তড়িৎ বিজ্ঞান ( electricity ), Part -4 ,Class-10 , Some Important Question

Physics 12th chapter : Class X ( TBSE / CBSE ) New Syllabus-2020/
তড়িৎ বিজ্ঞান ( electricity )
Part-04  [ Topic : বৈদ্যুতিক শক্তি ও বৈদ্যুতিক ক্ষমতা ] :
( Some Important Question 93 --- 110 With Answer ) 

93) বৈদ্যুতিক শক্তি ( electrical energy )কি? এর এস.আই একক কি?
Ans : কোন তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যই হলো বৈদ্যুতিক শক্তি। 
• বৈদ্যুতিক শক্তি = প্রবাহমাত্রা x বিভব-প্রভেদ x সময় ।
• বৈদ্যুতিক শক্তির SI একক জুল ।
94) বৈদ্যুতিক ক্ষমতা ( electric power ) কি?
Ans : কোন বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে যে কৃতকার্য করে তাকে ওই যন্ত্রের ক্ষমতা বলে।
• বৈদ্যুতিক ক্ষমতা =  বিভব প্রভেদ x প্রবাহমাত্রা।
95) বৈদ্যুতিক ক্ষমতার ব্যবহারিক একক কি?
Ans : ওয়াট

96) ওয়াট-ঘন্টা এবং কিলোওয়াট-ঘন্টা ( kWh ) কি?
Ans : 
• ওয়াট-ঘন্টা : 
এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় হয় , তাকে 1 ওয়াট-ঘন্টা বলে।
• কিলোওয়াট ঘন্টা : 
1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় হয় , তাকে 1 ওয়াট-ঘন্টা বলে।
97) ওয়াট ঘন্টা ও জুলের সম্পর্ক লিখ?
Ans : 1 ওয়াট-ঘন্টা = 3600 জুল ।
98) 1kWh = কত জুল?
Ans : 36,00,000 জুল।
99) ওয়াট এবং ওয়াট-ঘন্টার পার্থক্য লেখ?
Ans : 
100) একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220V--100W লেখা আছে । এ কথাটির তাৎপর্য লিখ?
Ans : 
i ) 220V বিভব-প্রভেদে জ্বলন্ত অবস্থায় বাতিটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা হবে (100/220)A = 0.45A
ii ) বাতিটি কে 220V বিভব-প্রভেদের লাইনের সঙ্গে যুক্ত করতে হবে।
iii) 220V বিভব-প্রভেদ এ যুক্ত অবস্থায় বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে।
iv) জ্বলন্ত অবস্থায় বাতির ফিলামেন্ট এর রোধ হবে 484 ওহম।
101) 220V--100W বাতির রোধ এবং সর্বোচ্চ প্রবাহমাত্রা কত হবে? TBSE - 2003
102) LED ও CFL এর পুরো নাম কি?
103) তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি?
Ans : কিলোওয়াট ঘন্টা ( BOT ).
104) ওয়াট ও ভোল্টের মধ্যে সম্পর্ক লিখ ?
Ans : ওয়াট = ভোল্ট x অ্যাম্পিয়ার ।
105) BOT  কিসের একক?
Ans : ব্যয়িত তড়িৎ শক্তির একক।
106) 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ 1 ঘন্টা ধরে চললে কি পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে?  TBSE - 1984 ,2012
Ans : 
107) কোন বাড়িতে 220V-100W  দুটি বাল্ব প্রতিদিন চার ঘণ্টা করে জ্বলে। 1 মাসে ( 30 দিন ) ব্যয়িত বৈদ্যুতিক শক্তি এবং মাসিক খরচ নির্ণয় কর ? ( প্রতি ইউনিট তড়িৎ শক্তির মূল্য 2 টাকা ) TBSE - 2008
Ans: 
108) একজন ভোক্তা প্রতিদিন 50W এর তিনটি পাখা এবং 60W এর চারটি বৈদ্যুতিক বাতি 5 ঘন্টা করে ব্যবহার করেন । প্রতি ইউনিট এর মূল্য 4 টাকা হলে জুন মাসের বিল কত হবে? TBSE - 2014
Ans: 
109) কোন বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট জেনারেটর সাথে যুক্ত। প্রবাহমাত্রা 0.50A হলে বাল্বটির ক্ষমতা কত?
Ans: ক্ষমতা ( P ) = V.I = 220x0.50 = 110 W
110) ওয়াট-ঘন্টা দিয়ে কি পরিমাপ করা হয়?
Ans : ব্যয়িত তড়িৎ শক্তি ।
111) তড়িৎপ্রবাহ দ্বারা শক্তি সরবরাহের হার কি নির্দেশ করে?
Ans : তড়িৎ ক্ষমতা।

 Tution : Class- X Admission Open 2020/2021 , Tripura Board : 
*** তড়িৎ বিজ্ঞান ( electricity ) :   Part - 03 link 
***Goto YouTube Channel :    




No comments

Theme images by mammamaart. Powered by Blogger.