Conservation of Plants and Animals ( সপ্তম অধ্যায় : উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ), Class-8 , SCERT , Tripura -2020/2021
Conservation of Plants and Animals
সপ্তম অধ্যায় : উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ
Important Question with Answer - 2020- 2021
By : Biplab Debnath(৯৮৬২৪৮২০৬৫)
1) অরণ্য নিধন বা বন ধ্বংসের বিভিন্ন কারণগুলি লেখ ?
Ans: SCERT 71 Page
2) অরণ্য নিধনের দুটি প্রাকৃতিক কারণ লেখ?
Ans : দাবানল এবং দীর্ঘমেয়াদী খরা।
3) অরণ্য নিধনের ফলাফল গুলি লিখ?
Ans :
• পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পায়।
• বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাবে, ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাবে।
• আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন দেখা দেবে।
• প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে।
• বৃষ্টিপাত কমে যাবে , মাটির উর্বরতা ও হ্রাস পাবে।
• পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাবে।
4) উদ্ভিদের সংখ্যা কমে গেলে পরিবেশে কোন গ্যাসের পরিমাণ বেড়ে যাবে?
Ans : কার্বন ডাই অক্সাইড।
5) ভূ-মণ্ডলীয় উষ্ণায়ন কাকে বলে?
অথবা , ভূ-মণ্ডলীয় উষ্ণায়ন কিভাবে ঘটে?
Ans: কার্বন ডাই অক্সাইড এর সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদের সংখ্যা কমে গেলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এই কার্বন-ডাই-অক্সাইড পৃথিবী দ্বারা প্রতিফলিত তাপ শক্তিকে শোষণ করে পৃথিবীপৃষ্ঠে ধরে রাখে। ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। একে ভূ-মণ্ডলীয় উষ্ণায়ন বলে।
6) মরুভূমিকরণ ( Desertification) কি?
Ans : বনভূমির ধ্বংস মাটির গুণগত মান হ্রাস করে। ফলে ভূমির উপরিভাগের ক্ষয় কার্যের ফলে পৃথিবীপৃষ্ঠের শক্ত ও পাথুরে স্তর উন্মুক্ত হয়। এভাবে উর্বর মাটি ধীরে ধীরে শক্ত, কঠিন, পাথুরে, জৈববস্তু বিহীন অনুর্বর মাটিতে রূপান্তরিত হলে এলাকা মরুভূমির আকার ধারণ করে। একে বলে মরুভূমিকরণ।
7) সিপাহিজলা অভয়ারণ্যের আয়তন কত?
Ans : 18.53 বর্গ কিমি।
8) জীববৈচিত্র্য ( Bio-diversity )কাকে বলে?
Ans : একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির উপস্থিতিকে সেখানকার জৈব বৈচিত্র বলা হয়।
9) ফ্লোরা ও ফনা কাকে বলে?
Ans : কোন একটি নির্দিষ্ট এলাকায় সমস্ত উদ্ভিদকুলকে ওই এলাকার ফ্লোরা বলা হয়।
এবং কোন একটি নির্দিষ্ট এলাকার সমস্ত প্রাণীদের ওই এলাকার ফণা বলে।
10) ত্রিপুরায় মোট কয়টি অভয়ারণ্য আছে ও কি কি?
Ans : চারটি অভয়ারণ্য আছে।
যেমন : গোমতী অভয়ারণ্য, তৃষ্ণা অভয়ারণ্য, সিপাহীজলা অভয়ারণ্য, রৌয়া অভয়ারণ্য।
11) ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যের নাম কি?
Ans: গোমতী অভয়ারণ্য।
12) ত্রিপুরার সবচেয়ে ছোট অভয়ারণ্যের নাম কি?
Ans : রৌয়া অভয়ারণ্য।
13) ভূমণ্ডলীয় উষ্ণায়নের জন্য কোন গ্যাস দায়ী?
Ans : কার্বন ডাই অক্সাইড।
14) অভয়ারণ্য কাকে বলে? উদাহরণ দাও ।
Ans : রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত যে নির্দিষ্ট অঞ্চলে লুপ্তপ্রায় প্রাণীরা নির্ভয়ে চলাফেরা ও বংশবিস্তারের সুযোগ পায়, তাকে অভায়ারণ্য বলে। যেমন - ত্রিপুরার সিপাহীজলা অভয়ারণ্য।
15) জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও।
Ans : অভয়ারণ্যের চাইতে বড় ও কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে যে নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণের ব্যবস্থা থাকে এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাকে জাতীয় উদ্যান বা ন্যাশানাল পার্ক বলে। যেমন করবেট ন্যাশনাল পার্ক।
16) অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এর মধ্যে পার্থক্য লেখ?
Ans :
• অভায়ারণ্য রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত।
কিন্তু জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত।
• অভয়ারণ্য আয়তনে ছোট কিন্তু জাতীয় উদ্যান আয়তন অনেক বড়।
• অভয়ারণ্য কোন প্রাগৈতিহাসিক এর নিদর্শন সংরক্ষণ করা হয় না।
কিন্তু জাতীয় উদ্যানে প্রাগৈতিহাসিক কোন ও নিদর্শন ও সংরক্ষণ করা হয়।
17) বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? উদাহরণ দাও?
Ans : যে নির্দিষ্ট বৃহদাকার সংরক্ষিত ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের ব্যবস্থা থাকে এবং ওই অঞ্চলের উপজাতিদের নিজ নিজ সংস্কৃতি ও জীবনযাত্রা প্রণালী সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা করা হয়। তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। যেমন - উত্তরাখণ্ডের নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, মধ্যপ্রদেশের পাঁচমারি এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ।
18)বায়োস্ফিয়ার রিজার্ভ গঠনের মূল উদ্দেশ্য লিখ?
