রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ [Chemical reaction and chemical equation] : Class-10,Chemistry, New Syllabus-2020
- Cu + HNO3 →N2 + H2O + CuO
- KClO3 → KClO4 + KCl
- Al + HCl → AlCl3 + H2
- Na2CO3 + HCl → NaCl + H2O + CO2
- P + O2 → P2O5
- Fe2(SO4)3 + KOH → K2SO4 + Fe(OH)3
- Fe + H2O →Fe3O4 + H2
- Pb(No3)2 →PbO + NO2 +O2
- Al2(SO4)3 + Ca(OH)2 → Al(OH)3 + CaSO4
- MnO2 + HCl →MnCl2 + Cl2 + H2O
- HNO3 + Ca(OH)2 → Ca(NO3)2 + H2O
NaOH + H2SO4 → Na2SO4 + H2O
BaCl2 + H2SO4 → BaSO4 + HCl
NaCl + AgNO3 → AgCl + NaNO3
Cu + HNO3 →Cu(NO3)2 + H2O + NO2
Add caption |
Ans : যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে সে বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। যেমনঃ বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কয়লাকে পোড়ালে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
C + O₂ → CO2
13) বিয়োজন
বা বিশ্লেষণ বিক্রিয়া ( Decomposition Reaction ) কি? উদাহরণ
দাও।
Ans : যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙ্গে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয়, তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমনঃ চুনাপাথরকে তাপ প্রয়োগ করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়।
CaCO3 → CaO + CO2
যেমন : C + O2 = CO2
অথবা , যে রাসায়নিক বিক্রিয়ায় কোন যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোন ইলেক্ট্রোপজেটিভ মৌল বা মূলক অপসারিত হয় , তাকে জারণ বলে।
যেমন : 4HCl + MnO2 = MnCl2 + Cl2 + 2H2O
l বিজারন : যে রাসায়নিক বিক্রিয়ায় কোন মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা অন্য কোন ইলেকট্রোপজেটিভ মৌল বা মূলক যুক্ত হয় , তাকে বিজারণ বলে।
যেমন : Cl2 + H2S
= 2HCl + S
অথবা , যে রাসায়নিক বিক্রিয়ায় কোন যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোন ইলেক্ট্রোনেগেটিভ মৌল বা মূলক অপসারিত হয় তাকে জারণ বলে।
যেমন : CuO + H2 = Cu
+ H2O
l যে রাসায়নিক
বিক্রিয়ায় একটি যৌগ ভেঙ্গে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয়, তাকে বিয়োজন বিক্রিয়া
বলে। যেমনঃ চুনাপাথরকে তাপ প্রয়োগ করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়।
CaCO3 → CaO + CO2
এতএব স্পষ্টভাবে বোঝা যায়, বিয়োজন বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়ার বিপরীত প্রক্রিয়া।
Add caption |
18) সরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া ( Displacement Reaction ) কি? উদাহরণ দাও?
Ans : কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমুলক অপর কোনো কম সক্রিয় মৌলে বা যৌগমুলক কে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
যেমন ; লোহা , কপারের তুলনায়
অধিক সক্রিয় । তাই কপার সালফেটের
জলীয় দ্রবণে লোহা কপারকে প্রতিস্থাপিত করে । ফলে নীল বর্ণের কপার সালফেট দ্রবণ ,
সবুজ বর্ণের ফেরাস সালফেটে পরিণত হয়।
Fe (s) + CuSO4 (aq) → FeSO4 (aq)
+ Cu (s)
19) দ্বি-সরণ বা দ্বি-প্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া (Double Displacement Reaction) কি ?উদাহরণ
দাও?
Ans : যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের উপাদান মূলক গুলি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে নতুন নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে বিনিময় বিক্রিয়া বলে।
21) অধঃক্ষেপণ
বিক্রিয়া কি? উদাহরণ দাও?
Ans : যে রাসায়নিক বিক্রিয়ায় একটি আনুষঙ্গিক অদ্রবণীয় পদার্থ তথা অধঃক্ষেপ উৎপন্ন হয় , তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
যেমন : 2AgNO3 +H2S
→ Ag2S ¯ + 2HNO3
22) অপক্ষয়
( Corrosion ) এবং পচন বা দুর্গন্ধতা ( Randidity ) কি ?
Ans : বায়ুর অক্সিজেন, জলীয়বাষ্প, এসিড ইত্যাদির প্রভাবে ধাতব বস্তুর জারনঘঠিত যে ক্ষয় হয় এবং উজ্জ্বলতা হ্রাস পায় , তাকে অপক্ষয় বলা হয়।
তেল বা চর্বি জাতীয় পদার্থকে দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে তা বায়ুর অক্সিজেনের দ্বারা জারিত হয়ে দুর্গন্ধের সৃষ্টি করে । এই প্রক্রিয়াকে পচন বলে।
23) কেন আয়রন
নির্মিত জিনিসপত্রের উপর রং করি?
