Class -9
বল এবং গতির সূত্রাবলী
( Force and law of motion )
1) প্রতিমিত এবং অপ্রতিমিত বল ( balance and unbalance forces ) কাকে বলে?
Ans : একটি বস্তুতে ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হলে ওই বলগুলোকে প্রতিমিত বল বলে।
যেমন : একটি বস্তুকে বলপ্রয়োগ করে সরানোর চেষ্টা হচ্ছে কিন্তু বস্তুটি স্থির অবস্থায় আছে। এক্ষেত্রে প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল পরস্পরকে প্রশমিত করছে।প্রকৃতপক্ষে প্রযুক্ত বল এবং স্থির অবস্থায় ঘর্ষণ বল হল প্রতিমিত বল।
• একটি বস্তুতে ক্রিয়াশীল বল গুলির লব্ধি যদি শূন্য না হয়, তাহলে বল গুলিকে কার্যকর বল বা অপ্রতিমিত বল বলে।
যেমন : দড়ি টানাটানির খেলায় কোন দল জিতলে, ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হয় না। এখানে অপ্রতিমিত বলের প্রভাবে দড়ি টানাটানি খেলার হারজিত হয়।
2) নিউটনের প্রথম গতিসূত্রটি ( first law of motion ) লেখ?
Ans : বাইরে থেকে বল ( অপ্রতিমিত ) প্রয়োগের দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকে।
3) জাড্য বা জড়তা (inertia ) কি?
Ans : বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থা পরিবর্তনে বাধা দেয়ার স্বাভাবিক প্রবণতাকে জাড্য বলে।
4) কোন ভৌত রাশি দ্বারা জাড্য পরিমাপ করা হয়?
Ans : বস্তুর ভর।
5) স্থিতি জাড্য ও গতি জাড্য কি?
Ans : যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল তার স্থিরাবস্থা বজায় রাখতে চায়, তাকে স্থিতিজাড্য বলে।
• যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতি বজায় রাখার চেষ্টা করে, তাকে গতিজাড্য বলে।
6) নিউটনের প্রথম গতিসূত্র টি কে জাড্যের সূত্র বলা হয় কেন?
Ans
: যে ধর্মের জন্য স্থিরবস্তু তার স্থিরঅবস্থা কিংবা গতিশীল বস্তু তার গতি অবস্থা বজায়
রাখতে চায়, সেই ধর্মকে পদার্থের জাড্যে বলে। নিউটনের প্রথম গতিসূত্রে এই জাড্য ধর্মের
কথাই বলা হয়েছে। তাই প্রথম গতিসূত্রটিকে জাড্যের সূত্র বলা হয়।
7) ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পরেও কিছুক্ষণ ঘুরে কেন?
Ans: চলন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করলেও পাখাটি গতিজাড্যের জন্য আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। পাখাটির বিভিন্ন অংশের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল এবং বায়ুর বাধার কারণে পাখাটি ধীরে ধীরে স্থির হয়।
8) গাছের ডালকে সজোরে ঝাকালে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ে কেন?
Ans : গাছের ডালকে সজোরে ঝাকালে ডালটি হঠাৎ গতি প্রাপ্ত হয়। কিন্তু পাতাগুলি স্থিতি জাড্যের দরুন আগের অবস্থাতেই থাকতে চায়। এর ফলে কোনো আশ্রয় না পেয়ে পাতাগুলি নিচে ঝরে পড়ে।
9) একটি কার্পেটকে লাঠি দিয়ে পেটানো হলো ধুলো বেরিয়ে আসে কেন?
Ans : লাঠি দিয়ে কার্পেটকে আঘাত করলে কার্পেটটি হঠাৎ গতিশীল হয়। কিন্তু ধুলোবালির কণাগুলি স্থিতি জাড্যের দরুন আগের অবস্থানেই থাকতে চায়। যার ফলে কোন অবলম্বন না পাওয়ায় ধূলিকণা গুলি বেরিয়ে আসে।
10) একটি বাসের ছাদের উপর দড়ি দিয়ে মালপত্র বেঁধে দিতে বলা হয় কেন?
