তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল : Class VIII / NCERT
তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল Important Question :
1) তড়িৎ এর সুপরিবাহী পদার্থ কি ? উদাহরণ দাও?
1) তড়িৎ এর সুপরিবাহী পদার্থ কি ? উদাহরণ দাও?
Ans: যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাদের তড়িৎ এর সুপরিবাহী পদার্থ বলে। যেমন - লোহা ,তামা, লবন এর জলীয় দ্রবণ ইত্যাদি।
2) তড়িৎ এর কুপরিবাহী পদার্থ বা অন্তরক কি? উদাহরণ দাও?
Ans: যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না তাদের তড়িৎ এর কুপরিবাহী পদার্থ বলে। যেমন - প্লাস্টিক ,কাচ,চিনির জলীয় দ্রবণ ইত্যাদি।
3) কোন ব্যবস্থার মাধ্যমে কোন কঠিন বস্তুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় কিনা তা যাচাই করার জন্য ব্যবহার করি?
উত্তর : টেস্টার।
4) টেস্টার দিয়ে 'তড়িৎ পরিবাহিতা' যাচাই করার সতর্কতাটি লিখ?
Ans: NCERT 161 Page.
5) একটি টেস্টার কে তড়িৎ বর্তনীর মুক্ত প্রান্তে অনেকক্ষণ যুক্ত করে রাখলে কি হবে?
Ans: ব্যাটারির কোষের ক্ষমতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
6) লেবুর রসে তড়িৎ প্রবাহিত হয় একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর?
Ans: NCERT 161 Page.
7) এমন দুটি তরলের নাম করো যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়?
অথবা , দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম করো?
Ans: লেবুর রস , ভিনিগার।
8) লিডস ( Leads ) কি?
Ans: LED এর সঙ্গে দুটি তার যুক্ত থাকে যাদের বলা হয় লিডস।
9) LED সঙ্গে যুক্ত দুটি তার এর মধ্যে একটি বড় হয় কেন?
Ans: LED এর সঙ্গে যুক্ত লম্বা তারটিকে ব্যাটারীর ধনাত্বক প্রান্তের সঙ্গে এবং ছোট তারটিকে ব্যাটারি ঋনাত্বক প্রান্ত যুক্ত করা হয়। তাই কোন তারটি ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে সেটা বুঝানোর জন্য একটি তার লম্বা করা হয়।
10) LED এর পুরো নাম কি?
3) কোন ব্যবস্থার মাধ্যমে কোন কঠিন বস্তুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় কিনা তা যাচাই করার জন্য ব্যবহার করি?
উত্তর : টেস্টার।
4) টেস্টার দিয়ে 'তড়িৎ পরিবাহিতা' যাচাই করার সতর্কতাটি লিখ?
Ans: NCERT 161 Page.
5) একটি টেস্টার কে তড়িৎ বর্তনীর মুক্ত প্রান্তে অনেকক্ষণ যুক্ত করে রাখলে কি হবে?
Ans: ব্যাটারির কোষের ক্ষমতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
6) লেবুর রসে তড়িৎ প্রবাহিত হয় একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর?
Ans: NCERT 161 Page.
7) এমন দুটি তরলের নাম করো যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়?
অথবা , দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম করো?
Ans: লেবুর রস , ভিনিগার।
8) লিডস ( Leads ) কি?
Ans: LED এর সঙ্গে দুটি তার যুক্ত থাকে যাদের বলা হয় লিডস।
9) LED সঙ্গে যুক্ত দুটি তার এর মধ্যে একটি বড় হয় কেন?
Ans: LED এর সঙ্গে যুক্ত লম্বা তারটিকে ব্যাটারীর ধনাত্বক প্রান্তের সঙ্গে এবং ছোট তারটিকে ব্যাটারি ঋনাত্বক প্রান্ত যুক্ত করা হয়। তাই কোন তারটি ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে সেটা বুঝানোর জন্য একটি তার লম্বা করা হয়।
10) LED এর পুরো নাম কি?
Ans: light emitting diode.
11) একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় তার কাছে একটি চুম্বক শলাকা আনলে কি ঘটে?
