প্রাকৃতিক সম্পদ ## Natural Resources ##, ক্লাস-9 ## All Question,Biology

প্রাকৃতিক সম্পদ ( Natural Resources )
Class - 9, BIOLOGY : 

1) শিলামন্ডল কাকে বলে?
Ans : NCERT PAGE 189
2) পৃথিবীপৃষ্ঠের কত শতাংশ জল?
Ans : 75 %
3) বায়ুমণ্ডল কি ?
Ans : NCERT PAGE 189
4) পৃথিবীর প্রধান সম্পদ গুলো কি কি ?
Ans : মৃত্তিকা , জল, বায়ু ।
5) শুক্র ও মঙ্গল গ্রহে বায়ুর প্রধান উপাদান কি ?
উত্তর : কার্বন ডাই অক্সাইড ।
6) শুক্র ও মঙ্গল গ্রহে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?
উত্তর : 95.97 শতাংশ ।
7) বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্দিষ্ট থাকে কেন?
Ans : NCERT PAGE 189.

8) জলবায়ু নিয়ন্ত্রনে বায়ুমণ্ডলের ভূমিকা লেখ?
Ans : NCERT PAGE 189.
9) জীবমন্ডল কি ?
Ans : জল, বায়ু , মৃত্তিকা এই তিনটি উপাদান নিয়ে যেখানে প্রাণের অস্তিত্ব বজায় থাকে তাকে সামগ্রিকভাবে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলে।
10) বায়ুমন্ডলের নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 333.
11) সমুদ্র সমীরন কি ?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 334.
12) স্থল  সমীরন কি?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 334.
13) অফুরন্ত সম্পদ কি? উদাহরণ দাও?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 333.
14) পুনঃস্থাপন যোগ্য সম্পদ ও পুনঃস্থাপন অযোগ্য সম্পদ কি? উদাহরণ দাও?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 333.
15) উপকূলবর্তী অঞ্চলে রাতের বেলায় বায়ু প্রবাহ কোন দিকে ধাবিত হয়?
উত্তর : রাতের বেলায় স্থলভাগ থেকে সমুদ্রপৃষ্ঠের  দিকে ধাবিত হয়।
16) জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর : সালফার-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইড।
17) বায়ুমন্ডলের কোন অঞ্চলে ওজোন স্তর অবস্থিত?
উত্তর : স্ট্রাটোস্ফিয়ার ।
18) কিভাবে বায়ুমণ্ডল কম্বল এর মত কাজ করে?
19) বাতাস কি ? বাতাস কিভাবে সৃষ্টি হয় ?
20) কিভাবে মেঘের সৃষ্টি হয়?
21) বায়ু দূষণ কি ?
22)কি কি কারণে বায়ু দূষিত হয়?
23) মানুষের উপর বায়ু দূষণের প্রভাব লেখ?
25) বায়ু দূষণ প্রতিরোধক দুটি যন্ত্রের নাম করো?
উত্তর : সাইক্লোন সেপারেটর এবং ওয়েট স্ক্রাবার।
26) ধোঁয়াশা কি?
উত্তর : ধোয়া ও কুয়াশার মিশ্রণকে ধোঁয়াশা বলে।
27) জল দূষণ কি ? জল দূষণের কারণ গুলি লেখ?
28) জীবকুলের জলের প্রয়োজন হয় কেন?
29) কয়েকটি জল বাহিত রোগের নাম করো?
30) জলে আর্সেনিকের মাত্রা কত হলে সেই জল স্বাস্থ্যসম্মত নয়?
উত্তর : 0.05 mg এর বেশি।
31) কোন কোন প্রভাবক গুলি মাটির উৎপত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর : সূর্য , জল , বায়ু ও সজীব বস্তু।
32) মাটি কিভাবে সৃষ্টি হয়?
33) মৃত্তিকা কি?
উত্তর : ভূত্বকের উপরিভাগের কোমল শিলা স্তরকে মৃত্তিকা বলে।
34) হিউমাস কি?
উত্তর : জৈব পদার্থ পূর্ণ কালো মাটিকে হিউমাস বলে।
35) ভূমিক্ষয় কি?
36) ভূমিক্ষয় রোধ করা বা কমানোর বিভিন্ন উপায় গুলি কি কি?
37) মৃত্তিকা দূষণ কি?
38) মৃত্তিকা কিভাবে সংরক্ষণ করা যায়?
39) জৈব ভূ রাসায়নিক চক্র কি?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 340.
40) জীব পরিবেশ থেকে মৌলিক উপাদান গুলি গ্রহণ করা সত্ত্বেও পরিবেশের মৌলিক উপাদান গুলির ঘাটতি হয় না কেন?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 340.
41) জলচক্র কি ? এর গুরুত্ব লেখ?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 340 ও 341.
42) নাইট্রোজেন চক্র কি? এর গুরুত্ব লেখ?
43) চক্রটি ছকের মাধ্যমে দেখাও?
