্রনালি, মূত্র জনননালী, শিশ্ন।

63) মানুষের শুক্রাশয় দুটি উদরগহ্বরের বাইরে অবস্থান করে কেন?

Ans: মানবদেহের স্বাভাবিক উষ্ণতার তুলনায় শুক্রথলির উষ্ণতা প্রায় 4°C কম থাকে। এই কম উষ্ণতাতে শুক্রাণু উৎপাদন সম্ভব হয় এবং শুক্রাণুগুলি সক্রিয় কার্যকর থাকে।

64) স্মামাটোজেনেসিস কি? এর গুরুত্ব লেখ।

                                        TBSE-2010

Ans : শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতির নাম স্পার্মাটোজেনেসিস।

কাজ :

) স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয়।

) এই প্রক্রিয়ায় জীবের প্রকরণ ঘটে।

65) ডিম্বাশয়ের কাজ কি?

Ans :  ) ডিম্বাণু উৎপাদন করা।

) ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করা।

66) জরায়ু কি?

Ans : স্ত্রী দেহের যোনীগহ্বরে মূত্রাশয় মলাশয়ের মাঝখানে যে পেশিময় ন্যাসপাতি আকারের থলির মতো গঠন দেখা যায়, তাকে জরায়ূ বলে।

67) মানুষের স্ত্রী জননতন্ত্র গুলির নাম করো?

Ans : একজোড়া ডিম্বাশয়, একজোড়া ডিম্বনালী, একটি জরায়ু, একটি যোনী এবং ভালভা।

68) জরায়ুর প্রাকারটি পুরু এবং রক্তবাহ সমৃদ্ধ হয় কেন?

Ans : বর্ধনশীল ভ্রূণের পরিপোষণের জন্য।

69) মানবদেহে নিষেক প্রক্রিয়াটি কোথায় ঘটে?

Ans : ডিম্বনালি বা ফ্যালোপিয়ান টিউবে।

70) আমরা বা প্লাসেন্টা কি? এর কাজ লেখ?

               ত্রিপুরা পর্ষদ নমুনা প্রশ্ন- 2020

Ans : নিষেকের পর ভ্রুণটি  একটি বিশেষ কলার সাহায্যে মাতার রক্ত থেকে পুষ্টি পায়। এই বিশেষ কলাটিকে অমরা বলে।

•  কাজ : a) মাতৃদেহের রক্ত থেকে পুষ্টি উপাদান, যেমন - শর্করা, ভিটামিন, খনিজ লবণ, অক্সিজেন প্রভৃতি ভ্রূণের দেহে পরিবহন করা।

b) ভ্রূণের বর্জ্য পদার্থ কার্বন-ডাই-অক্সাইড মায়ের রক্ত প্রবাহে নিয়ে আসা।

71) শুক্রাণু ডিম্বাণুর মধ্যে পার্থক্য লিখ?

Ans :                                     TBSE-2017

i) n¤¤œ²¡e¤ mð¡ J pQm, ¢Xð¡e¤ ­N¡m¡L¡l J AQmz ii) n¤¤œ²¡e¤l ­mS haÑj¡e , ¢Xð¡e¤ ­mS ­eC z

iii) n¤¤œ²¡e¤ öœ²¡n­u Evfæ qu , ¢Xð¡e¤ ¢Xð¡n­u Evfæ quz

72) পুরুষের দেহে সেমিনাল ভেসিকেল এবং প্রস্টেট গ্রন্থির ভূমিকা কি?

 ত্রিপুরা পর্ষদ নমুনা প্রশ্ন-2020, NCERT

Ans :  •  সেমিনাল ভেসিকলের কাজ :

) বীর্য গঠনকারী পিচ্ছিল তরল উৎপন্ন করে সেমিনাল ভেসিকল।

) এই তরলে উপস্থিত ফ্রুক্টোজ থেকে শুক্রাণুর পুষ্টিসাধন ঘটে।

 

প্রস্টেট গ্রন্থির কাজ :

এই গ্রন্থির ক্ষারীয় ক্ষরণ যোনিপথের অম্লত্ব প্রশমন করে। ফলে শুক্রাণুগুলো যোনিপথে বিনষ্ট হয় না।

73) ¢Xð¡nu ­b­L ¢expªa ql­j¡e …¢ml e¡j Ll? H­cl j­dÉ ­k ­L¡e HL¢Vl L¡S ¢mM?

