আমাদের চারপাশের পদার্থ , প্রথম অধ্যায় , নবম শ্রেণী , Chemistry ( NCERT )-2020

)Chemistry 1st chapter : Class IX ( TBSE / CBSE )

** Matter in Our Surroundings **



*** কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
Teacher : Biplab Debnath (9862482065)*
1) পঞ্চতত্ত্ব অনুসারে পদার্থের মূল উপাদান গুলি কি কি? 
Ans : বায়ু , পৃথিবী, অগ্নি, আকাশ এবং জল।
2) ভরের  SI একক কি ?
Ans : কেজি ( Kg )
3) আয়তনের SI একক কি?
Ans : লিটার 
4) পদার্থের কণাগুলি কতটা ক্ষুদ্র?
Ans : খুবই ক্ষুদ্র । আমরা যতটা ক্ষুদ্র কল্পনা করতে পারি তার থেকেও ক্ষুদ্র।
5) পদার্থের কণাগুলির কয়েকটি ধর্ম লিখ?
Ans : i) পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বর্তমান।
ii) পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল।
iii) পদার্থের কণাগুলো পরস্পর পরস্পরকে আকর্ষণ করে।
6) গতিশক্তি কাকে বলে?
Ans: কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে , সেই শক্তিকে বস্তুটির গতিশক্তি বলে।
7) ব্যাপন কাকে বলে?
Ans : Ans : দুটি ভিন্ন পদার্থের কণাগুলো নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াকে ব্যাপন বলে।
8) পদার্থের সংকোচনশীলতা ধর্ম কি?
Ans : চাপ বৃদ্ধিতে পদার্থের আয়তন হ্রাস পায় এই ঘটনাকে পদার্থের সংকোচনশীলতা ধর্ম বলে।
9) আমাদের চারপাশে অবস্থিত পদার্থের কয়টি ধর্ম ও  কি কি?
Ans : তিনটি। কঠিন , তরল এবং গ্যাসীয়।
10) একটি রাবার ব্যান্ডকে টানলে এর আকৃতির পরিবর্তন হয় । তবে এটি কি কঠিন পদার্থ?
Ans : Page : 04 ( NCERT )
11) স্পঞ্জে চাপ দিলে এটি সংকুচিত হয় । এটি কি কঠিন পদার্থ এবং কেন?
Ans : Page : 04 ( NCERT )
12) কঠিন পদার্থের কয়েকটি বৈশিষ্ট্য লেখ?
Ans :  i) নির্দিষ্ট চাপ উষ্ণতায় কঠিন পদার্থের আকার আয়তন সর্বদা নির্দিষ্ট থাকে।  
 ii) কঠিন পদার্থের অনুগুলির আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি হয়।  
 iii) তাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন খুব কম বৃদ্ধি পায়।  
iv) চাপ প্রয়োগ করে কঠিন পদার্থের আয়তন কমানো যায় না।
13) তরল পদার্থের কয়েকটি বৈশিষ্ট্য লিখ?
Ans :  i) তরল পদার্থের দৃঢ়তা নেই, খুব সহজেই তরলের আকার আকৃতির পরিবর্তন ঘটানো যায়।   
ii) স্থির তরলের উপরিতল সর্বদা অনুভূমিক হয়।  
iii) প্রচন্ড চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন সামান্য কমে।
14) গ্যাসীয় পদার্থের কয়েকটি বৈশিষ্ট্য লেখ?
Ans :  i) গ্যাসীয় পদার্থের দৃঢ়তা নেই।   
 ii) গ্যাসীয় পদার্থের অনুগুলির মধ্যে আন্তঃআণবিক ব্যবধান সবচেয়ে বেশি।   
 iii) উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়।   
iv) স্থির উষ্ণতায়, গ্যাসীয় পদার্থের উপর চাপ বাড়ালে এর আয়তন কমে।
15) কোন পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি?
Ans : গ্যাসীয় পদার্থ ।
16) LPG ও CNG এর পুরো নাম কি? 
কোন ধর্মের সাহায্যে এদের সিলিন্ডার মধ্যে রাখা হয়?
Ans : LPG  = Liquefied Petroleum Gas. 
         CNG = Compressed Natural Gas
* গ্যাসের সংকোচনশীলতা ধর্ম।
17) চাপ কি ? এর একক লেখ?
Ans :  একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কে চাপ বলে।
এর একক পাস্কাল।
18) আন্তঃআণবিক আকর্ষণ বল কি?
