তড়িৎ বিজ্ঞান ( electricity ) : Some Important Question With Answer // TBSE//CBSE, Part : 03
Physics 12th chapter : Class X ( TBSE / CBSE ) New Syllabus- 2020/2021
( Some Important Question 73 --- 92 With Answer )
Part-03 [ Topic : অ্যামমিটার ও ভোল্টমিটার, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ, ফিউজ তার ] :Teacher : Biplab Debnath
( Some Important Question 73 --- 92 With Answer )
Part-03 [ Topic : অ্যামমিটার ও ভোল্টমিটার, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ, ফিউজ তার ] :Teacher : Biplab Debnath
73) ভোল্টামিটার ও অ্যামমিটার দিয়ে কী কী ভৌত রাশি পরিমাপ করা হয় ?
Ans : ভোল্টামিটার দিয়ে কোনো বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় । আর , অ্যামমিটার দিয়ে কোনো তড়িৎ বর্তনীর প্রবাহমাত্রা মাপা হয় ।
74) অ্যামমিটার ও ভোল্টমিটার কাকে বলে ?
Ans :
যে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে কোন বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়, তাকে অ্যামমিটার বলে।
* যে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে তড়িৎচ্চালক বল কিংবা কোন বদ্ধ বর্তনীর দুই বিন্দুর মধ্যে বিভেদ ভোল্ট এককে পরিমাপ করা হয়, তাকে ভোল্ট মিটার বলে।
75) অ্যামমিটার ও ভোল্টমিটারের মধ্যে পার্থক্য লিখ?
Ans : i) ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ বা তড়িৎচ্চালক বল পরিমাপ করা হয়, কিন্তু অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপ করা হয়।
ii) ভোল্টমিটারের রোধ খুব বেশি হয়, কিন্তু অ্যামমিটারের রোধ খুব কম হয়।
iii) বর্তনীতে ভোল্টমিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, কিন্তু অ্যামমিটাকে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়।
Ans :
77) তড়িৎ প্রবাহের তাপীয় ফল কি?
Ans : কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িত্প্রবাহ পাঠালে পরিবাহী উত্তপ্ত হয়ে ওঠে— একেই তড়িত্প্রবাহের তাপীয় ফল বলে ।
এই অবস্থায় তড়িৎশক্তি তাপ শক্তিতে রুপান্তরিত হয় ।
78) তড়িৎপ্রবাহের তাপীয় ফলের দুটি ব্যবহার উল্লেখ করো ।
Ans : তড়িৎপ্রবাহের তাপীয় ফলের দুটি ব্যবহারিক প্রয়োগ হল :
বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রি ।
79) তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখ?
Ans : R রোধযুক্ত পরিবাহীতে যদি t সময় ধরে i প্রবাহমাত্রা চালু থাকে , তবে জুলের সূত্রকে নিম্নলিখিত রূপে প্রকাশ করা যেতে পারে —
[i] প্রথম সূত্র :- রোধ (R) ও সময় (t) অপরিবর্তিত থাকলে উত্পন্ন তাপ (H) প্রবাহমাত্রার (i) বর্গের সমানুপাতিক হয় । অর্থাৎ, H∝ i2 ; যখন R এবং t ধ্রুবক বা অপরিবর্তিত ।
[ii] দ্বিতীয় সূত্র :- প্রবাহমাত্রার (i) এবং সময় (t) অপরিবর্তিত থাকলে উত্পন্ন তাপ (H) রোধের (R) সমানুপাতিক হয় ।
অর্থাৎ H∝R ; যখন i এবং t ধ্রুবক বা অপরিবর্তিত ।
[ii] তৃতীয় সূত্র :- রোধ (R) ও প্রবাহমাত্রা (i) অপরিবর্তিত থাকলে উত্পন্ন তাপ (H) সময়ের (t) সমানুপাতিক হয় । অর্থাৎ H∝t ; যখন R এবং i ধ্রুবক বা অপরিবর্তিত ।
80) কোন তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 3 গুণ করলে তারে উৎপন্ন তাপ কত গুণ হবে?
Ans : জুলের সূত্র প্রথম অনুসারে, রোধ (R) ও সময় (t) অপরিবর্তিত থাকলে উত্পন্ন তাপ (H) প্রবাহমাত্রার (i) বর্গের সমানুপাতিক হয় । অর্থাৎ H∝ i2 .
সুতরাং পরিবাহীর রোধ ও সময় অপরিবর্তিত রেখে পরিবাহীর প্রবাহমাত্রা তিনগুণ করলে , পরিবাহিতে উৎপন্ন তাপ পূর্বের তাপের 9 গুণ হবে।
81) হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?