Ans: চুম্বক শলাকার বিক্ষেপ দেখা যাবে।
12) বিশুদ্ধ জল বা পাতিত জলে তড়িৎ পরিবহন করে কি? ব্যাখ্যা কর।
Ans: বিশুদ্ধ জলে কোন ধরনের লবণ বা আয়ন উপস্থিতি থাকে না, যার ফলে তড়িৎ পরিবহন করে না।
13) পুকুরের জল তড়িৎ পরিবহন করে কেন?
Ans: পুকুর ,কুয়ো,টেপ ইত্যাদির জল গুলো বিশুদ্ধ নয়। এসমস্ত জলে কিছু ধাতব লবণ উপস্থিত থাকে সেই জন্য এই জলগুলো তড়িৎ পরিবহন করে।
14) জলের তড়িৎ বিশ্লেষণে সামান্য এসিড মেশানো হয় কেন?
Ans: বিশুদ্ধ জল তড়িৎ এর কুপরিবাহী। কিন্তু জলে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশালে জলীয় দ্রবণে আয়ন সৃষ্টি হয় যার ফলে জল তড়িৎ পরিবহন করে।
15) কোন দ্রবণ এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই দ্রবণের তড়িৎ এর কি কি প্রভাব পরিলক্ষিত হয়?
অথবা , পরিবাহী দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কি কি রাসায়নিক পরিবর্তন পরিলক্ষিত হয় সেই রাসায়নিক ফলাফল গুলি লেখ?
Ans: i) তড়িৎদ্বার এর উপর গ্যাসের বুদবুদ তৈরি হতে পারে।
ii) তড়িৎদ্বার গুলোর উপর ধাতু সঞ্চিত হতে দেখা যায়।
iii) দ্রবণের বর্ণের পরিবর্তন হতে পারে।
16) তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল কি?
Ans : কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই প্রক্রিয়াকে তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল বলে।
17) তড়িৎদ্বার কাকে বলে?
Ans: ভোল্টমিটারের যে দুটি দণ্ড বা পাতকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আংশিকভাবে নিমজ্জিত করে দন্ড দুটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়। ওই দন্ড দুটিকে বলা হয় তড়িৎদ্বার।
18) কোন বিজ্ঞানী কত সালে জলের তড়িৎ বিশ্লেষণ করে দেখান যে, জলের তড়িৎ বিশ্লেষণে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়?
Ans: 1800 সালে ব্রিটিশ রসায়নবিদ উইলিয়াম নিকলসন।
19) জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড এ কি কি গ্যাস উৎপন্ন হয়?
উত্তর : ক্যাথোডে - হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে - অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
20) তড়িৎ লেপন কাকে বলে?
Ans: তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট ধাতুর উপর অপর একটি ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ লেপন।
11) একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় তার কাছে একটি চুম্বক শলাকা আনলে কি ঘটে?
Ans: চুম্বক শলাকার বিক্ষেপ দেখা যাবে।
12) বিশুদ্ধ জল বা পাতিত জলে তড়িৎ পরিবহন করে কি? ব্যাখ্যা কর।
Ans: বিশুদ্ধ জলে কোন ধরনের লবণ বা আয়ন উপস্থিতি থাকে না, যার ফলে তড়িৎ পরিবহন করে না।
13) পুকুরের জল তড়িৎ পরিবহন করে কেন?
Ans: পুকুর ,কুয়ো,টেপ ইত্যাদির জল গুলো বিশুদ্ধ নয়। এসমস্ত জলে কিছু ধাতব লবণ উপস্থিত থাকে সেই জন্য এই জলগুলো তড়িৎ পরিবহন করে।
14) জলের তড়িৎ বিশ্লেষণে সামান্য এসিড মেশানো হয় কেন?
Ans: বিশুদ্ধ জল তড়িৎ এর কুপরিবাহী। কিন্তু জলে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশালে জলীয় দ্রবণে আয়ন সৃষ্টি হয় যার ফলে জল তড়িৎ পরিবহন করে।
15) কোন দ্রবণ এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই দ্রবণের তড়িৎ এর কি কি প্রভাব পরিলক্ষিত হয়?
অথবা , পরিবাহী দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কি কি রাসায়নিক পরিবর্তন পরিলক্ষিত হয় সেই রাসায়নিক ফলাফল গুলি লেখ?
Ans: i) তড়িৎদ্বার এর উপর গ্যাসের বুদবুদ তৈরি হতে পারে।
ii) তড়িৎদ্বার গুলোর উপর ধাতু সঞ্চিত হতে দেখা যায়।
iii) দ্রবণের বর্ণের পরিবর্তন হতে পারে।
16) তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল কি?
