চতুর্থ অধ্যায় : ধাতু এবং অধাতু ; অষ্টম শ্রেণি ( SCERT ) TRIPURA
চতুর্থ অধ্যায় :
পদার্থ : ধাতু এবং অধাতু
Important Question with Answer - 2020- 2021
By : Biplab Debnath(৯৮৬২৪৮২০৬৫)
1) ধাতুর প্রসাযতা ( Malleability ) কি?
Ans : যে ধর্মের জন্য ধাতুকে পিটিয়ে পাতে পরিণত করা যায়, সে ধর্মকে বলা হয় প্রসাযতা।
2) প্রসাযতা ধর্ম নেই এমন দুটি পদার্থের নাম করো?
Ans : কয়লা এবং পেন্সিল।
3) ধাতুর নমনীয়তা ( Ductility ) ধর্ম কি?
Ans : যে ধর্মের জন্য ধাতুকে তারে পরিণত করা যায় সে ধর্মকে বলে নমনীয়তা।
4) সুনাদ কি?
Ans : ধাতুর তৈরি বস্তুগুলিকে আঘাত করলে ঝনঝন শব্দ উৎপন্ন হয় তাই ধাতুকে সুনাদ বলা হয়।
5) ধাতু কাকে বলে ? উদাহরণ দাও।
Ans : যেসব পদার্থ কঠিন, উজ্জ্বল, নমনীয়, সুনাদ এবং তাপ ও তড়িৎ এর সুপরিবাহী তাদের ধাতু বলে। যেমন সোনা, রূপা ,তামা ইত্যাদি।
6) অধাতু কাকে বলে? উদাহরণ দাও।
Ans : যেসব পদার্থ সাধারণত তরল বা গ্যাসীয়, অনুজ্জ্বল, তাপ ও তড়িৎ এর কুপরিবাহী তাদের অধাতু বল। যেমন - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি।
7) দুটি নরম ধাতুর নাম কর?
Ans : সোডিয়াম ও পটাশিয়াম।
8) একটি তরল ধাতুর নাম কর?
Ans : পারদ।
9) মরিচা কি ?এর সংকেত লেখ?
Ans : লােহা বা লােহাজাত দ্রব্যকে আর্দ্র বায়ুতে কিছুদিন খােলা অবস্থায় রেখে দিলে, লােহার ওপর লালচে বাদামি রঙের সােদক ফেরিক অক্সাইড এর একটি আস্তরণ পড়ে, একেই ‘মরচে বলে।
• সংকেত : Fe2O3.xH2O
10) তামার পাত্র দীর্ঘদিন বায়ুতে খোলা অবস্থায় রেখে দিলে সবুজ হয়ে যায় কেন?
Ans : যখন একটি তামার পাত্র দীর্ঘদিন বায়ুতে খোলা অবস্থায় ফেলে রাখা হয় তখন এর উপর একটি হালকা সবুজ আস্তরণ পড়ে। সবুজ পদার্থটি হল কপার হাইড্রোক্সাইড (Cu(OH)2) এবং কপার কার্বনেটের (CuCO3) এর মিশ্রণ। তামার উপর এই সবুজ বর্ণের আস্তরণ পড়ার জন্য এটি রং সবুজ হয়।
বিক্রিয়াটি হল – -
2Cu+H2O + CO2 + O2 → Cu (OH)2 + CuCO3
11) গন্ধক এবং অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসের নাম কি?
Ans : সালফার ডাই অক্সাইড ( SO2 )।
12) সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয় কি অ্যাসিড উৎপন্ন করে?
Ans : সালফিউরিক অ্যাসিড।
13) সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন?
Ans : সোডিয়াম খুবই সক্রিয় ধাতু। এটি অক্সিজেন এবং
জলের সাথে দ্রুত বিক্রিয়া করে। এই বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। সেইজন্য এটি কেরোসিনে ডুবিয়ে রাখা হয়।
14) একটি অত্যন্ত সক্রিয় ধাতুর নাম কর ?এটি কিভাবে সংরক্ষণ করা হয়?
Ans : ফসফরাস । এটিকে জলে রেখে সংরক্ষণ করা হয়। কারণ অধাতু গুলো জলের সাথে বিক্রিয়া করে না।
15) "পপ" শব্দটি দ্বারা কোন গ্যাসের উপস্থিতি বোঝা যায়?
Ans : হাইড্রোজেন।
16) প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
Ans : যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে প্রতিস্থাপিত করে নতুন পদার্থ তৈরি করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
যেমন : CuSO4 + Zn → ZnSO4 + Cu
কপার সালফেট + জিংক → জিংক সালফেট + কপার
17) মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে ?উদাহরণ দাও.
