তাপ ( Heat ) : চতুর্থ অধ্যায়ঃ সপ্তম শ্রেণী ( SCERT ) Tripura/ CBSE

তাপ : Class-VII
Important Question with Answer - 2020- 2021
By : Biplab Debnath(৯৮৬২৪৮২০৬৫)

1) তাপ কি?
Ans : তাপ হল একপ্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জনে ঠান্ডা হয়।
2) তাপমাত্রা বা উষ্ণতা কাকে বলে?
Ans : তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা , যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য কোন বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে।


3) তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি?
Ans : থার্মোমিটার।
4) ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটার কাকে বলে?
Ans : যে থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয় তাকে ডাক্তারি থার্মোমিটার বলে।
5) তাপমাত্রা পরিমাপক বিভিন্ন স্কেল গুলি কি কি?
Ans : সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল।
6) ফারেনহাইট স্কেলে ডাক্তারি থার্মোমিটার এর পাল্লা কত?
Ans : 94°F থেকে 108° F পর্যন্ত।
7) ক্লিনিক্যাল থার্মোমিটারে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পাল্লা কত?
Ans : 35°C থেকে 42°C পর্যন্ত।
8) ক্লিনিক্যাল থার্মোমিটার এর সাহায্যে পাঠ নিতে কি কি সর্তকতা অবলম্বন করতে হবে?
Ans : i) থার্মোমিটার ব্যবহারের আগে ও পরে একে ধুয়ে নিতে হবে, সম্ভব হলে জীবাণুনাশক সাবান দিয়ে।
ii) ব্যবহারের আগে নিশ্চিত হতে হবে যেন পারদ লেভেল 35°C এর নিচে থাকে।
iii) পাঠ নেওয়ার সময় পারদ লেভেলকে দৃষ্টি রেখায় রাখতে হবে।
iv) পাঠ নেওয়ার সময় কখনো থার্মোমিটারের বাল্বটিকে ধরবে না।
9) সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
Ans: ফারেনহাইট স্কেলে : 98.6°F
• সেলসিয়াস স্কেলে : 37°C
10) ল্যাবরেটরী থার্মোমিটার এর পাল্লা কত?
Ans :  -10°C থেকে 110°C পর্যন্ত।
11) গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার কি?
Ans : যে থার্মোমিটার দিয়ে আবহাওয়ার পূর্বাভাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা  যায়, সেই থার্মোমিটার কে গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার বলে।
12) লাবরেটরি থার্মোমিটারের সাহায্যে পাঠ নিতে কি কি সর্তকতা অবলম্বন করতে হয়?
Ans : 
ক) থার্মোমিটারটি খাড়াভাবে রাখতে হবে।
খ) যে তরলের তাপমাত্রা পরিমাপ করা হবে বাল্বটি যেন সেই তরলে ডোবানো থাকে এবং পাত্রকে স্পর্শ না করে।
13) SI পদ্ধতিতে তাপের একক কী ?
Ans : জুল ।
14) আন্তর্জাতিক পদ্ধতিতে ( SI ) তাপমাত্রার একক কী?
Ans :  ক্যালভিন (K)।
15) থার্মোমিটারে পারদ ব্যবহার করার সুবিধা ও অসুবিধা লেখ?
Ans : সুবিধা : (১) পারদ একটি তাপ সুপরিবাহী পদার্থ। ফলে পারদ খুব সহজে তাপ গ্রহণ করে তার বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে এবং পারদ থার্মোমিটার বস্তুর প্রকৃত তাপমাত্রা নির্দেশ করে।
(২) পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়।
(৩) পারদ একটি অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ বলে থার্মোমিটারের কাচের নলের ভিতর তার উঠা-নামা বাইরে থেকে সহজেই দেখা যায়।
• অসুবিধা :  (১) থার্মোমিটার দিয়ে -39°C এর নিচের তাপমাত্রা পরিমাপ করা যায় না ।
 (২) পারদ একটি বিষাক্ত পদার্থ। থার্মোমিটার ভেঙে গেলে এর থেকে পারদকে সরানো ও কঠিন কাজ।
16) তাপ পরিমাপক যন্ত্রের নাম কী ?
Ans : ক্যালরিমিটার ।
17) তাপ সঞ্চালন কাকে বলে?
Ans : তাপ সঞ্চালন হল তাপের স্থান পরিবর্তন, যা সর্বদা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানে প্রবাহিত হয়।
18) তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি গুলি কি কি?
Ans : ১। পরিবহন
২। পরিচলন এবং
৩। বিকিরণ
19) তাপের পরিবহন কাকে বলে? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কি পদ্ধতিতে  স্থানান্তরিত হয়?