44) বায়ুমন্ডলে থাকা সত্ত্বেও কোন গ্যাস উদ্ভিদ ও প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না?
উত্তর : নাইট্রোজেন।
45) নাইট্রোজেন স্থিতিকারী দুটি জীবাণুর নাম করো?
উত্তর : ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাকটর।
46) কোন নীলাভ-সবুজ শৈবাল বায়ু থেকে নাইট্রোজেনকে তাদের  দেহকোষে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে?
উত্তর : অ্যানাবিনা ও নস্টক।
47) কোন মিথোজীবী জীবাণু সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে?
উত্তর : রাইজোবিয়াম ।
48) সিম্বি গোত্রীয় উদ্ভিদের চাষ করলে মাটির উর্বরতা শক্তি বাড়ে কেন ?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 342.
49) অ্যামোনিফিকেশন , নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন কি ?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 343.
50) দুটি করে অ্যামোনিফাই়ং,  নাইট্রিফাইং ও ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম করো ?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 343.
51) অক্সিজেন চক্র কি?
52) কোন জৈবনিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘাটতি হয় এবং কোন জৈবনিক প্রক্রিয়া তা পূরণ হয়?
উত্তর : শ্বসন প্রক্রিয়ায় ঘাটতি হয় এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ওই ঘাটতির পূরণ হয়।
53) কার্বন চক্র কি?
54) কার্বন চক্রটি ছকের মাধ্যমে দেখাও?
55)কোন জৈবনিক প্রক্রিয়া বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘাটতি হয় এবং কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড এর ঘাটতি র পূরণ হয়?
উত্তর : সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ঘাটতি হয় এবং শ্বসন প্রক্রিয়ায় ওই ঘাটতি র পূরণ হয়।
56) গ্রীন হাউজ প্রভাব কি?
57) দুটি গ্রিন হাউস গ্যাসের নাম করো?
উত্তর : মিথেন এবং কার্বন ডাই অক্সাইড।
58) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি?
উত্তর :  সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বিশ্ব উষ্ণায়ন বলে।
59) গ্রিনহাউস গ্যাস বাড়ার কারণ কি?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 347.
60) ওজোন স্তর ধ্বংসের কারণ গুলি লেখ?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 348.
61) কোন গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করে?
উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন ( CFC )।
62) ওজোন স্তর রক্ষার উপায় গুলি কি কি?
Ans : সাঁতরা বই পৃষ্ঠা 349.
63) বায়ুমন্ডলে অক্সিজেন কে কোন দুটি রূপে পাওয়া যায় ? উত্তর : অক্সিজেন এবং ওজোন  ।
64) জলচক্রে জলকে কি কি অবস্থায় পাওয়া যায় ?
Ans : জলীয় বাষ্প ও বৃষ্টি রূপে।
65) জৈবিক গুরুত্ব রয়েছে এমন দুটি যৌগের নাম লেখ যারা অক্সিজেন ও নাইট্রোজেন এর সমন্বয়ে গঠিত?
Ans : নাইট্রেট ও নাইট্রাইট।
66) কার্বনের দুটি রূপভেদের এর  নাম করো ?
Ans : হীরক ও গ্রাফাইট।
67) দুটি বায়ুদূষক এর নাম করো?
অথবা , কোন দুটি গ্যাস এসিড বৃষ্টির জন্য দায়ী?
উত্তর : সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড।
68) রাতের বেলায় উপকূলবর্তী অঞ্চলে কিভাবে নিম্নচাপ ও ঊর্ধ্ব চাপের সৃষ্টি হয় ?
69) বিশ্ব উষ্ণায়ন এর ক্ষতিকারক প্রভাব লেখ?
70) বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি?
Ans : রেন গজ।
71) সিউয়েজ কি?
Ans : নর্দমা নিষ্কাশিত জৈব বর্জ্য বস্তু কে সিউয়েজ বলে ।
72) CFC এর পুরো নাম কি?
Ans : Chloro fluoro carbon.

%%%%%%%%%%%%%%%
Visit Youtube Channel -----
PROGRESSIVE BD

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.