জীবনের মৌলিক একক ( The Fundamental unit of life ), Class-9, TBSE , New Syllabus 2020-2021
জীবনের ভিত্তিমূলক একক
Fundamental unit of life
Important Question with Answer ( NCERT BOOK ) : New Syllabus
By : Biplab Debnath(৯৮৬২৪৮২০৬৫)
1) কোশ ( Cell ) কি ?
Ans : অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য আবরণী বেষ্টিত, প্রোটোপ্লাজম নির্মিত, স্ব-প্রজননশীল জীবদেহের গঠনমূলক এবং জীবজ ক্রিয়ামূলক একককে কোশ বলা হয় ।
2) প্রথম সজীব কোষ কে পর্যবেক্ষণ করেন?
Ans : লিউয়েন হক , 1674 খ্রিস্টাব্দে।
3) কোষ কে আবিষ্কার করেন? কিভাবে তিনি কোষ আবিষ্কার করেছিলেন?
Ans : রবার্ট হুক ( Robert Hooke ),1665 খ্রিস্টাব্দে।
* রবার্ট হুক নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন কর্কের ফালি অসংখ্য মৌমাছির প্রকোষ্ঠের মত প্রকোষ্ঠ দিয়ে গঠিত। হুক এই প্রকোষ্ঠগুলিকে কোশ ( Cell ) নামে অভিহিত করেন।
4) প্রোক্যারিওটিক কোশ বা আদি কোশ [Prokaryotic Cell] কাকে বলে ? উদাহরণ দাও।
Ans : যে কোশে সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোশঅঙ্গাণু থাকে না সেই রকম কোশকে প্রোক্যারিওটিক কোশ বা আদি কোশ বলে । যেমন: ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল (অ্যানাবিনা, নস্টক, অসিলেটোরিয়া, গ্লিওক্যাপসা প্রভৃতি) ।
5) প্রোক্যারিওটিক কোশের কয়েকটি বৈশিষ্ট্য লিখ ?
Ans : i) কোষের আকার এবং আয়তন ক্ষুদ্র প্রকৃতির হয়।
ii) রাইবোজোম 70S প্রকৃতির হয়।
iii) বিভিন্ন প্রকার পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না।
6) ইউক্যারিওটিক কোশ বা আদর্শ কোশ [Eukaryotic Cell] কাকে বলে ? উদাহরণ দাও।
Ans : যে কোশে সুগঠিত বা সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোশ-অঙ্গাণু থাকে, সেই রকম কোশকে ইউক্যারিওটিক কোশ বা আদর্শ কোশ বলে । যেমন : উদ্ভিদ ও প্রাণীকোশ ।
7) প্রোক্যারিওটিক কোশ ও ইউক্যারিওটিক কোশের পার্থক্য লিখ ?
Ans :
• i) প্রোক্যারিওটিক
কোষ ছোট , সরল
ও অনুন্নত। ইউক্যারিওটিক কোষ
অপেক্ষাকৃত বড় , জটিল
ও উন্নত।
• ii) প্রোক্যারিওটিক
কোষে পর্দা ঘেরা
সুগঠিত নিউক্লিয়াস থাকে
না, কিন্তু ইউক্যারিওটিক কোষে
পর্দা ঘেরা সুগঠিত
নিউক্লিয়াস থাকে।
• iii) প্রোক্যারিওটিক
কোষে রাইবোজোম 70S প্রকৃতির। ইউক্যারিওটিক কোষে
রাইবোজোম 80S প্রকৃতির।
8) প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম এর প্রকৃতি কি?
Ans : 70S প্রকৃতির।
9) ইউক্যারিওটিক কোষের রাইবোজোম এর প্রকৃতি কি?
Ans : 80S প্রকৃতির।
10) প্রোক্যারিওটিক কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি?
Ans : পেপটাইডোগ্লাইক্যান।
11) উদ্ভিদ কোশে কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি?
Ans : সেলুলোজ।
12) কোশ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বা পছন্দমাফিক ভেদ্য পর্দা বলা হয় কেন ?
