নক্ষত্র ও সৌরজগৎ : সপ্তদশ অধ্যায় Class-8 NCERT

 সপ্তদশ অধ্যায় : নক্ষত্র ও সৌরজগৎ

-: এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :-

By : Biplab sir. 9862482065

1) মহাজাগতিক বস্তু বলতে কি বুঝ?

Ans: আকাশে গ্রহ, নক্ষত্র, চাঁদ এবং অন্যান্য অনেক বস্তুকে মহাজাগতিক বস্তু বলে।

2) পূর্ণিমা কি?

Ans: যে দিন চাঁদের সম্পূর্ণ অংশ দেখা যায় তাকে পূর্ণিমা বলে।

3) অমাবস্যা কি?

Ans: পূর্ণিমার পর প্রতি রাতে চাঁদের উজ্জ্বল অংশের আকার ক্রমশ ছোট হতে থাকে। পঞ্চদশ দিনে চাঁদকে একেবারেই দেখা যায় না। এই দিনকে অমাবস্যা বলে।

4) চাঁদের দশা বা চন্দ্রকলা বলতে কি বুঝ?

Ans: প্রতি মাসে চাঁদের উজ্জ্বল অংশের যে বিভিন্ন আকৃতি দেখা যায়, তাদের চাঁদের দশা বা চন্দ্রকলা বলে।

5) এক পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমার সময় সীমা কত?

Ans: 29 দিনের কিছু বেশি হয়।

6) আমরা চাঁদের কোন অংশটিকে দেখতে পাই?

Ans: সূর্যের আলো চাঁদের যে অংশ থেকে প্রতিফলিত হয়ে আমাদের কাছে পৌঁছায় আমরা শুধুমাত্র চাঁদের ওই অংশটি দেখতে পাই।

7) চাঁদের পৃষ্ঠতল কেমন?

Ans: চাঁদের পৃষ্ঠতল ধূলিময় এবং অনুর্বর।

8) শূন্যস্থান পূরণ কর : চাঁদে কোনো  ____ নেই।

Ans: বায়ুমণ্ডল

9) পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারাটির নাম কি?

Ans: সূর্য।

10) পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

Ans: প্রায় 15 কোটি কিলোমিটার।

11) সূর্য ছাড়া পৃথিবীর পরবর্তী নিকটতম নক্ষত্রটির নাম কি?

Ans: আলফা সেনসুয়ারি ( Alpha Centuari)।

12) এক আলোকবর্ষ কাকে বলে?

Ans: শূন্য মাধ্যমে আলোর এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।

13) পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে?

Ans: পশ্চিম থেকে পূর্ব দিকে।

14) এমন কেন মনে হয় যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়?

Ans: পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার ফলে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায় বলে মনে হয়।

15) নক্ষত্রপুঞ্জ  কি?

Ans: যে নক্ষত্রগুলো দলবদ্ধ হয়ে একটি বিশেষ আকৃতি গঠন করে তাদের নক্ষত্রপুঞ্জ বলে। যেমন - সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ।

16) কয়েকটি নক্ষত্রপুঞ্জের নাম করো?

Ans: সপ্তর্ষিমণ্ডল ( Ursa Major) , কালপুরুষ ( Orion), ক্যাসিওপিয়া, লিও মেজর।

 

17) সপ্তর্ষিমণ্ডল কয়টি নক্ষত্র নিয়ে গঠিত?

Ans: 7 টি।

18) নক্ষত্র কি?

Ans: যেসব জ্যোতিষ্ক মিটমিট ঝিকমিক করে জ্বলে তাদের নক্ষত্র বা তারা বলে

19) গ্রহ কি?

Ans: যেসব জ্যোতিষ্ক গুলো ঝিকমিক করে না তাদের গ্রহ বলে

20) পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহটির নাম করো?

Ans: চাঁদ।

21) পৃথিবীর কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম করো?

Ans: আর্যভট্ট, কল্পনা-1, INSAT, IRS, এডুসেট।

22) সৌরজগতের কয়টি গ্রহ কি কি?

Ans: আটটি গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন

23) পৃথিবীর প্রায় সমস্ত শক্তির উৎস কি?

Ans: সূর্য

24) গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখ?

Ans: নক্ষত্রগুলো ঝিকমিক করে,       কিন্তু গ্রহ গুলো ঝিকমিক করে না

     নক্ষত্রের নিজস্ব আলো আছে   গ্রহের নিজস্ব আলো নেই

25) কক্ষ কাকে বলে?

