পরমাণু ও অনু ( Atoms and molecules ) Class IX || Chemistry

  পরমাণু ও অনু ( Atoms and molecules )

Class - 9th ( TBSE !! NCERT 

Ncert Important Question with Answer - 2020- 2021

 ( By : Biplab Debnath ) 9862482065


 1) পরমাণু কি?

Ans : প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য অতিক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, যার স্বাধীন সত্তা নেই এবং এর মধ্যে মৌলের রাসায়নিক ধর্ম বজায় থাকে। এই ক্ষুদ্রতম কনাগুলিকে পরমাণু বলে।

2) মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি?

Ans : পরমাণু।

3) পরমাণুবাদের জনক কে?   Ans : জন ডালটন।

4) ভরের নিত্যতা সূত্রটি ( law of conservation of mass ) লেখ? এবং সূত্রটি ব্যাখ্যা করো।

Ans : পদার্থের ভর অবিনশ্বর। একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোন ভৌত বা রাসায়নিক পরিবর্তনের আগে পরে পদার্থের মোট ভর সর্বদা সমান থাকে।

সূত্রের ব্যাখ্যা : মনে করি, একটি পদার্থ A অন্য আর একটি পদার্থ B এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে দুটি নতুন পদার্থ  C D উৎপন্ন হয়। তবে দেখা যাবে, বিক্রিয়ক পদার্থের মোট ভর ( A + B ) এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর ( C + D ) সমান হবে।

সুতরাং ভরের নিত্যতা সূত্র অনুসারে লেখা যায়,            A + B = C + D

5) ভরের নিত্যতা সূত্রটি কে আবিষ্কার করে?   

Ans : বিজ্ঞানী ল্যাভয়সিয়ে ( 1774 )


6) স্থিরানুপাত সূত্রটি লেখ?

Ans : একটি নির্দিষ্ট যৌগিক পদার্থ সর্বদাই নির্দিষ্ট মৌলিক পদার্থ দ্বারা গঠিত এবং ওই যৌগিক পদার্থে ওর উপাদান মৌলগুলির ওজনের অনুপাত সর্বদা নির্দিষ্ট বা স্থির থাকে।

7) জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত?         

Ans : 1:8

8) ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য গুলি কি কি?                

Ans : NCERT 32 PAGE

9) ডাল্টনের পরমাণুবাদের কয়েকটি ত্রুটি বা অসঙ্গতি লেখ?

Ans : ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি :-

a) ডালটনের পরমাণুবাদ অনুযায়ী পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য নিরেট কনা। কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করা সম্ভব হয়েছে যে, পরমাণু ক্ষুদ্রতম অবিভাজ্য নিরেট কনা নয়।

b) ডালটনের পরমাণুবাদ অনুযায়ী বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ভর বিভিন্ন। কিন্তু আইসোটোপ আবিষ্কারের পর থেকে জানা গেছে বিভিন্ন মৌলের পরমাণুর ভর একই হতে পারে।

10) ডালটনের পরমাণুবাদের কোন স্বীকার্যটি থেকে ভরের নিত্যতা সূত্রটি পাওয়া যায় ? NCERT       

Ans : পরমাণুগুলি অবিভাজ্য কনা, যাদের রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি বা ধ্বংস করা যায় না।                                                                                                                             

11) ডাল্টনের পরমাণুবাদের কোন স্বীকার্যটি স্থিরানুপাত সূত্রকে ব্যাখ্যা করতে পারে? NCERT

Ans : একটি নির্দিষ্ট যৌগে উপস্থিত পরমাণুগুলির সংখ্যা প্রকৃতি নির্দিষ্ট থাকে।

12)একটি পরীক্ষার সাহায্যে ভরের নিত্যতা সূত্র প্রমাণে ল্যানডল্টের পরীক্ষাটি আলোচনা করো?

Ans :




13) পরমাণুর ব্যাসার্ধ কোন এককে পরিমাপ করা হয়?

Ans :  ন্যানোমিটার এককে। 1 মিটার = 109 ন্যানোমিটার।

14) পরমাণু কত বড় ( How big are atoms?) ?

