প্রথম অধ্যায় : ফরাসি বিপ্লব || ইতিহাস || Class-9 || Short Question
প্রথম অধ্যায় : ফরাসি বিপ্লব
Class – 9th ( TBSE )
Ncert Important
Short Question with Answer - 2020- 2021
Class - IX ( By : Rupankar Debnath ) 9612261677
1. ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? Ans : 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই
2. 1774 খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে কে বসেন? Ans : ষোড়শ লুই
3. লিভ্র কি ?এটি কত খ্রিস্টাব্দে অবলুপ্ত হয়? Ans : ফ্রান্সের মুদ্রার একক। এটি 1794 খ্রিস্টাব্দে অবলুপ্ত হয়
4. ফ্রান্সের ভূমিকর কে কি বলে? Ans : টেইলি
5. ফরাসি কৃষকদের দেয় শ্রমকরের নাম কি? Ans : করভি
6.1789 খ্রিস্টাব্দে ফরাসি সমাজে কৃষকদের দেয় লবণ কর কে কি বলে? Ans : গ্যাবেলা
7. ফ্রান্সে ধর্মকর কে কি বলে? Ans : টাইথ
8. তাই (taille) কি? Ans : রাষ্ট্রের ধার্য করা প্রত্যক্ষ কর
9. দ্য স্পিরিট অফ দা লস (the spirit of the laws) গ্রন্থটি কার লেখা? Ans : মন্তেস্কু
10. Two treatises of government এই গ্রন্থটি কার লেখা? Ans : জন লকের লেখা
11. What is the third estate এই পুস্তিকাটি কে রচনা করেন? Ans : আবে সিইয়েস
12. নেপোলিয়ন কবে ফ্রান্সের সম্রাট হন? Ans : 1804 খ্রিস্টাব্দে
13. কে কবে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন? Ans : 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন
14. দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? Ans : রুশোর
15.L 'Amidupeuple(মানুষের বন্ধু) সংবাদপত্র টি কার রচনা? Ans : বিপ্লবী সাংবাদিক জিন পল মারাট
16.কবে ফ্রান্সের জাতীয় পরিষদ সংবিধান রচনার কাজ শেষ করে? Ans : 1791 খ্রিস্টাব্দে
17. রাজদণ্ড কিসের প্রতীক? Ans : রাজশক্তির প্রতীক
18. ফ্রান্সের জাতীয় রং কোনটি? Ans : নীল -সাদা -লাল
19. বর্তমানে ফ্রান্সের জাতীয় সংগীত কোনটি? Ans : মার্সেলাইজ
20. নতুন নির্বাচন পরিষদ কি নামে পরিচিত? Ans : কনভেনশন
21. গিলোটিন যন্ত্র কে আবিষ্কার করেন? Ans : ড:গিলোটিন
22. ফ্রান্সের মহিলারা কবে ভোটাধিকার লাভ করে? Ans : 1946 খ্রিস্টাব্দে
23.কবে ফ্রান্সে দাস ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত হয়? Ans : 1848 খ্রিস্টাব্দে
24. নিগ্রো তাদের বোঝাতে ব্যবহৃত হয়? Ans : দক্ষিণ আফ্রিকার সাহারা অঞ্চলে বসবাসকারী মানুষদের
25. 1804 খ্রিস্টাব্দে কে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন? Ans : নেপোলিয়ন বোনাপার্ট
26. কাঁদিদ গ্রন্থটি কার রচনা? Ans : ভলতেয়ার
27.(দা লেটার্স অন দা ইংলিশ) ইংরেজদের সম্পর্কে পত্রাবলী গ্রন্থটি কার লেখা? Ans : ভলতেয়ার
28. দ্যা ওয়েলথ অফ নেশন (the wealth of nations) গ্রন্থটি কার লেখা? Ans : অ্যাডাম স্মিথ
29.সাম্য মৈত্রী ও স্বাধীনতা কোন বিপ্লবের নীতি ছিল? Ans : ফরাসি বিপ্লব
30. ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র কবে গঠিত হয়েছিল? Ans : 1792 খ্রিস্টাব্দে
31. বুর্জোয়া শব্দটি উৎপত্তি কোথা থেকে হয়েছে? Ans : ফরাসি শব্দ burg থেকে
32. মানুষ ও নাগরিকের ঘোষণা প্রকাশিত হয় কবে? Ans : 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট
33. এমিলি গ্রন্থটি কার? Ans : রুশো
34. অর্থ লোপুপ নেকড়ে কাকে বলে? Ans : কর আদায়কারীদের