Ans : পদার্থের কণাগুলি একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে।
19) কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি এবং কোন পদার্থের কম?
Ans : বেশি : কঠিন পদার্থের ,
 কম : গ্যাসীয় পদার্থের।
20) কোন পদার্থের আন্তঃআণবিক ব্যবধান সবচেয়ে বেশি এবং কোন পদার্থের কম?
Ans : আন্তঃআণবিক ব্যবধান বেশি : গ্যাসীয় পদার্থের , কম : কঠিন পদার্থের।
21) সুইমিংপুলে একজন ডুবুরি জল কেটে ডুব দিতে পারে , ঘটনাটি পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে?
Ans : পদার্থের আন্তঃআণবিক ব্যবধানকে প্রকাশ করে।
22) গরম রান্না করা খাবারের গন্ধ কয়েক মিটার দূর থেকে পাওয়া যায়, কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ পেতে হলে কাছে যেতে হয় কেন?
Ans : পদার্থের কণাগুলি অবিরাম গতিশীল । গরম করা খাবারের মধ্যে উষ্ণতা বেশি যার ফলে খাবারের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পেয়ে দূরে গিয়ে পৌঁছায় । ফলে খাবারের গন্ধ দূর থেকে পাওয়া যায়। কিন্তু ঠান্ডা করা খাবারের মধ্যে উষ্ণতা কম যার ফলে খাবারের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি না পেয়ে দূরে গিয়ে পৌছায় না। তাই ঠান্ডা খাদ্যদ্রব্য থেকে গন্ধ দূর থেকে পাওয়া যায় না, কাছে যেতে হয়।
23) কোন পদার্থ বেশি সংকোচনশীল?
Ans : গ্যাসীয় পদার্থ।
24) কঠিন পদার্থ গুলি দৃঢ় হয় কেন?
Ans : আমরা জানি কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি।
বাইরে থেকে বল প্রয়োগ করলে কঠিন পদার্থ গুলো নিজেদের আকৃতি বজায় রাখার প্রবণতা দেখায়। যার ফলে বল প্রয়োগ করে কঠিন পদার্থকে ভাঙ্গা যেতে পারে কিন্তু তাদের আকৃতির পরিবর্তন করা কষ্টসাধ্য। সেজন্য কঠিন পদার্থ গুলি দৃঢ়  হয়।
25) উষ্ণতার এসআই একক কী?
Ans : ক্যালভিন ( K )।
26) কঠিন অপেক্ষা তরলের ব্যাপনের হার বেশি হয় কেন?
Ans : কারণ , কঠিন অবস্থার তুলনায় তরল অবস্থায় কণাগুলি সহজে চলাচল করতে পারে এবং কণাগুলোর মধ্যবর্তী ব্যবধান কঠিন পদার্থের তুলনায় বেশি।
27) বরফের গলনাঙ্ক কত?
Ans : 273.15 K.
28) গলনাঙ্ক কাকে বলে?
Ans : প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তা ,ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে।
29) "লেটেন্ট" কথার অর্থ কি ?
Ans : লুক্কায়িত।
30) কোন উষ্ণতাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে নিতে হলে কত যোগ করতে হবে?
Ans : 273
31) সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক লিখ?
Ans : কেলভিন স্কেলের পাঠ = ( 273 + সেলসিয়াস স্কেলের পাঠ ) K.
32) উষ্ণতার সাথে পদার্থের কণাগুলির গতিশক্তির সম্পর্ক কি ?
Ans : উষ্ণতা বৃদ্ধির সাথে পদার্থের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়।
33) গলন ( Melting ) কাকে বলে?
Ans : একটি নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে , তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে ।
34) লীনতাপ ( Latent Heat ) কাকে বলে?
Ans : উষ্ণতা স্থির রেখে একক ভরের কোন পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় , সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীনতাপ বলে।
35) লীনতাপের একক কি?
Ans : CGS : ক্যালোরি / গ্রাম
SI :  জুল / কেজি .
36) কঠিন পদার্থের গলন তাপ কাকে বলে?