অথবা,      খালি চোখে একটি পরমাণুকে দেখা সম্ভব নয় কেন?                                NCERT

Ans : পরমাণু গুলি খুবই ক্ষুদ্র। আমরা তুলনা করতে পারি বা কল্পনা করতে পারি এমন কিছু ক্ষুদ্র বস্তু থেকেও এরা ক্ষুদ্র।  লক্ষ লক্ষ পরমাণু স্তূপীকৃত হয় যে স্তর গঠন করে, তা বড়োজোর একটি কাগজের পাতার মতো দেখতে পুরু হয়। তাই খালি চোখে একটি পরমাণুকে দেখা সম্ভব নয়।

15) পরমাণুর আকার যদি এতই ক্ষুদ্র হয় তবে পরমানু নিয়ে আমরা এতো ভাবছি কেন?

অথবা,        মৌলের পরমাণু অতিক্ষুদ্র হওয়া সত্ত্বেও তা রসায়নের ভিত্তি কেন?

Ans : NCERT Book 33 page

16) স্থিরানুপাত সূত্রের প্রবর্তক কে?      Ans : বিজ্ঞানী প্রাউস্ট।

17) IUPAC এর পুরো নাম কি?          

Ans : NCERT 34 PAGE

18) পরমাণু গুলো কিভাবে থাকে ( How do atoms exist)? 

Ans : NCERT Book 35 page

19) পরমাণুর দুটি বৈশিষ্ট্য লেখ? 

Ans : মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হলো পরমাণুর, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকে।

একই মৌলিক পদার্থের পরমাণুগুলির ওজন এবং ধর্ম একই।

20) চিহ্ন কি ? চিহ্নের তাৎপর্য লেখ?

Ans : কোন মৌলিক পদার্থের নাম যে একটি বা দুটি ইংরেজি বর্ণমালার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। যেমন- সোডিয়াম এর চিহ্ন Na.

চিহ্নের তাৎপর্য :   ) চিহ্ন দ্বারা কোন মৌলের নাম সংক্ষেপে প্রকাশ করা যায়।   

) চিহ্ন মৌলের একটি পরমাণুকে বোঝায়। 

) কোন মৌলের পারমাণবিক ওজন যত , মৌলের চিহ্ন দ্বারা তত ভাগ ওজনের মৌলটিকে বুঝায়।

21) বিভিন্ন মৌলের প্রতীক চিহ্ন সর্বপ্রথম কে প্রবর্তন করেন?   Ans : বিজ্ঞানী ডালটন।

22) কোন বিজ্ঞানী মৌলের চিহ্নকে তাদের নামের একটি বা দুটি বর্ণ দিয়ে প্রকাশ করেন?

Ans : বিজ্ঞানী বার্জেলিয়াস।

23) অণু কি?         Ans : NCERT 43 PAGE

24) অণুর কয়েকটি বৈশিষ্ট্য লেখ?

Ans :  )  একই পদার্থের প্রতিটি অণুর ধর্ম ভর একই হয়। ) অণুকে মুক্ত অবস্থায় পাওয়া যায়।

25) মৌলিক অণু কি? উদাহরণ দাও?

Ans : একই মৌলিক পদার্থের পরমাণুর দিয়ে গঠিত অণুকে মৌলিক অণু বলে।

           যেমন- হাইড্রোজেন ( H2 ), অক্সিজেন ( O2)

26) যৌগিক অণু কি?

Ans : ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর দিয়ে গঠিত অণুকে  যৌগিক অণু বলে। যেমন - জল ( H2O)

27) পারমানবিকতা কি? নিষ্ক্রিয় গ্যাস , অক্সিজেন, ওজোন ,হাইড্রোজেন এবং ফসফরাসের পারমাণবিকতা কত?

Ans : কোন মৌলের একটি অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে।             নিষ্ক্রিয় গ্যাস = 1 , অক্সিজেন = 2  , ওজোন = 3 ,হাইড্রোজেন = 2  এবং ফসফরাস = 4

28) আয়ন কি?            Ans : ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণাগুলিকে আয়ন বলে।

29) ক্যাটায়ন অ্যানায়ন কি?

Ans : ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নগুলিকে ক্যাটায়ন বলে। যেমন - সোডিয়াম আয়ন ( Na+ )

ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নগুলিকে অ্যানায়ন বলে। যেমন- ক্লোরাইড আয়ন ( Cl- )

30) বহুপরমাণুক আয়ন বা যৌগিক আয়ন কি? উদাহরণ দাও।                         NCERT

Ans : একগুচ্ছ পরমাণু যারা আয়নের মত আচরণ করে তাদের বহুপরমাণুক আয়ন বলে।

 যেমন- সালফেট আয়ন ( SO4- )

31) পারমাণবিক ভর একক কি?                                                                         NCERT

Ans : এক পারমাণবিক ভর একক হল একটি ভর একক যা কার্বন -12 এর একটি পরমাণুর প্রকৃত ভরের  অংশের সমান।

32) সোডিয়াম ক্লোরাইডে উপস্থিত আয়ন গুলি কি কি?

