বয়:সন্ধির দোরগোড়ায় Class-8

বয়:সন্ধির দোরগোড়ায় : দশম অধ্যায়

-: এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :-

By : Biplab sir. 9862482065

1) বয়:সন্ধি কি?

Ans: যে নির্দিষ্ট বয়সে মানুষের বিশেষ কতকগুলি পরিবর্তনের মাধ্যমে পুং স্ত্রী জননাঙ্গ যৌনগতভাবে পূর্ণতা প্রাপ্তি অর্জন করে ,তাকে বয়:সন্ধিকাল বলে।

অন্যভাবে বলা যায়, কৈশোর থেকে যৌবন কালে প্রবেশ করার সময়কে বয়ঃসন্ধিকাল বলে।

       •  সাধারণত ছেলেদের ক্ষেত্রে 13 - 14 বছর বয়সে এবং মেয়েদের ক্ষেত্রে 10 - 12 বছর বয়সে প্রথম পিউবার্টি দেখা যায়।



2) টিন এজার কি?

Ans:  ইংরেজিতে 13-19 বছর বয়সকালকে যেহেতু টিন এজ বলা হয়, তাই এই বয়সের ছেলেমেয়েদের টিন এজার বলে।

3) বয়:সন্ধিকালে বা যৌবনারম্ভে ছেলেদের কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?

Ans: ) মুখমন্ডলে দাড়ি গোঁফ দেখা যায়।       

       ) শুক্রাশয় শিশ্নের বৃদ্ধি ঘটে।

       গ) ষড়যন্ত্র ভোকাল কর্ড বৃদ্ধি পায়, ফলে কণ্ঠস্বর ভারী হয়।

       ) বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের অনুভূতি সৃষ্টি হয়।

4) বয়:সন্ধিকালে বা যৌবনারম্ভে মেয়েদের কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?

Ans: ) কন্ঠস্বর তীক্ষ্ণ উচ্চ হয়।          

) স্তনগ্রন্থির বিকাশ ঘটে।

) মাসিক রজঃচক্রের মাধ্যমে রজঃস্রাব শুরু হয়।

) শ্রোণীদেশে, বগল প্রভৃতি স্থানে কেশোদগম হয়।

5) একটি 9 বছর বয়সের ছেলের উচ্চতা 120 সেমি হলে পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় তার উচ্চতা কত হবে?


6) কন্ঠমণি ( Adam's apple) কি?

Ans: যৌবনারম্ভে স্বরযন্ত্রের বৃদ্ধি ঘটে। এই স্বরযন্ত্রের বৃদ্ধি মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে বেশি হয়। এই বড়ো হওয়া স্বরযন্ত্র বা ল্যারিংক্স বাইরে থেকে দেখা যায়। একে বলা হয় কণ্ঠমণি (Adam's apple)।

7) বয়সন্ধিকালে ছেলেদের গলার স্বর ভেঙ্গে যায় কেন?

Ans: বয়সন্ধিকালে হঠাৎ করে স্বরযন্ত্র বা ল্যারিংক্সের আকার বেড়ে যাওয়ার কারণে। 

8) শুক্রাণু কোথায় উৎপন্ন হয়?

Ans: শুক্রাশয়ে।

9) ডিম্বাণু কোথায় উৎপন্ন হয় ও তা পরিপক্কতা লাভ করে?

Ans:  ডিম্বাশয়ে।

10) মানুষের মুখ্য জনন অঙ্গ গুলি কি কি?

Ans: শুক্রাশয় ও ডিম্বাশয়।

11) পুরুষের মুখ্য যৌনাঙ্গের নাম কি?

Ans: শুক্রাশয়।

12)  স্ত্রীলোকের মুখ্য যৌনাঙ্গের নাম কি?

Ans: ডিম্বাশয়

13) গৌণ যৌন বৈশিষ্ট্য কি?

Ans: বয়সন্ধিকালের পুরুষ ও নারীর যে বাহ্যিক বৈশিষ্ট্য গুলো তাদের পৃথক করে। সেই বৈশিষ্ট্য গুলিকে গৌণ যৌন বৈশিষ্ট্য বলে।

যেমন : ছেলেদের মুখে গোঁফ ও দাড়ি গজায়, মেয়েদের স্তন গ্রন্থির বিকাশ।

14) হরমোন কোথায় থেকে নিঃসৃত হয়?