                      TBSE – 2016,18

Ans : ¢Xð¡nu ­b­L ¢expªa ql­j¡e …¢m q­m¡ -  C­ØVÊ¡­Se, ­fË¡­S­ØVle, ¢lm¡¢„ez

C­ØVÊ¡­S­el L¡S :  i) huxp¢åL¡­m ¢h¢iæ Ù»£-See¡‰…¢ml Hhw Ù¹eNË¢¿Û hª¢à­a p¡q¡kÉ L­lz

ii) Ù»£­m¡­Ll j¡¢pL ­k±eQ­œ²l œ²jhdÑen£m cn¡­L ¢eu¿»Z L­lz          

74) মানুষের স্রীজননতন্ত্রের চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত কর?

Ans :


) কোনটি স্রীজননতন্ত্রের অংশ নয়-----

i) ডিম্বাশয়                           ii) জরায়ু

iii) ভাস ডিফারেন্স             iv) ডিম্বনালী।                             

Ans : ভাস ডিফারেন্স।        NCERT

76) পুংকেশর উপস্থিত থাকে----   NCERT

) বৃত্যংশ                         ) ডিম্বক

) গর্ভকেশর                    ) পরাগরেণু                                

Ans : পরাগরেণু।

77) অ্যাক্রোজোম কি?     TBSE-2015

Ans: শুক্রাণুর মস্তকে অবস্থিত প্রোটিন নির্মিত আবরণীকে অ্যাক্রোজোম বলে

78) জননগত স্বাস্থ্য কি?      TBSE-2017, 19

এর প্রয়োজনীয়তা লিখ?

Ans : জননের সকল দিক অর্থাৎ দৈহিক,মানসিক ,আচরণগত সামাজিক দিক থেকে সুস্থ অবস্থা এবং স্বাভাবিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত জননতন্ত্রের সুস্থতাকে জননগত স্বাস্থ্য বলে।

প্রয়োজনীয়তা :

) পুরুষ মহিলার নিরাপদ তৃপ্তিদায়ক যৌন জীবনযাপন।

) গর্ভবতী মা গর্ভস্থ শিশুর সঠিক যত্ন নেওয়া।

) জন্মনিয়ন্ত্রণ বা গর্ভনিরোধক ব্যবস্থার সঠিক প্রয়োগ।

79) শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কাজ লেখ?

Ans : টেস্টোস্টেরন।

কাজ : i) টেস্টোস্টেরন হরমোন পুরুষের যৌনাঙ্গের বৃদ্ধি, গৌণ-যৌন বৈশিষ্ট্য প্রকাশ , শুক্রাণু উৎপাদন ।

ii)  BMR বৃদ্ধি           

iii) প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।

80) যৌন সংক্রমিত রোগ বা STD কি? কয়েকটি যৌন সংক্রমিত রোগের নাম কর?

Ans : যে সকল রোগ যৌন সংসর্গের মাধ্যমে এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তিতে সংক্রামিত হয় , তাদের যৌন সংক্রমিত রোগ।

যেমন - সিফিলিস, গনোরিয়া।

81) যৌন ক্রিয়ার ফলে সর্বদায় কিসের সম্ভাবনা থাকে?

Ans : গর্ভসঞ্চারের।

82) গর্ভনিরোধক পদ্ধতি অবলম্বনে কারণগুলো কী কী হতে পারে?    NCERT

Ans : ) গর্ভনিরোধ পরিবার পরিকল্পনায় সাহায্য করে।

) কোন মহিলা শারীরিকভাবে পরিণত না হলে গর্ভাবস্থায় নানা সমস্যা ঘটে। এর সমাধানে গর্ভনিরোধক পদ্ধতি সাহায্য করে।

83) বিভিন্ন গর্ভনিরোধক পদ্ধতি গুলি লেখ?

                                                   NCERT

Ans :

• a) বাধাদায়ক পদ্ধতি : যৌনমিলনকালে বীর্য যাতে হঠাৎ করে যৌনির মধ্যে যেতে না পারে সেজন্য পুরুষের যৌনাঙ্গের উপর রবারের আচ্ছাদন অর্থাৎ কনডোম ব্যবহার করা হয়।

• b) মৌখিক গর্ভনিরোধ বড়ি : হরমোন ঘটিত বড়ি নির্দিষ্ট নিয়মানুসারে গ্রহণ করে দীর্ঘদিন গর্ভসঞ্চার রোধ করা যায়।

• c) শল্য চিকিৎসার দ্বারা ( স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি ) : চিরস্থায়ী গর্ভনিরোধের জন্য পুরুষের ভ্যাসেকটমি এবং স্ত্রীলোকের টিউবেকটমি করে বন্ধ্যা করা হয়।

* অনুরূপ প্রশ্ন : NiÑ ¢e­l¡­dl ÙÛ¡u£ fà¢a…¢m ¢L ¢L?

* অনুরূপ প্রশ্ন : অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থা এড়ানোর তিনটি প্রধান উপায় লেখ?

