উদ্ভিদের পুষ্টি ( Nutrition of Plants ): Class- VII : প্রথম অধ্যায় : বিজ্ঞান ( SCERT )

সপ্তম শ্রেণী-2020
উদ্ভিদের পুষ্টি  : 1st Chapter
 ** কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর :

1) খাদ্যের কয়টি উপাদান ও কি কি?
Ans : Page : 01
2)  পরিপোষক এর কাজ কি?
Ans : Page : 01
3) স্বভোজী পুষ্টি বা অটোট্রফিক পুষ্টি কাকে বলে?
অথবা , উদ্ভিদের পুষ্টিকে স্বভোজী পুষ্টি বলে কেন ?
Ans : Page : 01
4) পরভোজী পুষ্টি কাকে বলে?
Ans :  Page : 01
5) উদ্ভিদ খাদ্য তৈরি করার প্রক্রিয়াটির নাম কি?
Ans : সালোকসংশ্লেষ প্রক্রিয়া ।
6) উদ্ভিদ কোথায় খাদ্য তৈরি করে?
Ans : পাতায়।
7) সালোকসংশ্লেষ কাকে বলে?
Page: 02
8) পত্ররন্ধ্র বা স্টোমাটা কি ? এর কাজ লেখ? 
Ans : উদ্ভিদের পাতার ত্বকে অনেক ছোট ছোট ছিদ্র থাকে এদের পত্ররন্ধ্র বলে।এগুলি দিনে খোলা থাকে এবং রাত্রে বন্ধ হয়ে যায়।
কাজ : বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করা।
9) রক্ষীকোষ বা প্রহরী কোষ কি ? এর কাজ লেখ?
Ans : Note 4 page
10) কোষ কি?
Ans : page 2
11)  কোষ পর্দা কাকে বলে ?
Ans : page 2
12) নিউক্লিয়াস কি ?
Ans : page 2
13) সাইটোপ্লাজম কাকে বলে ?
Ans : page 2
14) একটি কোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর ?
Ans : page 2
15) সালোকসংশ্লেষ প্রক্রিয়ার উপাদান গুলি লেখ?
Ans : ক্লোরোফিল , জল, সূর্যালোক , কার্বন-ডাই-অক্সাইড ।
16) সকল সজীব বস্তুর শক্তির একমাত্র উৎস কি?
Ans : সূর্য।
17) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কি জাতীয় খাদ্য তৈরি হয়?
Ans : শর্করা জাতীয় খাদ্য।
18) সালোকসংশ্লেষের সময় উপজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন হয়?
Ans : অক্সিজেন।
19) সালোকসংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লিখ ?
Ans : page 02
20) পাতা ছাড়া উদ্ভিদের আর কোথায় সালোকসংশ্লেষ হয়?
Ans : পাতা ও ফুলের বোঁটা , ফুলের বৃতি , কচি কান্ড ইত্যাদি।
21) কোন উদ্ভিদের কান্ডে সালোকসংশ্লেষ হয়?
Ans : ফনিমনসা।
22) মরুভূমিতে উদ্ভিদের পাতা কাঁটায় পরিণত হয়েছে কেন?
Ans : 
i ) জলের অপচয় কমানোর জন্য।
ii ) আত্মরক্ষার জন্য।
23) পাতায় কিসের উপস্থিতিতে সালোকসংশ্লেষ ঘটার প্রমাণ করে?
Ans : শ্বেতসার।
24) বদ্ধ জলাশয়ের জলে পিচ্ছিল, ঘন আস্তরন দেখতে পাওয়া যায় , এদের কি বলে? 
Ans : শৈবাল বা শ্যাওলা।
25) শৈবাল কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? ব্যাখ্যা কর।
Ans : Page 08
26) কার্বোহাইড্রেট এর মৌলিক উপাদান গুলি কি কি?
Ans :  কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।
27) প্রোটিন এর প্রধান উপাদান কি?
Ans : নাইট্রোজেন।
28) কোন গ্যাস উদ্ভিদ বায়ু থেকে সরাসরি গ্রহণ করতে পারে না ?
উত্তর: নাইট্রোজেন।
29) উদ্ভিদ প্রোটিন জাতীয় খাদ্য তৈরীর জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন কিভাবে পায়?
অথবা , উদ্ভিদ বায়ু থেকে নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে না । তবে তারা নাইট্রোজেনের চাহিদা কিভাবে মেটায়?
Ans : Page 08
30) পাতাকে উদ্ভিদে রান্নাঘর বলে কেন?