Ans : সোডিয়াম আয়ন ( Na+ ) এবং ক্লোরাইড আয়ন ( Cl- )

33) যোজ্যতা কি?            Ans : একটি মৌলের যোজন ক্ষমতাকে তার যোজ্যতা বলে।

34) পরিবর্তনশীল যোজ্যতা কি? উদাহরণ দাও।

Ans : কতকগুলি মৌল একাধিক যোজ্যতা প্রদর্শন করে। মৌলের এরূপ একাধিক যোজ্যতাকে পরিবর্তনশীল যোজ্যতা বলে।  যেমন - কপারের যোজ্যতা 1 ( আস্ ) এবং 2 ( ইক্ )

Note : নিম্নতর যোজ্যতাকে "আস্ " এবং উচ্চতর যোজ্যতাকে " ইক্ " দ্বারা প্রকাশ করা হয়।

35) যোজ্যতা ভগ্নাংশ হয় না কেন?                                Ans : ডালটনের পরমাণুবাদ অনুযায়ী,মৌলের পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং রাসায়নিক বিক্রিয়াকালে বিভিন্ন মৌলের পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে ( যেমন - 1 : 1 ,1 : 2 ,1 : 3 ইত্যাদি ) পরস্পর যুক্ত হয়ে থাকে। তাই মৌলের যোজ্যতা পূর্ণ সংখ্যা হয় ভগ্নাংশ হয় না।

36) একটি করে ধাতব অধাতব ক্যাটায়নের নাম কর?

Ans : • ধাতব ক্যাটায়ন : সোডিয়াম আয়ন ( Na+),অধাতব ক্যাটায়ন : হাইড্রোজেন আয়ন ( H+)

37) একটি অধাতব অ্যানায়নের নাম কর?         Ans : ক্লোরাইড আয়ন ( Cl-)

38) একটি করে সংকেত সহ ধনাত্মক এবং ঋণাত্মক বহুপরমাণু আয়নের নাম কর?

Ans : ধনাত্মক আয়ন : অ্যামোনিয়াম ( NH4+ )  এবং ঋণাত্মক আয়ন : সালফেট ( SO42-)

39) সংকেত কি ? সংকেতের দুটি তাৎপর্য লিখু?

Ans : মৌলিক এবং যৌগিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা পদ্ধতিকে বলা হয় সংকেত

তাৎপর্য :   ) সংকেত দ্বারা মৌল বা যৌগের 1 টি অণুকে বোঝায়।

) সংকেত থেকে মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক গুরুত্ব জানা যায়।

) সংকেত থেকে মৌলিক বা যৌগিক পদার্থের নাম সংক্ষেপে জানা যায়।

40) চিহ্ন সংকেতের মধ্যে পার্থক্য লেখ?

Ans : i) চিহ্ন মৌলের নাম সংক্ষেপে প্রকাশ করে।

সংকেত থেকে মৌলিক বা যৌগিক পদার্থের নাম সংক্ষেপে জানা যায়।

ii) চিহ্ন দ্বারা মৌলের একটি পরমাণুকে বোঝায়।    সংকেত দ্বারা মৌল বা যৌগের 1 টি অণুকে বোঝায়।

iii) চিহ্ন দ্বারা মৌলের পারমাণবিক গুরুত্ব জানা যায়।

সংকেত থেকে মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক গুরুত্ব জানা যায়।

41) জলের সংকেত H2O থেকে কি কি জানা যায়?

Ans : i) জলের একটি অণুকে বোঝায়।

ii) জলের একটি অণুতে 2টি হাইড্রোজেন 1টি অক্সিজেন পরমাণু আছে।

iii) জলের সংকেত H2O, জলের আণবিক ভর = 2 x 1 + 16 = 18 u

42) জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন?

Ans : কোন যৌগের অনুর সংকেত লেখার ক্ষেত্রে অণুতে উপস্থিত পরমাণু গুলির মধ্যে যাদের ধাতব চরিত্র বেশি তার চিহ্ন আগে বসাতে হয় এবং পরে অধাতব মৌলে পরমাণুর চিহ্ন বসাতে হয়। জলে হাইড্রোজেন অধাতু হলেও এর ধাতব চরিত্র আছে। তাই জলের সংকেতে হাইড্রোজেনের চিহ্ন আগে বসে অক্সিজেন পরে বসে।

43) একটি অষ্টযোজী মৌলের নাম কর?                        Ans : অসমিয়াম ( Os )

44) দুটি শূন্যযোজী মৌলের নাম কর?                           Ans : হিলিয়াম, নিয়ন।

45) পারমানবিকতা 8 এমন একটি মৌলের নাম কর?    Ans : সালফার ( S8)

46) রাসায়নিক সংকেত শব্দটি কী অর্থে বোঝায়?

