Tripura Madhyamik Political science||2020|| Important Short Question

ত্রিপুরা মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ( Political science )  অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2020 : 1x4 = 4


1) বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র কোনটি ?
2) ত্রিপুরায় কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা বর্তমান?
3) গণতন্ত্র হলো "জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন " ---- উক্তিটি কার?
4) গণতন্ত্রের মূল কথা কি?

5) ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি?
6) ভারতে রাজনৈতিক দলের "প্রতীক চিহ্ন' কে প্রদান করে ?
7) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম করো?
8) গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে?
9) একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন একটি দেশের নাম করো?
10) পৌরসভায় সভাপতিত্ব করেন কে?
11) ভারতের প্রধান বিচারালয় এর নাম কি ?
12) প্রথম লোকসভার নির্বাচন কবে হয়?
13) বহুদলীয় ব্যবস্থা চালু আছে এমন একটি দেশের নামকরণ কর?
14) গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতার উৎস কি?
15) কে রাজ্যসভায় সভাপতিত্ব করেন ?
16) কোন দিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়?
17) দ্বৈত নাগরিকতা আছে আমার একটি দেশের নাম?
18) জেলা পরিষদের প্রধান কি নামে পরিচিত?
19) কোন দেশের মহিলাদের ভোটদানের অধিকার নেই ?
20) বিকেন্দ্রীকরণ কি?
21) কত সালে ভারতে মহিলা সুরক্ষা আইন চালু হয়?
22) মন্ডল কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
23) ভারতের একটি জাতীয় দলের নাম করো ?
24) "গণতন্ত্রের ভিত্তি হলো ক্ষমতার বিভাজন"--- উক্তিটি কার?
25) ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা কে?
26) "The spirit of the laws" ---গ্রন্থটি কার লেখা?
27) বেলজিয়ামের রাজধানীর নাম কি?
28) Caste in Indian  Politics-----গ্রন্থটির রচয়িতা কে?
29) ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ?
30) Modern political and Government ----গ্রন্থটি কার লেখা?
31) ভারতে কিরূপ বিচার ব্যবস্থা বিদ্যমান ?
32) দ্বি-জাতি তত্ত্বের উদ্ভাবক কে ?
33) ভারতীয় আইনসভার কয়টি কক্ষ ?
34) নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি কে জারি করে?
35) বর্তমানে ভারতের জাতীয় দল কয়টি ?
36) আমাদের দেশে কি ধরনের গণতন্ত্র চালু আছে ?
37) মন্ডল কমিশনের সভাপতি কে ছিলেন?
38) ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি ?
39) ভারতের একটি আঞ্চলিক দলের নাম কি? *
40) বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোনটি ?
41) ভারতে কোন ধরনের দলীয় ব্যবস্থা প্রচলিত আছে ?
42) NDA এর পুরো নাম কি?
43) গণতন্ত্রের ধারণার উদ্ভব কোন দেশে হয় ?
44) ত্রিপুরা পঞ্চায়েত এর সর্বনিম্ন স্তর কোনটি ?
45) ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন?

1 comment:

Theme images by mammamaart. Powered by Blogger.