কয়েকটি প্রাকৃতিক ঘটনা : Class VIII / NCERT
কয়েকটি প্রাকৃতিক ঘটনা : পঞ্চদশ অধ্যায়:
1) বিদ্যুৎ স্ফুলিঙ্গ কি?
উত্তর: বৈদ্যুতিক খুঁটিতে তারের সংযোগ বা সকেটে প্লাগ ঢিলা হলে যে প্রকার বিদ্যুৎ-ঝলক দেখা যায় তাকে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বলে।
2) বজ্রবহ কোন আধারিত হয়?
উত্তর : ধনাত্মক আধান।
3) প্রাচীনকালের মানুষ বজ্রপাতকে ভয় পেত কেন?
Ans: প্রাচীনকালের মানুষ বিদ্যুৎস্ফুলিঙ্গ এর কারণ জানতো না , এজন্য তারা বজ্রপাতকে ভয় পেত এবং ভাবতো এসব হলো তাদের প্রতি দেবতাদের প্রচন্ড ক্রোধের বহিঃপ্রকাশ।
4) উলের তৈরি সোয়েটার গা থেকে খোলার সময় পট পট শব্দ হয় এবং গায়ের লোম খাড়া হয়ে যায় কেন?
Ans: সোয়েটার গা থেকে খোলার সময় দেহের সঙ্গে উলের ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয়। স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার ফলে আমাদের আমাদের দেহ ঋণাত্মক আধানে লাভ করে। যার ফলে পটপট শব্দ শোনা যায়।
5) আধান কত প্রকার ও কি কি?
1) বিদ্যুৎ স্ফুলিঙ্গ কি?
উত্তর: বৈদ্যুতিক খুঁটিতে তারের সংযোগ বা সকেটে প্লাগ ঢিলা হলে যে প্রকার বিদ্যুৎ-ঝলক দেখা যায় তাকে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বলে।
2) বজ্রবহ কোন আধারিত হয়?
উত্তর : ধনাত্মক আধান।
3) প্রাচীনকালের মানুষ বজ্রপাতকে ভয় পেত কেন?
Ans: প্রাচীনকালের মানুষ বিদ্যুৎস্ফুলিঙ্গ এর কারণ জানতো না , এজন্য তারা বজ্রপাতকে ভয় পেত এবং ভাবতো এসব হলো তাদের প্রতি দেবতাদের প্রচন্ড ক্রোধের বহিঃপ্রকাশ।
4) উলের তৈরি সোয়েটার গা থেকে খোলার সময় পট পট শব্দ হয় এবং গায়ের লোম খাড়া হয়ে যায় কেন?
Ans: সোয়েটার গা থেকে খোলার সময় দেহের সঙ্গে উলের ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয়। স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার ফলে আমাদের আমাদের দেহ ঋণাত্মক আধানে লাভ করে। যার ফলে পটপট শব্দ শোনা যায়।
5) আধান কত প্রকার ও কি কি?
Ans:
6) স্থির তড়িৎ এর মূল সূত্রটি লেখ?
উত্তর : সমঅাধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে।
7) স্থির তড়িৎ কাকে বলে?
উত্তর : ঘর্ষণের ফলে যে তড়িৎ আধান উৎপন্ন হয় তাকে স্থির তড়িৎ বলে।
8) তড়িৎ প্রবাহ কি?
উত্তর : আধানের প্রবাহকে প্রবাহ বলে।
9) বিজ্ঞানী বেঞ্জামিন প্রাঙ্কলিন কি প্রমাণ করেন?
উত্তর : 1752 খ্রিস্টাব্দে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে একজন আমেরিকান বিজ্ঞানী বিদ্যুৎ চমকানো এবং পোশাক থেকে আলোর ঝলক একই রকম ঘটনার জন্য সৃষ্টি হয়।
10) প্লাস্টিক চিরুনি দিয়ে শুকনো চুলে ঘষলে কি হবে?
উত্তর : প্লাস্টিক এবং চিরুনি তড়িৎ আধান অর্জন করবে।
অর্থাৎ চুল ঋণাত্মক আধানে এবং প্লাস্টিক ধনাত্মক আধানে আহিত হয়।
11) তড়িৎ আহিত বস্তু কি?
উত্তর : দুটি বস্তু ঘর্ষণের ফলে তারা বিপরীত আধানে আহিত হয় , এ সকল বস্তুকে বলে তড়িদাহিত বস্তু।
12) স্থির তড়িৎ এর আকর্ষণ ও বিকর্ষণ সংক্রান্ত তথ্য গুলি লেখ?
উত্তর : i) একটি আহিত বস্তু অন্য একটি আহিত বস্তুকে বিকর্ষণ করে।
ii) একটি আহিত বস্তু অন্য একটি আহিত বস্তু কে আকর্ষণ করে।
13) ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎকে স্থির তড়িৎ বলে কেন?
