Class9 Mathematics Co-ordinate Geometry Short Question নবম শ্রেণী: স্থানাঙ্ক জ্যামিতি
নবম শ্রেণী: স্থানাঙ্ক জ্যামিতি
By : Biplab Debnath , 9862482065
1) x অক্ষ এবং y অক্ষ কী ?
Ans : সমতলে কোন বিন্দুর অবস্থান বোঝাতে
দুটি পরস্পর ছেদী লম্ব সরলরেখার সাহায্য নেওয়া হয়। এই সরলরেখা দুটির মধ্যে অণুভূমিক
রেখাটিকে x অক্ষ এবং উলম্ব রেখাটিকে y অক্ষ বলা হয়।
2) পাদ ( Quadrant)
কি ?
Ans : স্থানাঙ্ক অক্ষ দুটি সমতলকে চারটি
অংশে ভাগ করে প্রতিটি অংশকে এক একটি পাদ বলে।
3) মূলবিন্দু ( Origin) কি ?
Ans : স্থানাঙ্ক অক্ষ দ্বয়ের ছেদবিন্দুকে বলা হয় মূলবিন্দু।
4) মূল বিন্দুর স্থানাঙ্ক কত ?
Ans : ( 0 , 0 )
5) x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্কের আকার
কী রূপ ?
Ans : ( x , 0 )
6) y অক্ষের সকল বিন্দুতে x এর মান কত ?
Ans : 0
7) (-2, 4) বিন্দুটি কোন পাদে অবস্থিত ?
Ans : দ্বিতীয় পাদে অবস্থিত।
8) (-1, 0) বিন্দুটি কোন অক্ষের উপর অবস্থিত ?
Ans : x অক্ষের উপর অবস্থিত।
9) কার্তেসীয় সমতলে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য
অনুভূমিক এবং উল্লম্ব বরাবর যে রেখাগুলো অঙ্কন করা হয় তাদের নাম কী ?
Ans : অনুভূমিক রেখাটিকে x অক্ষ এবং
উলম্ব রেখাটিকে y অক্ষ বলা হয়।
10) x অক্ষ এবং y অক্ষ এই দুইটি রেখা দ্বারা গঠিত সমতলের
প্রতিটি অংশের নাম কী ?
Ans : পাদ।
11) কোন সমতলে অক্ষ দুইটি যে বিন্দুতে ছেদ করে তার নাম
লেখো?
Ans : মূলবিন্দু।
12) কোন বিন্দু আকার ( - , - ) হলে বিন্দুতে কোন পাদে
অবস্থিত ?
Ans : তৃতীয় পাদে অবস্থিত।
13) একটি বিন্দুর ভূজ 2 একক, কোটি -3 একক হলে বিন্দুর
স্থানাঙ্ক কত ?
Ans : ( 2 , - 3 )।
14) (-8,3) বিন্দুর ভূজ ( abcissa) কত ?
Ans : -8
15) (-1, 2) বিন্দুর কোটি ( ordinate) কত ?
Ans : 2
16) একটি বিন্দুর ভূজ কোটির দ্বিগুণ । যদি কোটি 2 হয়
তবে বিন্দুর স্থানাঙ্ক কত ?
Ans : ( 4 , 2 )
17) একটি বিন্দু x অক্ষ থেকে দূরত্ব 3 একক এবং y অক্ষ
থেকে দূরত্ব 2 একক স্থানাঙ্ক কত ?
Ans : ( 2 , 3 )
18) কার্তেসীয় সমতল বা xy সমতল কী ?
Ans : সমতলে কোন বিন্দুর অবস্থান বোঝাতে
দুটি পরস্পর ছেদী লম্ব সরলরেখার সাহায্য নেওয়া হয়। এই তলটিকে বলা হয় কার্তেসীয়
সমতল ।
19) স্থানাঙ্ক অক্ষদ্বয় ( Axis of co-ordinates) কী
?
Ans : সমতলে কোন বিন্দুর অবস্থান বোঝাতে
দুটি পরস্পর ছেদী লম্ব সরলরেখার সাহায্য নেওয়া হয়। এই সরলরেখা দুটিকে বলা হয় স্থানাঙ্ক
অক্ষদ্বয়।
20) ( -7 , 0 ) এবং ( -2 , 0 ) বিন্দুদ্বয়ের দূরত্ব
কত?
Ans : 5 একক।
21) স্থানাঙ্ক জ্যামিতির উদ্ভাবক কে?
Ans : রেনি ডেকার্তে ।
22) ( -2 , -3 ) বিন্দুটি কোন পাদে অবস্থিত?
Ans : তৃতীয় পাদে।
23) ( 3, -5
) বিন্দুটি কোন পাদে অবস্থিত?
Ans : চতুর্থ পাদে।
24) ( a , 0 ) বিন্দুটি কোন অক্ষে অবস্থিত?
Ans : x অক্ষে।
25) ( 0 , - 8 ) বিন্দুটি কোন অক্ষে অবস্থিত?
Ans : y অক্ষে।
26) ( 7 , -5 ) বিন্দুর ভুজ কত?
Ans : 7
27) ( - 7 , -2 ) বিন্দুর কোটি কত?
Ans : - 2
28) কোন বিন্দুর স্থানাঙ্ক এর আকার ( + , + ) হলে বিন্দুটি
কোন পাদে অবস্থিত?
Ans : প্রথম পাদে।
29) y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্বকে কি বলা হয়?
Ans : ভূজ বলে।
30) কার্তেসীয় সমতলের কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের
জন্য অনুভূমিক এবং উলম্ব বরাবর যে রেখাগুলো অঙ্কন করা হয় তাদের নাম কি?
Ans : x অক্ষ এবং y অক্ষ।
31) ভুজ এবং
কোটি বিপরীত চিহ্ন যুক্ত হলে বিন্দু গুলোর অবস্থান কোন পাদে হবে?
Ans : দ্বিতীয় ও চতুর্থ পাদে।
32) x অক্ষের সমীকরণটি লেখ?
Ans : y = 0
33) y অক্ষের সমীকরণটি লেখ?
Ans : x = 0
34) x অক্ষের উপর প্রতিটি বিন্দুর কোটি কত?
Ans : 0
35) যে বিন্দুর ভুজ ঋণাত্মক এবং কোটি ধনাত্মক সেই বিন্দুটি
কোন পাদে অবস্থিত?
Ans : দ্বিতীয় পাদে অবস্থিত।
36) সমীকরণের লেখচিত্র অঙ্কন কর :
i) 5x - y = 12 ; ii) y = 3x
No comments