Ans: অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে।

15) একটি পুরুষ হরমোনের নাম করো?

অথবা , শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কি? এর কাজ লেখ?

Ans: টেস্টোস্টেরন।

কাজ: 

i) টেস্টোস্টেরন হরমোন পুরুষের যৌনাঙ্গের বৃদ্ধি, গৌণ-যৌন বৈশিষ্ট্য প্রকাশ , শুক্রাণু উৎপাদন ।  

ii)  BMR বৃদ্ধি        

iii) প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।

16) একটি স্ত্রী হরমোন এর নাম করো?

অথবা , ডিম্বাশয় থেকে নিঃসৃত একটি হরমোনের নাম করো? এই হরমোনের কাজ লিখ?

Ans: ইস্ট্রোজেন।

কাজ : বিভিন্ন স্ত্রী জননঅঙ্গ গুলির এবং মেয়েদের স্তনের বৃদ্ধিতে সাহায্য করে।

17) স্তনে দুগ্ধ ক্ষরণে কারী গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে?

Ans: পিটুইটারি গ্রন্থি।

18) জননে হরমোনের ভূমিকা লেখ?

Ans:  

19) স্বাস্থ্য কি? ভালো স্বাস্থ্যের শর্ত হলে কি কি?
Ans : শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাই হল স্বাস্থ্য।
ভালো স্বাস্থ্যের শর্ত : 
i) সুষম খাদ্য গ্রহণ
ii) ব্যক্তিগত পরিষ্কার পরিছন্নতা
iii) কায়িকশ্রম ও হাল্কা ব্যায়াম।

20) বয়:সন্ধিকালে পুষ্টির প্রয়োজনীয়তা লেখ?

Ans: বয়ঃসন্ধিকালে বৃদ্ধি ও বিকাশের হার খুবই দ্রুত। তাই এই বয়সে খুব সতর্কভাবে খাদ্য নির্বাচন করতে হয়। সুষম খাদ্যে পরিমাণ মতো প্রোটিন, শর্করা, স্নেহজাতীয় পদার্থ, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। বিভিন্ন ধরনের ফল বিশেষ করে মরশুমি ফলও আমাদের দেহে পুষ্টি যোগায়। লৌহ সমৃদ্ধ খাদ্য দেহে রক্ত তৈরিতে সাহায্য করে। লৌহ সমৃদ্ধ খাদ্য যেমন- সবুজ শাক-সব্জি, আমলকী, লেবু জাতীয় ফল, মাংস ও গুড় ইত্যাদি বয়ঃসন্ধিকালে খুবই প্রয়োজন।

চিপস ও প্যাকেটজাত খাবার খুবই সুস্বাদু। কিন্তু এদের মধ্যে খাদ্যগুণ ততটা থাকে না। তাই এ ধরনের খাবার কখনো আমাদের রোজকার ঘরের খাবারের পরিপূরক হতে পারে না।

21) পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম করো?

Ans: টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন।

22) শুক্রাণু ও ডিম্বাণু কোথায় তৈরি হয়?

Ans: শুক্রাণু শুক্রাশয়ে এবং ডিম্বাণু ডিম্বাশয়ে তৈরি হয়।

23) শুক্রানু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর কি উৎপন্ন হয়?

অথবা, নিষেকে কি উৎপন্ন হয়?

Ans: জাইগোট।

24) নিষেক কি?

Ans: শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলে।  

25) মাসিক বা রজঃস্রাব কি?

Ans: ডিম্বাণু নিষিক্ত না হলে জরায়ুতে তা এক দিন জীবিত থাকে। এরপর জরায়ুর এন্ডোমেট্রিয়াম প্রাচীরস্তর, অনিষিক্ত ডিম্বানু, কিছু পরিমাণ মিউকাস রক্ত যৌনিপথে নির্গত হয়। একে রজঃস্রাব বলে।

26) মেনার্ক এবং রজোনিবৃত্তি কি?

Ans: প্রথম মাসিক যৌবনারম্ভ কালেই শুরু হয় এবং তাকে বলা হয় মেনার্ক। 

       45-50 বছর বয়সে যখন এই মাসিক বন্ধ হয়ে যায় । তখন তাকে বলা হয় রজোনিবৃত্তি। 

27) নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়?