                  ত্রিপুরা পর্ষদ নমুনা প্রশ্ন-2020

84) যদি একজন মহিলা Cu-T ব্যবহার করে, তবে এটি কি তাকে যৌন সংক্রমিত রোগ থেকে রক্ষা করতে সাহায্য করবে?  NCERT

Ans : Cu-T থেকে তামা বা কপার নিঃসৃত হয় যা শুক্রাণুকে বিনষ্ট করে। কিন্তু তা যৌনরোগ সংক্রমণকারী জীবাণুকে মারতে পারে না,বরং এর দ্বারা নানা রোগের সংক্রমণের সম্ভাবনাও দেখা দিতে পারে।

85) কোন প্রজাতির জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখতে প্রজনন প্রক্রিয়া কিভাবে সাহায্য করে?                  NCERT

Ans: অযৌন জননের জনিতৃ জীবের বৈশিষ্ট্য হুবহু অপত্যে সঞ্চারিত হয়। যেসব বৈশিষ্ট্য পপুলেশনের জীবদের ওই নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে তা বংশপরম্পরায় অপরিবর্তিত থাকে, ফলে সেই বৈশিষ্ট্যযুক্ত জীব পপুলেশনটি তার স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থ হয়। অপরদিকে, যৌন জননে দুটি জনিতৃ জীবের বৈশিষ্ট্যর সংমিশ্রণে অপত্য জীবে প্রকরণ সৃষ্টি হয়। এর ফলে এমন বৈশিষ্ট্য আগমন ঘটতে পারে যা পপুলেশনের অপত্যদের ওই নির্দিষ্ট পরিবেশের সাথে পরিবর্তিত পরিবেশেও বেঁচে থাকতে সাহায্য করে। ফলে ওই প্রজাতির সমগ্র জীবের স্থিতিশীলতা রক্ষার সম্ভাবনা বৃদ্ধি পায়।

86) AIDS, HIV, STD, IUD  এদের পুরো নাম কি?

Ans :

AIDS = অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।

HIV= হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।

STD = সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ।

IUD = ইন্টা-ইউটেরাইন ডিভাইস।

87) পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্ব করনের উপায় কি?

Ans : ভ্যাসেকটোমি।

88) স্রীদের স্থায়ী বন্ধ্যাত্ব করণের উপায় কি?

Ans : টিউবেকটোমি।

89) মানুষের একটি শুক্রাণুতে কয়টি অটোজোম থাকে?             TBSE - 2013

Ans : 22 টি

Note : শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা : 23 টি।

90) মানব শরীরের বড় কোষটির নাম কি?

Ans : ডিম্বাণু।

91) স্ত্রীজনন নালীর সবচেয়ে বড় অংশের নাম কি?

Ans : জরায়ু।

92) মেনার্ক এবং মেনোপজ কি?

Ans : স্ত্রীলোকের 12 বছর বয়সে প্রথম রজঃস্রাব শুরু হওয়াকে মেনার্ক বলে।

পরিণত বয়সে ( 40 - 50 বৎসর) স্ত্রীলোকের রজঃস্রাব বন্ধ হওয়াকে মেনোপজ বলে।

93) বয়:সন্ধিকালে মেয়েদের দেহে কি কি পরিবর্তন পরিলক্ষিত হয়?             NCERT

Ans :

) কন্ঠস্বর তীক্ষ্ণ উচ্চ হয়।

) স্তনগ্রন্থির বিকাশ ঘটে।

) মাসিক রজঃচক্রের মাধ্যমে রজঃস্রাব শুরু হয়।

) শ্রোণীদেশে, বগল প্রভৃতি স্থানে কেশোদগম হয়।

94) বয়:সন্ধিকালে ছেলেদের দেহে কি কি পরিবর্তন পরিলক্ষিত হয়?

Ans :

) মুখমন্ডলে দাড়ি গোঁফ দেখা যায়।

) শুক্রাশয় শিশ্নের বৃদ্ধি ঘটে।

) ষড়যন্ত্র ভোকাল কর্ড বৃদ্ধি পায়, ফলে কণ্ঠস্বর ভারী হয়।

) বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের অনুভূতি সৃষ্টি হয়।

95) মানবদেহে শুক্রাশয় কি কি কার্য সম্পাদন করে?                        NCERT

অথবা, শুক্রাশয়ের কাজ লেখ?

Ans :

) শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়।

) শুক্রাশয়ের লেডিগের আন্তরকোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করে।

96) বয়:সন্ধিকাল বা পিউবার্টি কি?