Ans : কোষ পর্দার মধ্য দিয়ে জল এবং কিছু নির্বাচিত দ্রাব বেরিয়ে যেতে বা কোষে প্রবেশ করতে সাহায্য করে। এটি অন্য কিছু পদার্থের চলাচলেও বাধা দেয়। এই কারণে কোন পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলে।
13) কোষ পর্দার কাজ লিখ?
Ans :
• i) কোশ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে।
• ii) কয়েক প্রকার কোষ অঙ্গাণু ( যেমন - মাইটোকনড্রিয়া, গলগি বস্তু ) এবং নিউক্লিয় পর্দা সৃষ্টি করে।
• iii) কোশান্তর ব্যাপন ও অভিস্রবণ সাহায্য করে।
14) কোষপ্রাচীরের কাজ লেখ?
Ans : • i) উদ্ভিদকোষের প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
• ii) উদ্ভিদকোষকে আকৃতি ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
• iii) কোষপ্রাচীর ভেদ্য হওয়ায় জল ও খনিজ লবণ সহজেই চলাচল করতে পারে।
15) কোষপর্দা ও কোষপ্রাচীর এর পার্থক্য লেখ?
Ans : • i) উদ্ভিদকোষে কোষপ্রাচীর থাকে , কিন্তু প্রাণী কোষে থাকে না।
কিন্তু কোষপর্দা প্রাণীকোষ এবং উদ্ভিদকোষ উভয় কোষেই বর্তমান।
• ii) কোষ প্রাচীর জড় এবং ভেদ্য পর্দা।
কিন্তু কোষপর্দা সজীব এবং প্রভেদক ভেদ্য পর্দা।
• iii) কোষ প্রাচীরে নানাপ্রকার অলংকরণ দেখা যায়, কিন্তু কোন কোষপর্দায় অলংকরণ থাকে না।
16) দ্বি-একক পর্দাবেষ্টিত একটি কোষ অঙ্গানুর নাম কর ?
Ans : নিউক্লিয়াস।
17) নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন?
Ans: নিউক্লিয়াস কোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া গুলি নিয়ন্ত্রণ করায় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে।
18) চিত্রসহ নিউক্লিয়াসের গঠন আলোচনা করো?
Ans : নিউক্লিয়াস হল প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, পর্দাঘেরা এবং প্রায় গোলাকার অংশ ।
আদর্শ কোশের সুগঠিত নিউক্লিয়াসটি চারটি অংশ নিয়ে গঠিত, যথা: (i) নিউক্লিয় পর্দা, (ii) নিউক্লিওলাস, (iii) নিউক্লিয়প্লাজম এবং (iv) নিউক্লিয়জালক ।
• (i) নিউক্লিয় পর্দা:- নিউক্লিয়াসকে বেষ্টন করে অবস্থিত দ্বি-স্তরী পর্দা বিশেষ ,
• (ii) নিউক্লিওলাস:- নিউক্লিয়াস-মধ্যস্থ সবচেয়ে ঘন অংশ ;
• (iii) নিউক্লিয়প্লাজম:- নিউক্লিয়াস-মধ্যস্থ তরল ধাত্র বিশেষ ;
• (iv) নিউক্লিয়জালক :- নিউক্লিয়াস-মধ্যস্থ সুক্ষ্ম সুতোর জালের মতো অংশ ।
19) নিউক্লিয়াসের কাজ লিখ?
Ans : i) নিউক্লিয়াস কোষের যাবতীয় বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে।
ii) নিউক্লিয়াস RNA ও প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে।
iii) নিউক্লিয়াস কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
20) নিউক্লিয়াস বিহীন একটি করে উদ্ভিদ ও প্রাণী কোষের নাম করো?
Ans : উদ্ভিদ কোষ : সিভনল। • প্রাণী কোষ : লোহিত রক্তকণিকা।
21) বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ ও প্রাণী কোষের নাম কর?
Ans : উদ্ভিদ কোষ : রাইজোপাস ।
• প্রাণী কোষ : ওপালিনা ।
22) নিউক্লিয়াস কে আবিস্কার করেন?
উত্তরঃ রবার্ট ব্রাউন , 1831 খ্রিস্টাব্দে।
23) কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
উত্তরঃ পেশিকোষ।
24) সিনোসাইট এবং সিনসিটিয়াম কাকে বলে?
