Mathematics : চতুর্ভুজ ও তার বিভিন্ন ধর্ম ( Understanding quadrilaterals) Short Question : Class-8
চতুর্ভুজ
ও
তার
বিভিন্ন
ধর্ম
( Understanding quadrilaterals)
Class- VIII ( Mathematics )
1) বহুভুজ কাকে
বলে?
Ans: তিন বা ততোধিক সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বহুভুজ বলে।
2) কর্ণ
কি?
Ans : ক্রমিক নয় এরূপ দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কর্ণ বলে।
3) উত্তল
বহুভুজ
এবং
অবতল
বহুভুজ
কাকে
বলে?
চিত্র
এঁকে
দেখাও।
Ans :
যে সমস্ত বহুভুজের কর্ণ গুলোর কোনও একটি অংশ বহুভুজের বহিঃস্থ হয়, তাদের অবতল বহুভূজ।
4) সুষম বহুভুজ কাকে বলে ? উদাহরণ দাও?
Ans : যে বহুভুজের প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান থাকে তাকে সুষম বহুভুজ বলে। যেমন : সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্র।
5) বিষম
বহুভুজ
কাকে
বলে?
উদাহরণ
দাও।
Ans : যে বহুভুজের প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান থাকে না তাদের বিষম বহুভুজ বলে । যেমন - সমকোণী ত্রিভুজ এবং আয়তক্ষেত্র।
6) ত্রিভুজের
তিনটি
কোণের
সমষ্টি
কত?
Ans : 180°
7)চতুর্ভুজের
চারটি
কোণের
সমষ্টি
কত?
Ans: 360°
8) কোন
বহুভুজের
বহিঃস্থ
কোণগুলোর
সমষ্টি
কত?
Ans : Ans: 360°
9) একটি
উত্তল
চতুর্ভুজের
কোনগুলি
সমষ্টি
কত?
Ans: 360°
10) যদি
চতুর্ভুজটি
উত্তল
না
হয়
তবে
কোণের
সমষ্টির
ধর্ম
বজায়
থাকবে
কি?
Ans : হ্যাঁ ।
11) n-সংখ্যক
বাহু
বিশিষ্ট
বহুভুজের
অন্ত:কোণের সমষ্টি কত?
Ans : ( n-2)x180° , যেখানে n = হল বাহুর সংখ্যা।
12) 10 বাহু বিশিষ্ট বহুভুজের অন্ত:কোণের সমষ্টি কত?
Ans : n-বাহু বিশিষ্ট বহুভুজের অন্ত:কোণের সমষ্টি = ( n-2)x180° , যেখানে n = হল বাহুর সংখ্যা।
= (10-2)x180° [ এখানে n = 10 ]
= 8 x 180°
= 1440°
13) তিন
বাহু
বিশিষ্ট
একটি
সুষম
বহুভুজের
উদাহরণ
দাও?
Ans : সমবাহু ত্রিভুজ।
14) চার
বাহু
বিশিষ্ট
একটি
সুষম
বহুভুজের
উদাহরণ
দাও?
Ans : বর্গক্ষেত্র।
15) 6 বাহু
বিশিষ্ট
সুষম
বহুভুজের
নাম
লিখ?
Ans : সুষম ষড়ভুজ।
16) উত্তল
চতুর্ভুজের
কয়টি
কর্ণ?
Ans : 2 টি।
17) সুষম
ষড়ভুজের
কয়টি
কর্ণ?
Ans : 9 টি।
18) ত্রিভুজের
কর্ণের
সংখ্যা
কত?
Ans : 0।
19) একটি
চতুর্ভুজের
চারটি
কোণ
যথাক্রমে
50° , 130° , 120° এবং x হলে, x-এর মান কত?
Ans : আমরা জানি, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360°
সুতরাং 50° + 130° + 120° + x = 360°
বা, 300° + x = 360°
বা, x = 360° - 300° = 60°
20) একটি
পঞ্চভুজের
পাঁচটি
কোণ
যথাক্রমে
80° , 130° , 120°,110° এবং x হলে, x-এর মান কত?
Ans : আমরা জানি, পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = 540°
সুতরাং 80° + 130° + 120° + 110° + x = 540°
বা, 440° + x = 540°
বা, x = 540° - 440° = 100°
21) সুষম
ষড়ভুজের
প্রতিটি
বহিঃস্থ
এবং
প্রতিটি
অন্তঃস্থ
কোণের
মান
কত?