Ans : প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে 1 কেজি কঠিন পদার্থকে তার গলনাংকে গলিয়ে তরল পদার্থে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় , তাকে ওই কঠিন পদার্থের গলন তাপ বলে।
37) বরফ গলনের লীনতাপ কত?
Ans : CGS পদ্ধতিতে বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি/গ্রাম।
38) 0°C উষ্ণতার বরফ ও জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা এবং কেন?
Ans : বরফ বেশি ঠান্ডা।  কারণ , প্রমাণ চাপে 1 গ্রাম বরফ উষ্ণতা স্থির রেখে সম উষ্ণতার জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ শক্তির প্রয়োজন অর্থাৎ প্রতি গ্রাম জলে 80 ক্যালোরি তাপ শক্তি বেশি থাকে। যেহেতু 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ শক্তি কম থাকে তাই  বরফ
বেশি ঠান্ডা।
39) বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বুঝ?
Ans : বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে বুঝায় যে, প্রমাণ চাপে, 0°C উষ্ণতার এক গ্রাম ভরের বরফকে উষ্ণতা স্থির রেখে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ শক্তির প্রয়োজন।
40) কোন তার থার্মোমিটারে ধরা পড়ে না?
Ans : লীনতাপ।
41) স্ফুটনাঙ্ক কাকে বলে?
Ans : প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোন তরল ফুটতে শুরু করে তাকে ওই তরলের স্ফুটনাংক বলে।
42) জলের স্ফুটনাঙ্ক কত?
Ans : 100°C
43) জলের স্ফুটনাঙ্ককে কেলভিন স্কেলে প্রকাশ করো?
Ans : (100+273)= 373 K.
44) কঠিন পদার্থ যখন গলতে শুরু করে তখন তার উষ্ণতা স্থির থাকে, তাহলে তাপশক্তি কোথায় যায়?
Ans : কঠিন যখন গলতে শুরু করে তরলে পরিণত হয় তখন তাপ শক্তি তরল পদার্থের কনাগুলির মধ্যে থাকে।
45) জলের বাষ্পীভবনের লীন তাপ কত?
Ans : 537 ক্যালোরি/ গ্রাম।
46)100°C উষ্ণতার জল ও বাষ্পের ( Steam) মধ্যে কোনটি অধিক গরম এবং কেন?
Ans : 100°C উষ্ণতার জল অপেক্ষা বাষ্পে অধিক তাপ শক্তি ( 537 ক্যালোরি/ গ্রাম) থাকে। এর কারণ হচ্ছে তপ্ত বাষ্পের কণাগুলো বাষ্পীভবনের জন্য লীনতাপরূপে অতিরিক্ত তাপশক্তি শোষণ করে। ফলে বাষ্প অধিক গরম হয়।
47) গলনের বিপরীত প্রক্রিয়ার নাম কি?
Ans : কঠিনীভবন।
48) বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়াটির নাম কি?
Ans : ঘনীভবন।
49) উর্ধ্বপাতন কাকে বলে?
Ans : যে পদ্ধতিতে কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে উর্ধ্বপাতন বলে।
50) অবক্ষেপণ কি?
Ans : যে পদ্ধতিতে কোন গ্যাসীয় পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত  হয় , তাকে অবক্ষেপণ বলে।
51) কোন কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়?
Ans : নিশাদল , আয়োডিন ও কর্পুর ।
52) গ্যাসীয় পদার্থের উপর চাপ প্রয়োগ করলে কি ঘটবে?
Ans: গ্যাসীয় পদার্থের উপর চাপ প্রয়োগ করলে গ্যাস সংকুচিত হবে। যার ফলে গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হয়।
53) শুষ্ক বরফ কি?
Ans: কঠিন কার্বন-ডাই-অক্সাইডকে শুষ্ক বলে।
54) পদার্থের অবস্থার পরিবর্তন কি কি বিষয়ের উপর নির্ভর করে?
Ans : চাপ এবং তাপমাত্রার উপর।
55) বায়ুমণ্ডলীয় গ্যাসগুলোকে তরলীকৃত করার পদ্ধতি উল্লেখ কর?
Ans : অতি উচ্চচাপে এবং অতি নিম্ন উষ্ণতায় সম্পন্ন করা হয়।
56) যে কোন পদার্থের অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতা স্থির থাকে কেন?