Ans : যে প্রক্রিয়ায় তাপ উষ্ণতর প্রান্ত থেকে শীতলতর প্রান্তের দিকে স্থানান্তরিত হয় তাকে তাপের পরিবহন বলে।
• পরিবহন পদ্ধতিতে।
20) তাপের সুপরিবাহী এবং কুপরিবাহী কি ? উদাহরণ দাও।
Ans : যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে তাদের তাপের সুপরিবাহী পদার্থ বলে । যেমন - লোহা , তামা।
• যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না তাদের তাপের কুপরিবাহী পদার্থ বা অন্তরক বলে। যেমন - প্লাস্টিক , কাঠ।
21) তরল ও গ্যাসে  কি পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়?
Ans : পরিচলন পদ্ধতিতে।
22) কি পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় না?
Ans :  বিকিরণের দ্বারা।
23) সমুদ্র বায়ু কাকে বলে?
Ans : দিনের বেলায় সূর্যের তাপে স্থলভাগ জলভাগ অপেক্ষা দ্রুত গরম হয়।  স্থল ভাগের উপরের বায়ু গরম ও হালকা হয়ে উপরে উঠে যায়। সমুদ্রের উপরের অপেক্ষাকৃত শীতল বায়ু স্থলভাগের উপরের ওই শূন্যতা পূরণের জন্য ছুটে আসে। সমুদ্র থেকে স্থলভাগে প্রবাহিত এই শীতল বায়ুকে সমুদ্র বায়ু বলে।
24) সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বাড়ির জানালা সমুদ্রের দিকে রাখা হয় কেন?
Ans : দিনের বেলায় সূর্যের তাপে স্থলভাগ জলভাগ অপেক্ষা দ্রুত গরম হয়।  স্থল ভাগের উপরের বায়ু গরম ও হালকা হয়ে উপরে উঠে যায়। সমুদ্রের উপরের অপেক্ষাকৃত শীতল বায়ু স্থলভাগের উপরের ওই শূন্যতা পূরণের জন্য ছুটে আসে। সমুদ্র থেকে স্থলভাগে প্রবাহিত এই শীতল বায়ুকে সমুদ্র বায়ু বলে। এই ঠান্ডা বায়ু পাবার জন্য উপকূলবর্তী অঞ্চলের বাড়ির জানালা সমুদ্রের দিকে রাখা হয়।
25) গ্রীস্মে আমরা হালকা রঙের কাপড় পছন্দ করি এবং শীতে সাধারণত গাঢ় রঙের কাপড় পড়ি কেন?
Ans : হালকা রঙের কাপড়ের উপর আপতিত তাপের বেশিরভাগই প্রতিফলিত করে। এজন্য ঐ কাপড় পরে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি।
• শীতকালে গাঢ় রঙের কাপড় বিকিরিত তাপ বেশি শোষণ করে অনেকক্ষণ গরম থাকে , যার ফলে আমরা নিজেকে গরম অনুভব করি।
26) শীতকালে উলের জামা কাপড় পড়ি কেন?
Ans : উল তাপের কু-পরিবাহী। তাছাড়া উলের কাপড়ে অসংখ্য ফাঁক থাকে এবং তাদের মধ্যে বায়ু আবদ্ধ থাকে। এই আবদ্ধ বায়ু আমাদের শরীর থেকে তাপকে বাইরের দিকে যেতে বাধা দেয় তাই আমরা গরম অনুভব করি। 
27) সেলসিয়াস স্কেল কে আবিষ্কার করে?
Ans : অ্যান্ডারস সেলসিয়াস নামে একজন সুইডিস জ্যোতির্বিজ্ঞানী 1742 খ্রিস্টাব্দে সেলসিয়াস স্কেল তৈরি করেছিলেন।
28) শীতকালে একটি মোটা জামা না পড়ে , দুটি পাতলা জামা পড়লে বেশি আরাম লাগে কেন?
Ans : কারণ, দুটি জামার মাঝখানে কিছু পরিমাণ বাতাস থাকে। এই বায়ু তাপের কুপরিবাহী। তাই শরীরের তাপ বাইরে বেরোতে পারে না। যার ফলে শরীরটা উষ্ণ থেকে আরাম বোধ হয়।
29) ল্যাবরেটরী থার্মোমিটার ও ক্লিনিক্যাল থার্মোমিটার এর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উল্লেখ করো?
Ans :    সাদৃশ্য : 
ক) উভয় থার্মোমিটার দ্বারা তাপমাত্রা মাপা হয়।
খ) উভয় থার্মোমিটারে উষ্ণতা মাপার জন্য পারদ এর প্রসারণকে কাজে লাগানো হয়।
• বৈসাদৃশ্য: 
ক) ডাক্তারি থার্মোমিটার দিয়ে মানবদেহের তাপমাত্রা মাপা হয়। কিন্তু ল্যাবরেটরী থার্মোমিটার দিয়ে বস্তুর তাপমাত্রা মাপা হয়।
খ) ডাক্তারি থার্মোমিটার এর পাল্লা 35°C থেকে 42°C পর্যন্ত।
কিন্তু ল্যাবরেটরী থার্মোমিটার এর পাল্লা-10°C থেকে 110°C পর্যন্ত।
30) তাপের একটি উত্তম শোষক ও বিকিরক বস্তুর নাম কর?
Ans : কৃষ্ণবস্তু।
31) স্থলবায়ু কাকে বলে?
Ans: রাত্রিবেলা জলভাগ স্থলভাগ  অপেক্ষা ধীরে ধীরে ঠান্ডা হয়। এর ফলে স্থলভাগের ঠান্ডা বায়ু সমুদ্রের দিকে ছুটে যায়। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে ছুটে-যাওয়া ঠান্ডা বায়ু স্থলবায়ু বলে।
32) কঠিন পদার্থে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো?
Ans : 