Ans : বাস যখন হঠাৎ চলতে শুরু করে তখন স্থিতি জাড্যের জন্য মালপত্র ছাদের পিছনের দিকে নিচে পড়ে যেতে পারে। আবার বাসটি হঠাৎ ব্রেক কষলে গতি জাড্যের জন্য মালপত্র গুলি সামনের দিকে এগিয়ে ছাদ থেকে পড়ে যেতে পারে। তাই বাসের ছাদের মালপত্র দড়ি দিয়ে বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
11) লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী কিছুটা দূর থেকে দৌড়ে আসে কেন?
Ans : লং জাম্প দেওয়ার সময় একজন প্রতিযোগী কিছুটা দৌড়ে এসে লাফায়। কারণ দৌড়ানোর ফলে ওই খেলোয়াড়ের দেহ যে গতিজাড্য লাভ করে তা তাকে বেশি দূরত্ব পর্যন্ত লাফ দিতে সাহায্য করে।
12) চলন্ত বাস হঠাৎ থামলে বা ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
Ans : গতিজাড্য এর জন্য এরূপ হয়। বাসটি যখন গতিশীল অবস্থায় থাকে তখন বাসের যাত্রীরা ও বাসের সঙ্গে গতিশীল অবস্থায় থাকে। এখন বাসটি হঠাৎ থেমে গেলে বাস সংলগ্ন যাত্রীদের দেহের নিম্নাংশ বাসের সঙ্গে স্থির হয়। কিন্তু গতিজাড্যের জন্য যাত্রীদের দেহের ঊর্ধাংশ গতিশীল থাকতে চায়। ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।
13) স্থির অবস্থা থেকে বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনদিকে হেলে পড়ে কেন?
Ans : স্থিতি জাড্যের জন্য এরূপ হয়। যখন গাড়িটি স্থির ছিল তখন গাড়ির মধ্যে থাকা সকল যাত্রী স্থির অবস্থায় থাকে। এখন গাড়িটি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীদের গাড়ি সংলগ্ন দেহের নিম্নাংশ গাড়ির সঙ্গে গতিশীল হয়, কিন্তু দেহের ঊর্ধাংশ স্থিতি জাড্যের জন্য স্থির অবস্থায় থাকতে চায়। ফলে যাত্রীরা পেছনদিকে হেলে পড়ে।
14) নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়?
Ans : i ) বস্তুর জাড্য বা জড়তা এবং ii) বলের সংজ্ঞা।
15) নিউটনের কোন গতি সূত্রটিকে জাড্যের সূত্র বল হয়?
Ans : প্রথম গতি সূত্রটিকে।
16) বল কি?
Ans : বাইরে থেকে ক্রিয়াশীল যে প্রভাব কোন বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর স্থিতি অথবা গতির অবস্থা পরিবর্তন করে , তাকে বলা হয় বল।
17) বলের প্রভাব গুলি লেখ?
Ans : i) বস্তুর দ্রুতির পরিবর্তন করে।
ii) বস্তুর আকার ও আকৃতির পরিবর্তন করে।
iii) বস্তুর গতিবেগের অভিমুখ পরিবর্তন করে।
18) বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ---ব্যাখ্যা কর?
19) নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি ( second law of motion ) লেখ?
Ans : কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
20) নিউটনের দ্বিতীয় গতি সূত্র গাণিতিক রূপটি প্রতিষ্ঠা কর?
অথবা , নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে বলের পরিমাপ করা যায় --ব্যাখ্যা কর?
অথবা, প্রমাণ করো : F = ma
21) নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা কর?
22) নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি জানা যায়?
Ans : i) বলের পরিমাপ করা যায়।
ii) প্রযুক্ত বলের অভিমুখ জানা যায়।
iii)
ভরবেগ সম্বন্ধে ধারণা।
iv)
বলের একক।
23) রোলার ঠেলা অপেক্ষা টানা অপেক্ষাকৃত সহজ কেন?
Ans : রোলার ঠেলার সময় ঠেলা বলের
(Push) উলম্ব উপাংশ (
V ) নিম্নমুখে ক্রিয়া করে রোলারের ওজন বাড়িয়ে তোলে। কিন্তু রোলার টানার সময় টান বলের (
Pull ) উলম্ব উপাংশ ঊর্ধ্বদিকে ক্রিয়া করে রোলারের ওজন কমিয়ে দেয়। তাই রোলার টানা অনেক সহজ হয়।
24) বলের CGS ও SI একক কি?
