বায়ু দূষণ এবং জল দূষণ : Class VIII / NCERT
বায়ু দূষণ এবং জল দূষণ : Important Question :
1) বায়ু দূষণ কি?
Ans: NCERT PAGE : 235
2) বায়ুর উপাদান গুলি লেখ?
Ans: NCERT PAGE : 225
3) বায়ুতে শতকরা কত ভাগ নাইট্রোজেন , অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আছে?
উত্তর : নাইট্রোজেন 78 ভাগ, অক্সিজেন 21 ভাগ এবং কার্বন ডাই অক্সাইড 0.03 ভাগ।
4) বায়ু দূষক কি?
Ans: NCERT PAGE : 226
5)কোন কোন প্রাকৃতিক ঘটনার দ্বারা বায়ু দূষিত হয়?
উত্তর : দাবানল এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দ্বারা প্রাকৃতিক ভাবে বায়ু দূষিত হয়।
6) বায়ু দূষণের বিভিন্ন কারণগুলি লেখ?
7) যানবাহন থেকে নির্গত কোন বিষাক্ত গ্যাস বায়ুকে দূষিত করে?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং ধোঁয়া ।
8) পেট্রোল ও ডিজেলের অসম্পূর্ণ দহনে কোন গ্যাস উৎপন্ন হয়?
Ans: কার্বন মনোক্সাইড ।
9) কার্বন মনোক্সাইড আমাদের ক্ষতিকারক কেন?
উত্তর : কার্বন মনোক্সাইড আমাদের রক্তে অক্সিজেন বহন ক্ষমতাকে কমিয়ে আনে, ফলে শ্বাসকষ্টের অভাবে মানুষ মারাও যেতে পারে।
10) ধোঁয়াশা কি? এর ক্ষতিকারক প্রভাব লেখ?
উত্তর : ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণকে ধোঁয়াশা বলে।
এই ধোঁয়াশা নানা রকম শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন হাঁপানি, কফ-কাশি এবং শিশুদের শ্বাস কষ্টের কারণ।
11) পেট্রোলিয়াম শোধনাগার থেকে কোন কোন বায়ু দূষক উৎপন্ন হয় ?
উত্তর : সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই-অক্সাইড।
12) কয়লা পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয় ?
উত্তর : কার্বন ডাই অক্সাইড ।
13) CFC এর পুরো নাম কি?
Ans: ক্লোরোফ্লোরো কার্বন।
14) ক্লোরো ফ্লোরো কার্বন ( CFC ) এর উৎস গুলি লেখ?
উত্তর : রেফ্রিজারেটর , এয়ারকন্ডিশনার এবং বিভিন্ন ধরনের এরোসল স্প্রে।
15) কোন গ্যাস ওজোন স্তরকে ক্ষতি করে?
Ans : CFC .
16) ওজোন স্তরের কাজ লেখ?
উত্তর : সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে জীবজগতকে রক্ষা করে।
17) বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব লেখ?
18) এসিড বৃষ্টি কি?
19) মার্বেল ক্যান্সার বা স্টোন ক্যান্সার কি?
20) এসিড বৃষ্টির জন্য দায়ী ক্ষতিকারক গ্যাস গুলি কি কি?
উত্তর : সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই-অক্সাইড।
21) CNG ও LPG এর পুরো নাম কি?
22) গ্রীন হাউস এফেক্ট কি?
23) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?
25) কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম করো?
26) বিশ্ব উষ্ণায়ন একটি মারাত্মক হুমকি ব্যাখ্যা করো?
Ans: NCERT Page 229
27) কিয়োটো প্রটোকল কি?
উত্তর : কিয়োটো প্রটোকল হলো এমন একটি চুক্তি , যেখানে গ্রিন হাউস গ্যাসের নির্গমনকে কমিয়ে আনার ব্যাপারে সহমত পোষণ করা হয়েছে।
28) ভারতের কোন হিমবাহ বিশ্ব উষ্ণায়নের ফলে গলতে শুরু করেছে ?
উত্তর: গঙ্গোত্রী হিমবাহ।
29) ভারতের কোন শহরটি বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণযুক্ত শহর?
উত্তর : দিল্লি ।
30) বায়ুদূষণ রোধে আমরা কি কি করতে পারি?
Ans: NCERT Page 229
31) কোন জ্বালানি বায়ু দূষণ করে না?
উত্তর : CNG .
32) শক্তির চাহিদা মেটানোর জন্য কি ধরনের শক্তি ব্যবহার করা উচিত?