Ans : যদি কোন পদার্থ রাসায়নিক বিক্রিয়া দ্বারা, তাপ দিয়ে, ঠান্ডা করে, অথবা তড়িৎ বিশ্লেষণ করে আর ভাঙ্গা যায় না তাহলে সেটিকে বলে মৌলিক পদার্থ । যেমন - লোহা, সালফার, অক্সিজেন ইত্যাদি।
18) মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি?
Ans : পরমাণু।
19) প্রকৃতিতে মৌলিক পদার্থের সংখ্যা কত?
Ans : 92 টি।
20) ধাতুকল্প কাকে বলে? উদাহরণ দাও.
Ans : যেসব পদার্থের মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্মই বর্তমান থাকে তাদের ধাতুকল্প বলে। যেমন : আর্সেনিক, এন্টিমনি।
21) ধাতব অক্সাইড এর প্রকৃতি কি?
Ans: ধাতব অক্সাইড গুলো ক্ষারকীয় প্রকৃতির।
22) ধাতু ক্ষারের সাথে বিক্রিয়ায় কি গ্যাস উৎপন্ন করে?
Ans : হাইড্রোজেন গ্যাস।
23) অ্যালুমিনিয়াম পাত্রে কি লেবুর আচার রাখা যায়? যুক্তিসহকারে লেখ?
Ans :
24) খাদ্য সামগ্রী মোড়াতে অ্যালুমিনিয়াম পাত ব্যবহার করা হয় কেন?
Ans : অ্যালুমিনিয়াম খাদ্য সামগ্রীর সঙ্গে কোনো প্রকার বিক্রিয়া করে না। এ ছাড়া, প্রসারণশীলতা ধর্মের জন্য অ্যালুমিনিয়ামকে পিটিয়ে খুব পাতলা পাতে পরিণত করা যায়, যা ভাঁজ করা যায়। এর মোড়কে খাবার সংরক্ষিত থাকে।
25) কপার জিংকের যৌগের দ্রবন থেকে জিংক প্রতিস্থাপিত করতে পারে না কেন?
Ans :
26) কি ঘটবে যখন___
i) লঘু সালফিউরিক অ্যাসিড কপার পাতে ঢালা হল।
ii) লোহার পেরেক কপার সালফেট দ্রবণে রাখা হয়? বিক্রিয়াটি সমীকরণসহ লিখ.
Ans :
27) স্বর্ণকারের দোকানে সোনার জিনিস পালিশ করার পর , আগের থেকে ওজন কিছুটা কমে যায় কেন?
Ans : সোনার মধ্যে খাদ হিসেবে তামা থাকে। পালিশের সময় সোনার জিনিসকে গাঢ় নাইট্রিক অ্যাসিডে ফোটানো হয় । ফলে তামা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দ্রবণের চলে আসে। কিন্তু সোনা গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, ফলে সোনার জিনিসে খাদ হিসেবে যে তামা ছিল তা আর থাকে না। তাই পূর্বের ওজনের তুলনায় কম হয়।
28) কোন অধাতু তাপ ও তড়িৎ এর সুপরিবাহী?
Ans : গ্রাফাইট।
29) জলের চেয়ে হালকা দুটি ধাতুর নাম কর?
Ans : সোডিয়াম ও পটাশিয়াম ।
30) ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখ?
Ans : ক) ধাতু গুলি উজ্জ্বল। অধাতু গুলি অনুজ্জ্বল
খ) ধাতু গুলি সাধারণত কঠিন। অধাতু গুলি তরল ও গ্যাসীয়।
গ) ধাতু গুলি প্রসার্য ও নমনীয়। অধাতু গুলি অপ্রসার্য ও অনমনীয় ।
ঘ) ধাতু গুলি তাপ ও তড়িৎ এর সুপরিবাহী। অধাতু গুলি তাপ ও তড়িৎ এর কুপরিবাহী।
31) অধাতব অক্সাইড এর প্রকৃতি কিরূপ?
Ans : প্রশম বা আম্লীক প্রকৃতির।
32) একটি তরল অধাতুর নাম করো?
Ans : ব্রোমিন।
33) দুটি নরম ধাতুর নাম করো যে গুলিকে ছুরি দিয়ে কাটা যায়?
Ans : সোডিয়াম, পটাশিয়াম।
34) সবচেয়ে হালকা ধাতুর নাম করো?
Ans : লিথিয়াম।
35) সবচেয়ে হালকা অধাতুর নাম কি?
Ans : হাইড্রোজেন।
36) কোন ধাতুর নমনীয়তা ও প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
Ans : গোল্ড।
37) কোন ধাতু অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে?
Ans : অ্যালুমিনিয়াম এবং জিংক।
No comments