গতি ( Motion ) :Class-9 , Some Important Question,TBSE

Physics 1st chapter : Class IX ( TBSE / CBSE ): 2020
গতি ( Motion ) :
( Some Important Question With Answer ) 

1) গতি কাকে বলে?
Ans : কোন বস্তু যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন করে, তবে সে বস্তুকে গতিশীল বস্তু বলে।
2) সরল রৈখিক গতি ( Motion along a straight line ) কাকে বলে ?
Ans : কোন বস্তুর গতি যদি , বস্তুটির প্রতিটি অবস্থানে বস্তুর মধ্যস্থ যে কোনো দুটি কনার সংযোজী সরলরেখা পরস্পরের সমান্তরাল হয়, তবে বস্তুটির গতিকে সরলরৈখিক গতি বলে।
যেমন :  বন্দুক থেকে নির্গত বুলেটের গতি।
3) বৃত্তীয় গতি ( Circular motion ) কাকে বলে?
Ans : যখন কোন বস্তুকণা কোনো বৃত্তাকার পথ বরাবর গতি সম্পন্ন করে , তখন বস্তুটির গতিকে বৃত্তীয় গতি বলে। যেমন : সূর্যের চারদিকে পৃথিবীর গতি।
4) ঘূর্ণন গতি ( Spine motion ) কাকে বলে?
Ans : যদি কোন বস্তু নিজের অক্ষের সাপেক্ষে বস্তুটি চারিদিকে ঘুরে দিকের পরিবর্তন হয় কিন্তু বস্তুর কোনরূপ স্থানান্তরণ হয় না। তাকে ঘূর্ণন গতি বলে।
যেমন : ঘূর্ণায়মান পাখার গতি।
5) ঘূর্ণন ও বৃত্তীয় মধ্যে পার্থক্য লিখ?
Ans : 
i ) ঘূর্ণন গতিতে বস্তু নিজের অক্ষের সাপেক্ষে আবর্তিত হয়, কিন্তু বৃত্তীয় গতিতে বস্তুটি বাইরে অবস্থিত অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে আবর্তিত হয়।
ii ) ঘূর্ণন গতিতে বস্তুর কোনোরূপ স্থানান্তরণ হয় না , কিন্তু বৃত্তীয় গতিতে বস্তুটি স্থান পরিবর্তন করে।
6) দূরত্ব ( Distance ) এবং সরণ ( Displacement ) কাকে বলে? এদের একক লেখ?
Ans : 
দূরত্ব : কোন বস্তু কর্তৃক অতিক্রান্ত পথের মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে।
• CGS একক : সেমি।
• SI একক : মিটার ।
সরণ : সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোন গতিশীল বস্তুর স্থান পরিবর্তনকে বস্তুটির সরণ বলে।
• CGS একক : সেমি।
• SI একক : মিটার ।
7) সরণ কি ধরনের রাশি?
Ans : সরণের মান ও অভিমুখ দুটোই আছে, তাই সরণ একটি ভেক্টর রাশি।
8) সরণ কিভাবে পরিমাপ করা হয়?
Ans : কোন বস্তুর সরণ ঐ বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থান এর মধ্যকার নূন্যতম দূরত্ব দ্বারা সরণ পরিমাপ করা হয়।
9) একটি বস্তু দ্বারা অতিক্রান্ত পথ শূন্য নয় অথচ বস্তুটি সরণ শূন্য হতে পারে কি?
Ans : একটি বস্তু কোন স্থান থেকে যাত্রা শুরু করে আবার আগের স্থানে ফিরে এলে ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান শূন্য হবে না । কিন্তু যেহেতু বস্তুটির প্রথম ও শেষ অবস্থান একই  তাই বস্তুটির সরণ শূন্য হবে।
10) দূরত্ব ও সরণ এর মধ্যে পার্থক্য লেখ?
Ans :
• i ) কোন বস্তু কর্তৃক অতিক্রান্ত পথের মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে।
সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোন গতিশীল বস্তুর স্থান পরিবর্তনকে বস্তুটির সরণ বলে।
ii ) অতিক্রান্ত দূরত্ব সর্বদায় ধনাত্মক ।
কিন্তু সরণ ধনাত্বক, ঋণাত্মক কিংবা শূন্য হতে পারে।
iii ) দূরত্ব একটি স্কেলার রাশি।
 কিন্তু সরণ একটি ভেক্টর রাশি।
11) দ্রুতি ( Speed ) কাকে বলে? এর এস.আই একক লেখ?
Ans : সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে।
• SI একক : মিটার/সেকেন্ড
12) সমদ্রুতি ও অসম দ্রুতি ( uniform and non-uniform speed ) কাকে বলে?
Ans : 
যদি কোন বস্তু সমান সময়ের ব্যবধানে সব সময় সমান দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটির দ্রুতিকে সমদ্রুতি বলে।
• যদি কোন বস্তু সমান সময়ের ব্যবধানে সব সময় সমান দূরত্ব অতিক্রম না করে তবে বস্তুটির দ্রুতিকে অসম দ্রুতির বলে।
13) তাৎক্ষণিক দ্রুতি ( instantaneous Speed ) কি?
Ans : গতিশীল অবস্থায় কোন মুহূর্তে বস্তুর দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলা হয়।
14) মোটর গাড়িতে তাৎক্ষণিক দ্রুতি মাপার যন্ত্রের নাম কি?
Ans : স্পিডোমিটার।
15) মোটর গাড়িতে অতিক্রান্ত দূরত্ব মাপার যন্ত্রের নাম কি?
Ans : ওডোমিটার।
16) বেগ ( velocity ) কাকে বলে? এর একক লেখ?
Ans : সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে।
• বেগের সি.জি.এস একক : সেন্টিমিটার/সেকেন্ড
• বেগের এস.আই একক : মিটার/সেকেন্ড.
17) দ্রুতি কি জাতীয় রাশি?
Ans : স্কেলার রাশি।
18) বেগ কি ধরনের রাশি?
Ans : ভেক্টর রাশি।
19) দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখ?
Ans : i ) দ্রুতির মান আছে কিন্তু দিক নেই তাই  দ্রুতি
একটি স্কেলার রাশি ।
 • বেগের মান ও দিক দুটোই আছে তাই বেগ একটি ভেক্টর রাশি।
ii ) দ্রুতি সর্বদায় ধনাত্মক হয়।
• কিন্তু বস্তুর বেগ ধনাত্বক বা ঋণাত্মক হতে পারে।
iii) মদ্রুতি হলে সমবেগ নাও হতে পারে।
• কিন্তু সমবেগ হলে সমদ্রুতি হবেই।
20) সমদ্রুতি সম্পন্ন কোন বস্তুর সমবেগ সম্পন্ন নাও হতে পারে? ব্যাখ্যা করো?