Ans : পাতার মধ্যে ক্লোরোফিল থাকে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল , কার্বন-ডাই-অক্সাইড এর সাহায্যে পাতার মধ্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাই পাতাকে উদ্ভিদে রান্না ঘর বলে।
31) গাছের পাতার রং সবুজ হয় কেন?
Ans: গাছের পাতায় ক্লোরোফিল নামে সবুজ রঞ্জক পদার্থ থাকে তাই গাছের পাতার রং সবুজ।
32) দুটি পতঙ্গভুক উদ্ভিদের নাম কর?
Ans : সূর্যশিশির ,
কলস পত্রী।
33) একটি পরভোজী উদ্ভিদ এর নামকর?
Ans : স্বর্ণলতা।
34) আশ্রয়দাতা বা পোষক উদ্ভিদ কি ?
Ans : কিছু উদ্ভিদ বিভিন্ন সবুজ উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখাকে জড়িয়ে ধরে নিজেরা পুষ্টিসম্পন্ন করে। এরা যে উদ্ভিদের দেহে জড়িয়ে থাকে তাদের আশ্রয়দাতা বলে ।
35) কোন ব্যাকটেরিয়া বায়ু থেকে নাইট্রোজেন গ্যাসকে শোষণ করে মাটিতে মিশিয়ে দেয়?
Ans : রাইজোবিয়াম।
36) পরজীবী উদ্ভিদ কাকে বলে ? উদাহরণ দাও?
Ans : যেসব উদ্ভিদ অন্য কোন ও উদ্ভিদের উপর আশ্রয় নিয়ে পুষ্টি রস শোষণ করে নিজের দেহের পুষ্টি ঘটায় । এ ধরনের উদ্ভিদকে বলা হয় পরজীবী উদ্ভিদ।
যেমন : স্বর্ণলতা।
37) পতঙ্গভুক উদ্ভিদ কাকে বলে?
Ans : যেসব উদ্ভিদ নাইট্রোজেন এর চাহিদা পূরণের জন্য পতঙ্গকে খেয়ে তাদের দেহ থেকে পুষ্টি রস সংগ্রহ করে, তাদের পতঙ্গভুক উদ্ভিদ বলে। যেমন : কলস পত্রী।
38) পতঙ্গভুক উদ্ভিদের পোকামাকড়কে শিকার করে কেন ?
Ans : প্রোটিনের অভাব পূরণের জন্য।
39) মৃতজীবী কাকে বলে?
Ans : যেসব জীব মৃত দেহাবশেষ ও পচনশীল জৈব বস্তু থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে , তাদের মৃতজীবী বলে । যেমন : ছত্রাক ।
40) ছত্রাক কোথায় জন্মাতে দেখা যায়?
Ans : চামড়ার জুতো ও ব্যাগ, চশমার কাঁচ, কাপড় ,আচার, জ্যাম ও জেলি, আঙ্গুর , কমলা ইত্যাদি ফল এবং আরো অনেক বস্তু দীর্ঘ সময় ধরে উষ্ণ ও আদ্র আবহাওয়ায় রেখে দিলে তাদের উপরও ছত্রাক জন্মাতে দেখা যায়।
41) ছত্রাক কিসের সাহায্যে বংশ বিস্তার করে?
Ans : রেনুর সাহায্যে।
42) মিথোজীবিতা বা সিমবায়োসিস কি ?
Ans : Page 06
43) মিথোজীবী কি? উদাহরণ দাও।
Ans : যে প্রক্রিয়ায় দুটি জীবিত বস্তু একত্রে বসবাস করে এবং একে অপরের সাহায্য করে পুষ্টি সম্পাদন করে তাদের মিথোজীবী বা মিথোজীবীয় পুষ্টি বলে।
যেমন : লাইকেন ( শৈবাল ও ছত্রাক ) উদ্ভিদের পুষ্টি ।
44) একটি মিথোজীবী উদ্ভিদের নাম কর ?
Ans : লাইকেন।
45) কিভাবে মাটিতে বিভিন্ন খনিজ পদার্থের পুনরাবর্তন ঘটে?
Ans : page 06
46) সারের মধ্যে উদ্ভিদের কি কি পরিপোষক থাকে?
Ans : নাইট্রোজেন , পটাশিয়াম , ফসফরাস ইত্যাদি।
47) একটি উদ্ভিদের নাম করো যার দেহে একাধারে স্বভোজী ও পরভোজী পুষ্টি দেখা যায় ?
Ans: কলস পত্রী।
48) সোনালী রংয়ের এমন একটি পরজীবী উদ্ভিদ যা অন্য দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, তার নাম কি ?
Ans : স্বর্ণলতা।
49) কোন উদ্ভিদ ফাঁদ পেতে পতঙ্গ শিকার করে?
Ans: কলসপত্রী।
50) সালোকসংশ্লেষে প্রয়োজনীয় রঞ্জক পদার্থটির নাম কি ?
Ans : ক্লোরোফিল।

 Tution : Class - VI - X Admission Open 2020/2021 , Tripura Board : 
***Goto YouTube Channel :





No comments

Theme images by mammamaart. Powered by Blogger.