ধাতু ও অধাতু || Metals and non-metals || Class10 || Ncert || TBSE

ধাতু অধাতু ( Metals and non-metals ) 

Madhyamik Final Mark Distribution :  1x2 = 2 , 3x1= 3 ( Total = 5 )

Class - 10th ( TBSE !! NCERT )

Ncert Important Question with Answer - 2020- 2021

Class - 10th  ( By : Biplab Debnath ) 9862482065

 

1) ধাতব দ্যুতি কি?

Ans : বিশুদ্ধ অবস্থায় ধাতুর পৃষ্ঠতল উজ্জ্বল বা চকচকে, ধাতুর এই ধর্মটিকে ধাতব দ্যুতি  বলে।

2) ধাতুর ঘাতসহ বা নমনীয় ধর্ম কি?

Ans : যে ধর্মের জন্য ধাতু গুলিকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়, তাকে ধাতুর নমনীয়তা বলে।

3) ধাতুর প্রসারণশীলতা কি?

Ans :  ধাতুকে টানলে সরু তারে পরিণত করা যায়, ধাতুর এই রূপ ধর্মকে প্রসারণশীলতা বলে।

4) কোন ধাতুর ঘাত সহনশীলতা ধর্ম সর্বাধিক?   Ans : গোল্ড।

5) কোন ধাতুর প্রসারণশীলতা সবচেয়ে বেশি?    Ans : গোল্ড।

তুমি জানলে অবাক হয়ে যাবে যে, 1 গ্রাম গোল্ডকে টেনে প্রায় 2 কিমি দৈর্ঘ্যের তারে পরিণত করা যায়।

6) রান্নার বাসন তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কেন?    TBSE-2010

Ans : রান্নার বাসন তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়,  কারণ ---- 

i) অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী হাল্কা         

ii) উচ্চ গলনাংক বিশিষ্ট।

7) তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু নাম কি?       Ans : সিলভার , তামা।

8) তাপের কুপরিবাহী দুটি ধাতুর নাম কর?   Ans : লেড এবং পারদ।

9) বিদ্যুৎ পরিবাহী তারের উপর PVC বা রাবারের মতো আবরক  থাকে কেন?

Ans : এরা তড়িতের কুপরিবাহী বলে।

10) স্কুলের বৈদ্যুতিক ঘন্টা ধাতু দিয়ে বানানো হয় কেন?

Ans : ধাতুর শক্ত পৃষ্ঠতলকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয়, তাদের উচ্চনাদি ধাতু বলে। ধাতু গুলি উচ্চনাদি বলে বৈদ্যুতিক ঘন্টা ধাতু দিয়ে তৈরি হয়।

11) একটি তরল ধাতু অধাতুর নাম কর?

Ans :  তরল ধাতু : পারদ        TBSE-1995, 2011

তরল অধাতু : ব্রোমিন।              TBSE-2020

12) কোন কোন ধাতুর গলনাংক খুবই কম?    

অথবা , কোন ধাতু গুলিকে হাতের তালুতে রাখলে গলে যায়?                                 Ans : গ্যালিয়াম এবং সিজিয়াম।

13) কোন অধাতুর দ্যুতি  আছে?  

অথবা , কোন অধাতু উজ্জ্বল?    

Ans : আয়োডিন।

14) PVC এর পুরো নাম কি?                             

Ans : পলিভিনাইল ক্লোরাইড।

15) কোন অধাতুর বহুরূপতা ধর্ম আছে?            

Ans : কার্বনের।

16) কার্বনের দুইটি রূপভেদের নাম কর?           

Ans : হীরক গ্রাফাইট।

17) কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়?              

Ans : সোডিয়াম পটাশিয়াম।

18) ধাতু কাকে বলে?

Ans : যেসকল মৌল সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল চকচকে, তাপ তড়িতের সুপরিবাহী এবং তড়িৎ ধনাত্মক ধর্মী তাদের ধাতু বলে যেমন - সোনা, রূপা, তামা।

19) তরল হলেও পারদ ধাতু কেন?

Ans : কারণ ----   

i) পারদের উজ্জ্বলতা আছে

ii) পারদ তাপ তড়িৎ এর সুপরিবাহী

iii) তড়িৎ ধনাত্মক মৌল।

20) গ্রাফাইট তাপ তড়িৎ এর সুপরিবাহী হওয়া সত্ত্বেও অধাতু কেন?

Ans : কারণ ----   

i) গ্রাফাইট ভঙ্গুর।

ii) আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না

iii) অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না।

21) বৈদ্যুতিক তার তামার হয় কেন?  Ans : কারণ , তামা তড়িৎ এর সুপরিবাহী বলে।

22) আম্লিক অক্সাইড কি?

Ans : যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে। যেমন - SO2, CO2

23) ক্ষারীয় অক্সাইড কি?

Ans : যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে, তাদের ক্ষারীয় অক্সাইড বলে। যেমন - Na2O.

24) উভয়ধর্মী অক্সাইড কি? উদাহরণ দাও?

Ans : যেসব অক্সাইড অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে তাদের উভয়ধর্মী অক্সাইড বলে। যেমন : জিংক অক্সাইড ( ZnO ) , অ্যালুমিনিয়াম অক্সাইড ( Al2O3 )।

25) অ্যালুমিনিয়াম অক্সাইডকে  উভধর্মী অক্সাইড বলে কেন?