Ans: NCERT 175 page.
14) একটি কাজ দন্ডকে সিল্ক দিয়ে ঘষলে কোনটি কোন আধানে আহিত হয় ?
উত্তর : কাজ দন্ড ধনাত্মক আধান এবং সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয়।
15) কোন বস্তুতে আধান আছে কিনা তা কোন যন্ত্রের সাহায্যে জানা যায়?
উত্তর : সরল ইলেকট্রোস্কোপ যন্ত্র বা তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে ।
16) তড়িৎবীক্ষণ যন্ত্র কি?
Ans: NCERT 176 page
17) ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয় ?
উত্তর : তড়িৎ আধান উৎপন্ন হয়।
18) আর্থিং বা ভূসংলগ্নকরণ কাকে বলে? এটি কেন ব্যবহার করা হয়?
Ans: NCERT 176 page
19) বজ্রপাত কিভাবে হয়। চিত্রসহ ব্যাখ্যা করো?
Ans: NCERT 176 -177 page.
20) বজ্রপাত কাকে বলে?
Ans: NCERT 184 page.
21) বজ্রপাতের সময় নিরাপত্তা ব্যবস্থা গুলি লিখ?
Ans: i) বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির সময় কোনো খোলা জায়গায় থাকা নিরাপদ নয়।
Ans: বাড়ির বাইরে :-
23) বজ্র নিবারক বা বজ্রবহ কি ? এটি কেন লাগানো হয়?
উত্তর : তড়িৎ মোক্ষণ এর ফলে যে বিদ্যুৎ চমক দেখা যায় তাকে বজ্রপাত বলে বলা হয় এবং বজ্রপাতের অব্যবহিত পরেই বায়ুর কম্পনের ফলে যে বিকট শব্দ শুনতে পাওয়া যায় তাকে বজ্রনাদ বলে।
* বজ্র নিবারক উঁচু দালানকে বজ্রাঘাত থেকে রক্ষা করতে পারে।
24) ভূমিকম্প কি ? এটি কেন হয়?
6) স্থির তড়িৎ এর মূল সূত্রটি লেখ?
উত্তর : সমঅাধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে।
7) স্থির তড়িৎ কাকে বলে?
উত্তর : ঘর্ষণের ফলে যে তড়িৎ আধান উৎপন্ন হয় তাকে স্থির তড়িৎ বলে।
8) তড়িৎ প্রবাহ কি?
উত্তর : আধানের প্রবাহকে প্রবাহ বলে।
9) বিজ্ঞানী বেঞ্জামিন প্রাঙ্কলিন কি প্রমাণ করেন?
উত্তর : 1752 খ্রিস্টাব্দে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে একজন আমেরিকান বিজ্ঞানী বিদ্যুৎ চমকানো এবং পোশাক থেকে আলোর ঝলক একই রকম ঘটনার জন্য সৃষ্টি হয়।
10) প্লাস্টিক চিরুনি দিয়ে শুকনো চুলে ঘষলে কি হবে?
উত্তর : প্লাস্টিক এবং চিরুনি তড়িৎ আধান অর্জন করবে।
অর্থাৎ চুল ঋণাত্মক আধানে এবং প্লাস্টিক ধনাত্মক আধানে আহিত হয়।
11) তড়িৎ আহিত বস্তু কি?
উত্তর : দুটি বস্তু ঘর্ষণের ফলে তারা বিপরীত আধানে আহিত হয় , এ সকল বস্তুকে বলে তড়িদাহিত বস্তু।
12) স্থির তড়িৎ এর আকর্ষণ ও বিকর্ষণ সংক্রান্ত তথ্য গুলি লেখ?
উত্তর : i) একটি আহিত বস্তু অন্য একটি আহিত বস্তুকে বিকর্ষণ করে।
ii) একটি আহিত বস্তু অন্য একটি আহিত বস্তু কে আকর্ষণ করে।
13) ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎকে স্থির তড়িৎ বলে কেন?
Ans: NCERT 175 page.
14) একটি কাজ দন্ডকে সিল্ক দিয়ে ঘষলে কোনটি কোন আধানে আহিত হয় ?
উত্তর : কাজ দন্ড ধনাত্মক আধান এবং সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয়।
15) কোন বস্তুতে আধান আছে কিনা তা কোন যন্ত্রের সাহায্যে জানা যায়?
উত্তর : সরল ইলেকট্রোস্কোপ যন্ত্র বা তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে ।
16) তড়িৎবীক্ষণ যন্ত্র কি?
Ans: NCERT 176 page
17) ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয় ?
উত্তর : তড়িৎ আধান উৎপন্ন হয়।
18) আর্থিং বা ভূসংলগ্নকরণ কাকে বলে? এটি কেন ব্যবহার করা হয়?