Ans : বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট বলে।
• বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে সিনসিটিয়াম বলে।
25) কোন অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়?
উত্তরঃ নিউক্লিয়াস।
26) কোন অঙ্গাণুকে কোষের প্রাণশক্তি বা কোষের শক্তিঘর বলা হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া।
27) সবচেয়ে বড় কোষ কি?
উত্তরঃ উট পাখির ডিম।
28) সবচেয়ে দীর্ঘ কোষ কি?
উত্তরঃ মানুষের স্নায়ুকোষ।
29) জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ রাইবোজম।
30) পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গানুর নাম করো?
Ans : রাইবোজোম।
31) একক পর্দাবৃত কোষীয় অঙ্গানুর নাম করো?
Ans : গলগি বস্তু, লাইসোজোম।
32) কোন কোষ খালি চোখে বাজারে কিনতে পাওয়া যায়?
Ans : ডিম।
33) জোন অফ্ এক্সক্লুশন কাকে বলে?
Ans : গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কোন কোষ অঙ্গাণু থাকে না, তাই এই অঞ্চলকে জোন অফ্ এক্সক্লুশন বলে।
34) লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলে কেন?
Ans : লাইসোজোম উৎসেচকের সাহায্যে কোষ মধ্যস্থ অঙ্গাণুগুলিকে পাচিত করে, ফলে কোষের মৃত্যু ঘটে। এই কারণে লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলে।
35) মাইটোকনড্রিয়া কে কোষের শক্তিঘর বলে কেন?
Ans : মাইট্রোকন্ডিয়া এর মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয় ; এই কারণে মাইটোকনড্রিয়াকে কোষের শক্তিঘর বলে।
36) রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলে কেন?
Ans : রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে , তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলে।
37) লিউকোপ্লাস্ট কি?
Ans : বর্ণহীন প্লাস্টিডদের লিউকোপ্লাস্ট বলে।
38) সবচেয়ে ছোট জীব কোষ কোনটি?
Ans : মাইকোপ্লাজমা গ্যালি সেপটিকাম।
39) ATP,DNA,RNA এর পুরো নাম কি?
Ans :
ATP = অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।
DNA = ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড।
RNA =রাইবোনিউক্লিক অ্যাসিড।
40) গলগি বস্তুর অপর নাম কি?
Ans : লিপোকনড্রিয়া।
41) ডিকটিওজোম কী ?
Ans : উদ্ভিদ কোষের গলগি বস্তুকে ডিকটিওজোম বলে।
42) উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখ?
Ans :
• i) উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড বর্তমান।
প্রাণী কোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে না।
• ii) উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে।
• iii) উদ্ভিদকোষে কোষপ্রাচীর থাকে, প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে না।
43) ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদ কোষের রান্নাঘর বলে কেন?
Ans : ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জল, কার্বন-ডাই-অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল এর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় তাই ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদ কোষের রান্নাঘর বলে।
44) আরগ্যাসটিক পদার্থ কাকে বলে?
Ans : প্রাণী কোষের সাইটোপ্লাজমে বর্তমান জড় বা নির্জীব বস্তু গুলিকে একত্রে আরগ্যাসটিক পদার্থ বলা হয়। যেমন : গ্লাইকোজেন , বিভিন্ন উপক্ষার ইত্যাদি।
45) স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন ?
Ans : স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে বলে,স্নায়ুকোষ বিভাজিত হয় না।
46) কোষকে জীবদেহের গঠনগত ও কার্যগত একক বলে কেন?
Ans : প্রতিটি জীবের দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং কোষগুলি একত্রে জীব দেহের সমস্ত জৈবনিক কার্য নিয়ন্ত্রণ করে বলে, কোষকে জীবদেহের গঠনগত ও কার্যগত একক বলে ।
47) প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোশেই বর্তমান এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম কর?
Ans : রাইবোজোম।
48) কোন কোষের সব মাইটোকনড্রিয়াকে নষ্ট করে ফেললে কোষটির কি হবে?
Ans : কোষটি শক্তি পাবে না বলে বিপাকীয় কার্য না চালাতে পেরে মারা যাবে।
49) একটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত কর?
50) একটি উদ্ভিদ কোষের চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত কর?