Ans : কারণ , লীনতাপ গৃহীত বা বর্জিত হয় ।
57) 300K উষ্ণতা কে সেলসিয়াস স্কেলে রূপান্তরিত কর?
Ans : 300K = ( 300 - 273 )° C = 27°C
58) বাষ্পায়ন কাকে বলে?
Ans : স্ফুটনাঙ্কের নিচে যে কোন উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে।
59) বাষ্পায়নকে প্রভাবিত করে এমন বিষয় সমূহ আলোচনা কর?
( Factors affecting evaporation )
অথবা , বাষ্পায়নের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা কর?
Ans :
ক) তরলের উপরিতলের ক্ষেত্রফল : তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হয়, তরলের বাষ্পায়নের হার তত বেশি হবে।
খ) উষ্ণতা : কোন তরলের উষ্ণতা যত বেশি বৃদ্ধি পাবে, বাষ্পায়ন তত বেশি হবে।
খ) বায়ুপ্রবাহ : তরলের ওপর বায়ুপ্রবাহ যত বেশি হয় বাষ্পায়ন ও তত বেশি হয়।
ঘ) আদ্রতা : বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণই হলো আদ্রতা। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত কম হবে, বাষ্পায়নের  হার তত বেশি হবে।
ঘ) তরলের ওপর চাপ : তরলের ওপর বায়ুমন্ডলের চাপ যত কম হয়, বাষ্পায়নের হার ততো বেশি হয়।
60) কোথায় তরলের বাষ্পায়ন এর হার সবচেয়ে বেশি?
Ans : বায়ুশূন্য স্থানে।
61) বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লিখ ?
Ans :
ক) যে কোনো তাপমাত্রায় তরলের মুক্ততল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তর হওয়াকে বাষ্পায়ন বলে ।
এবং স্থির চাপে নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সমস্ত স্তর হতে দ্রুত বাষ্পে রূপান্তরিত হওয়াকে স্ফুটন বলে।
(খ) বাষ্পায়ন যে কোনো তাপমাত্রায় ঘটে ।
কিন্তু স্ফুটন কেবল নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে ঘটে।
(গ) বাষ্পায়ন তরলের উপরিতলে ঘটে ।
 কিন্তু স্ফুটন তরলের সর্বত্র ঘটে।
ঘ ) বাষ্পায়ন নিঃশব্দে হয় ।
এবং স্ফুটন সশব্দে হয়।
ঙ) বাষ্পায়ন একটি মন্থর প্রক্রিয়া ।
এবং স্ফুটন দ্রুত প্রক্রিয়া।
62) একফোঁটা স্পিরিট হাতে নিলে ঠান্ডা বোধ হয় কেন?
Ans : স্পিরিট একটি উদ্বায়ী পদার্থ। তাই এটি দ্রুত বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হওয়ার জন্য যে লীনতাপের প্রয়োজন, তা আমাদের হাতের তালু থেকে সংগৃহীত করে , তাই হাতের তালু ঠান্ডা বোধ হয়।
63) বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি হয় কেন?
Ans : কোন তরলের বাষ্পায়নের সময় যে লীনতাপের প্রয়োজন তা ওই তরল নিজের ভেতর বা আশপাশ থেকে সংগ্রহ করে।এর ফলে তরলের নিজের বা আশপাশের অঞ্চলের তাপমাত্রা কমে যায় তাই বাষ্পায়নের শৈত্যের সৃষ্টি হয়।
64) গ্রীষ্মকালে আমরা সুতির কাপড় পরিধান করি কেন?
Ans : NCERT Page 10
65) বরফ-শীতল জলপূর্ণ একটি গ্লাসের বাইরের দিকে বিন্দু বিন্দু জল দেখা যায় কেন?
Ans : NCERT Page 10
66) বাষ্পীভবনের লীন তাপ কাকে বলে?
Ans : NCERT Page 11
67) পদার্থের চতুর্থ অবস্থার নাম কি?
Ans : প্লাজমা।
68) প্লাজমা কি?
Ans : যে অবস্থায় পদার্থের কণাগুলি সম্পূর্ণরূপে আয়নিত হয়ে থাকে তাকে প্লাজমা অবস্থা বলে।
69) সূর্য বা নক্ষত্রে পদার্থ কি অবস্থায় থাকে ?
Ans : প্লাজমা।
70) সূর্য ও নক্ষত্রগুলোর উজ্জ্বলতার জন্য পদার্থের  কোন অবস্থা দায়ী ?
Ans : প্লাজমা অবস্থা ।
71) প্রতিপ্রভা ( Fluorescent ) টিউব এবং নিয়ন বাতি কিভাবে জ্বলে উঠে?