Ans: NCERT 176 page
19) বজ্রপাত কিভাবে হয়। চিত্রসহ ব্যাখ্যা করো?
Ans: NCERT 176 -177 page.
20) বজ্রপাত কাকে বলে?
Ans: NCERT 184 page.
21) বজ্রপাতের সময় নিরাপত্তা ব্যবস্থা গুলি লিখ?
Ans: i) বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির সময় কোনো খোলা জায়গায় থাকা নিরাপদ নয়।
ii) বজ্রনাদ হল- কোনো নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার একটি সংকেত।
iii) শেষ বজ্রনাদ শোনার পর নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে আসার আগে আরও কিছু সময় অপেক্ষা করা উচিত।
iv) যদি সে সময় তুমি কোনো চলন্ত গাড়ি বা বাসে থাক তবে দরজা, জানালা বন্ধ রেখে ভেতরে থাকাই
নিরাপদ।
22) বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টিতে ঘরের বাহিরে ও ঘরের ভিতরে থাকলে কি কি করবে এবং কি কি করবে না?Ans: বাড়ির বাইরে :-
খোলা যানবাহন, যেমন- মোটরবাইক, ট্রাক্টর, নির্মাণকাজে ব্যবহৃত মেশিন, খোলা গাড়ি নিরাপদ নয়। খোলা মাঠ, লম্বা গাছ, পার্কের শেড, যে-কোনো উঁচু স্থান বজ্রপাত থেকে আমাদের রক্ষা করে না। বজ্র বিদ্যুৎসহ ঝড়বৃষ্টিতে ছাতা নিয়ে চলা মোটেই উচিত নয়।
* যদি এই সময় তুমি কোনো বনে থাক, তবে ছোটো গাছের তলায় আশ্রয় নিতে পার।
যদি কোনো আশ্রয় না পাওয়া যায় এবং তুমি কোনো খোলা মাঠে থাক তবে সব গাছ থেকে অনেক দূরে থাকবে। মাটিতে শুয়ে না পড়ে উবু হয়ে বসে পড়ো। তোমার দুহাতকে দুই হাঁটুর উপর রেখে মাথাকে দুহাতের মাঝে রাখো । এরুপ অবস্থানই বজ্রপাতের সময় মোটামুটি নিরাপদ।
বাড়ির ভেতরে :
বজ্রপাতের সময় ঘরের দরজা, জানালা বন্ধ রাখা উচিত। এই সময় দরজা জানালার সামনে দাঁড়ানো বা বসা ঠিক নয়। বজ্রপাত টেলিফোন তারে, বৈদ্যুতিক তারে এবং ধাতব পাইপে হতে পারে (তোমার কি মনে আছে - বজ্রপাত হল তড়িৎমোক্ষণ)। বজ্র বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সময় ঐ সব জিনিসের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। মোবাইল ফোন এবং কর্ডলেস ফোন ব্যবহার করা অপেক্ষাকৃত নিরাপদ। এমন সময় ল্যাণ্ড লাইন ব্যবহারকারী কারো সঙ্গে ফোনে কথা বলা উচিত নয়।
বজ্র বিদ্যুৎ সহ ঝর বৃষ্টির সময় প্রবাহমান জলের সংস্পর্শ এড়ানোর জন্য স্নান করা উচিত নয়। টিভি, কম্পিউটার প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা উচিত। বৈদ্যুতিক বাতি চালু রাখা যেতে পারে। এগুলো তেমন ক্ষতি করে না।
উত্তর : তড়িৎ মোক্ষণ এর ফলে যে বিদ্যুৎ চমক দেখা যায় তাকে বজ্রপাত বলে বলা হয় এবং বজ্রপাতের অব্যবহিত পরেই বায়ুর কম্পনের ফলে যে বিকট শব্দ শুনতে পাওয়া যায় তাকে বজ্রনাদ বলে।
* বজ্র নিবারক উঁচু দালানকে বজ্রাঘাত থেকে রক্ষা করতে পারে।
24) ভূমিকম্প কি ? এটি কেন হয়?
Ans:
25) ভারত মহাসাগরের সুনামি কখন হয়েছিল?
উত্তর : 2004 সালের 26 শে ডিসেম্বর।
26) কোন প্রাকৃতিক দুর্যোগের কোন পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
উত্তর : ভূমিকম্প।
27) ভূমিকম্প প্রবণ অঞ্চল কাকে বলে? ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির নাম করো?
Ans: পৃথিবীর প্লেটগুলোর কিনারা হল দুর্বল অঞ্চল এবং প্লেটগুলোর গতির ফলে এইসব অঞ্চলে ভূমিকম্প সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এসব দুর্বল অঞ্চলকে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলা হয়।
25) ভারত মহাসাগরের সুনামি কখন হয়েছিল?