Ans : CGS = ডাইন। ও SI = নিউটন।
25) এক নিউটন কি?
Ans : যে বল 1 কেজি ভরের বস্তুর উপর 1
m/s2 ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে এক নিউটন বলে।
26) নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লিখ?
Ans : 1 নিউটন = 105 ডাইন
27) নিউটনের তৃতীয় গতিসূত্রটি ( Third law of motion) লেখ?
Ans : প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তারা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে।
28) বন্দুক থেকে গুলি ছুড়লে বন্ধুক পিছন দিকে ধাক্কা দেয় কেন?
Ans : বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় , তখন বন্দুকটি সামনের দিকে গুলির উপর বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে গুলিটিও বন্ধুকের উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। এর ফলে বন্দুকটি পেছনদিকে গতিশীল হয়ে ধাক্কা দেয়।
29) বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন?
Ans : পাখি আকাশে ওড়ার সময় ডানা দিয়ে বায়ুর ওপর বল প্রয়োগ করে। স্বাভাবিকভাবে বায়ু ও পাখির ডানার উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তাই পাখি উড়তে পারে। বায়ুশূন্য স্থানে পাখি ডানা দিয়ে বল প্রয়োগ করলে ও বায়ু না থাকায় কোন প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না, তাই উড়তে পারে না।
30) ক্রিকেট খেলোয়ার ক্যাচ ধরার সময় হাত দুটিকে পেছনদিকে সরিয়ে নেয় কেন?
Ans : ক্রিকেট খেলোয়ার ক্যাচ ধরার সময় হাত দুটিকে পেছনদিকে সরিয়ে নেয় কারণ, ভরবেগের পরিবর্তনের হার কমানোর জন্য। বলটির ভরবেগের পরিবর্তনের হার যত কম হয়, বল এর উপর প্রযুক্ত বলের মান তত কম হয়। প্রযুক্ত বলের মান কম হওয়ার জন্য হাতে আঘাত লাগার সম্ভাবনাও কমে যায় । যার ফলে হাত থেকে বলটি ছিটকে বেরিয়ে যাবার সম্ভাবনাও কমে যায়।
31) আরোহী নৌকা থেকে লাফিয়ে নামলে নৌকাটি পিছনে সরে যায় কেন?
Ans : আরোহী পা দিয়ে নৌকার উপর একটি তির্যক বল প্রয়োগ করে নৌকা থেকে লাফ দেয়। নৌকা ও সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বিন্দুতে কাজ করে। ক্রিয়ার প্রভাবে নৌকাটি পিছনে যায় এবং প্রতিক্রিয়ার ফলে আরোহী তীরে পৌঁছায়।
32) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি ( law of conservation of momentum) লেখ?
Ans : কোন বস্তু সংস্থার ওপর বাইরে থেকে কোন বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট ভরবেগ ( মানে ও অভিমুখে ) অপরিবর্তিত থাকবে।
33) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা কর?
অথবা, নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ কর।
Ans :
34) কোন ভেক্টর রাশি তিনটি মৌলিক একক দিয়ে গঠিত?
Ans : বল।
35) ভরবেগ কাকে বলে? ভরবেগ কিভাবে পরিমাপ করা হয়? ভরবেগের এস.আই একক লেখ?
Ans : ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয়, তাকে ঐ বস্তুর ভরবেগ বলে।
• ভরবেগ , ভর ও বেগের গুণফল দ্বারা পরিমাপ করা হয়। অর্থাৎ ভরবেগ = ভর x বেগ।
• ভরবেগের সিজিএস একক :
gm-cm/sec
এসআই একক : kg-m/sec
36) যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সর্বদা সমান হয় তবে একটি ঘোড়া কিভাবে একটি গাড়িকে টানে, ব্যাখ্যা কর?
Ans :
37) হোস পাইপ থেকে দ্রুত বেগে প্রচুর পরিমাণে জল বেরোনোর সময় দমকল কর্মীর পক্ষে হোস পাইপ ধরে রাখা কঠিন হয়ে পড়ে কেন? ব্যাখ্যা করো।
Ans : হোস পাইপ থেকে দ্রুত বেগে প্রচুর জল তীব্র বেগে গতিশীল হলে রৈখিক ভরবেগের সংরক্ষণের কারণে জল ও পাইপটিকে বিপরীত দিকে বল প্রয়োগ করে। তাই পাইপটিকে ধরে রাখা কষ্টকর হয়।
38) একটি রাবারের বল ও একই আকারের একটি পাথরের টুকরো __কোনটির জাড্য বেশি?