Ans : নিয়ন বাল্বের ভেতর নিয়ন গ্যাস এবং প্রতিপ্রভা বাল্বে হিলিয়াম গ্যাস থাকে। যখন বাল্বের ভেতর তড়িৎ শক্তি প্রবাহিত হয় তখন গ্যাসগুলো আয়নিত হয় বা আহিত হয়। এভাবে আহিত হবার ফলে বাল্বের ভেতর প্লাজমা অবস্থা সৃষ্টি হয়। ফলে উজ্জ্বল আভা সৃষ্টি হয়ে  বাল্বটি জলে উঠে। গ্যাসের প্রকৃতি অনুযায়ী প্লাজমা অবস্থা থেকে সৃষ্ট আভা বিভিন্ন রংয়ের হয়।
72) টীকা লেখ : প্লাজমা।
Ans : যে অবস্থায় পদার্থের কণাগুলি সম্পূর্ণরূপে আয়নিত হয়ে থাকে তাকে প্লাজমা অবস্থা বলে। সূর্য নক্ষত্রগুলোর উজ্জ্বলতার জন্য পদার্থের  প্লাজমা অবস্থা  অবস্থা দায়ী নিয়ন বাল্বের ভেতর নিয়ন গ্যাস এবং প্রতিপ্রভা বাল্বে হিলিয়াম গ্যাস থাকে। যখন বাল্বের ভেতর তড়িৎ শক্তি প্রবাহিত হয় তখন গ্যাসগুলো আয়নিত হয় বা আহিত হয়। এভাবে আহিত হবার ফলে বাল্বের ভেতর প্লাজমা অবস্থা সৃষ্টি হয়। ফলে উজ্জ্বল আভা সৃষ্টি হয়ে  বাল্বটি জলে উঠে। গ্যাসের প্রকৃতি অনুযায়ী প্লাজমা অবস্থা থেকে সৃষ্ট আভা বিভিন্ন রংয়ের হয়।
73) পদার্থের পঞ্চম অবস্থার নাম কি?
Ans : বোস আইনস্টাইন কনডেনসেট ( BEC ).
74) BEC এর পুরো নাম কি?
Ans: বোস আইনস্টাইন কনডেনসেট ।
75) পদার্থের "বোস আইনস্টাইন কনডেনসেট " অবস্থা কিভাবে পাওয়া যায়?
Ans : সাধারণ বায়ুর ঘনত্বের এক লক্ষ ভাগের একভাগ ঘনত্ব বিশিষ্ট কোন গ্যাসকে অতি নিম্ন উষ্ণতায় শীতল করলে বোস আইনস্টাইন কনডেনসেট অবস্থা পাওয়া যায়।
76) মাটির কলসির জল ঠান্ডা হয় কেন?
Ans : মাটির কলসিতে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে। ঐ সূক্ষ্ম ছিদ্র দিয়ে মাটির কলসির জল বাইরের গায়ে চুইয়ে পড়ে । সেই জল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লীনতাপ কলসির জল থেকে সংগ্রহ করে। তাই মাটির কলসির জল ঠান্ডা হয়।
77) শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
Ans : শীতকালে বায়ুর আর্দ্রতা কম থাকে তাই বাষ্পায়নের হার খুব বেশি হয়। যার ফলে বর্ষাকাল অপেক্ষা শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়।
78) গলনাঙ্কের উপর চাপের প্রভাব উল্লেখ কর?
Ans : 
i ) যে সকল কঠিন পদার্থের গলনের সময় আয়তন বাড়ে সে সকল পদার্থের উপর চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক বেড়ে যায়।
যেমন - তামা , রুপা , মোম।
ii ) যে সকল কঠিন পদার্থের গলনের ফলে আয়তন কমে যায় , সে সকল পদার্থের উপর চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কমে যায়। যেমন - বরফ , ঢালাই লোহা , পিতল।
79) হিম মিশ্রণ কি ?এর ব্যবহার লিখ?
Ans : যেসব মিশ্রন দিয়ে খুব কম উষ্ণতার সৃষ্টি করা হয় তাদের হিম মিশ্রণ বলে।
ব্যবহার  : এটি মাছ-মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়।
80) ইউটেক্টিক উষ্ণতা কি?
Ans : প্রমাণ চাপে যে উষ্ণতায় কোন দ্রবণের দ্রাব ও দ্রাবক একসঙ্গে জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই দ্রবণের ইউটেক্টিক উষ্ণতা বলে।
81) ঘনীভবনের দুটি প্রাকৃতিক ঘটনা লেখ?
Ans : মেঘ ,  কুয়াশা , বৃষ্টি ।
82) হিম-মিশ্রণ এর উষ্ণতা কত?
Ans :  - 21°C.
83) নিচের উষ্ণতা গুলিকে জলের ভৌত অবস্থা কেমন হবে ?
(a) 250°C     ,     (b) 100°C
Ans :  (a) বাষ্প       ,   (b) জল ও বাষ্পের মিশ্রণ।
84) পদার্থের অবস্থান্তর এর নিচের নকশাটি থেকে A,B,C,D,E এবং F এর নাম লেখ :-