35.সিভিল কনস্টিটিউশন অফ ক্লারজি ই টি কি ছিল? Ans : আইন
36. বাস্তিল দুর্গের পতন হয় কবে? Ans : 1791 খ্রিস্টাব্দের 14 জুলাই
37. ফ্রান্সের নতুন সংবিধান কবে গৃহীত হয়? Ans : 1791 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর
38. ফ্রান্সে প্রচলিত কাগজের নোটের নাম কি? Ans : অ্যাসাইনেট
39. দ্য পার্শিয়ান লেটার্স কার লেখা? Ans : মন্তেস্কু
40. ফ্রান্সে কবে সামন্ততন্ত্রের বিলোপ ঘটে? Ans : 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট
41. মেরী আঁতোয়ানেত কে ছিলেন? Ans : ফরাসি সম্রাট ষোড়শ লুই এর অন্যতম পত্নী
42. প্রথম লিখিত ফরাসি সংবিধান কবে রচিত হয়? Ans : 1791 খ্রিস্টাব্দে
43.কোন দিন কে ফরাসিরা জাতীয় দিবস হিসেবে পালন করে? Ans : 14 জুলাই
44. এসএ অন প্রিভিলেজ গ্রন্থটি কার লেখা? Ans : --আবে সিয়ে
45. ফরাসি বিপ্লবের বাইবেল কাকে বলে? Ans : রুশোর সামাজিক চুক্তি (সোশ্যাল কন্ট্রাক্ট) গ্রন্থকে
46.1789 খ্রিস্টাব্দের ফ্রান্সের প্রতিনিধি সভার নাম কি? Ans : স্টেটস জেনারেল
47. টেনিস কোর্টের শপথ কবে হয়? Ans : 1789 খ্রিস্টাব্দের 20 জুন
48.টেনিস কোর্টের শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় হয়? Ans : সেরমন্ট দু জিউ দা পমে
49. টেনিস কোর্টের শপথ এ কে নেতৃত্ব দেন? Ans : বেইলি
50. বাস্তিল দুর্গের পতন হয় কবে? Ans : 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই
51. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে কবে? Ans : 1794 খ্রিস্টাব্দে 28 জুলাই
52. ফ্রান্সে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক দল কোনটি? Ans : জ্যাকোবিন দল
53.মার্সেলাস ফ্রান্সের জাতীয় সংগীত হিসেবে কবে গৃহীত হয়? Ans : 1792 খ্রিস্টাব্দে
54. সেপ্টেম্বর হত্যাকান্ড কবে হয়? Ans : 1792খ্রিস্টাব্দে
55. গিলোটিন কি? Ans : এটি একটি শিরশ্ছেদক যন্ত্র
56. ডাইরেক্টরি শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়? Ans : 1795 খ্রিস্টাব্দে
57.নেশনাল কনভেনশন রাজ দ্রোহীতার অভিযোগে কে অভিযুক্ত হয় ? Ans : অলিম্পে ডি গোজেস
58. ডিক্লারেশন অব দ্য রাইটস অফ ওম্যান এন্ড সিটিজেন কার লেখা? Ans : অলিম্পে ডি গোজেস
59. ফ্রান্সের দাস ব্যবস্থা কবে বিলুপ্ত হয়? Ans : 1848 খ্রিস্টাব্দে
60. দাস ব্যবস্থা কবে শুরু হয়? Ans : সপ্তদশ শতকে
61.ফ্রান্সে পুনরায় দাস ব্যবস্থা প্রবর্তন করেন কে? Ans : নেপোলিয়ন বোনাপার্ট
62. কবে ফরাসি সংবিধান রচিত হয়? Ans : 1791 খ্রিস্টাব্দে
63. রোবসপিয়ার কে কিভাবে হত্যা করা হয়? Ans : গিলোটিনে
64. কোন আইনের অধীনে রেজিস্ট্রি বিবাহ শুরু হয়? Ans : দেওয়ানী আইন
65. কবে কোথায় ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়? Ans : 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি
66. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব জনক কে? Ans : ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়র
67. ফ্রান্সে কবে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়? Ans : 1793 খ্রিস্টাব্দে 2 জুন
68. জা পল মারাট কোন দলের সদস্য? Ans : জ্যাকোবিন দলের
69. পুরাতন ব্যবস্থায় ফরাসি সমাজ কত ভাগে বিভক্ত ছিল? Ans : তিনটি শ্রেণীতে
70. ফরাসি জনগণের কতভাগ কৃষিছিল? Ans : 90 ভাগ
71. ফ্রানসের কোন বিপ্লবি নেতাকে দুই জগতের নায়ক বলে?? Ans : লাফায়েত
No comments