তৃতীয় অধ্যায় : কৃত্রিম তন্তু ও প্লাস্টিক । উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ Class-8
কৃত্রিম তন্তু ও প্লাস্টিক
Important Question with Answer - 2020- 2021
By : Biplab Debnath (৯৮৬২৪৮২০৬৫)
1) কৃত্রিম তন্তু কাকে বলে?
Ans :যে তন্তু মানুষের দ্বারা তৈরি তাকে কৃত্রিম তন্তু বলে। যেমন : পলিথিন , নাইলন।
2) দুটি করে কৃত্রিম তন্তু ও প্রাকৃতিক তন্তুর নাম কর?
Ans : কৃত্রিম তন্তু : রেয়ন, নাইলন।
• প্রাকৃতিক তন্তু : তুলো, পশম , রেশম, পাট ।
3) পেট্রোকেমিক্যালস কি?
Ans : পেট্রোলিয়ামজাত কাঁচামাল থেকে রাসায়নিক পদ্ধতিতে তৈরি পদার্থকে পেট্রোকেমিক্যালস বলে।
4) প্লাস্টিক পাত্রে খাবার রাখা সুবিধাজনক কেন?
Ans : i) প্লাস্টিক জল বায়ু দ্বারা আক্রান্ত হয় না ।
ii) প্লাস্টিকের পাত্রের কোন ক্ষয় নেই।
iii) খাদ্য দ্রব্যের সঙ্গে কোন প্রকার রাসায়নিক বিক্রিয়া করে না।
5) পলিমার কি?
Ans: অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এককের সমন্বয়ে কৃত্রিম তন্তু গঠিত। এই অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র একক মিলে বৃহদাকার শৃঙ্খল ঘটিত নতুন যৌগটিকে বলে পলিমার। সুতরাং পলিমার হল বহু সংখ্যক এককের যোগফল। যেমন : সেলুলোজ , প্লাস্টিক।
6) শূন্যস্থান পূরণ কর : পলিমার হল বহু সংখ্যক এককের .....................।
Ans : যোগফল।
7) সেলুলোজ কি? এটি কি একক দিয়ে গঠিত?
Ans: কার্পাস তুলো এক ধরনের প্রাকৃতিক পলিমার। একে সেলুলোজ বলে।
• সেলুলোজ অসংখ্য গ্লুকোজ একক দিয়ে গঠিত।
8) কোন দেশে রেশম সুতোর আবিষ্কার হয়েছে?
Ans : চীন দেশে।
9) রেয়ন বা কৃত্রিম রেশম কি?
Ans : ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বিজ্ঞানীরা কাঠের মন্ড থেকে রাসায়নিক প্রক্রিয়ায় রেশম সুতোর ন্যায় এক ধরনের তন্তু তৈরি করতে সক্ষম হয় , একে বলা হয় রেয়ন বা কৃত্রিম রেশম।
10) রেয়ন বা কৃত্রিম রেশম এর বৈশিষ্ট্য ও ব্যবহার লিখ?
Ans : বৈশিষ্ট্য : i) এটি দামে সস্তা এবং এ দিয়ে রেশমের মতো কাপড় বোনা যায়।
ii) একে ভিন্ন রঙে রঞ্জিত করা যায়।
• ব্যবহার : একে কার্পাস সুতোর সাথে মিশিয়ে বিছানার চাদর এবং উলের সাথে মিশিয়ে কার্পেট বা মাদুর তৈরি করা যায়।
11) প্রথম আবিষ্কৃত কৃত্রিম তন্তুর নাম কি? এটি কিভাবে তৈরি করা হয়?
Ans : নাইলন।
• প্রাকৃতিক কাঁচামাল ( উদ্ভিদ ও প্রাণী ) ব্যবহার না করে 1931 সালে কয়লা , জল ও বায়ু থেকে এটি তৈরি করা হয়।
12) নাইলনের বৈশিষ্ট্য ও ব্যবহার লিখ?
Ans : বৈশিষ্ট্য : নাইলন খুবই দৃঢ়, স্থিতিস্থাপক ও হালকা। এটি উজ্জ্বল ও সহজে ধোয়া যায়।
• ব্যবহার : নাইলন দিয়ে মোজা, দড়ি, তাবু, দাঁত মাজার ব্রাশ, গাড়ির সিট বেল্ট, পর্দা প্রভৃতি প্রয়োজনীয় বস্তু তৈরি করা যায়।
13) কৃত্রিম তন্তুর ব্যবহার লিখ?