Ans : লোহাকে সাধারণ উষ্ণতায় আদ্র বায়ুতে রেখে দিলে লোহার উপর বাদামী বর্ণের সোদক ফেরিক অক্সাইড এর আস্তরণ পড়ে, একে মরিচা বলে। ফলে লোহার অপক্ষয় ঘটে এবং উজ্জলতা কমে যায়। তাই লোহার তৈরি দ্রব্যের উপর রং করা হয় ।
24) দুটি
বহুল প্রচলিত এন্টি-অক্সিডেন্ট এর নাম কর?
Ans : BHA ( বিউটাইলেটেড হাইড্রক্সিঅ্যানিসোল ), BHT ( বিউটাইলেটেড হাইড্রক্সিটলুইন )।
25) তেল বা চর্বি
জাতীয় দ্রব্য প্যাকেটজাত করার সময় প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কেন?
26) এমন একটি
রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করো যেখানে দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়?
TBSE – 2013,2019
Ans : অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। NH3 + HCl = NH4Cl
27) H2S বিজারক পদার্থ ব্যাখ্যা করো? TBSE 2013
অথবা, জারনে অক্সিজেন বাধ্যতামূলক নয় ব্যাখ্যা করো?
Ans :ক্লোরিন-জলের মধ্য দিয়ে H2S চালনা করলে Cl2 বিজারিত হয়ে HCl এ পরিণত হয় এবং H2S জারিত হয়ে সালফারের পরিণত হয়।
এখানে H2S ক্লোরিনকে HCl এ বিজারিত করে এবং নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয় । কাজেই H2S বিজারক পদার্থ।
28) রেডক্স বিক্রিয়া বা জারন-বিজারন বিক্রিয়া কি উদাহরণ দাও?
Ans : যে রাসায়নিক বিক্রিয়ায় জারন ও বিজারন একই সঙ্গে সংঘটিত হয়, তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলে। যেমন - উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড এর উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে CuO বিজারিত হয়ে ধাতব কপারে এবং হাইড্রোজেন ( H2 ) জারিত হয়ে জলীয় বাষ্পে ( H2O ) পরিণত হয়।
29) দেখাও যে , CuO + H2 = Cu + H2O এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া?
( i ) এক্ষেত্রে কোনটি জারিত ও কোনটি বিজারিত হয়েছে?
( ii ) জারক এবং বিজারক দ্রব্য সনাক্ত কর।
Ans : উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড এর উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে CuO বিজারিত হয়ে ধাতব কপারে এবং হাইড্রোজেন ( H2 ) জারিত হয়ে জলীয় বাষ্পে ( H2O ) পরিণত হয়।
অর্থাৎ বিক্রিয়াটির মধ্যে জারণ ( H2 ® H2O ) এবং বিজারন ( CuO ® Cu ) একইসঙ্গে ঘটে।
l(i) এখানে H2 জারিত ও CuO বিজারিত হয়েছে।
l(ii) এখানে CuO জারক পদার্থ এবং H2 বিজারক পদার্থ।
30) জারন বিজারন একটি যুগপৎ ঘটনা ব্যাখ্যা কর?
Ans : কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থের জারণের সঙ্গে অপর একটি পদার্থের বিজারন হবেই । জারণ ও বিজারণ বিক্রিয়া একক ভাবে বা বিচ্ছিন্নভাবে কখনো ও সংঘটিত হয় না। তাই বলা যায় , জারন-বিজারন একসঙ্গে ঘটে ।
যেমন - উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড এর উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে CuO বিজারিত হয়ে ধাতব কপারে এবং হাইড্রোজেন ( H2 ) জারিত হয়ে জলীয় বাষ্পে ( H2O ) পরিণত হয়।
31) এন্টি অক্সিডেন্ট কি ?উদাহরণ দাও?
Ans : যে সমস্ত পদার্থ জারণে বাধা দেয় তাকে এন্টিঅক্সিডেন্ট বলে । যেমন - নাইট্রোজেন।
32) ফেরাস সালফেট এর বর্ণ কিরূপ? একে উত্তপ্ত করলে কি ঘটে?
Ans : ফেরাস সালফেট এর বর্ণ সবুজ। একে উত্তপ্ত করলে কঠিন ফেরিক অক্সাইড এবং সালফার-ডাই-অক্সাইড ও সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়।
33) লেড নাইট্রেট কে উত্তপ্ত করলে বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হয় । নির্গত ধোঁয়াকে সনাক্ত কর এবং বিক্রিয়াটি লেখ?
Ans :
34) দেওয়ালে সাদা রং করতে চুন এর জলীয় দ্রবণ ব্যবহার করা হয় কেন?
Ans : চুন ( CaO ) জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কলিচুন উৎপন্ন করে।ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধীরে ধীরে বাতাসের কার্বন-ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট এর সাদা আস্তরণ তৈরি করে, তাই দেওয়ালে রং সাদা হয়।
**Goto YouTube Channel ( More Video available here ) :
No comments