Ans : নাইক্রোম তার হলো নিকেল , ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু। এর রোধাঙ্ক ও গলনাঙ্ক খুব বেশি। তাই তড়িৎপ্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হলেও তারটি গলে না ।
82) বৈদ্যুতিক তাপ উৎপাদন যন্ত্রের কুণ্ডলী কোন পদার্থ দিয়ে তৈরি?
Ans : নাইক্রোম তার দিয়ে।
83) বৈদ্যুতিক বাতি নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ করা হয় কেন?
Ans : কারণ , নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ করলে ফিলামেন্টের জারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং বাষ্পীভবন খুব কম হওয়ার জন্য বাল্ব বেশি দিন টিকে থাকবে।
84) বৈদ্যুতিক হিটারে কুন্ডলীটি জ্বলতে থাকলে ও সংযোগকারী তারটি জ্বলে না কেন?
Ans : বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তারের কুন্ডলীটির রোধাঙ্কের মান খুব বেশি হয় । ফলে ওই কুন্ডলীতে তাপ উৎপাদনের হার খুব বেশি হয় এবং কুন্ডলীটি জ্বলতে থাকে। কিন্তু সংযোগকারী তারটির রোধাঙ্কের মান অনেক কম ফলে খুব কম উত্তপ্ত হয় । এজন্য সংযোগকারী তারটি জ্বলে না।
85) ফিউজ তার [Electric fuse] কি ?
Ans : বাড়িতে তড়িৎ বর্তনীর লাইনে নিরাপত্তার জন্য কম গলনাঙ্ক বিশিষ্ট কোনোও সংকর ধাতুর তৈরি এবং বেশি রোধের যে সরু তার শ্রেণি সমবায়ে লাইন তারের সঙ্গে সংযুক্ত করা হয়, যা নির্দিষ্ট সীমার বেশি তড়িৎ প্রবাহিত হলে উত্তপ্ত হয়ে নিজে থেকে গলে যায় এবং তড়িৎ-বর্তনীকে ছিন্ন করে দেয়, তাকে বৈদ্যুতিক ফিউজ বলে ।
86) ফিউজ তারের বৈশিষ্ট্য লিখ?
Ans : ফিউজ তারের গলনাঙ্ক খুব কম এবং রোধ খুব বেশি।
87) ফিউজ তারের উপাদান লেখ?
Ans : টিন ( 25% ) ও সিসা ( 75% )।
88) বাড়িতে তড়িৎ সংযোগ ব্যবস্থায় ফিউজ তার ব্যবহার করা হয় কেন?
Ans : ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ বেশি। এটি বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ফিউজ তারের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মানের বেশি তড়িৎ প্রবাহ গেলে তারটি গলে যায় বর্তনী ছিন্ন করে দেয়। যার ফলে অতিরিক্ত তড়িৎপ্রবাহ জনিত ক্ষতির হাত থেকে বাড়ির বৈদ্যুতিক লাইন এবং লাইনের সঙ্গে যুক্ত বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতিকে রক্ষা করে।
89) 5A ফিউজ তার বলতে কি বুঝ?
Ans : 5A ফিউজ তার বলতে বুঝায় যে, ওই তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা 5A এর বেশি হলে উৎপন্ন তাপে তারটি গলে গিয়ে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
90) বৈদ্যুতিক হিটার AC ও DC তে কাজ করে কেন?
Ans : জুলের সূত্র প্রথম অনুসারে, রোধ (R) ও সময় (t) অপরিবর্তিত থাকলে উত্পন্ন তাপ (H) প্রবাহমাত্রার (i) বর্গের সমানুপাতিক হয় । অর্থাৎ H∝ i2 .
যার ফলে হিটারে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার দিকের উপর নির্ভর করে না , তাই তাপীয় যন্ত্র গুলি ( হিটার ) AC ও DC তে কাজ করে ।
91) SI তে তাপের যান্ত্রিক তুল্যাংঙ্কের মান কত?
Ans : 1
92) শর্ট সার্কিট ( short circuit ) কি?
Ans : কোন কারনে বর্তনীর রোধ হঠাৎ কমে গেলে প্রবাহমাত্রা প্রচন্ডভাবে বেড়ে যায় , একে শর্ট-সার্কিট বলে।
Free Tution : Class- X Admission Open 2020/2021 , Tripura Board :
*** তড়িৎ বিজ্ঞান ( electricity ) : Part - 04 link
*** তড়িৎ বিজ্ঞান ( electricity ) : Part - 04 link
No comments