Ans : NCERT 37 PAGE.
14) কৃত্রিম তন্তুর সাথে রাসায়নিক পদার্থ ব্যবহার করে তৈরি করা যায় এমন কয়েকটি তন্তুর নাম কর?
Ans : রেয়ন , নাইলন, পলিয়েস্টার, এক্রাইলিক।
15) পলিয়েস্টার কি ? এর বৈশিষ্ট্য লেখ?
Ans : পলিয়েস্টার হলো এক ধরনের কৃত্রিম তন্তু।
• এটি ভাজহীন থাকে , সহজে ধোয়া ও পরিষ্কার করা যায়। এজন্য পোশাক তৈরিতে এর ব্যবহার প্রচুর।
16) বহুল প্রচলিত একটি পলিয়েস্টার এর নাম কর ?
Ans : টেরিলিন ।
17) পেট কি? এর ব্যবহার লিখ?
Ans : NCERT 32 PAGE.
18) পলিকট কোন কোন তন্তুর মিশ্রণ?
Ans : পলিএস্টার ও কার্পাস সুতার মিশ্রণ।
19) পলিউল কোন কোন তন্তুর মিশ্রণ?
Ans : পলিয়েস্টার ও উলের মিশ্রণ ।
20) প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তুর পার্থক্য লিখ?
Ans : i) প্রাকৃতিক তন্তু অপেক্ষা কৃত্রিম তন্তু অধিকতর টেকসই ও সহজলভ্য।
ii) প্রাকৃতিক তন্তুতে আগুন লাগল এটা প্রায় সম্পূর্ণ পুড়ে যায়, কিন্তু কৃত্রিম তন্তুতে আগুন লাগলে গলে গিয়ে পিন্ডে পরিণত হয়।
21) ব্যাকেলাইট কি? এর ব্যবহার লেখ?
Ans : ব্যাকেলাইট হলো বহুল ব্যবহৃত একটি থার্মোসেট।
• ব্যবহার : এটি বিদ্যুতের সুপরিবাহী। প্লাগ, সুইচ, টেলিফোন এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করতে ব্যবহৃত হয়।
22) ব্যাকেলাইট কে আবিষ্কার করেন?
Ans : বিজ্ঞানী ব্যাকল্যান্ড।
23) অ্যাক্রাইলিক নামক তন্তু দিয়ে কি কি তৈরি হয়?
Ans : সোয়েটার, শাল বা কম্বল।
24) কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য বা সুবিধা গুলি লেখ?
অথবা , প্রাকৃতিক তন্তু অপেক্ষা কৃত্রিম তন্তু ব্যবহারের সুবিধা গুলি লেখ?
Ans :
• কৃত্রিম তন্তু অধিকতর টেকসই ও সহজলভ্য।
• দামে সস্তা এবং পোশাক-পরিচ্ছদকে আকর্ষণীয় করে তুলে।
• তাছাড়া রক্ষণাবেক্ষণ ও সুবিধাজনক ।
25) রান্নাঘরে ও পরীক্ষাগারে কখনো কৃত্রিম তন্তু দিয়ে তৈরি করা পোশাক পরে কাজ করা উচিত নয় কেন?
অথবা, প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তুর দহনের প্রকৃতি আলাদা --- ব্যাখ্যা করো।
অথবা, কৃত্রিম তন্তু ব্যবহারের অসুবিধা লেখ?
Ans: প্রাকৃতিক তন্তুতে আগুন লাগলে এটা প্রায় সম্পূর্ণ পুড়ে যায় এবং খুবই অল্প পরিমাণ ছাই অবশেষ থাকে। কিন্তূ কৃত্রিম তন্তুর পোশাক আগুনে গলে গিয়ে শরীরে লেগে থাকে । এর ফলে খুবই যন্ত্রণাদায়ক হয়। তাই কৃত্রিম তন্তুর পোশাক পরে কখনো রান্না করা উচিত নয়।
26) কি ধরনের কৃত্রিম তন্তু পোশাক তৈরিতে ব্যবহার প্রচুর এবং কেন?
ans : পলিএস্টার। কারণ এর দ্বারা তৈরি পোশাক সহজে কুঞ্চিত হয় না । এটা ভাঁজহীন থাকে , সহজে ধোয়া ও পরিষ্কার করা যায়।
27) কৃত্রিম তন্তু থেকে প্রস্তুত পোশাক-পরিচ্ছদকে কেন WASH-N-WEAR বলা হয়?