Ans :  A = গলন , B = বাষ্পীভবন , C = ঘনীভবন , D = কঠিনীভবন
E = ঊর্ধ্বপাতন , F = অবক্ষেপন
85) কারণ লেখ : একটি গ্যাসকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের সমস্ত অংশ জুড়ে থাকে    
Ans : গ্যাসীয় পদার্থের অনুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান এত বেশি যে, প্রকৃতপক্ষে এদের মধ্যে আকর্ষণ বল খুব কমএই অবস্থায় অনুগুলির গতিশক্তি বেশি থাকায় এরা ইতস্তত ছুটোছুটি করে বেড়ায় যার ফলে পাত্রের সমস্ত অংশ জুড়ে থাকে
86)কারণ লেখ :  গ্যাস পাত্রের দেওয়াল গুলিকে চাপ প্রয়োগ করে । 
Ans : গ্যাসের কণাগুলি অনবরত বিভিন্ন দিকে বিভিন্ন বেগে গতিশীলএই অবস্থায় অনুগুলির গতিশক্তি বেশি থাকায় এরা ইতস্তত ছুটোছুটি করে বেড়ায় এবং তারা পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে
87 ) পদার্থের কোন ধর্মের জন্য ঘরের এক কোণে একটি ধূপকাঠিকে জ্বালিয়ে রাখলে তার গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়ে?
Ans : পদার্থের ব্যাপন ধর্মের জন্য ।
88) একটি কাঠের টেবিলকে অবশ্যই কঠিন বস্তু বলা হবে কেন 
Ans : কাঠতে কঠিন পদার্থ বলা হয় কারণ –  
i) কাঠের টেবিলের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে।   
ii) এটি দৃঢ়এবং চাপ প্রয়োগের সংকুচিত হয় না।    
iii) কাঠের অনুগুলির আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি।
89) কোন পদার্থের নির্দিষ্ট গলনাংক নেই? 
Ans : মাখন
90) আমরা বাতাসে সহজে হাত নাড়াচাড়া করতে পারে কিন্তু একই কাজ কঠিন কাঠের ব্লকে করতে হলে ক্যারাটে বিশেষজ্ঞের প্রয়োজন হয় কেন?     
Ans :  গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান খুব বেশি হওয়ায় আমরা বায়ুর মধ্যে সহজেই হাত নাড়াচাড়া করতে পারিকিন্তু কঠিন কাঠের কণা গুলির মধ্যে আকর্ষণ শক্তি খুবই শক্তিশালী , তাই একই কাজ কঠিন কাঠের ব্লক করতে হলে ক্যারেট বিশেষজ্ঞের প্রয়োজন হয়