Ans : পাথরের টুকরোর ভর, রাবারের বলের চেয়ে বেশি। তাই পাথরের টুকরোর জাড্য বেশি হবে।
39)
ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও সাম্য স্থাপন করে না কেন?
Ans : সাম্য প্রতিষ্ঠার জন্য দুটি সমান ও বিপরীতমুখী বলকে
একই বিন্দুতে প্ৰযুক্ত হতে হবে। কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর
উপর প্রযুক্ত হয় অর্থাৎ বল দুটির প্রয়োগ বিন্দু আলাদা।তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া
সমান ও বিপরীত হলে ও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না।
40)
আমরা হাঁটতে পারি কেন?
Ans : আমরা যখন হাঁটি, তখন বলের বিভাজন সূত্রানুযায়ী পা
দিয়ে মাটির ওপর পিছনদিকে একটি বল প্রয়োগ করি, এটা হল ক্রিয়া। মাটি তখন সমান ও বিপরীতমুখী
প্রতিক্রিয়া বল পায়ের ওপর প্রয়োগ করে। যার ফলে আমরা সামনের দিকে এগিয়ে যাই।
41)
বলের ক্রিয়া রেখা ( line of action ) কি?
Ans : যে সরলরেখা বরাবর বলের অভিমুখ দেখানো হয়, তাকে বলের
ক্রিয়া রেখা বলে।
42)
কোন নীতির উপর রকেট উৎক্ষেপণ করা হয়?
Ans : রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে রকেট
উৎক্ষেপণ করা হয়।
43) বলের ঘাত ( Impulse of force ) এবং ঘাত বল ( Impulsive force ) কি? এদের একক লেখ?
Ans : কোন বস্তুর উপর কোন স্থির মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করলে , ওই বলের মান এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলটির ঘাত বা আবেগ বলা হয়।
একক : এস.আই পদ্ধতিতে একক নিউটন-সেকেন্ড।
• বৃহৎ মানের কোন বল কোন বস্তুর উপর খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে ওই বলকে বলা হয় ঘাতবল।
একক : এস.আই পদ্ধতিতে একক নিউটন।
44) বলের ঘাত এবং ঘাত বলের পার্থক্য লেখ?
Ans :
i) কোন বস্তুর উপর কোন স্থির মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করলে , ওই বলের মান এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলটির ঘাত বা আবেগ বলা হয়।
• বৃহৎ মানের কোন বল কোন বস্তুর উপর খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে ওই বলকে বলা হয় ঘাতবল।
ii) বলের ঘাত হল ফল ।
• ঘাত বল হলো কারণ।
iii) বলের ঘাতের প্রভাবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে।
• ঘাত বলের প্রভাবে বস্তুতে অল্প সময়ে বৃহৎ ত্বরণ সৃষ্টি হয়।
-: গাণিতিক সমস্যা : -
45) 0.5 কেজি ভরের কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটির 10
মিটার/সেকেন্ড2 ত্বরণ নিয়ে চলতে থাকে। প্রযুক্ত বলের পরিমাণ কত?
Ans : নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, F = ma
বা, F = 0.5 x 10 = 5 নিউটন।
46) একটি 4 কেজি ভরের বন্দুক থেকে 50 গ্রাম ভরের একটি গুলি 35 m/s বেগে ছোড়া হল । বন্দুকের প্রাথমিক প্রতিক্ষেপ বেগ নির্ণয় কর?
Ans
: - 43.75 cm/s
47)
100 গ্রাম এবং 200 গ্রাম ভরের দুটি বস্তু একই রেখায় একই দিকে যথাক্রমে 2 m/s
এবং 1 m/s বেগ নিয়ে চলছে। তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরে প্রথম বস্তুটি 1.67 m/s বেগ নিয়ে চলে । দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় কর?