Ans: কৃত্রিম তন্তু থেকে প্রস্তুত পোশাক ধোয়ার পর সংকুচিত হয় না । ভাঁজ নিরোধক ও টেকসই , ইস্তিরি না করলেও চলে। তাই এদের WASH-N-WEAR বলা হয়।
28) কৃত্রিম তন্তুর ব্যবহার লেখ?
Ans : গৃহস্থালির নানা বাসনপত্র তৈরি , বালতি, দড়ি, আসবাবপত্র, বিভিন্ন রকমের পাত্র, এমনকি বিমান, জাহাজ, মহাকাশযান, চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি প্রভৃতি তৈরি করা হয়।
29) পলিথিন কি?
Ans : পলিথিন এক ধরনের প্লাস্টিক। এটি বহু সংখ্যক ইথিলিন অনুর পরস্পরের সঙ্গে যুক্ত করে তৈরি করা হয়।
30) থার্মোপ্লাস্টিক কি? উদাহরণ দাও । এর ব্যবহার লিখ?
Ans : যে ধরনের প্লাস্টিককে সহজে বাঁকানো যায় এবং গরম করলে আকৃতি বিকৃত হয়ে যায় , তাদের থার্মোপ্লাস্টিক বলে। যেমন : পলিথিন, পিভিসি(PVC) ইত্যাদি।
• খেলনা , চিরুনি , জিনিসপত্র রাখার বিভিন্ন পাত্র তৈরি করতে এদের ব্যবহার করা হয়।
31) থার্মোসেটিং প্লাস্টিক কি? উদাহরণ দাও ।এর ব্যবহার লিখ?
Ans : যে সমস্ত প্লাস্টিককে একবার আকৃতি দেওয়ার পর তাপ প্রয়োগে আর নরম করা যায় না, তাদের থার্মোসেটিং প্লাস্টিক বলে। যেমন : ব্যাকেলাইট ,মেলামাইন ইত্যাদি।
ব্যবহার :
• ব্যাকেলাইট তাপ ও তড়িৎ এর কু-পরিবাহী। এজন্য বৈদ্যুতিক সুইচ, বাসনের হাতল ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।
• মেলামাইন হলো অগ্নিসহ।এজন্য অগ্নিনির্বাপক কর্মীদের পোশাক তৈরিতে এটি ব্যবহার করা হয়।
32) প্লাস্টিক ব্যবহারের সুবিধা গুলি লেখ?
Ans :
• প্লাস্টিক হাল্কা , দৃঢ় ও টেকসই হওয়ায় প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করা সুবিধাজনক।
• প্লাস্টিক জল, বায়ু প্রভৃতির সঙ্গে বিক্রিয়া করে না। এজন্য প্লাস্টিক পাত্রে বিভিন্ন জিনিসপত্র এমনকি রাসায়নিক পদার্থ রাখা ও সুবিধাজনক।
• প্লাস্টিক তাপ ও বিদ্যুৎ এর কু-পরিবাহী। এজন্য বৈদ্যুতিক তারের আবরক হিসাবে ও বৈদ্যুতিক যন্ত্রপাতির হাতল তৈরিতে ব্যবহৃত হয়।
• প্লাস্টিক পুনর্নবীকরণযোগ্য।
33) প্লাস্টিকের ব্যবহার লিখ?
Ans : • i ) জলের পাইপ, খেলনা, চিরুনি, বৈদ্যুতিক সুইচ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
• ii) ঘরের আসবাবপত্র, সাজসজ্জার সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়।
• iii) স্বাস্থ্য পরিষেবায় ট্যাবলেটের মোড়ক , সেলাই করার সুতা , ইনজেকশনের সিরিঞ্জ ইত্যাদি তৈরিতে প্লাস্টিক ব্যবহৃত হয়।
34) চিকিৎসাবিজ্ঞানে বা স্বাস্থ্য পরিষেবায় প্লাস্টিকের ভূমিকা লেখ?
Ans : Ncert Page 35
35) প্লাস্টিক পাত্রে রাসায়নিক পদার্থ রাখা সুবিধাজনক কেন?