21) প্রমাণ করো : v = u + at ; চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত।
Ans : 
22) প্রমাণ করো : S = ut + 1/2.at2 ; চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত।
Ans : 


23) প্রমাণ করো : v2 = u2 + 2as ; চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত।
Ans : 
24) ত্বরণ ( Acceleration ) কাকে বলে ? এর একক লেখ?
Ans : যদি কোন বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।
• CGS একক : সেন্টিমিটার/সেকেন্ড2।
• SI একক : মিটার/সেকেন্ড2
25) ঋণাত্মক ত্বরণ বা মন্দন ( Retardation ) কাকে বলে এর একক লেখ?
Ans : যদি কোন বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে, তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ হ্রাসের হারকে মন্দন বলে।
• CGS একক : সেন্টিমিটার/সেকেন্ড 2  
• SI একক : মিটার/সেকেন্ড 2
26) মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে কেন?
Ans :  সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এবং সময়ের সাপেক্ষে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। সুতরাং ত্বরণ হলো মন্দন এর বিপরীত রাশি।
অর্থাৎ  মন্দন =  - ত্বরণ ।
তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে।
27) ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুইবার আসে কেন?
Ans : একবার বার বেগ বোঝানোর জন্য এবং আরেকবার বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য , ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দু-বার আসে।
28) ত্বরণ ও মন্দন এর মধ্যে পার্থক্য লিখ ?
Ans : 
i ) সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এবং সময়ের সাপেক্ষে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে।
ii ) ত্বরণের মান সর্বদা ধনাত্মক হয় ।
কিন্তু মন্দন এর মান সর্বদা ঋণাত্মক হয়।
iii ) কোন বস্তুর ওপর বল প্রযুক্ত হলে বলের অভিমুখে ত্বরণ সৃষ্টি হয়।
কিন্তু , কোন বস্তুর গতির বিপরীতে বল প্রযুক্ত হলে বস্তুর মন্দন সৃষ্টি হয়।
29) সমবেগে গতিশীল কোন বস্তু কণার ত্বরণ কত ?
Ans : 0 
30) কোন বস্তু কণার গতিবেগ আছে, কিন্তু ত্বরণ নেই -- এমন হতে পারে কি?
Ans : কোন বস্তু কণার সমবেগে সরলরেখা ধরে চলতে থাকলে বস্তুকণার গতি বেগ থাকবে কিন্তু কোন ত্বরণ থাকবে না।
31) বেগ শূন্য হলেও কোন বস্তু কণার ত্বরণ থাকতে পারে ব্যাখ্যা করো?
Ans : কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে ছুড়লে নির্দিষ্ট উচ্চতায় উঠে তা মুহূর্তের জন্য স্থির হয় । ওই অবস্থায় বস্তুটির বেগ শূন্য  কিন্তু তারপরও অভিকর্ষজ ত্বরণ কাজ করে। তাই বলা যায় বেগ শূন্য হলেও বস্তুকণার ত্বরণ থাকতে পারে।
32) সমবেগে চলাকালীন কোন বস্তু কণার সময়-দূরত্বের লেখচিত্র কিরূপ হবে ?
Ans : মূলবিন্দুগামী সরলরেখা।
33)  কি শর্তে কোন বস্তুর গড় বেগ ও গড় দ্রুতির মান সমান হয় ?