Ans: একটি গ্রহ নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এই পথকে কক্ষ বলে

26) আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ( সূর্য বাদে) নাম কি?

Ans: লুব্ধক ( Sirius)।

27) চাঁদের বিভিন্ন দশার কারণ কী?

Ans: চাঁদের যে অংশটি সূর্যের আলো আমাদের দিকে প্রতিফলিত করে, আমরা শুধুমাত্র চাঁদের সেই অংশটি দেখতে পাই

28) নক্ষত্রগুলো কোন দিকে ঘুরে?

Ans: নক্ষত্রগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে

29) ধ্রুবতারাকে পৃথিবী থেকে স্থির দেখায় কেন?

Ans: ধ্রুবতারাকে পৃথিবী থেকে স্থির দেখা যায় কারণ এটি পৃথিবীর ঘূর্ণন অক্ষের অভিমুখের কাছে অবস্থিত

30) সৌরজগত কি কি নিয়ে গঠিত?

Ans:  আটটি গ্রহ, বহু গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু এবং উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত

31) রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি?

Ans: শুক্র

32) সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ কোনটি?

Ans: বৃহস্পতি

33) কৃত্রিম উপগ্রহের ব্যবহার লেখ?

Ans: আবহাওয়ার পূর্বাভাস, দূরবর্তী স্থানে যোগাযোগ এবং রিমোট সেন্সিং ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়

34) চাঁদে জীবনের অস্তিত্ব নেই কেন?

Ans: চাঁদে কোনো বায়ুমণ্ডল এবং জল নেই তাই জীবনের অস্তিত্ব থাকে নেই

35) কে কত সালে সর্বপ্রথম চাঁদে অবতরণ করেছিলেন?

Ans: 1969 সালের 21 জুলাই আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদে অবতরণ করেছিলেন

36) অন্যান্য নক্ষত্রের তুলনায় সূর্যকে বড় দেখায় কেন?

Ans: সূর্য পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বলে

37) পৃথিবী থেকে আলফা সেন্সুয়ারির এর দূরত্ব কত?

Ans: 40,000,000,000,000 কিমি

38) কোন নক্ষত্রপুঞ্জের আকৃতি ইংরেজি বর্ণমালা  ‘W বা M’ এর মত?

Ans: ক্যাসিওপিয়া

39) আলোর দ্রুতি কত?

Ans: 300,000 কিমি/সেকেন্ড

40) পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আলোক মিনিট?

Ans: 8 আলোক মিনিট

41) দিনের বেলায় নক্ষত্র গুলো দেখি না কেন?

Ans: উজ্জ্বল সূর্যালোকের প্রখর আলোর জন্য নক্ষত্রগুলোকে দিনের বেলা দেখা যায় না

42) সঠিক উত্তর বাছাই কর :-

a) ধ্রুবতারার অবস্থান যে নক্ষত্রপুঞ্জের সাহায্যে নির্ণয় করা যায় তা হল __

     ) সপ্তর্ষিমণ্ডল(Ans)      ) ওরিয়ন                          ) ক্যাসিওপিয়া                ) লিওমেজর

b) কোন নক্ষত্রপুঞ্জকে "শিকারি" বলা হয়?

     ) সপ্তর্ষিমণ্ডল       ) ওরিয়ন(Ans)       )  ক্যাসিওপিয়া             ) লিওমেজর

c) গ্রহ নক্ষত্রের দূরত্বকে সাধারণত যে এককে প্রকাশ করা হয় ___

    ) কিলোমিটার             ) মিটার             ) গজ                          ) আলোকবর্ষ (Ans)             

d) লুব্ধক এর অবস্থান যে নক্ষত্রপুঞ্জের সাহায্যে জানা যায় তা হল ___

    ) সপ্তর্ষিমণ্ডল              ) কালপুরুষ (Ans)                ) ক্যাসিওপিয়া              ) লিওমেজর

43) সপ্তর্ষিমণ্ডলের সাহায্যে ধ্রুবতারার অবস্থান নির্ণয় কর?

Ans: গ্রীষ্মকালে চাঁদবিহীন পরিষ্কার রাতের আকাশে প্রায় 9 টার সময় উত্তরাংশে তাকাও এবং সপ্তর্ষিমণ্ডল চিহ্নিত করো সপ্তর্ষিমণ্ডলের প্রান্তের দুটি নক্ষত্র লক্ষ করো এই দুটি নক্ষত্র দিয়ে একটি সরলরেখা কল্পনা করো এই কাল্পনিক রেখাটিকে উত্তরদিকে বাড়াও এই বর্ধিত রেখা অপর একটি কম উজ্জ্বল নক্ষত্রের কাছে দিয়ে যায় নক্ষত্রটিকে ধ্রুবতারা বলে

44) কালপুরুষের সাহায্যে লুব্ধক এর অবস্থান নির্ণয় করো?