Ans : কারণ প্লাস্টিক জল , বায়ু প্রভৃতির সাথে বিক্রিয়া করে না। তাদের কোন ক্ষয় হয় না।
36) বাড়ির আসবাবপত্র ও গৃহস্থালির জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হয় কেন?
Ans : কারণ, প্লাস্টিক হালকা, টেকসই এবং একে পছন্দমত বিভিন্ন আকৃতি দেওয়া যায়।
37) বৈদ্যুতিক যন্ত্রপাতির হাতালে প্লাস্টিক ব্যবহার করা হয় কেন?
Ans : কারণ , প্লাস্টিক তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী।
38) টেপ্লন কি?
Ans : টেপ্লন একটি বিশেষ ধরনের প্লাস্টিক। এটা তেল বা জলে ভিজে না। এজন্য রান্নার পাত্রে আস্তরন হিসেবে এর ব্যবহার সুবিদিত।
39) পচনশীল বস্তু ও অপচনশীল বস্তু কাকে বলে? উদাহরণ দাও?
Ans : NCERT Page 35
40) প্লাস্টিক পরিবেশের বান্ধব নয় --- ব্যাখ্যা করো?
অথবা , প্লাস্টিক ব্যবহারের অসুবিধা লেখ?
Ans :
• এটি পরিবেশ দ্বারা বিয়োজিত হয় না।
• এর দহনে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় এবং বায়ু দূষণ ঘটায়।
• প্লাস্টিক নালা নর্দমাতে জমে নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি করে।
41) PVC কি ?এর পুরো নাম লিখ? এর ব্যবহার লিখ?
Ans : PVC হল একপ্রকার কৃত্রিম পলিমার। এটি পলিথিনের থেকেও মজবুত।
• PVC = পলিভিনাইল ক্লোরাইড।
• বোতল ,জলের পাইপ, জুতার সোল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
42) মেলামাইন কি ?এর ব্যবহার লিখ?
Ans : মেলামাইন হলো এক ধরনের থার্মোসেটিং প্লাস্টিক।
• মেলামাইন হলো অগ্নিসহ। এজন্য অগ্নিনির্বাপক কর্মীদের পোশাক তৈরিতে এটি ব্যবহার করা হয়।
43) প্লাস্টিক ব্যবহারের অসুবিধা দূরীকরণের উপায় গুলি লেখ?
Ans : NCERT Page 36
44) 4R নীতি কি?
Ans : প্লাস্টিক বা পলিথিনের দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার জন্য যে নীতি মেনে চলার প্রয়োজন তাকে সংক্ষেপে 4R নীতি বলে। নীতিটি হলো -
i) Reduce অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার কমাও।
ii) Reuse অর্থাৎ প্লাস্টিক দ্রব্য পুনর্ব্যবহার করো।
iii) Recycle অর্থাৎ পুনরাবর্তন করো।
iv) Recover অর্থাৎ পুনরুদ্ধার করো।
45) পলিকট, পলিউল, পলিয়েস্টার ও অ্যাক্রাইলিক কি?
Ans :
• পলিকট পলিএস্টার ও কার্পাস তুলোর মিশ্রণে তৈরি তন্তু বিশেষ।
• পলিউল পলিএস্টার ও উলের মিশ্রণে তৈরি তন্তু বিশেষ।
• পলিএস্টার এক ধরনের কৃত্রিম তন্তু। এর দ্বারা তৈরি পোশাক সহজে কুঞ্চিত হয় না।
• অ্যাক্রাইলিক একপ্রকার কৃত্রিম তন্তু বিশেষ। অ্যাক্রাইলিক দিয়ে তৈরি কাপড় তুলনায় সস্তা, এরা বিভিন্ন রংয়ের হয়।
46) থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক এর মধ্যে পার্থক্য লেখ?
Ans : i) থার্মোপ্লাস্টিক উত্তাপে বার বার নরম হয়ে যায়।
• থার্মোসেটিং প্লাস্টিক উত্তাপে একবারই নরম হয়।
ii) থার্মোপ্লাস্টিক এর গলনাঙ্ক নিম্ন।
• থার্মোসেটিং প্লাস্টিক এর গলনাঙ্ক উচ্চ।
47) টুথব্রাশের হাতল ও তন্তু কি একই পদার্থের তৈরি?