91) সাধারণত তরলের ঘনত্ব কঠিন এর তুলনায় কম হয়তুমি অবশ্যই বরফকে জলে ভাসতে দেখেছো এর কারণ খুঁজে ব্যাখ্যা করো

Ans : জল অপেক্ষা কঠিন বরফের কেলাসে অনুগুলির মধ্যে অধিক পরিমাণে ফাঁকা জায়গা বর্তমানফলে বরফের আয়তন জলের তুলনায় বেশি হয় অর্থাৎ বরফের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম হয়তাছাড়া 40C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় তাই সম আয়তন জলের চেয়ে বরফ হাল্কা হয়ে জলে ভাসে

92) একটি মরু শীতলক ( Desert Cooler ) উষ্ণ এবং শুষ্ক দিনে ভালো কাজ করে কেন?

Ans : উষ্ণ শুষ্ক দিনে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকায় মরু শীতলকের ভিতরে উপস্থিত জলের বাষ্পায়ন বেশি পরিমাণে হয়বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীনতাপ শীতলকের ভিতর বা আশপাশ থেকে সংগ্রহ করেফলে আশপাশ ঠান্ডা থাকেতাই উষ্ণ শুষ্ক দিনে মরু শীতলক ভালো কাজ করে

93) গরম চা বা দুধ কাপের তুলনায় প্লেটে ঢেলে সহজে চুমুক দিয়ে পান করা যায় কেন?

Ans : কাপের তুলনায় প্লেটের উপরে তলের ক্ষেত্রফল বেশি।  প্লেটের উপরিতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় বাষ্পায়নের হার বেশি হয়যার ফলে প্লেটের চা বা দুধ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় , তাই সহজে পান করা যায়

94) কারণ লিখ : i) ন্যাপথলিন এর গুটি উন্মুক্ত রাখলে সময়ের সঙ্গে সঙ্গে উড়ে যায়

               ii) বেশ কয়েক মিটার দূরে বসে থেকেও আমরা পারফিউমের গন্ধ পাই

Ans : i) ন্যাপথলিন সহজেই ঊর্ধপাতিত হয়ে কঠিন থেকে বাষ্পে পরিণত হয়তাই বাতাসে উড়ে যায়

ii) পারফিউমের গন্ধ ব্যাপন প্রক্রিয়ার জন্য , পারফিউমের কণাগুলি বাতাসের কণার সঙ্গে দ্রুত হারে মিশে যায় এবং অনেক দূর পর্যন্ত গন্ধ ভেসে যায়

95) যুক্তিসহ কারণ লেখ :  ঘরের উষ্ণতায় জল একটি তরল পদার্থ

Ans : ঘরের উষ্ণতায় জলের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোন আকার নেইযে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারন করে। ii) জল একটি প্রবাহী কারণ এটি সহজেই প্রবাহিত হয়

96) গরমকালে ঘর্মাক্ত দেহে পাখার বাতাসে আমরা আরাম বোধ করি কেন?

Ans : ঘর্মাক্ত অবস্থায় পাখার নিচে বসলে ঘাম বাষ্পীভূত হয়বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লীনতাপ আমাদের শরীর থেকে নেয়, তাই আমাদের শরীর ঠান্ডা বোধ হয়

97) সংকট উষ্ণতা কি?  

Ans :  প্রত্যেকটি গ্যাসীয় পদার্থের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে যত চাপই প্রয়োগ করা হোক না কেন গ্যাসটিকে তরলে রুপান্তর করা যায় নাএই তাপমাত্রাকে উক্ত গ্যাসের ক্রান্তিক বা সংকট তাপমাত্রা বলে

98) পদার্থের তিনটি অবস্থার পার্থক্য লেখ?   

Ans : 

#TBSE Class 9 & 10 Science Full Suggestion ( With Answer ) available Here
Contact : 9862482065 ( WhatsApp )

 Tution : Class-IX Admission Open 2020/2021 , Tripura Board :
***Goto YouTube Channel ( Class IX Mathematics More Video available here):

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.