পরমাণুর গঠন ( Chemistry ),Class- 9 , All Important Question ( TBSE / CBSE )

পরমাণুর গঠন ( Atomic Structure ) : Class - IX , 
1) পরমাণুর অব- পারমাণবিক কণা গুলি কি কি?
2) পরমাণুর দুটি করে স্থায়ী, অস্থায়ী ও  সংমিশ্রণ কণার নাম করো ?
3)  ক্যাথোড রশ্মী কি?
4)  ইলেকট্রন কে আবিষ্কার করেন?
Ans:  জে .জে. টমসন .
5)  ক্যাথোড রশ্মির প্রকৃতি লেখ ?
Ans: ক্যাথোড রশ্মী ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কনার স্রোত।
6) প্রোটন কণা কে আবিষ্কার করে?
Ans: 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টাইন।
7) নিউট্রন কণা কে আবিষ্কার করে ?
Ans:  1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক।
8)  পরমাণুর মূল উপাদান বা কণিকা গুলি কি কি?

9)  পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস এর মূল উপাদান গুলি কি কি?
10)  প্রোটন , ইলেকট্রন এবং নিউট্রনের ভর , আধানের প্রকৃতি ও আধানের মান লেখ ?
11)  ইলেকট্রন ও প্রোটন এর পার্থক্য লেখ?
12) প্রোটন ও নিউট্রনের পার্থক্য লিখ?
13) পরমাণু সম্পর্কিত প্রথম মডেল টির নাম কি?
Ans: থমসনেরপরমাণু মডেল।
14)  থমসনেরপরমাণু মডেলটি লিখ? ওই সময় পরমাণুর কোন কণা আবিষ্কৃত হয় নি?
Ans: নিউট্রন কণা ।
15)  তেজস্ক্রিয় মৌল কি ? দুটি নাম তেজস্ক্রিয় মৌলের নাম করো?
16) তেজস্ক্রিয়তা কি?
Ans:  কতগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে কতক গুলি অদৃশ্য রশ্মী ( আলফা , বিটা , গামা ) নির্গত হয়। ভারী মৌল গুলির এরূপ ধর্মকে কি তেজস্ক্রিয় তা বলে।
17)  তেজস্ক্রিয় রশ্মি গুলির নাম করো?
18)  আলফা কণা কি?
Ans: আলফা কণা হলো ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত ।
যার ভর 4 একক এবং চার্জ + 2 একক ।
19)  রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষাটি আলোচনা করো?
20)  রাদারফোর্ডের পরমাণু মডেলটি লিখ?
21)  পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস কি?
22)  পরমাণুর সবচেয়ে  সুস্থিত অংশটির নাম কি?
Ans:  নিউক্লিয়াস ।
23) নিউক্লিয়াসের ব্যাস কত ?
Ans:  10 - 13 cm
24)  ইলেকট্রন মহল কি?
25) পরমাণু নিস্তড়িত কেন?
Ans: প্রত্যেক পরমাণুর নিউক্লিয়াসে মোট যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে পরমাণুর বাকি অংশে সজ্জিত থাকে। অর্থাৎ পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন করার পরিমাণ সমান তাই পরমাণু নিস্তড়িত।
26) রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি লেখ?
27)  বোরের পরমাণু তত্ত্বটি লেখ?
28)  পরমাণুর মধ্যে মোট কয়টি কক্ষপথ থাকে ?
Ans:  7 টি ।
29)  সৌরজগতের গঠন ও পরমাণুর গঠন এর মধ্যে সাদৃশ্য লেখ?
30)  সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠন এর মধ্যে বৈসাদৃশ্য লেখ?
31)  যোজক ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কি?
32) পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা কি?
33) ভর সংখ্যা কি?
34) ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক লিখ ?
Ans:  ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা  +  নিউট্রন সংখ্যা।
35) আইসোটোপ কি ?
36) আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন ?
Ans:  আমরা জানি, কোন মৌলের রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। যেহেতু আইসোটোপ গুলির পারমাণবিক সংখ্যা সমান। তাই রাসায়নিক ধর্ম সমান হবে।
37) হাইড্রোজেনের তিনটি আইসোটোপের নাম লিখ? এদের প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো?
38) একটি হাইড্রোজেন পরমাণুর ভর একটি প্রোটনের ভর এর প্রায় সমান এরূপ বলা হয় কেন?
Ans:  একটি হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন ও একটি ইলেকট্রন থাকে। সুতরাং একটি হাইড্রোজেন পরমাণুর ভর একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ভরের সমষ্টি। কিন্তু ইলেকট্রনের ভর অতি নগন্য। তাই বলা হয়- একটি হাইড্রোজেন পরমাণুর ভর একটি প্রোটনের ভর এর প্রায় সমান।