Ans : Ans : অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে। তাই Al2O3 একটি উভয়ধর্মী অক্সাইড।

Al2O3 + 6HCl ® 2AlCl3 + 3H2O

Al2O3 + NaOH ® NaAlO2 + H2O

26) জিংক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড --- রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা কর?                                                           TBSE – 2018

Ans : ZnO অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে। তাই ZnO একটি উভয়ধর্মী অক্সাইড।

ZnO + 2NaOH ® Na2ZnO2 + H2O

ZnO + 2HCl ® 2ZnCl2 + H2O

27) এমন একটি ধাতুর নাম লেখ যা নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে? TBSE - 2013, 2016                                Ans : ম্যাগনেসিয়াম ( Mg ) ।

28) অ্যানোডাইজিং কি ? প্রক্রিয়াটি ব্যাখ্যা কর?

Ans : অ্যালুমিনিয়ামের উপর অ্যালুমনিয়াম অক্সাইডের ( Al2O3)  পুরু আস্তরন পড়ার প্রক্রিয়াকে অ্যানোডাইজিং বলে।

অ্যানোডাইজিং পদ্ধতিতে অ্যানোড হিসেবে একটি পরিষ্কার অ্যালুমনিয়ামের পাত্রকে নেওয়া হয় এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যানোডে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে পুরু অক্সাইডের আস্তরন উৎপন্ন করে।

29) কোন ধাতু জলের সাথে বিক্রিয়া করে না?      

Ans : লেড, কপার , সিলভার, গোল্ড।

30) নাইট্রিক অ্যাসিডের ( HNO3 ) সাথে ধাতুর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না কেন?

Ans : নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ। সাধারণ অবস্থায় এটি বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করে।                      

HNO3    ®    H2O   +   2NO2  +   [ O ]

ধাতু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেনকে ওই জায়মান অক্সিজেন দ্বারা জারিত করে জলে পরিণত হয়। তাই ধাতু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রাথমিকভাবে হাইড্রোজেন উৎপন্ন হলেও হাইড্রোজেনকে গ্যাস হিসেবে পাওয়া যায় না।

31) ধাতু অ্যাসিড এর সাথে বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন করে?    

Ans : হাইড্রোজেন।

32) অম্লরাজ বা রয়াল ওয়াটার কি ? অম্লরাজে কোন ধাতু দ্রবীভূত হয়?

                                                                TBSE – 2013, 2015, 2017, 2019

Ans : অম্লরাজ সদ্য প্রস্তুত ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘন নাইট্রিক অ্যাসিডের 3:1 অনুপাতের আয়তনমাত্রিক দ্রবণ।

অম্লরাজে গোল্ড এবং প্লাটিনাম ধাতু দ্রবীভূত হয়।

33) সোনা কোন এসিড দ্রবীভূত হয় না, তাহলে কিসে দ্রবীভূত হয়?   TBSE - 2010

Ans : অম্লরাজ এ।

34) ধাতুকল্প কি ? দুটি ধাতুকল্পের নাম কর?   TBSE – 2018

Ans : যে সব মৌলের মধ্যে ধাতু এবং অধাতু ---- উভয়ের ধর্মই বর্তমান থাকে,তাদের ধাতুকল্প বলে। যেমন : আর্সেনিক ( As) , অ্যান্টিমনি ( Sb ) ইত্যাদি।

35) কপারকে বায়ুতে উত্তপ্ত করলে কী ঘটে ? সমীকরণসহ লিখ।

Ans : কপারকে বায়ুতে উত্তপ্ত করলে , কপার অক্সিজেনের সাথে যুক্ত হয় এবং একটি কালো বর্ণের কপার অক্সাইড ( II ) যৌগ উৎপন্ন করে।

                                  2Cu + O2 ® 2CuO

36) এমন একটি ধাতুর নাম করো যা অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? TBSE – 2008, 2012, 2015, 2017

Ans : অ্যালুমিনিয়াম, জিংক।

37) তামাকে গাঢ় H2SO4 এর সাথে মিশিয়ে উত্তপ্ত করলে একটি বায়ু দূষক গ্যাস নির্গত হয়। গ্যাসটির নাম কি?   TBSE – 2012                                                    Ans : SO2

38) খনিজ মল ধাতু মলের পার্থক্য লেখ? TBSE- 2017,2019

Ans :  i) আকরিকের মধ্যে মূল ধাতু বা ধাতব যৌগ ছাড়া যেসব অপ্রয়োজনীয়' অপদ্রব্য উপস্থিত থাকে, তাদের খনিজ মল বলে। যেমন : সিলিকা ( SiO2)

বিগালক আকরিকের মধ্যস্থ খনিজ মল বা অশুদ্ধিগুলির রাসায়নিক সংযোগে উৎপন্ন গলিত পদার্থকে ধাতুমল বলে। এতএব, বিগালক + খনিজ মল = ধাতুমল।

ii) খনিজ মল আম্লিক ক্ষারীয় উভয় প্রকৃতির হয়।

ধাতুমল সাধারণত প্রশম লবণ জাতীয় পদার্থ।

iii) খনিজ মল চুল্লির উচ্চ উষ্ণতায় গলে না।

ধাতুমল চুল্লির উচ্চ উষ্ণতায় গলে যায়।


No comments

Theme images by mammamaart. Powered by Blogger.