Ans: জাইগোট।

28) প্রতিটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত?

Ans: 23 জোড়া।

29) মানব দেহের যৌন ক্রোমোজোম গুলি কি কি?

Ans: পুরুষের XY এবং স্ত্রীলোকের XX।

30) মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় আলোচনা করো?

অথবা,            কোনো সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ভর করে পিতার কাছ থেকে আসা ক্রোমোজোমের উপর ---- ব্যাখ্যা করো।

Ans:  সব মানুষের প্রতিটি কোশের নিউক্লিয়াসে 23 জোড়া করে ক্রোমোজোম থাকে। এর মধ্যে 2 টি যৌন ক্রোমোজোম। তাদের X এবং Y নামে অভিহিত করা হয়। মেয়েদের দেহে থাকে দুটি XX যৌন ক্রোমোজোম আর ছেলেদের বেলায় একটি X ও একটি Y। শুক্রাণু বা ডিম্বাণুতে একটি করে যৌন ক্রোমোজোম থাকে। ডিম্বাণুর ক্ষেত্রে তা সব সময় X ক্রোমোজোমবিশিষ্ট কিন্তু শুক্রাণু X অথবা Y যে কোনো একটি ক্রোমোজোমবিশিষ্ট হতে পারে।

যখন X ক্রোমোজোমবিশিষ্ট একটি শুক্রাণু কোনো ডিম্বাণুকে নিষিক্ত করে এবং তার ফলে যে জাইগোট তৈরি হয় তাতে দুটি X ক্রোমোজোমের সমন্বয় ঘটবে। এর ফলে যে সন্তানটি জন্মাবে সেটি হবে কন্যা সন্তান । কিন্তু যদি ঐ শুক্রাণুটিতে Y ক্রোমোজোম থাকে এবং সেটি ডিম্বাণুকে নিষিক্ত করে তবে যে জাইগোটটি উৎপন্ন হবে তাতে X এবং Y ক্রোমোজোমের এর সমন্বয় ঘটবে । ফলে, এক্ষেত্রে পুত্র সন্তানের জন্ম হবে।

সুতরাং কোনো সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ভর করে পিতার কাছ থেকে আসা ক্রোমোজোমের উপর 

31) মানবদেহের অন্ত:ক্ষরা গ্রন্থি গুলির নাম করো?

পিটুইটারি, থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রিনাল, শুক্রাশয় ও ডিম্বাশয়।

32) থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? থাইরক্সিন এর অভাবে কি রোগ হয়?

Ans: থাইরক্সিন । থাইরক্সিন এর অভাবে গলগন্ড রোগ হয়।

33) অগ্নাশয় কোন হরমোন তৈরি হয়? এই হরমোনের অভাবে কি রোগ হয়?

Ans: অগ্নাশয়ে ইনসুলিন হরমোন তৈরি হয়। এর অভাবে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়।

34) অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? এই হরমোন এর কাজ লেখ?

Ans: অ্যাড্রিনালিন। আমাদের দেহের রক্তে লবণের ভারসাম্য বজায় রাখে। এই হরমোন আপৎকালীন অবস্থার সাথে দেহকে মানিয়ে নিতে সাহায্য করে।

35) কোন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়?

Ans: অ্যাড্রিনালিন হরমোনকে।

36) পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোন দুটি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে?

Ans: থাইরয়েড ও অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

 37) নিষিক্ত ডিম্বানুর নাম ---

           (a) শুক্রাণু             (b)  জাইগোট (Ans)           (c)  জাইগোস্পোর      (d) স্পোর

38) জননগত স্বাস্থ্য কি?                                

Ans : জননের সকল দিক অর্থাৎ দৈহিক,মানসিক ,আচরণগত সামাজিক দিক থেকে সুস্থ অবস্থা এবং স্বাভাবিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত জননতন্ত্রের সুস্থতাকে জননগত স্বাস্থ্য বলে।

39)  নিকোটিন কোথায় পাওয়া যায়?

Ans: তামাক গাছের পাতায়।

40) রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি?

Ans: HIV নামক একটি বিপজ্জনক ভাইরাসের সংক্রমণে AIDS রোগ হয়।

41)  AIDS রোগ কিভাবে ছড়ায়? 