39)  অক্সিজেন এর তিনটি আইসোটোপের নাম ও গঠন দেখাও?
40) কোন পরমাণুর নিউট্রন কণা নেই?
Ans:   সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম।
41)  মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন?
42) আইসোটোপের ব্যবহার লিখ?
43)  আইসোবার কি?
44)  আইসোটোন কি ?
45) কোন পরীক্ষা দ্বারা পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কৃত হয়?
Ans:  রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষা দ্বারা।
46)  কোন কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ ?
47) যোজ্যতা কি ?
Ans:  কোন মৌলের পরমাণুর অন্য পরমাণু সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে।
48) নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কত ?
Ans:  0
49) পরমাণুর সবচেয়ে ভারী কনা টির নাম কি ?
Ans: নিউট্রন ।
50) কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলি কে ধরে রেখেছে?
Ans: নিউক্লিয় বল।
51) ক্যানাল রশ্মি কি?
52) ইলেকট্রন গুলো কিভাবে পরমাণুর বিভিন্ন কক্ষপথে বিন্যস্ত থাকে?
53) কার্বন ও সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখ?
54) যদি একটি পরমাণুর K এবং L কক্ষে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে ওই পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত?
Ans: 10
55) পরমাণুর কোন মডেল থেকে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না?
Ans:  রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে ।
56) জে জে থমসন এর পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো লিখ লিখ?
57)  সিলিকন ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যোজ্যতার সংজ্ঞা দাও?
58) আইসোটোপ নেই এমন একটি মৌলের নাম করো? উত্তর : সোডিয়াম।
59) নিউক্লিয়ন কি ?
Ans: নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন কণার সমষ্টি কে নিউক্লিয়ন বলে।
60) আইসোটোপ সৃষ্টির জন্য কোন কণা দায়ী ?
Ans:  নিউট্রন।
61) আপেক্ষিক আধান কি? এর একক লেখ?
Ans: ইলেকট্রনের আধান ও ভরের অনুপাতকে আপেক্ষিক আধান বলে । একক - কুলম্ব / কিলোগ্রাম ।
62) কোন তও্ব থেকে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায় ?
Ans : বোরের পরমাণু মডেল থেকে।
63) ইলেকট্রন কে সব পদার্থের মূল কণা বলা হয় কেন?
Ans : ক্যাথোড রশ্মী উৎপাদনের সময় তড়িৎ মোক্ষণ নলে যে কোন ধাতু নির্মিত ক্যাথোড এবং যে কোন গ্যাস ব্যবহার করা হোক না কেন, প্রতি ক্ষেত্রে একই আধান এবং একই ভর বিশিষ্ট ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন উৎপন্ন হয়। তাই ইলেকট্রন কে পরমাণুর একটি মূল উপাদান কণিকা রূপে গণ্য করা হয় যা সমস্ত মৌলের পরমাণুতে বিদ্যমান।
64) নিউক্লিয় বল কি?
Ans: পরমাণুর কেন্দ্রকে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ক্রিয়াশীল বলের প্রভাবে নিউক্লিয়নগুলি ( প্রোটন ও নিউট্রন ) একত্রে জোটবদ্ধ অবস্থায় থাকে তাকে নিউক্লিয় বল বলে।
65) 92X235   পরমাণুরটির ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত ? যদি পরমাণুটিতে তিনটি নিউট্রন বেশি থাকতো তবে সেটির সংকেত কিভাবে লেখা হতো?
67)  aXb   ও   cXd  পরস্পরের সমস্থানিক হলে , প্রমাণ করা যে  ( d2 – b2 ) (a2 – c2 ) = 0
68) কোন পরমাণুর  M কক্ষে 3 টি ইলেকট্রন বর্তমান। পরমাণু টির পারমাণবিক সংখ্যা কত ? এর যোজ্যতা কত ? পরমাণু টির নাম কি?
69)  8A16  এবং  8 A18 এদের কি বলা হবে? 
Ans : আইসোটোপ।
70)  11 Na23 এই প্রতীকের অর্থ কি?
71) কোন মৌলের ( X ) গড় পারমানবিক ভর  = 16.2 u , এর মধ্যস্থ দুটি আইসোটোপের  8X16  এবং  X18 
  এদের প্রাচুর্যের শতকরা মাত্রা নির্ণয় করো?
72) সালফার ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যোজ্যতা নির্ণয় করো?

73) Na+এর K ও  L কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ -- ব্যাখ্যা করো ?

74) ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস এর গঠন চিত্র সাহায্যে দেখাও?

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.