Ans : আমরা জানি, কোন বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি 360°
সুতরাং সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃস্থ কোণ = 360°/6 = 60°
এবং প্রতিটি অন্তঃস্থ কোণ = 180° - 60° = 120°
[ কারণ, যে কোন বহুভুজের একটি অন্তঃস্থ কোন সংলগ্ন একটি বহিঃস্থ কোণের সমষ্টি = 180° ]
22) সুষম
অষ্টভুজের
প্রতিটি
বহিঃস্থ
এবং
প্রতিটি
অন্তঃস্থ
কোণের
মান
কত?
Ans : আমরা জানি, কোন বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°
সুতরাং সুষম অষ্টভুজের প্রতিটি বহিঃস্থ কোণ = 360°/8 = 45°
এবং প্রতিটি অন্তঃস্থ কোণ = 180° - 45° = 135°
[ কারণ, যে কোন বহুভুজের একটি অন্তঃস্থ কোন সংলগ্ন একটি বহিঃস্থ কোণের সমষ্টি = 180° ]
23) সুষম
20 ভুজের
প্রতিটি
বহিঃস্থ
এবং
প্রতিটি
অন্তঃস্থ
কোণের
মান
কত?
Ans : আমরা জানি, কোন বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°
সুতরাং সুষম 20 ভুজের প্রতিটি বহিঃস্থ কোণ = 360°/20 = 18°
এবং প্রতিটি অন্তঃস্থ কোণ = 180° - 18° = 162°
[ কারণ, যে কোন বহুভুজের একটি অন্তঃস্থ কোন সংলগ্ন একটি বহিঃস্থ কোণের সমষ্টি = 180° ]
24) একটি
সুষম
বহুভুজের
একটি
বহিঃস্থ
কোণের
মান
45° হলে
তার
বাহুর
সংখ্যা
কত?
Ans : বাহুর সংখ্যা = 360°/একটি বহিঃস্থ কোণের মান = 360°/ 45° = 8
25) একটি
সুষম
বহুভুজের
একটি
অন্তঃস্থ
কোণের
মান
144° হলে
তার
বাহুর
সংখ্যা
কত?
Ans : একটি সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের মান 144°
সুতরাং একটি সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের মান = (180° - 144° ) = 36°
সুতরাং বাহুর সংখ্যা = 360°/একটি বহিঃস্থ কোণের মান = 360°/ 36° = 10 টি।
26) একটি
ত্রিভুজের
তিনটি
বহিঃস্থ
কোণ
125°, 125° , x হলে, x-এর মান কত?
Ans :
সুতরাং 125° + 125° + x = 360°
বা, 250° + x = 360°
বা, x = 360° - 250° = 110°
27) একটি
সুষম
বহুভুজের
বাহুর
সংখ্যা
15 হলে,
তার
প্রতিটি
বহিঃস্থ
কোণের
মান
কত?
Ans:
28) ট্রাপিজিয়াম
কাকে
বলে?
Ans : যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।
29) সমদ্বিবাহু
ট্রাপিজিয়াম
কাকে
বলে?
Ans : যদি একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দুটি সমান হয় তবে এরূপ ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে।
30) RING সামান্তরিকের
<R = 70° হলে,
অন্য
কোণ
গুলোর
মান
কত?
Ans : সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি 180° ।
সুতরাং <R + <I = 180°
বা, <I = 180° - 70° [ যেহেতু <R = 70° ]
বা, <I = 110°
যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান।
তাই <R = <N = 70°
এবং <I = <G = 110°
31) ABCD সামন্তরিকের সন্নিহিত বাহু দুটি 12 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। সামান্তরিকের পরিসীমা নির্ণয় কর?
Ans : আমরাজানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান।
সুতরাং AB = CD = 12 সেন্টিমিটার এবং BC = AD = 7 সেন্টিমিটার।
সুতরাং পরিসীমা = AB + BC + CD + AD = 12 + 7 + 12 + 7 = 38 সেন্টিমিটার।
32) HELP একটি সামান্তরিকের কর্ণ দুটি O বিন্দুতে ছেদ করেছে। OE = 4 সেমি এবং HL হলো PE এর চেয়ে 5 সেমি বেশি। OH এর দৈর্ঘ্য কত?
Ans : আমরা জানি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
OE = OP = 4 সেমি
সুতরাং P E = 4+4 = 8 সেমি।
সুতরাং HL = ( 8 + 5 ) = 13 সেমি।
OH = 13/2 = 6.5 সেমি।
33) একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান সমান হলে, তবে একটি কোণের মান কত?
Ans : আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি = 360°
সুতরাং একটি কোণের মান = 360°/4 = 90°
No comments