                                               TBSE-2011

Ans : যে নির্দিষ্ট বয়সে মানুষের বিশেষ কতকগুলি পরিবর্তনের মাধ্যমে পুং স্ত্রী জননাঙ্গ যৌনগতভাবে পূর্ণতা প্রাপ্তি অর্জন করে ,তাকে বয়সন্ধিকাল বলে।

অথবাকৈশোর থেকে যৌবন কালে প্রবেশ করার সময়কে বয়ঃসন্ধিকাল বলে।

সাধারণত ছেলেদের ক্ষেত্রে 13 - 14 বছর বয়সে এবং মেয়েদের ক্ষেত্রে 10 - 12 বছর বয়সে প্রথম পিউবার্টি দেখা যায়।

97) মানবদেহে শুক্রাশয়ের অবস্থান লেখ?

Ans : মানবদেহের দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে একজোড়া শুক্রাশয় থাকে।

98)  ফিমব্রি কি?

Ans : ফ্যালোপিয়ান নালির ইনফান্ডিবুলাম প্রান্তটি ফানেলের মতো এবং আঙ্গুলের ন্যায় প্রবর্ধকযুক্ত হয়, এদের ফিমব্রি বলে।

99) কোন রোগে দেহের অর্জিত অনাক্রমতা নষ্ট হয়ে যায়?                     TBSE-2010

Ans : AIDS

100) এইডস রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? AIDS রোগের কারণ, লক্ষণ প্রতিরোধ লেখ?

Ans : এইডস রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম : HIV.

কারণ : AIDS রোগের সংক্রমণ পদ্ধতি গুলি হল :-

) অসুরক্ষিত যৌন সংযোগ

) অপরিশোধিত নিডেল্ সূ্চের মাধ্যমে

লক্ষণ :

) খুব দ্রুত দেহের ওজন হ্রাস পেতে থাকবে

) প্রায়ই জ্বর হয় এবং জীভ, মুখ গলায় ঘা হয়

প্রতিরোধ :             TBSE-2020

) অসুরক্ষিত যৌন সঙ্গম না করা

) রোগীর ব্যবহৃত ক্ষুর, ব্লেড, সিরিঞ্জ ব্যবহার না করা

101) মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় ভ্রূণটি কিভাবে পুষ্টি সংগ্রহ করে?            NCERT

Ans : নিষেকের পর জরায়ুর এন্ডোমেট্রিয়ামের যে অংশে ভ্রূণ রোপিত হয়, সেই স্থানে প্লাসেন্টা বা অমরা নামক বিশেষ ধরনের কলা সম্বলিত চাকরি গঠিত হয়। এই প্লাসেন্টা দ্বারা রক্তের মাধ্যমে খাদ্য-উপাদান, অক্সিজেন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, খনিজ লবণ প্রভৃতি মাতৃদেহ থেকে ভ্রুণে পরিবাহিত হয়। বিপাকজজাত রেচন পদার্থ , কার্বন-ডাই-অক্সাইড ভ্রূণ থেকে প্লাসেন্টা দ্বারাই মাতৃদেহে ফিরে আসে।

102) রজঃচক্র ঘটে কেন?                NCERT

Ans : ডিম্বাণু নিষিক্ত না হলে জরায়ুতে তা এক দিন জীবিত থাকে। এরপর জরায়ুর এন্ডোমেট্রিয়াম প্রাচীরস্তর, অনিষিক্ত ডিম্বানু, কিছু পরিমাণ মিউকাস রক্ত যৌনিপথে নির্গত হয়। একে রজঃস্রাব বলে। এই প্রক্রিয়াটি স্ত্রীদেহে প্রতি 28 - 30 দিন অন্তর চক্রাকারে সংগঠিত হয় বলে, একে রজঃচক্র বলে। সাধারণত অনিষিক্ত ডিম্বানুগুলিকে দেহ থেকে নির্গত করার জন্যই এই প্রক্রিয়াটি ঘটে থাকে।

অনুরূপ প্রশ্ন :   রজঃচক্র কি ?  TBSE-2016

অনুরূপ প্রশ্ন :ডিম্বাণু নিষিক্ত না হলে কী ঘটবে?

103) এককোষী বহুকোষী জীবের জননের পার্থক্য লেখ?                              NCERT

Ans :

) এককোষী জীবের জননে গ্যামেট গঠন হয় না।

বহুকোষী জীবের জননে গ্যামেট গঠিত হয়।

) এককোষী জীবে মূলত অযৌন জনন দেখা যায়।

বহুকোষী জীবে মূলত যৌন জনন দেখা যায়।

) এককোষী জীবের জনন পদ্ধতি সরল।

বহুকোষী জীবের জনন পদ্ধতি অপেক্ষাকৃত জটিল।              

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.