Ans :
Ans: পারকিনজি ।
52) কোষ তত্ত্বের প্রবক্তা কে?
Ans : স্লেইডেন এবং স্বোয়ান।
53) ক্রিষ্টি কাকে বলে?
Ans: মাইটোকন্ড্রিয়ার ভিতরের অন্ত:পদার ধাত্রের দিকে ছোট ছোট আঙ্গুরের মত প্রবর্ধক দেখা যায় , এদের ক্রিষ্টি বলে।
54) কোষের এনার্জি কারেন্সি কাকে বলে?
Ans: ATP ( এডিনোসিন ট্রাই ফসফেট ) কে।
55) কিভাবে কার্বন-ডাই-অক্সাইড , জলের
মতো
বস্তুগুলো
কোষের
ভেতরে
ঢুকে
এবং
কোষ
থেকে
বেরিয়ে
যায়
? আলোচনা
করো।
Ans : কার্বন-ডাই-অক্সাইড
ব্যাপন এর
মাধ্যমে কোষের
মধ্যে প্রবেশ
করে এবং
বেরিয়ে যায়। কোষে
অবিরাম শ্বসনক্রিয়া
চলার জন্য
কোষে কার্বন
ডাই অক্সাইড
এর ঘনত্ব
বেড়ে যায়। তখন
বেশি ঘনত্বের
স্থান থেকে
কার্বন-ডাই-অক্সাইড কোষ
পর্দার মাধ্যমে
কোষের বাইরে
( কম মাত্রা
স্থানে ) বেরিয়ে
যায়।
ব্যাপন এর
মাধ্যমে অণুগুলি
বেশি ঘনত্ব
থেকে কম
ঘনত্বের দিকে
প্লাজমা পর্দাকে
অতিক্রম করে
পরিবাহিত হয়। অভিস্রবণ
এর মাধ্যমে
জল কোষ
পর্দার মাধ্যমে
প্রবেশ করে
ও বেরিয়ে
যায়।
অভিস্রবণ এর
দ্বারা জল
বা অন্যান্য
দ্রাবক অর্ধভেদ্য
পর্দার মাধ্যমে
কম ঘনত্ব
থেকে বেশি
ঘনত্বের দিকে
পরিবাহিত হয়। ব্যাপন
ও অভিস্রবণ
উভয়ই যান্ত্রিক
এবং ভৌত
প্রক্রিয়া।
56) দুটি কোষীয় অঙ্গানু নাম করো যাদের নিজস্ব বংশগতি বস্তু আছে ?
Ans : মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট।
57) কোষের অভ্যন্তরে কোথায় প্রোটিন সংশ্লেষিত হয়?
Ans: রাইবোজোমে ।
58 ) একটি কোষের কোষপর্দা ছিড়ে গেলে বা ফেটে গেলে কি ঘটবে?
Ans : কোষের অভ্যন্তরীণ রাসায়নিক উপাদানগুলি ক্ষতিগ্রস্ত হবে , যার ফলে কোশ সাধারণত কার্যকলাপ গুলি করতে পারে না ।ক্ষতিগ্রস্ত প্লাজমাপর্দা যুক্ত কোষটি অবশেষে মারা যাবে।
59) কোন কোষে গলগিবস্তু না থাকলে কোষটির কি পরিনতি হবে?
Ans : কোষ পর্দা সৃষ্টি হবে না , এবং কোষের জারন ক্রিয়া বন্ধ হয়ে যাবে ।
60) কোষপর্দা গঠনকারী লিপিড ও প্রোটিন কোথায় সংশ্লেষিত হয়?
Ans : প্রোটিন অমসৃণ ER - র রাইবোজোমে এবং লিপিড মসৃণ ER থেকে সংশ্লেষিত হয়।
61) অ্যামিবা কিভাবে খাদ্য সংগ্রহ করে ?
Ans : এমিবা হলো এককোষী প্রাণী। এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। অ্যামিবা প্লাজমা পর্দার মাধ্যমে খাদ্যবস্তু গ্রহণ করে। গৃহীত খাদ্যবস্তু ফ্যাগোজোমের এর মাধ্যমে দেহে প্রবেশ করে। ফ্যাগোজোম লাইসোজোমের সঙ্গে মিলিত হয়ে খাদ্য গহব্বর উৎপন্ন করে। খাদ্য গহবর এর মধ্যে পরিপাক সম্পন্ন হয়। অপাচ্য খাদ্যবস্তু কোষের বাইরে নিক্ষিপ্ত হয়।
62) অভিস্রবণ কাকে বলে?