Ans: কোন বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলের জীব বৈচিত্র্য এবং ওই এলাকায় বসবাসকারী লোকজনের সংস্কৃতি রক্ষা করা।
19 ) এন্ডেমিক প্রজাতি বা আঞ্চলিক সীমাবদ্ধ প্রজাতি কাকে বলে?
Ans : যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে থাকতে দেখা যায় , তাদের এন্ডেমিক প্রজাতি বলে।
20) প্রজাতি কাকে বলে?
Ans : SCERT 75 Page
21) বিপন্ন প্রজাতি কি?
Ans: SCERT 75 Page
22) সিপাহীজলা অভয়ারণ্যের উল্লেখযোগ্য কয়েকটি করে উদ্ভিদ ও প্রাণীর নাম করো ?
Ans : সিপাহীজলার উল্লেখযোগ্য উদ্ভিদ : বহেড়া, আমলকি, কাজুবাদাম , শাল , সেগুন , সোনাল, গোলমরিচ প্রভৃতি।
উল্লেখযোগ্য প্রাণী : চশমা বানর , লজ্জাবতী বানর' , চিতল হরিণ, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, গন্ডার , হাতি , ধনেশ পাখি , ভাল্লুক, বনরুই, কুমির ,সজারু ,সাপ ইত্যাদি।
23) ভারতের কয়েকটি সংরক্ষিত প্রাণীর নাম করো?
Ans : রয়েল বেঙ্গল টাইগার , সিংহ, একশৃঙ্গ গন্ডার ,ময়ূর , হাতি , সজারু, কুমির, ধনেশ পাখি, গোলাপি মাথা হাঁস, হনুমান প্রভৃতি।
24) ব্যাঘ্র প্রকল্প কাকে বলে? ভারতের কোথায় ব্যাঘ্র প্রকল্প চালু আছে?
Ans : বাঘেদের বেঁচে থাকা সুনিশ্চিত করা এবং এদের সংখ্যা যাতে না কমে সেটা নিশ্চিত করার উদ্দেশ্যেই আমাদের দেশে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে ব্যাঘ্র প্রকল্প বলে।
যেমন - পশ্চিমবঙ্গের সুন্দরবন, আসামের মানস, উড়িষ্যার সিমলিপাল, রাজস্থানের সারিস্কা ইত্যাদি অরণ্যে ব্যাঘ্র প্রকল্প চালু আছে।
25) রেড ডাটা বুক কাকে বলে?
Ans : যে পুস্তকে পৃথিবীর বিভিন্ন দেশ বা অঞ্চলের বিপন্ন এবং বিলুপ্তর সম্মুখীন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নাম অন্তর্ভুক্ত আছে ও তথ্যাকারে বিবৃত আছে , তাকে রেড ডাটা বুক বলে।
26) RDB এর পুরো নাম কি?
Ans : Red data Book.
27) পরিযায়ী কাকে বলে?
Ans : প্রজননের উদ্দেশ্য নিয়ে একটি প্রজাতি এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট ঋতুতে পরিযান করলে তাদের পরিযায়ী বলে।
28) একটি পরিযায়ী পাখির নাম কর?
Ans : লেজার ফ্লেমিংগো।
29) 1 টন কাগজ তৈরি করতে কয়টি পূর্ণবয়স্ক বৃক্ষের প্রয়োজন?
Ans : 17 টি।
30) বনসৃজন কি?
Ans : বন ধ্বংস রোধে পতিত জমিতে গাছ লাগানো হয় , একে বনসৃজন বল।
31) বনসৃজন এর উদ্দেশ্য লেখ?
অথবা, বনসৃজনে সহায়ক কয়েকটি পরিকল্পনা লেখ?
Ans : SCERT 78 Page
32) খরা কি?
Ans : পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে জলচক্র ব্যাহত হয়ে বৃষ্টিপাত কমে যায় । এই পরিস্থিতিতে খরা বলে।
33) একটি এন্ডেমিক প্রজাতি উদাহরণ দাও?
Ans: চশমা বানর।
34) আয়তনে সবথেকে বড় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকারী অঞ্চলটির নাম কি?
Ans: বায়োস্ফিয়ার রিজার্ভ।
35) ভারতের কয়েকটি বিপন্ন প্রজাতির নাম করো?
Ans : গন্ডার, সিংহ ,সজারু, চশমা বানর।
36) ভারতের কয়েকটি জাতীয় উদ্যানের নাম করো?
Ans: আসামের কাজিরাঙ্গা, উত্তরাখণ্ডের করবেট, মধ্যপ্রদেশের কানহা।
37) বন থেকে আমরা কি কি পাই?
Ans: কাঠ ,পাতা ,জ্বালানি, মধু , মোম ইত্যাদি পাই।
38) সংরক্ষণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখ?
Ans : i) প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, অপচয় রোধ এবং ক্ষয়পূরণ এর ব্যবস্থা করা।
ii) বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা।
iii) বিপন্ন ও বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা করা।
39) বন্যপ্রাণী বিলুপ্তির কারণ গুলি লেখ?
Ans: i) অর্থের লোভে চোরাশিকারিরা বন্যপ্রাণী শিকার।
ii) সংরক্ষিত বনের জলাভাব এর জন্য।
iii) জন বিস্ফোরণের ফলে প্রাকৃতিক সম্পদের অধিক আহরণ এবং বনভূমি ধ্বংসের ফলে বন্যপ্রাণী হ্রাস পাচ্ছে।
40) সুন্দরবন কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত?
Ans : রয়েল বেঙ্গল টাইগার।
No comments