Ans : না , টুথ ব্রাশের হাতল প্লাস্টিকের এবং তন্তু নাইলনের তৈরি।
48) কৃত্রিম তন্তু উৎপাদন বন সংরক্ষনে সাহায্য করে ব্যাখ্যা কর?
Ans : উদ্ভিদ অংশ থেকে কাগজ উৎপন্ন হয়। দেখা গেছে এক টন কাগজ তৈরি করতে 17 টি পরিণত উদ্ভিদের প্রয়োজন। সুতরাং কাগজের ব্যবহার কমানোর মাধ্যমে বন সংরক্ষণ সম্ভব। বিভিন্ন কৃত্রিম তন্তু জাতীয় বস্তু বহুল পরিমাণে ব্যবহৃত হয় যা কাগজের ব্যবহার কমাতে সাহায্য করে। এভাবে কৃত্রিম তন্তু পরোক্ষভাবে বন সংরক্ষণ সাহায্য করে।
49) i) সসপ্যানের হাতলে ও
ii) ইলেকট্রিক ইলেকট্রিক সুইচ /প্লাগ - এ থার্মোসেটিং প্লাস্টিক ব্যবহারের কারণ কি?
Ans : i) কারণ , সসপ্যানের হাতলে
থার্মোসেটিং প্লাস্টিক ব্যবহারের কারণ হল এটি অগ্নিসহ এবং তাপের কুপরিবাহী।
ii) ইলেকট্রিক সুইচে থার্মোসেটিং প্লাস্টিক ব্যবহার করা হয় কারণ এটি বিদ্যুতের কুপরিবাহী।
50) নিচের কোনগুলো পুনর্নবীকরণযোগ্য ও কোনগুলি নয়?
টেলিফোন যন্ত্র, প্লাস্টিকের খেলনা , পলিব্যাগ, প্লাস্টিকের কলম, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের চেয়ার, ইলেকট্রিক সুইচ।
Ans :
• পুনর্নবীকরণযোগ্য : প্লাস্টিকের খেলনা , পলিব্যাগ, প্লাস্টিকের কলম, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের চেয়ার।
• পুনর্নবীকরণযোগ্য নয় : টেলিফোন যন্ত্র,ইলেকট্রিক সুইচ।
51) প্যারাসুট ও পর্বতারোহণের দড়ি কি দিয়ে তৈরি?
Ans : নাইলন। কারণ, নাইলন তন্তু ইস্পাত তন্তুর থেকেও দৃঢ়।
52) নাইলন তন্তু এবং ইস্পাত তন্তুর মধ্যে কোনটি বেশি দৃঢ় ?
Ans : নাইলন।
53) শূন্যস্থান পূরণ কর :
i) প্রাকৃতিক তন্তু তৈরি হয়েছে ___ ও ____। থেকে।
ii) কৃত্রিম তন্তু হল ___।
iii) প্রথম কৃত্রিম তন্তুর নাম ___।
iv) বহু সংখ্যক সরল এককের সমবায়ে তৈরি হয় ___।
Ans :
i) উদ্ভিদ ও প্রাণী ।
ii) রেয়ন ।
iii) নাইলন।
iv) পলিমার
54) রান্নার পাত্রের আস্তরন তৈরিতে ব্যবহৃত প্লাস্টিকটির নাম কি?
Ans : টেফলন।
55) প্লাস্টিকের কোন বৈশিষ্ট্যর জন্য এর গ্রহণযোগ্যতা সর্বাধিক?
Ans : এটির সস্তা, টেকসই,দৃঢ় এবং হালকা।
56) প্লাস্টিক ব্যবহারের অসুবিধা দূরীকরণের উপায় গুলি লেখ?
Ans : i ) প্লাস্টিক ব্যাগ ও অন্যান্য পলিথিন মোড়ক যত্রতত্র স্থানে ফেলা বন্ধ রাখতে হবে।
ii) প্লাস্টিকের তৈরি জিনিস যথাসম্ভব কম ব্যবহার করবে।
iii) পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে জমা করে অপসারণ করা।
iv) বাজারে বা দোকানে কেনা কাটা করতে যাবার সময় কাপড় বা পাটের তৈরি ব্যাগ সঙ্গে নিয়ে যাওয়া।
Visit Our Youtube Channel :
No comments