উত্তর : সৌরশক্তি , জলশক্তি এবং বায়ু শক্তি।
33) প্রতিবছর কোন মাসে বনমহোৎসব পালন করা হয়? উত্তর : জুলাই মাসে।
34) জল দূষক কি?
Ans: NCERT Page 231
35) জল দূষণ কাকে বলে? জল কিভাবে দূষিত হয়?
Ans: NCERT Page 232
36) জলের মধ্যে কোন কোন পদার্থ উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বিষক্রিয়া ঘটায়?
উত্তর : আর্সেনিক , সীসা এবং ফ্লোরাইড জাতীয় পদার্থ।
37) কয়েকটি জল বাহিত রোগের নাম করো?
উত্তর : কলেরা , টাইফয়েড ও জন্ডিস।
38) পানীয় জল কি?
উত্তর : বিশুদ্ধ এবং পানের যোগ্য জলকে পানীয় জল বলে ।
39) কিভাবে আমরা জলকে পানের উপযুক্ত করতে পারি?
অথবা, জলকে কিভাবে বিশুদ্ধ করা যায়?
Ans: NCERT Page 233
40) ক্লোরিনেশন কাকে বলে?
Ans: NCERT Page 233
41) তুমি একজন সুনাগরিক হিসাবে জলের অপচয় রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করবে?
Ans: NCERT Page 233
42) দূষক কাকে বলে?
Ans: NCERT Page 235
43) প্রধান বায়ুদূষক গুলির নাম করো?
উত্তর : কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং সালফার-ডাই-অক্সাইড।
44) বিশ্ব উষ্ণায়ন এর প্রধান কারণ কি?
উত্তর : বায়ুতে কার্বন ডাই অক্সাইড এর মত গ্রীনহাউস গ্যাস গুলোর মাত্রাধিক্য বিশ্ব উষ্ণায়ন এর প্রধান কারণ।
45) কয়েকটি প্রধান জল দূষক এর নাম করো?
উত্তর : নর্মদার নোংরা জল, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ এবং শিল্প কারখানা থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ।
46) জল সংরক্ষণ একান্ত প্রয়োজন কেন?
47) তাজমহলের অপরূপ সৌন্দর্য কিভাবে হারাচ্ছে ব্যাখ্যা করো?
1) বায়ু দূষণ কি?
Ans: NCERT PAGE : 235
2) বায়ুর উপাদান গুলি লেখ?
Ans: NCERT PAGE : 225
3) বায়ুতে শতকরা কত ভাগ নাইট্রোজেন , অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আছে?
উত্তর : নাইট্রোজেন 78 ভাগ, অক্সিজেন 21 ভাগ এবং কার্বন ডাই অক্সাইড 0.03 ভাগ।
4) বায়ু দূষক কি?
Ans: NCERT PAGE : 226
5)কোন কোন প্রাকৃতিক ঘটনার দ্বারা বায়ু দূষিত হয়?
উত্তর : দাবানল এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দ্বারা প্রাকৃতিক ভাবে বায়ু দূষিত হয়।
6) বায়ু দূষণের বিভিন্ন কারণগুলি লেখ?
7) যানবাহন থেকে নির্গত কোন বিষাক্ত গ্যাস বায়ুকে দূষিত করে?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং ধোঁয়া ।
8) পেট্রোল ও ডিজেলের অসম্পূর্ণ দহনে কোন গ্যাস উৎপন্ন হয়?
Ans: কার্বন মনোক্সাইড ।
9) কার্বন মনোক্সাইড আমাদের ক্ষতিকারক কেন?
উত্তর : কার্বন মনোক্সাইড আমাদের রক্তে অক্সিজেন বহন ক্ষমতাকে কমিয়ে আনে, ফলে শ্বাসকষ্টের অভাবে মানুষ মারাও যেতে পারে।
10) ধোঁয়াশা কি? এর ক্ষতিকারক প্রভাব লেখ?
উত্তর : ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণকে ধোঁয়াশা বলে।
এই ধোঁয়াশা নানা রকম শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন হাঁপানি, কফ-কাশি এবং শিশুদের শ্বাস কষ্টের কারণ।
11) পেট্রোলিয়াম শোধনাগার থেকে কোন কোন বায়ু দূষক উৎপন্ন হয় ?
উত্তর : সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই-অক্সাইড।
12) কয়লা পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয় ?
উত্তর : কার্বন ডাই অক্সাইড ।
13) CFC এর পুরো নাম কি?
