Class 8 Friction NCERT ঘর্ষণ : দ্বাদশ অধ্যায়

ঘর্ষণ : দ্বাদশ অধ্যায়

1. ঘর্ষণ কাকে বলে?

Ans:  একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাঁধার উৎপত্তি হয়, এ বাঁধাকে ঘর্ষণ বলে।

2. ঘর্ষণ বলের উৎপত্তি হয় কেন?

Ans: দুটি স্পর্শ তলের অমসৃণতার জন্যই ঘর্ষণ বলের উৎপত্তি হয়।

3. চল ঘর্ষণ, স্থিত ঘর্ষণ এবং  আবর্ত ঘর্ষণ কাকে বলে?

Ans : কোনো বস্তু যখন অন্য কোনো বস্তুর তলের উপর দিয়ে গড়িয়ে যায়, তখনকার গতির বাধাকে আবর্ত ঘর্ষণ বলে।

4. একটি গতিশীল বস্তুতে যদি ঘর্ষণ না থাকে তাহলে কি হবে?

Ans: বস্তুটি কখনো থামবে না।



5. গাড়ির চাকা ও রাস্তার মধ্যে ঘর্ষণ না থাকলে কি হবে?

Ans: গাড়ি চালানো, থামানো বা গতির পরিবর্তন করা যাবে না।

6. ঘর্ষনের কয়েকটি অসুবিধা লেখ?

Ans: 

7. ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়?

Ans: তাপ।

8. জুতার তলা বা গাড়ির চাকায় খাঁজকাটা থাকে কেন?

Ans : ঘর্ষণ বল বাড়ানোর জন্য।

9. মেশিনের ঘর্ষণশীল অংশে তেল বা গ্রিজ ব্যবহার করা হয় কেন?

Ans : ঘর্ষণ বল কমানোর জন্য।

10. ঘর্ষণ বল কমানোর জন্য ক্যারাম বোর্ডে কিভাবে করা হয়?

Ans : পাউডার।

11. স্যুটকেসের নিচে চাকা লাগানো হয় কেন?

Ans: 

12. বল বেয়ারিং ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্রের নাম কর?

Ans : বৈদ্যুতিক সিলিং পাখা, বাইসাইকেল।

13. ড্রেগ ( Drag) কি?

Ans : প্রবাহী কর্তৃক প্রযুক্ত ঘর্ষণজনিত বলকে ড্রেগ বলে।

14. পাখি, মাছ এবং এরোপ্লেনের  বিশেষ আকৃতি থাকে কেন?

1Ans : প্রবাহীর মধ্য দিয়ে চলমান গতিশীল বস্তুকে প্রবাহীর ঘর্ষণজনিত বলকে অতিক্রম করতে হয়। এই প্রক্রিয়ায় গতিশীল বস্তু শক্তি হারায়। এজন্য ঘর্ষণ জনিত বাধাকে ন্যূনতম শক্তি ব্যয়ে অতিক্রম করার জন্য পাখি , মাছ এবং এরোপ্লেনের  কাঠামো বিশেষ ধরনের হয়।

15. মাকু আকৃতি দুটি প্রাণীর নাম করো

Ans : মাছ এবং পাখি।

16. শূন্যস্থান পূরণ কর :     স্থিত ঘর্ষণ অপেক্ষা চল ঘর্ষণ এর মান __।

Ans : কম।

17.  শূন্যস্থান পূরণ কর :     আবর্ত ঘর্ষনের মান চল ঘর্ষণ অপেক্ষা ____ ।

Ans : কম।

18. ঘর্ষনের কয়েকটি সুবিধা লেখ ?

Ans: 

19. ঘর্ষণ বল বাড়ানোর কয়েকটি উপায় লেখ?

Ans : 

20. ঘর্ষণ বল কমানোর কয়েকটি উপায় লেখ?

Ans: 

21. আবর্ত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ এবং চল ঘর্ষণকে এদের মানের ক্রমানুসারে সাজাও?

Ans: 

22. প্রবাহীর মধ্য দিয়ে গতিশীল বস্তুর বিশেষ আকৃতি থাকে কেন, ব্যাখ্যা করো?

Ans: 

23. স্থিত ঘর্ষণ অপেক্ষা চল ঘর্ষণ কম __ কেন?

Ans: 

24. ঘর্ষণ যেমন বন্ধু , আবার শত্রু ও __ কেন?

Ans: 

25. শূন্যস্থান পূরণ করো : বিজ্ঞানে তরল এবং গ্যাসের সাধারণ নাম হল ____ ।

Ans : প্রবাহী।

26. প্রবাহিতে চলমান বস্তুর এক বিশেষ আকৃতি থাকে , সেই আকৃতি কিরূপ?

Ans : মাকু আকৃতির।

27. বল বেয়ারিং ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্রের নাম কর?

Ans : বৈদ্যুতিক সিলিং পাখা, বাইসাইকেল।

28.  কোনো মেশিনের গতিশীল অংশগুলির মধ্যে বায়ুস্তর ব্যবহার করা হয় কেন?

Ans : ঘর্ষণ কমানোর জন্য।

29. ইচ্ছাকৃতভাবে ঘর্ষণ বাড়ানোর জন্য  বাই সাইকেলে বা যানবাহনে কি ব্যবহার করা হয়?

Ans : ব্রেক প্যাড।

30. মেশিনের ঘর্ষণ শীল অংশে ঘর্ষণ কমাতে কি ব্যবহার করা হয়?

Ans : তেল, গ্রীজ বা গ্রাফাইট।

31. লুব্রিকেন্ট বা পিচ্ছিল কারক কি?

Ans : 

সঠিক উত্তর বাছাই কর :

32.  নিচের কোনটিতে ঘর্ষণ নির্ভর করে না __

a) দুটি তলের প্রকৃতির উপর।

b) দুটি তলের মসৃণতার উপর।

c) একটি তল অন্যটির উপর কত জোরে চাপ দেয় তার উপর।

d) দুটি তলের আকারের উপর। (Ans)

33. চলমান বস্তুর সমদ্রুতি বজায় রাখার জন্য যে ঘর্ষণ বলের প্রয়োজন হয় তা হল __

a) স্থিত ঘর্ষণ।

b) আবর্ত ঘর্ষণ।

c) চল ঘর্ষণ।(Ans)

d) কোনোটিই নয়।

34. নিচের কোন বক্তব্যটি সঠিক :-

a) স্থিত ঘর্ষণ অপেক্ষা চল ঘর্ষণের মান বেশি।

b) আবর্ত ঘর্ষণ অপেক্ষা চল ঘর্ষণের মান কম।

c) আবর্ত ঘর্ষণের মান চল ঘর্ষণ অপেক্ষা কম।(Ans)

d) স্থিত ঘর্ষণ অপেক্ষা আবর্ত ঘর্ষণের মান বেশি।

Ans : c) আবর্ত ঘর্ষণের মান চল ঘর্ষণ অপেক্ষা কম।

35. স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করলে যে ঘর্ষণ ক্রিয়াশীল হয় তা হল _

a) স্থিত ঘর্ষণ। (Ans)

b) চল ঘর্ষণ।

c) আবর্ত ঘর্ষণ।

d) কোনোটিই নয়।

***** ঘর্ষণ সম্পর্কে আপনার আরো কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট ( Comments) করুন।

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.