Ans: আক্রান্ত ব্যক্তির রক্ত, ব্যবহৃত সুচ, সিরিঞ্জ ইত্যাদির মাধ্যমে এই AIDS রোগ সংক্রমিত হতে পারে।

42) কত বছর বয়সের ছেলে-মেয়েদের কিশোর বা কিশোরী বলা হয়?

Ans: 11 - 19 বছরের ছেলে-মেয়েদের।

43) মানব দেহে যৌন ক্রোমোজোমের সংখ্যা কত?

Ans: 2 টি।

44) অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন?

Ans: রাগ, ভয়, আতঙ্ক, আনন্দ প্রভৃতি ভিন্ন ভিন্ন মানসিক অবস্থায় ও উত্তেজনায় অ্যাড্রিনালিন হরমোন অধিক পরিমাণে ক্ষরিত হয়, যা দেহকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। সাহায্য করে। তাই অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে।

45) যৌন হরমোন কি ? এদের যৌন হরমোন বলা হয় কেন?

Ans: শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন গুলিকে যৌন হরমোন বলা হয়।

শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলি গৌণযৌনাঙ্গের বৃদ্ধি, গৌণ যৌন লক্ষণের প্রকাশ এবং জননক্রিয়া নিয়ন্ত্রণ করে বলে এদের যৌন হরমোন বলে।

46) বয়ঃসন্ধিকালীন তিনটি সমস্যার উল্লেখ করো। 

Ans:  বয়ঃসন্ধিকালীন তিনটি সমস্যা :

(i) ছেলেমেয়েরা মানসিক ও দৈহিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা বোধ করে। 

(ii) ঘর্মগ্রথি ও তৈলগ্রন্থির নিঃসরণ বৃদ্ধি পাওয়ার জন্য ছেলেমেয়েদের মুখে ব্রণ দেখা যায়। 

(iii) রজঃচক্রের সময় ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু সংক্রমণ ঘটতে পারে।

অনুশীলনী : Page - 115(SCERT SCIENCE BOOK)

1. বয়ঃসন্ধি বলতে কী বোঝায়?

2. রজস্রাব কী ব্যাখ্যা করো।

3. যৌবনারস্থে দেহে যে পরিবর্তনগুলো হয় সেগুলোর একটা তালিকা তৈরি করো।

4. দুটি স্তম্ভ নিয়ে একটি সারণি তৈরি করো যার একটি স্তম্ভে থাকবে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটি স্তঙে থাকবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম।

5. যৌন হরমোন কী? তাদের কেন যৌন হরমোন বলা হয়। তাদের কার্য বর্ণনা করো।

6. শুদ্ধ উত্তরটির পাশে টিক (Tick Mark) চিহ্ন দাও:

ক) বয়ঃসন্ধিকালে সঠিক খাদ্য নির্বাচন করার কারণ –

i) সঠিক খাদ্য মস্তিস্তের বিকাশে সাহায্য করে।

ii) তাদের দেহের দ্রুত বৃদ্ধির জন্য সঠিক খাদ্যের প্রয়োজন।

iii) এই সময় খুব খিদে পায়।

iv)  এইসময়ে স্বাদ কোরকগুলোর পূর্ণ বিকাশ ঘটে।

খ) মেয়েদের যৌন জনন দশা শুরু হয় যখন ___

i) রজঃচক্র শুরু হয়।

ii) স্তনগ্রন্থি বৃদ্ধি পায়।

iii) দেহের ওজন বুদ্ধি পায়।

(iv) দেহের উচ্চতা বৃদ্ধি পায়।

গ) বয়ঃসন্ধিকালের উপযুক্ত খাদ্যের মধ্যে রয়েছে –

i) চিপস্, নুডলস, কোক।

ii) ভাত, ডাল, শাকসব্জি।

iii) ভাত, নুডলস ও বার্গার।

iv) সবজির কাটলেট, চিপস ও লেবুর শরবত।

7. টীকা লিখো :  

            কণ্ঠমণি,     গৌণ যৌন বৈশিষ্ট্য,      ভাবী সন্তানের লিঙ্গ নির্ধারণ।


***** "বয়:সন্ধির দোর গোড়ায় " সম্পর্কে  আপনার আরো কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট ( Comments) করুন।


No comments

Theme images by mammamaart. Powered by Blogger.