Ans : রাসায়নিক সংকেত হলো একটি যৌগের সংযুতির সাংকেতিক প্রকাশ।

47) ক্যাটায়ন অ্যানায়নের পার্থক্য লিখ?

Ans : i) ক্যাটায়ন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা।     অ্যানায়ন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা।

ii) পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়।  পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়।

48) H, 2H, H2, 2H2, H+ বলতে কী বোঝ?

Ans : H = হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায়।

2H = হাইড্রোজেনের 2 টি পরমাণুকে বোঝায়।

H2 = হাইড্রোজেনের একটি অণুকে বোঝায়। যার মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু আছে।

2H2 = হাইড্রোজেনের 2 টি অণুকে বোঝায়। যার মধ্যে 4 টি হাইড্রোজেন পরমাণু আছে।

H+ = হাইড্রোজেনের ধনাত্মক আয়নকে বোঝায়।

* অনুরূপ প্রশ্ন : O, 2O, O2, O-  বলতে কি বুঝ?

Ans : নিজে চেষ্টা কর।

49) নির্ম্নলিখিত যৌগ গুলির সংকেত লেখ: সোডিয়াম অক্সাইড , অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, কপার নাইট্রেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, পোড়া চুন, হাইড্রোজেন ব্রোমাইড, বেকিং পাউডার, পটাশিয়াম সালফেট, লেড নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরিক সালফেট, ফেরাস সালফেট, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম জিংকেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড।                                      NCERT

Ans :

50) নিচে দেওয়া সংকেত গুলি থেকে যৌগ গুলির নাম লেখ:                                    NCERT

Al2(SO4)3 , CaCl2, K2SO4, KNO3, CaCO3

Ans :

51) কয়টি পরমাণু আছে?-----i) H2S এর একটি অণুতে।    ii) PO43- আয়নে।          NCERT   

Ans :- i) দুইটি হাইড্রোজেন এবং একটি সালফার পরামানু বর্তমান। অর্থাৎ মোট তিনটি পরমাণু আছে।

           ii) একটি ফসফরাস চারটি অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ মোট পাঁচটি পরমাণু আছে।

52) আণবিক ভর কি?

Ans : পদার্থের একটি অণুতে উপস্থিত সব পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি হল পদার্থের আণবিক ভর।

53) জল ( H2O ) এবং নাইট্রিক অ্যাসিডের ( HNO3)  আণবিক ভর নির্ণয় কর?

Ans :

54) সংকেত ভর একক ( formula unit mass) কি?

Ans : কোন যৌগের সংকেতে থাকা সমস্ত পরমাণুগুলোর পারমানবিক ভরের সমষ্টি হল যৌগটির সংকেত ভর একক।

55) সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড এর সংকেত ভর একক নির্ণয় কর?

Ans :

56) সংকেত ভর একক নির্ণয় কর : ZnO, Na2O, K2CO3                                        NCERT

Ans :

57) আণবিক ভর নির্ণয় কর- H2,O2,Cl2,CO2,CH4,C2H6,C2H4,NH3,CH3OH       NCERT                                                                        

Ans :

58) চিহ্ন সংকেত একই হবে এমন একটি মৌলের উদাহরণ দাও?    Ans : হিলিয়াম ( He )।

59) মোল ( Mole ) কি?

Ans : কোন পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যাক উপাদান কণিকা থাকে, সেই পরিমাণকে 1 মোল বলে।

60) 2H2 + O2 = 2H2O এই সমীকরণ থেকে কি কি জানা যায়?         Ans : NCERT 40 page

61) অ্যাভোগাড্রো সংখ্যা কি? এর মান কত?

Ans : কোন মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম-অনুতে যত সংখ্যক অনু বর্তমান, সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়।                                         এর মান : 6.023 x 1023

62) অ্যাভোগাড্রো সংখ্যার মান কে নির্ণয় করেন?        Ans : বিজ্ঞানী মিলিকান।

63) মোলার ভর বা গ্রাম আণবিক ভর কি?   Ans : 1 মোল পদার্থের ভরকে তার মোলার ভর বলে।

64) প্রমাণ চাপ উষ্ণতায় ( NTP-তে ) 1 গ্রাম অনু যে কোন গ্যাসের আয়তন কত?