Ans : কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই প্রক্রিয়াকে তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল বলে।
17) তড়িৎদ্বার কাকে বলে?
Ans: ভোল্টমিটারের যে দুটি দণ্ড বা পাতকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আংশিকভাবে নিমজ্জিত করে দন্ড দুটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়। ওই দন্ড দুটিকে বলা হয় তড়িৎদ্বার।
18) কোন বিজ্ঞানী কত সালে জলের তড়িৎ বিশ্লেষণ করে দেখান যে, জলের তড়িৎ বিশ্লেষণে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়?
Ans: 1800 সালে ব্রিটিশ রসায়নবিদ উইলিয়াম নিকলসন।
19) জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড এ কি কি গ্যাস উৎপন্ন হয়?
উত্তর : ক্যাথোডে - হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে - অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
20) তড়িৎ লেপন কাকে বলে?
Ans: তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট ধাতুর উপর অপর একটি ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ লেপন।
Ans : a) বস্তুটি স্থায়িত্ব বাড়ানোর জন্য।
b) জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য ।
c) বস্তুর উজ্জ্বলতা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য।
22) গ্যালভানাইজেশন বা দস্তালেপন কি ?
Ans: লোহার ওপর জিংকের প্রলেপ দেওয়া কে দস্তালেপন বলে।
23) চুম্বক শলাকার বিক্ষিপ্ত হয় এমন তিনটি তরল এর নাম করো?
22) গ্যালভানাইজেশন বা দস্তালেপন কি ?
Ans: লোহার ওপর জিংকের প্রলেপ দেওয়া কে দস্তালেপন বলে।
23) চুম্বক শলাকার বিক্ষিপ্ত হয় এমন তিনটি তরল এর নাম করো?
Ans: লেবুর জলীয় দ্রবণ, লবণ এর জলীয় দ্রবণ, অ্যাসিডের জলীয় দ্রবণ।
24) আগুন নেভানোর সময় অগ্নিনির্বাপক কর্মীরা আশপাশ অঞ্চলের মূল তড়িৎ সংযোগ ছিন্ন করে কেন?
24) আগুন নেভানোর সময় অগ্নিনির্বাপক কর্মীরা আশপাশ অঞ্চলের মূল তড়িৎ সংযোগ ছিন্ন করে কেন?
Ans:
25) তড়িৎ লেপন যুক্ত কয়েকটি জিনিসের নাম লেখ?
25) তড়িৎ লেপন যুক্ত কয়েকটি জিনিসের নাম লেখ?
Ans: গাড়ির যন্ত্রাংশ, স্কুটার এর যন্ত্রাংশ, চাকার বেড়, রান্নাঘরের গ্যাস বার্নার, সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশে ইত্যাদি।
26) প্রবল বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে বা রাস্তাঘাটে ইলেকট্রিক মিস্ত্রির বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করা নিরাপদ কি? ব্যাখ্যা কর।
26) প্রবল বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে বা রাস্তাঘাটে ইলেকট্রিক মিস্ত্রির বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করা নিরাপদ কি? ব্যাখ্যা কর।
Ans :
27) এমন দুটি তরলের নাম করো যেগুলো তড়িৎ পরিবহন করে না?
অথবা , দুটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম করো?
Ans: বিশুদ্ধ জল, চিনির জলীয় দ্রবণ।
28) খাদ্য দ্রব্য সংরক্ষণের জন্য টিনের কোটার উপর টিনের প্রলেপ দেওয়া হয় কেন?
Ans: কারণ টিন লোহার চেয়ে কম সক্রিয় ধাতু। তাছাড়া খাদ্যদ্রব্য টিনের আস্তরনের জন্য লোহার সংস্পর্শে আসতে পারে না এবং খাদ্য নষ্ট হয় না।
29) লোহার তৈরি জিনিসের উপর গ্যালভানাইজেশন করা হয় কেন?
Ans: লোহার ক্ষয় ও মরিচা পড়া রোধ করার জন্য।
30) গ্যালভানাইজেশনে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
Ans: জিংক ধাতুর প্রলেপ দেওয়া হয়।
Our Facebook Group ;
@ProgressiveBD
No comments