উত্তর : 2004 সালের 26 শে ডিসেম্বর।
26) কোন প্রাকৃতিক দুর্যোগের কোন পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
উত্তর : ভূমিকম্প।
27) ভূমিকম্প প্রবণ অঞ্চল কাকে বলে? ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির নাম করো?
Ans: পৃথিবীর প্লেটগুলোর কিনারা হল দুর্বল অঞ্চল এবং প্লেটগুলোর গতির ফলে এইসব অঞ্চলে ভূমিকম্প সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এসব দুর্বল অঞ্চলকে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলা হয়।
* কাশ্মীর, হিমালয়ের পশ্চিম এবং মধ্যাঞ্চল , সমগ্র উত্তর পূর্বাঞ্চল, কচ্ছের রান , রাজস্থান এবং সিন্ধু-গাঙ্গেয় সমতল ভূমি।
28) ভূমিকম্পের "প্লেট টেকটনিকস্ " তত্ত্বটি লেখ?
Ans: NCERT 181 page.
29) ভূত্বক কাকে বলে?
উত্তর : পৃথিবীর একেবারে উপরের স্তরকে ভূত্বক বলে।
30) কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?
উত্তর : রিখটার স্কেল।
31) ভূমিকম্পের সময় বাড়ির বাইরে ও ভেতরে থাকলে কি কি করা উচিত?
Ans: NCERT 183 page.
32) সিসমোগ্রাফ কি?
Ans: NCERT 182 page.
33) ভূমিকম্প থেকে আত্মরক্ষার জন্য বিশেষ করে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কি কি ধরনের সর্তকতা অবলম্বন করা উচিত?
Ans: NCERT 183 page.
34) রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ কত হলে তা ব্যাপক ক্ষতি করে?
উত্তর : ভূমিকম্পের পরিমাপ রিকটার স্কেলে 7 বা তার বেশি হলে।
35) রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতার মাত্রা দ্বিগুণ বৃদ্ধি পেলে ধ্বংসাত্মক ক্ষমতা কত গুণ হবে?
উত্তর : 1000 গুন।
36) কোন যন্ত্রের সাহায্যে ভূকম্পীয় তরঙ্গকে নথিভূক্ত করা যায়?
উত্তর : সিসমোগ্রাফ।
37) বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় কি?
উত্তর : বাড়ি বা দালান।
38) ভূকম্পীয় তরঙ্গ বলতে কি বুঝ?
উত্তর : ভূকম্পন ভূপৃষ্ঠে যে তরঙ্গ সৃষ্টি করে তাকে ভূকম্প তরঙ্গের বলে।
39) বাড়ির কোন কোন জিনিস বজ্রবহ হিসেবে কাজ করে?
উত্তর : দালান বাড়ির পিলার, বৈদ্যুতিক তার ,জলের পাইপ।
Ans: NCERT 181 page.
29) ভূত্বক কাকে বলে?
উত্তর : পৃথিবীর একেবারে উপরের স্তরকে ভূত্বক বলে।
30) কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?
উত্তর : রিখটার স্কেল।
31) ভূমিকম্পের সময় বাড়ির বাইরে ও ভেতরে থাকলে কি কি করা উচিত?
Ans: NCERT 183 page.
32) সিসমোগ্রাফ কি?
Ans: NCERT 182 page.
33) ভূমিকম্প থেকে আত্মরক্ষার জন্য বিশেষ করে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কি কি ধরনের সর্তকতা অবলম্বন করা উচিত?
Ans: NCERT 183 page.
34) রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ কত হলে তা ব্যাপক ক্ষতি করে?
উত্তর : ভূমিকম্পের পরিমাপ রিকটার স্কেলে 7 বা তার বেশি হলে।
35) রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতার মাত্রা দ্বিগুণ বৃদ্ধি পেলে ধ্বংসাত্মক ক্ষমতা কত গুণ হবে?
উত্তর : 1000 গুন।
36) কোন যন্ত্রের সাহায্যে ভূকম্পীয় তরঙ্গকে নথিভূক্ত করা যায়?
উত্তর : সিসমোগ্রাফ।
37) বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় কি?
উত্তর : বাড়ি বা দালান।
38) ভূকম্পীয় তরঙ্গ বলতে কি বুঝ?
উত্তর : ভূকম্পন ভূপৃষ্ঠে যে তরঙ্গ সৃষ্টি করে তাকে ভূকম্প তরঙ্গের বলে।
39) বাড়ির কোন কোন জিনিস বজ্রবহ হিসেবে কাজ করে?
উত্তর : দালান বাড়ির পিলার, বৈদ্যুতিক তার ,জলের পাইপ।
No comments