Ans : 22.4 লিটার।

65) 36 গ্রাম জল = কত মোল জল?     Ans : 2 মোল।

66) গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর কি?

Ans : কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, তত গ্রাম ভরকে মৌলটির 1 গ্রাম পরমাণু বলে।

67) গ্রাম আণবিক ভর বা এক গ্রাম অনু বা গ্রাম মোল কি?

Ans : কোন মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয়, গ্রামে প্রকাশিত সেই ভরকে ওই পদার্থের 1 গ্রাম-অনু বলে।

68) কোন মৌলের 1 গ্রাম অনুতে অনুর সংখ্যা কত

Ans : অ্যাভোগাড্রো সংখ্যা [ 6.023 x 1023]

69) 9 গ্রাম জলে অনুর সংখ্যা কত?                            Ans : 3.011 x1023

70) পারদের চিহ্ন কি?         Ans : Hg

71) 1 মোল নাইট্রোজেন কথাটি থেকে কি কি জানা যায়?

Ans :  a) 6.023 x1023 সংখ্যক নাইট্রোজেন অনু।           b) 1 গ্রাম-অনু বা 28 গ্রাম নাইট্রোজেন।

c) প্রমাণ চাপ উষ্ণতায় 22.4 লিটার নাইট্রোজেন।

72) মৌলের গুরুত্ব লেখ?

Ans : ) মোল সংখ্যা থেকে পদার্থের ভর গণনা করা যায়। ) মোল সংখ্যা থেকে কনা সংখ্যা পাওয়া যায়।

73) নাইট্রোজেনের আনবিক ভর 28 বলতে কি বুঝ?

Ans : নাইট্রোজেনের আনবিক ভর 28 বলতে বোঝায়---একটি নাইট্রোজেন অণু, একটি 12C পরমাণুর ভরের 1/12  অংশের তুলনায় 28 গুণ ভারী।

74) একটি হাইড্রোজেন পরমাণুর আপেক্ষিক ব্যাস কত?       Ans : 10-10 m

75) একটি জলের অনুর আপেক্ষিক ব্যাস কত?                      Ans : 10-14 m

গাণিতিক সমস্যা ( Numerical problem) 

1) হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের 1:8 অনুপাতে যুক্ত হয়ে জল গঠন করে। 3 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া সংঘটিত করতে কত ভরের অক্সিজেন প্রয়োজন হবে?

Ans : 24 gm।                                                    NCERT

2) 1 মোল কার্বন পরমাণুর ভর 12 গ্রাম হলে, একটি কার্বন পরমাণুর ভর কত?

Ans : 1.99 x 10-23 গ্রাম ।                                          NCERT

3) কোনটিতে বেশি সংখ্যক পরমাণু রয়েছে 100 গ্রাম সোডিয়াম না 100 গ্রাম লোহায়?

( প্রদত্ত পারমাণবিক ভর Na = 23u , Fe = 56u )                    NCERT

Ans : 100 গ্রাম সোডিয়ামে বেশি সংখ্যক পরমাণু আছে

4) ভর নির্ণয় কর:                                                 NCERT

a) 1 মোল নাইট্রোজেন পরমাণু।b) 4 মোল অ্যালুমিনিয়াম পরমাণু

c) 10 মোল সোডিয়াম সালফাইট

Ans : a)14 gm।   b) 108 gm।    c) 1260 gm।

5) মোলে রূপান্তরিত কর:                                          NCERT

a) 12 গ্রাম অক্সিজেন গ্যাস।    b) 20 গ্রাম জল।  c) 22 গ্রাম কার্বন-ডাই-অক্সাইড

Ans :

a) 0.375 মোল অক্সিজেন অনু।   b) 1.11 মোল জল।     c) 0.5 মোল CO2

6) ভর নির্ণয় কর :                                                   NCERT

a) 0.2 মোল অক্সিজেন পরমাণু।    b) 0.5 মোল জলের অনু

Ans :   a) 3.2 গ্রাম অক্সিজেন।      b) 9 গ্রাম জল

7) 16 গ্রাম কঠিন সালফারে উপস্থিত সালফার ( S 8 ) অনুর সংখ্যা নির্ণয় কর?

Ans : 3.76 x1022                                                NCERT

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.