33) গরুরগাড়ির চাকায় কিভাবে লোহার বেড় পরানো হয়?
Ans : গরুর গাড়ির চাকার চেয়ে সামান্য ছোট মাপের লোহার বেড় তৈরি করে তাকে উত্তপ্ত করে চাকায় পরিয়ে দেওয়া হয়। এরপর বেড়টিকে ঠান্ডা করলে তা সঙ্কুচিত হয়ে চাকায় দৃঢ়ভাবে চেপে বসে।
34) একটি বস্তুর তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
Ans : 
i) বস্তুর ভর 
ii) বস্তুর উষ্ণতা এবং 
iii) বস্তুর উপাদানের আপেক্ষিক তাপের উপর নির্ভর করে।
35) তাপ ও তাপমাত্রার পার্থক্য লেখ?
Ans : ক) তাপ হল কারণ,   
• তাপমাত্রা হল তাপের ফল।
খ) তাপ শক্তির একটি বিশেষ রূপ।   
 তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। 
গ) তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের দ্বারা , 
• তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দ্বারা।
36) ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতা মাপক বস্তু হিসেবে কি রাখা হয়?
Ans : পারদ।
37) পারদ থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করতে পারদের কোন ধর্মকে কাজে লাগানো হয়?
Ans: উষ্ণতা পরিবর্তনের সঙ্গে পারদের আয়তন পরিবর্তনের ধর্মকে কাজে লাগানো হয়।
38) ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেন?
Ans : ডাক্তারি থার্মোমিটার সর্বোচ্চ 110°F পাঠ দিতে পারে। কিন্তু ফুটন্ত জলের তাপমাত্রা 212°F । ফলে ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলে ডোবালে পারদের অত্যধিক প্রসারণের ফলে নলের উপর চাপ পরে থার্মোমিটারটি ফেটে যাবে।
39) সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয় ?
Ans : দিনের বেলায়।
40) স্থলবায়ু কখন প্রবাহিত হয়? 
Ans : রাতের বেলায়।
41) দুটি বস্তুর মধ্যে কখন তাপ সঞ্চালন বন্ধ হয়?
Ans : দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে।
42) তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি কোনটি?
Ans : বিকিরণ পদ্ধতি।
43) ফায়ার ব্রিগেডের কর্মীরা চকচকে সাদা পোশাক পরে কেন?
Ans : সাদা পোশাক বিকীর্ণ তাপকে বেশি পরিমাণে প্রতিপালন করে। এর ফলে কর্মীদের দেহ অপেক্ষাকৃত শীতল থাকে ও আগুনের কাছে থেকে কাজ করতে সুবিধা হয়।
44) উষ্ণ অঞ্চলে ঘরের বাইরের দেয়ালে সাদা রং করা হয় কেন?
Ans : সাদা রঙের বস্তু বিকীর্ণ তাপকে বেশি পরিমাণে প্রতিপালন করে  এবং খুব কম তাপ শোষিত হয়।
ফলে উষ্ণ অঞ্চলে ঘরের বাইরের দেয়ালের রং সাদা থাকলে ঘরের ভিতরে গরম কম লাগে।
45) জল এবং বায়ু তাপের সুপরিবাহী না কুপরিবাহী?
Ans : কুপরিবাহী।
Visit Our YouTube Channel : 

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.