Ans : যে প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অনুর উচ্চ ঘনত্বের দ্রবণে পরিবহন ঘটে, তাকে অভিস্রবণ বলে।
63) দেহের বৃদ্ধি এবং ক্ষয় পূরণের জন্য কোন প্রকার কোষ বিভাজন প্রয়োজন?
Ans : মাইটোসিস কোষ বিভাজন।
64) গ্যামেট উৎপাদনের জন্য কোন প্রকারের কোষ বিভাজন ঘটে?
Ans : মিয়োসিস।
65) মাইক্রোভিলাই কি?
Ans : প্রাণীকোষের কোষপর্দা ভাঁজ হয়ে যে অঙ্গুলাকার অতি ক্ষুদ্র প্রবর্ধক গঠিত হয়, তাদের মাইক্রোভিলাই বলে।
66) নিউক্লিয়ওয়েড বা জেনোফোর কি?
Ans : কেবলমাত্র দ্বিতন্ত্রী, প্যাঁচানো, গোলাকার DNA দ্বারা গঠিত আদিকোশের নিউক্লিয়া বস্তুকে জেনোফোর বলে।
67) প্লাসমোডেসমাটা কাকে বলে?
Ans : সন্নিহিত দুটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ছিদ্রপথে কোশান্তর সংযোগ রক্ষাকারী সাইটোপ্লাজমীয় যোগসূত্র গুলিকে প্লাসমোডেসমাটা বলে ।
68) প্রাণীকোষের বেমতন্তু গঠনকারী অঙ্গানুর নাম কি?
Ans: সেন্ট্রোজোম।
69) বায়ুপূর্ণ প্যারেনকাইমাকে কি বলে?
Ans : এরেনকাইমা।
70) প্রস্তর কোষ বা স্টোন সেল কি
Ans : স্ক্লেরেনকাইমার স্কে্লরাইড কোষের প্রাচীর খুব শক্ত বলে , এদের প্রস্তর কোষ বলে । যেমন : পেয়ারার শাসস্থিত কোশ ।
71) কোষ তত্ত্বের মূল বক্তব্য গুলি লেখ?
Ans : i) সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত।
ii) জীবনের মূল একক কোষ।
72) সেলুলোজ কি ?এর কাজ লেখ?
Ans : সেলুলোজ হলো একটি জটিল যৌগ যা উদ্ভিদ কোষ প্রাচীর এর প্রধান উপাদান।
এটি উদ্ভিদকে গাঠনিক দৃঢ়তা প্রদান করে।
73) প্লাজমোলাইসিস কাকে বলে?
Ans : যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায় তখন কোষের সাইটোপ্লাজম এর কুঞ্চন ঘটে এবং কোষপর্দা কোষপ্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে সরে আসে । এই ঘটনাকে প্লাজমোলাইসিস বলে।
74) এন্ডোসাইটোসিস কাকে বলে?
Ans : কোষপর্দার নমনীয়তা কোষকে তার বহি:পরিবেশ থেকে খাদ্য ও অন্যান্য জৈব বস্তু গ্রহণেও সক্ষম করে তুলে। এই প্রক্রিয়ার খাদ্যগ্রহণকে এন্ডোসাইটোসিস বলে।
• এককোষী জীব অ্যামিবা এই পদ্ধতিতে খাদ্য সংগ্রহ করে।
75) জিন কি? এর কাজ লেখ?
Ans : জিন হলো বংশগতির ধারক ও বাহক।
কাজ : জিনের মাধ্যমে মাতা-পিতার বৈশিষ্ট্যগুলি পরবর্তী জন্মে সঞ্চারিত হয়।
76) ক্রোমোজোম এর কাজ লেখ?
Ans : ক্রোমোজোম পিতামাতা থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যের বংশানুসরণের বার্তা DNA অনুরূপে বহন করে ।
77) কোষের গুরুত্বপূর্ণ অঙ্গানু গুলির নাম করো?