Ans : কোন বস্তুর গতি সরলরেখা বরাবর হলে বস্তুটির সরণ ও অতিক্রান্ত দূরত্ব সমান হয় অর্থাৎ এক্ষেত্রে বস্তুর গড়বেগ ও গড় দ্রুতির মান সমান হয়।
34) সুষম গতির ক্ষেত্রে কোন বস্তুর গতিপথ দেখতে কেমন হয় ?
Ans : সরলরৈখিক।
35) কখন তুমি বলবে যে একটি বস্তু ---
(a) সুষম ত্বরণে এবং 
(b) অসম ত্বরণ এ আছে?
Ans : (a) একটি নির্দিষ্ট সময় অন্তর-অন্তর কোন বস্তুর বেগ বৃদ্ধির পরিমাণ একই হলে, বস্তুটির গতিকে সুষম ত্বরণ গতি বলে।
(b) নির্দিষ্ট সময় অন্তর-অন্তর কোন বস্তুর বেগ বৃদ্ধির পরিমাণ একই না হলে বস্তুটির গতিকে অসম গতি বলে।
36) বেগ-সময় লেখচিত্রে অন্তর্ভুক্ত অঞ্চলের ক্ষেত্রফল দ্বারা কোন রাশি মাপা হয়?
Ans : সরণ মাপা হয়।
37) সুষম এবং অসম গতি সম্পন্ন একটি বস্তুর দূরত্ব-সময় লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে?
Ans : সুষম গতি সম্পন্ন বস্তুর দূরত্ব-সময় লেখচিত্র X অক্ষের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে থাকা সরলরেখা হবে। 
• অসম গতিসম্পন্ন বস্তুর দূরত্ব-সময় চিত্রটি একটি বক্ররেখা হবে।
38) একটি বস্তুর দূরত্ব-সময় লেখচিত্র যদি সময় অক্ষের সমান্তরাল হয় তবে বস্তুর গতি সম্পর্কে কি বলা যায়?
Ans : বস্তুটির বেগ 0 অর্থাৎ বস্তুটি স্থির অবস্থায় আছে।
39) একটি বস্তুর দ্রুতি-সময় লেখচিত্র যদি সময় অক্ষের সমান্তরাল হয় তবে বস্তুর গতি সম্পর্কে কি বলা যায়?
Ans : বস্তুটির দ্রুতি সুষম অর্থাৎ বস্তুটি সুষম দ্রুতিতে গতিশীল।
40) "সকল বস্তুরই স্থিতি বা গতি হলো আপেক্ষিক" - ব্যাখ্যা করো ।
অথবা , পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নেই - ব্যাখ্যা করো?

41) বেগ-সময় লেখচিত্রের সাহায্যে v = u + at সম্পর্কটি প্রতিষ্ঠা কর?

42) বেগ-সময় লেখচিত্রের সাহায্যে s = ut + 1/2. at2 সম্পর্কটি প্রতিষ্ঠা কর?
Ans : 
43) বেগ-সময় লেখচিত্রের সাহায্যে v 2 = u2 + 2as   সম্পর্কটি প্রতিষ্ঠা কর?
Ans : 
44) একটি মিশ্র গতির উদাহরণ দাও?
Ans : চলন্ত সাইকেলের চাকার গতি।
45) ত্বরণের মাত্রীয় সংকেত লেখ?
Ans :    [ M 0LT -2 ]

46) বেগের মাত্রীয় সংকেত লেখ?
Ans :   [ LT -1 ]
47) কোন গতিশীল বস্তু কণার ত্বরণ আছে কিন্তু বেগের মান ধ্রুবক হতে পারে কি ব্যাখ্যা কর?
Ans : 
48) সুষম বৃত্তীয় গতি কি?
Ans : যদি একটি বস্তু বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে গতিশীল হয়, তবে এর গতিকে সুষম বৃত্তীয় গতি বলে।
যেমন : চাঁদ এবং পৃথিবীর গতি।
49) একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরলে দ্রুতি কত হবে?
Ans : r ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি বস্তু একবার ঘুরে আসতে সময় নেয় t সেকেন্ড। বৃত্তের পরিধি = 2πr,
সুতরাং দ্রুতি = 2πr / t

 Tution : Class- IX Admission Open 2020/2021 , Tripura Board : 
***Goto YouTube Channel : 



No comments

Theme images by mammamaart. Powered by Blogger.