Ans
: 1.165 m/s
48)
স্থির অবস্থা থেকে একটি ট্রাক যাত্রা শুরু করে এবং স্থির ত্বরণ নিয়ে একটি পাহাড় থেকে নিচে নামছে। 20 সেকেন্ডে ট্রাকটি 400 মিটার যায় । এর ত্বরণ বের করো। ট্রাকটির উপর ক্রিয়াশীল বল বের করো, যদি ট্রাকটির ভর 7 টন ( 1 টন =1000 কেজি ) হয়।
Ans : ত্বরণ = 2 m/s2
এবং বল = 14000 নিউটন।
49)
1 কেজি ভরের একটি পাথর 20 m/s বেগে একটি জলাশয়ে বরফের হিমায়িত তল দিয়ে ছোড়া হয় এবং 50 মিটার দূরত্ব যাওয়ার পর পাথরটি স্থির হয়। পাথর এবং বরফের মধ্যে ঘর্ষণ বল কত হবে?
Ans : ঘর্ষণ বল
= 4 নিউটন।
50) একটি মোটর গাড়ির ভর 1500 কেজি। গাড়ি এবং রাস্তার মধ্যে কি বল ক্রিয়া করবে যদি গাড়িটি 1.7 m/s2
ঋণাত্মক ত্বরণ নিয়ে থেমে যায়?
Ans : বল = 2550 নিউটন।
51) m
ভরের একটি গতিশীল বস্তু v বেগ নিয়ে চললে তার ভরবেগ কত হবে?
Ans : ভরবেগ = mv
52) 200
N অনুভূমিক বল ব্যবহার করে আমরা একটি কাঠের আলমারিকে মেঝেতে স্থির বেগে ঘুরাই। আলমারিটির উপর কত ঘর্ষণ বল প্রযুক্ত হবে?
Ans : আলমারিটি স্থির
বেগে চলে মোট
বল শূন্য।
সে ক্ষেত্রে ঘর্ষণ
বল হবে 200N যা
প্রযুক্ত বলকে প্রশমিত করে।
53)
10 m/s বেগে গতিশীল 200 g ভরের একটি হকি বলকে হকিস্টিক দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে যে , বলটি 5 m/s বেগে একই পথে ফিরে যায় । হকিস্টিক দ্বারা প্রযুক্ত বলের প্রভাবে হকি বলের গতিতে ভরবেগের পরিবর্তনের মান নির্ণয় কর?
Ans : ভরবেগ পরিবর্তন হলো
= 3 kg-m/s
54) 100
কেজি ভরের একটি বস্তু 6 সেকেন্ডে 5 m/s বেগ থেকে 8 m/s বেগে সুষম ত্বরণ নিয়ে চলে। বস্তুটির প্রাথমিক এবং অন্তিম ভরবেগ নির্ণয় করো। বস্তুটির উপর যে বল প্রয়োগ করা হয় তার মান নির্ণয় করো?
Ans : প্রাথমিক ভরবেগ
: 100 x 5 = 500 kg m/s
অন্তিম ভরবেগ: 100 x 8 = 800 kg m /s
প্রযুক্ত বল : 50 N
55)
80 cm উপর থেকে 10 kg ভরের একটি ডাম্বেল মেঝেতে পড়লে এটি মেঝেতে কত ভরবেগ সঞ্চালিত করে? ধরে নাও ডাম্বেলটির নিম্নাভিমুখী ত্বরণ 10 m/s2
।
Ans : 40 kg m/s
56)
500 গ্রাম ভরের একটি হাতুড়ি 50
m/s বেগ নিয়ে একটি পেরেককে আঘাত করে। প্যারা একটি 0.01 সেকেন্ড সময়ে হাতুড়িটি থামিয়ে দেয়। হাতুড়িটির উপর পেরেকটি কি বল প্রয়োগ করে?
Ans : 2500 N
57)
1200 কেজি ভরের একটি মোটর গাড়ি 90 km/h সুষম বেগ নিয়ে সরলরেখায় চলছে। অপ্রতিমিত বলের জন্য 4 সেকেন্ড সময়ে তার বেগ কমে 18 km/h হয়। ত্বরণ এবং ভরবেগের পরিবর্তন নির্ণয় করো? প্রয়োজনীয় বলের মান ও নির্ণয় করো?
Ans : ত্বরন : - 5 m/s2
ভরবেগের পরিবর্তন : 2400 kg m/s
বল : 6000 N।
No comments