Ans: ক্লোরোফ্লোরো কার্বন।
14) ক্লোরো ফ্লোরো কার্বন ( CFC ) এর উৎস গুলি লেখ?
উত্তর : রেফ্রিজারেটর , এয়ারকন্ডিশনার এবং বিভিন্ন ধরনের এরোসল স্প্রে।
15) কোন গ্যাস ওজোন স্তরকে ক্ষতি করে?
Ans : CFC .
16) ওজোন স্তরের কাজ লেখ?
উত্তর : সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে জীবজগতকে রক্ষা করে।
17) বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব লেখ?
18) এসিড বৃষ্টি কি?
19) মার্বেল ক্যান্সার বা স্টোন ক্যান্সার কি?
20) এসিড বৃষ্টির জন্য দায়ী ক্ষতিকারক গ্যাস গুলি কি কি?
উত্তর : সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই-অক্সাইড।
21) CNG ও LPG এর পুরো নাম কি?
22) গ্রীন হাউস এফেক্ট কি?
23) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?
25) কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম করো?
26) বিশ্ব উষ্ণায়ন একটি মারাত্মক হুমকি ব্যাখ্যা করো?
Ans: NCERT Page 229
27) কিয়োটো প্রটোকল কি?
উত্তর : কিয়োটো প্রটোকল হলো এমন একটি চুক্তি , যেখানে গ্রিন হাউস গ্যাসের নির্গমনকে কমিয়ে আনার ব্যাপারে সহমত পোষণ করা হয়েছে।
28) ভারতের কোন হিমবাহ বিশ্ব উষ্ণায়নের ফলে গলতে শুরু করেছে ?
উত্তর: গঙ্গোত্রী হিমবাহ।
29) ভারতের কোন শহরটি বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণযুক্ত শহর?
উত্তর : দিল্লি ।
30) বায়ুদূষণ রোধে আমরা কি কি করতে পারি?
Ans: NCERT Page 229
31) কোন জ্বালানি বায়ু দূষণ করে না?
উত্তর : CNG .
32) শক্তির চাহিদা মেটানোর জন্য কি ধরনের শক্তি ব্যবহার করা উচিত?
উত্তর : সৌরশক্তি , জলশক্তি এবং বায়ু শক্তি।
33) প্রতিবছর কোন মাসে বনমহোৎসব পালন করা হয়? উত্তর : জুলাই মাসে।
34) জল দূষক কি?
Ans: NCERT Page 231
35) জল দূষণ কাকে বলে? জল কিভাবে দূষিত হয়?
Ans: NCERT Page 232
36) জলের মধ্যে কোন কোন পদার্থ উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বিষক্রিয়া ঘটায়?
উত্তর : আর্সেনিক , সীসা এবং ফ্লোরাইড জাতীয় পদার্থ।
37) কয়েকটি জল বাহিত রোগের নাম করো?
উত্তর : কলেরা , টাইফয়েড ও জন্ডিস।
38) পানীয় জল কি?
উত্তর : বিশুদ্ধ এবং পানের যোগ্য জলকে পানীয় জল বলে ।
39) কিভাবে আমরা জলকে পানের উপযুক্ত করতে পারি?
অথবা, জলকে কিভাবে বিশুদ্ধ করা যায়?
Ans: NCERT Page 233
40) ক্লোরিনেশন কাকে বলে?
Ans: NCERT Page 233
41) তুমি একজন সুনাগরিক হিসাবে জলের অপচয় রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করবে?
Ans: NCERT Page 233
42) দূষক কাকে বলে?
Ans: NCERT Page 235
43) প্রধান বায়ুদূষক গুলির নাম করো?
উত্তর : কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং সালফার-ডাই-অক্সাইড।
44) বিশ্ব উষ্ণায়ন এর প্রধান কারণ কি?
উত্তর : বায়ুতে কার্বন ডাই অক্সাইড এর মত গ্রীনহাউস গ্যাস গুলোর মাত্রাধিক্য বিশ্ব উষ্ণায়ন এর প্রধান কারণ।
45) কয়েকটি প্রধান জল দূষক এর নাম করো?
উত্তর : নর্মদার নোংরা জল, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ এবং শিল্প কারখানা থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ।
46) জল সংরক্ষণ একান্ত প্রয়োজন কেন?
47) তাজমহলের অপরূপ সৌন্দর্য কিভাবে হারাচ্ছে ব্যাখ্যা করো?
No comments