Ans: সিরিয়াসের অবস্থান নির্ণয়ের জন্য কালপুরুষের মাঝের তিনটি নক্ষত্র বরাবর একটি সরলরেখা কল্পনা করো এই রেখা বরাবর পূর্বদিকে তাকাও এই রেখাটি খুব উজ্জ্বল একটি নক্ষত্রকে স্পর্শ করবে এই নক্ষত্রটিই হল সিরিয়াস ( লুব্ধক)

45) IAU এর পুরো নাম কী?

Ans: International astronomical union.

46) সূর্যের কাছের গ্রহ কোনটি?

Ans: বুধ

47) প্রদক্ষিণ কাল কি? দূরত্বের সাথে সম্পর্ক লিখ?

Ans: কোনো গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় নেয়, তাকে গ্রহের প্রদক্ষিণকাল বলে যেমন - পৃথিবীর প্রদক্ষিণকালে 365 দিন

এই প্রদক্ষিণকাল সূর্য থেকে গ্রহের দূরত্ব বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়

48) আবর্তন কাল কি?

Ans: একটি গ্রহ নিজ অক্ষের চারদিকে একবার পূর্ণ আবর্তন করতে যে সময় নেয় তাকে ওই গ্রহের আবর্তন কাকে বলে যেমন - পৃথিবীর আবর্তন কাল 24 ঘন্টা

49) উপগ্রহ কাকে বলে?

Ans: কোনো মহাজাগতিক বস্তু অপর একটি মহাজাগতিক বস্তুর চারদিকে প্রদক্ষিণ করলে , তাকে বস্তুর উপগ্রহ বলে যেমন - পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ

50) কৃত্রিম উপগ্রহ কি?

Ans: মানুষের তৈরি যেসব উপগ্রহ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে তাদের কৃত্রিম উপগ্রহ বলা হয়

51) সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?

Ans: বুধ

52) কোন গ্রহের কোন উপগ্রহ নেই?

Ans: বুধ, শুক্র

53) পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি?

Ans: শুক্র

54) কোন গ্রহ শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত?

Ans: শুক্র গ্রহ

55) নীল গ্রহ কোনটি?

Ans: পৃথিবী

56) নিরক্ষীয় তল কক্ষীয়তল কি?

Ans: বিষুবরেখা বরাবর তলকে নিরক্ষীয় তল বলে আর, পৃথিবী যে তল বরাবর সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, তাকে পৃথিবীর কক্ষীয় তল বলে

57) পৃথিবীর নিরক্ষীয় তল এবং কক্ষীয়তলের মধ্যবর্তী কোণ কত?

Ans : পৃথিবীর নিরক্ষীয় তল এবং কক্ষীয় তল পরস্পর 23.5° কোণে আনত আছে

58) পৃথিবীর ঘূর্ণাক্ষ এর কক্ষীয় তলের সঙ্গে কত কোণে নত?

Ans: পৃথিবীর ঘূর্ণাক্ষ এর কক্ষীয় তলের সঙ্গে 66.5° কোণে আনত আছে

59) লাল গ্রহ কোনটি?

Ans: মঙ্গল

60) সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

Ans: বৃহস্পতি

61) বৃহস্পতির ভর পৃথিবীর ভরের কত গুন?

Ans: 318 গুণ

62) কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?

Ans: বৃহস্পতির

63) হলুদ বর্ণের গ্রহ কোনটি?

Ans: শনি

64) কোন গ্রহের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম?

Ans: শনির

65) সৌরজগতের সবচেয়ে বাইরের দিকের দুটি গ্রহ কি কি?

Ans: ইউরেনাস এবং নেপচুন

66) অভ্যন্তরীণ গ্রহ কাকে বলে?

Ans: বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল- এই চারটি গ্রহ অপর চারটি গ্রহ থেকে সূর্যের খুব কাছে অবস্থিত এদের অভ্যন্তরীণ গ্রহ বলা হয়

67) বাহ্যিক গ্রহ কাকে বলে?

Ans: মঙ্গলের বাইরের গ্রহগুলো যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন অভ্যন্তরীণ গ্রহগুলো থেকে অনেক দূরে অবস্থিত এদের বাহ্যিক গ্রহ বলে

68) গ্রহাণুপুঞ্জ কি?