Ans : এন্ডোপ্লাজমিয় জালক ( ER ) , গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকনড্রিয়া এবং প্লাস্টিড।
78) এন্ডোপ্লাজমিয় জালিক ( Endoplasmic Reticulum ) কত প্রকার ও কি কি?
Ans : দুই প্রকার । মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক এবং অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক।
79) এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ( ER ) এর কাজ লেখ?
Ans : i) কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
ii) প্রাথমিক লাইসোজোম গঠনে সাহায্য করে।
iii) অমসৃণ ER প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।
80) গলগিবস্তু কে ,কত সালে আবিষ্কার করে?
Ans : ক্যামিলো গলগি, 1898 খ্রিস্টাব্দে।
81) গলগি বডির কাজ লিখ?
Ans : i) গলগী বডি কোষের ক্ষরণে প্রধান ভূমিকা গ্রহণ করে।
ii) খাদ্যবস্তুর সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে।
iii) উদ্ভিদ কোষে কোষপ্রাচীর গঠনে অংশ নেয়।
82) স্পেরোজোম কাকে বলে?
Ans : উদ্ভিদের লাইসোজোম স্পেরোজোম বলে।
83) মাইটোকন্ড্রিয়ার কাজ লিখ?
Ans : i) মাইটোকনড্রিয়াতে সবাত শ্বসনে খাদ্য মধ্যস্ত শক্তির মুক্তি ঘটে।
ii) ক্রেবস চক্রের বিক্রিয়া গুলি ঘটে।
iii) ফ্যাটি এসিডের জারণ ঘটে।
84) কোন কোষীয় অঙ্গানুর নিজস্ব DNA এবং রাইবোজোম আছে?
Ans : মাইটোকনড্রিয়া।
85) প্লাস্টিড শব্দটি কে প্রচলন করেন?
Ans : 1866 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেকেল।
86) প্লাস্টিড কয় ধরনের ও কি কি?
Ans : দুই ধরনের , যেমন - ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট।
87) ক্লোরোপ্লাস্ট কাকে বলে ? এর কাজ লেখ?
Ans : যে সকল ক্রোমোপ্লাস্ট এ ক্লোরোফিল থাকে তাদের ক্লোরোপ্লাস্ট বলে।
• কাজ: এরা সালোকসংশ্লেষ প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে।
88) ক্রোমোপ্লাস্ট এর কাজ লেখ?
Ans : উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠন , ফুলের পরাগযোগ এবং ফলের বিস্তারে সাহায্য করে।
89) লিউকোপ্লাস্টের কাজ কি?
Ans : খাদ্যবস্তু সঞ্চয় করা।
90) বর্ণহীন প্লাস্টিডকে কি বলে?
Ans : লিউকোপ্লাস্ট ।
91) উদ্ভিদ কোষের কোষগহ্বর বা ভ্যাকুওলে কি কি পদার্থ সঞ্চিত থাকে?
Ans: এমাইনো এসিড , শর্করা, বিভিন্ন জৈব অম্ল এবং কিছু প্রোটিন।
92) কোষ গহ্বরের এর কাজ লেখ?
Ans : i) কোষ গহ্বরে খাদ্য, ক্ষরিত পদার্থ ইত্যাদি জমা থাকে।
ii) উদ্ভিদ কোষের ভ্যাকুওলগুলো কোষরস দ্বারা পূর্ণ থাকে এবং কোশকে রসস্ফীতি করে এবং দৃঢ়তা প্রদান করে।
93) প্রোজেস্টেরন হরমোন কোন কোষীয় অঙ্গানু থেকে ক্ষরিত হয়?
Ans : মসৃণ ER থেকে।
94) মাইটোকনড্রিয়ার অন্ত:পর্দার যে রকেট সদৃশ যে দানা থাকে তাদের কি বলে?
Ans : অক্সিজোম।
95) কোষ বিভাজন এর উদ্দেশ্য কি?
Ans : দেহের বৃদ্ধির জন্য, মৃতকোষ অপসারণের জন্য এবং জনন কোষ উৎপাদনের জন্য জীবদেহে কোষ বিভাজিত হয়।
No comments