Ans: মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে বিস্তর ফাঁক রয়েছে এই ফাঁকা স্থানে বহু সংখ্যক ছোটো ছোটো বস্তু আছে যারা সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এদের গ্রহাণুপুঞ্জ বলা হয়

69) হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?

Ans: প্রতি 76 বছর পর পর

70) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?

Ans: আর্যভট্ট

অনুশীলনী : Page 221

প্রশ্নগুলোর সঠিক উত্তর বাছাই করো

1. নীচের কোনটি সৌরজগতের সদস্য নয়---

    ) একটি গ্রহাণুপুঞ্জ              ) একটি উপগ্রহ               ) একটি নক্ষত্রপুঞ্জ                 ) একটি ধূমকেতু

2. নীচের কোনটি সূর্যের গ্রহ নয়?

    ) সিরিয়াস                       ) বুধ                               ) শনি                                 ) পৃথিবী

3. চাদের বিভিন্ন দশার কারণ_

       ) চাঁদের যে অংশ সূর্যের আলো আমাদের দিকে প্রতিফলিত করে, আমরা শুধুমাত্র চাঁদের সেই অংশটি দেখতে পাই ) চাঁদ থেকে আমাদের দুরত্বের পরিবর্তন হয়  ) পৃথিবীর ছায়া চাঁদের শুধুমাত্র একটি অংশকে ঢেকে দেয়  ) চাঁদের বায়ুমণ্ডলের গভীরতা নির্দিষ্ট নয়

4. শূন্যস্থান পূরণ করো

) সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ হল ___

) যে গ্রহটি দেখতে লাল তা হল ___

) কতকগুলো নক্ষত্র আকাশে দলবদ্ধ হয়ে বিশেষ নকশা গঠন করে এই নক্ষত্রের দলকে ____ বলে

) একটি মহাজাগতিক বস্তু যা একটি গ্রহের চারদিকে প্রদক্ষিণ করে তাকে ____ বলা হয়

) সুটিং স্টার প্রকৃতপক্ষে _____ নয়

) গ্রহাণুপুঞ্জ রয়েছে _____ এবং ______ এর মাঝখানে

5. শুদ্ধ বিবৃতির পাশে টিক (tick) চিহ্ন এবং ভুল বিবৃতির পাশে রুশ (x) চিহ্ন বসাও

) ধ্রুবতারা সৌরজগতের একটি সদস্য

) বুধ সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ

) ইউরেনাস সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ

) ইনস্যাট হল একটি কৃত্রিম উপগ্রহ

) সৌরজগতে নয়টি গ্রহ আছে

6. স্তস্ত মিলাও :-

অভ্যন্তরীণ গ্রহ

শনি

বাহ্যিক গ্রহ

ধ্রুবতারা

নক্ষত্রপুঞ্জ

সপ্তর্ষিমণ্ডল

পৃথিবীর উপগ্রহ

চাঁদ

 

পৃথিবী

 

কালপুরুষ

 

মঙ্গল

 

 

7. সন্ধ্যা তারারূপে শুক্রকে আকাশের কোন অংশে দেখতে পাবে?

. সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহের নাম লেখো

9. নক্ষত্রপুপ্ত কী? দুটি নক্ষত্রপুঞ্জের নাম লেখো

10. সপ্তর্ষিমণ্ডল এবং কালপুরুষের উজ্জ্বল নক্ষত্রগুলোর আপেক্ষিক অবস্থান দেখানোর জন্য চিত্র আঁক

11. গ্রহ ছাড়া সৌরজগতের দুটি বস্তুর নাম লেখো

12. সপ্তর্ষিমণ্ডলের সাহায্যে তুমি কীভাবে ধ্রুবতারার অবস্থান নির্ণয় করবে তা ব্যাখ্যা করো

13. আকাশের সব নক্ষত্রই কি ঘোরে? ব্যাখ্যা করো

14. কেন নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্ব আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়? একটি নক্ষত্র পৃথিবী থেকে আট আলোকবর্ষ দূরে __এই বক্তব্যটি থেকে তুমি কী বুঝবে?

15. বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 11 গুণ বৃহস্পতি এবং পৃথিবীর আয়তনের অনুপাত নির্ণয় করো বৃহস্পতির মধ্যে কয়টি পৃথিবী অবস্থান করতে পারবে?


***** "নক্ষত্র ও সৌরজগৎ" সম্পর্কে আপনার আরো কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট ( Comments) করুন।

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.